শিবরাত্রি তে কিভাবে ব্রত পালনের নিয়ম ও পূর্ব প্রস্তুতি করবেন How to prepare the rules and pre-observance of vows on Shivaratri
শিবরাত্রি তে কিভাবে ব্রত পালনের নিয়ম ও পূর্ব প্রস্তুতি করবেন How to prepare the rules and pre-observance of vows on Shivaratri
শিবরাত্রি ব্রত পালন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা সমর্থকদের মধ্যে এক অন্যতম শ্রেষ্ঠ অর্থ হলো এই শিবরাত্রি ব্রত নারী এবং পুরুষ সকলেই এই ব্রত পালন করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে এ কোন ব্যক্তি এই ব্রত ভক্তি এবং নিষ্ঠার সহযোগে পালন করে থাকেন তাহলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে সক্ষম হল ভগবানের কৃপায় তার সমস্ত ইচ্ছাই পূর্ণ হয় কারণ এই ব্রত পালনের মাধ্যমে আমাদের রজোগুণ এবং তমোগুণ নিয়ন্ত্রণে থাকে.
যে ব্যক্তি এই ব্রত পালন করে থাকেন তার মনে রাগ হিংসা বা সমস্ত কিছু মুছে গিয়ে মন নির্মল হয়ে ওঠে তবে এই শিবরাত্রি ব্রত পালনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে তার চেয়ে নিয়ম নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করা প্রয়োজন যারা এই বছর শিবরাত্রি ব্রত রাখতে চাইছেন তাদের অবশ্যই ত্রয়োদশী তিথিতে কি নিজেকে প্রস্তুত করে নিতে হবে এবং ইতিপূর্বেই পূর্বের ভিডিওতে উল্লেখ করেছে 2022 সালে এই মহা শিবরাত্রি কবে পড়েছে এবং কোন সময় পূজার জন্য আদর্শ সময় যদি এই বিষয়টি না জেনে থাকেন তাহলে ভিডিও শেষে একটি ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে জেনে নিতে পারেন যে 2021 এর এই মহা শিবরাত্রি তিথি কখন পড়েছে.
শাস্ত্র মতে যারা এই মহা শিবরাত্রি ব্রত রাখতে চাইছেন তাদের ত্রয়োদশী তিথিতে অর্থাৎ এই বছর সোমবার দিন অন্তত এক বেলা নিরামিষ আহার গ্রহণ করতে হবে অর্থাৎ এই বছর যেহেতু মঙ্গলবার দিন শিবরাত্রি পড়েছে তাই তার আগের দিন সোমবার রাত্রিকালীন আহার নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং চতুর্দশীতে সম্পূর্ণরূপে উপবাস রাখতে হবে যদি আপনি সম্পূর্ণ উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে ফল দুধ মূল বা ডাবের জল এই সমস্ত খেয়েও আপনি এই উপবাস প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন আপনার নিজের শরীর এবং সামর্থ্য বুঝেই এই উপবাস প্রক্রিয়া স্থির করবেন যারা এই মহা শিবরাত্রি ব্রত রাখছেন তাদের অবশ্যই এই দিন সকালে.
ঘুম থেকে ওঠা প্রয়োজন ঘুম থেকে উঠে মনে মনে ভগবান শিবকে প্রথমে স্মরণ করুন তারপর নিজেকে শুদ্ধ করে নেই এইজন্য ঘুম থেকে ওঠার পরে আপনি এই দিন সকাল-সকাল স্নান করবো শ্রেণীর তবে স্নানের সময় একটি বিশেষ নিয়ম মানা প্রয়োজন আর তা হলো আপনার স্নানের জলে কালো তিল মিশিয়ে দিন শিব পুরাণ অনুযায়ী এতে শরীর এবং মন শুদ্ধ হয়ে ওঠে স্নানপর্ব শেষ হয়ে গেলে সংকল্পের পালা কেননা এই পুজো বা ব্রত পালন করতে হয় নিজেকে সম্পূর্ণ সংযত রেখে মনে মনে সংকল্প করুন চতুর্দশীর সারা দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন থাকবেন উপবাসে সংকল্প হয়ে গেলে ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্র শিবকে প্রণাম জানান.
তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প তিনি রক্ষা করেন যারা শিবরাত্রি ব্রত রাখতে চাইছেন তারা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে এই শিবরাত্রি ব্রত সর্বদায় কিন্তু রাত্রিকালে পালন করতে হয় তাই কখনো এই দুপুরের মধ্যে শিব পূজা সেরে নেবেন না যদি একান্তই আপনার রাত্রি জাগরন অসুবিধা হয় তাহলে সন্ধ্যে বেলায় যখন ভগবান শিবের পূজার তিথি শুরু হচ্ছে সেই সময় আপনি পুজো প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন তবে যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ রাত্রি জাগরন এর মধ্য দিয়ে ভগবান শিবের আরাধনা এক নিজেকে নিয়োজিত করতে আসবো শিব পূজার উপকরণ সম্পর্কে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্দশীর.
এই উপকরনগুলি প্রথমে সংগ্রহ করে রাখুন যদি আপনি বাড়িতে বসেই ভগবান শিবের পূজা দিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি শিবলিঙ্গ আপনার বাড়িতে থাকা প্রয়োজন শিবলিঙ্গের পাশাপাশি যে উপকরণগুলি সকলকেই সংগ্রহ করা প্রয়োজন তা হলো একটি ছোট্ট তামার অথবা পিতলের ঘটে যার মাধ্যমে আপনি ভগবান শিবকে স্নান করাবেন এবং তার সঙ্গে একটি থালা একটি গ্লাস এবং কোশাকুশি আর যদি কোশাকুশি না থাকে তাহলে সে ক্ষেত্রে তামা বা পিতলের সাধারণত পাত্র আপনি ব্যবহার করতে পারেন.
এবং এরই সঙ্গে যে উপকরণগুলি আপনাকে সংগ্রহ করতে হবে তা হলো একটু সাদা চন্দন সামান্য পরিমাণ আতপ চাল কয়েকটি ফুল এবং বেলপাতা তবে ফুলের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যে কোন এক প্রকার ফুল অন্তত ভগবান শিবকে নিবেদন করতে আর এগুলি হল ধুতুরা কল্কে চাপা নীলকন্ঠ বা নীল অপরাজিতা অথবা আকন্দ ফুল যেকোনো এক প্রকার ফুল অতি অবশ্যই পারলে নিবেদন করবেন তার সঙ্গে অবশ্যই সংগ্রহ করে রাখবেন ধূপ দীপ একটি ঘন্টা অথবা শঙ্খ আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য সবথেকে ভালো পাঁচ প্রকার ফল যদি আপনি নিবেদন করতে পারেন তার মধ্যে বেল অবশ্যই এবং সামান্য মাখা অথবা সন্দেশ যদি.
না পারেন তাহলে অন্তত একটি বাতাসা হলেও চলবে এবং এর সঙ্গে পঞ্চশস্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং গঙ্গাজল বা যেকোন বিশুদ্ধ জল এই পঞ্চামৃত দিয়ে বিভিন্ন প্রহরে ভগবান শিবের পূজা সম্পন্ন হয়ে থাকে এ ক্ষেত্রে এই বিষয়টি বলা প্রয়োজন যে আপনি হাজার চেষ্টা করেও যদি কোন উপহার সংগ্রহ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাবার কাছে ক্ষমা চেয়ে সেই উপাচারের নাম উল্লেখ করে সামান্য একটু জল বাবাকে নিবেদন করলেও তিনি সন্তুষ্ট হন.
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url