উচ্চ মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2022 / HS History Last Minute Suggestion 2022

 উচ্চ মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2022 / HS History Last Minute Suggestion 2022






 2022 সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ পরীক্ষার আগের মুহূর্তে প্রশ্নগুলোকে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো আমাদের দীর্ঘ বিশ্বাস তারা উপকৃত হবেই হবে সম্রাট এক্সক্লুসিভ টিমের একাধিক ইতিহাস শিক্ষকেরা আজকের প্রশ্নগুলোকে নির্বাচন করেছেন  ইতিহাস এর লাস্ট মিনিট সাজেশন শুরু করার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তা বন্ধুরা আমি বাংলা বিষয়ের শিক্ষক বাংলা বাদে অন্য কোন সাবজেক্ট সম্পর্কে আমার ন্যূনতম জ্ঞান নেই তাছাড়া সাজেশন এমন করুন সহজ বিষয় নয় যে যে কেউ যেকোনো মুহূর্তে এটা তৈরি করে ফেলতে.



 প্রথম অধ্যায় নাম অতীত স্মরণ এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো জাদুঘর মিউজিয়াম প্রশ্নটা কিভাবে আসতে পারে মিউজিয়াম জাদুঘর কাকে বলে মিউজিয়াম এর প্রকারভেদ গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অতীত পুনর্গঠনে মিউজিয়াম বা জাদুঘরের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্বে অতিথি পুনর্গঠনে মৃত লিজেন্ড ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো অর্থাৎ তোমরা তিনটি অংশে পড়ে রাখবে মৃত লিজেন্ড এবং স্মৃতিকথা আর সম্ভব হলে একটা প্রশ্ন উত্তর দেখে রাখবে সেটা হল আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো লাস্টে প্রশ্নটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবার চলে যাবো রেডিও সিলেবাস অনুযায়ী পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়. 


চ্যাপ্টার এর নাম উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি প্রথম যে প্রশ্নটা করবে এখান থেকে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য গুলি কী ছিল এই বাণিজ্যের অবসান কেন হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় তাও ঠিক এতটাই গুরুত্বপূর্ণ ভারতের রেলপথ প্রবর্তন এর উদ্দেশ্য এবং প্রভাব রেলপথের আর কি উদ্দেশ্য প্রভাব এবং ক্যান্টন বাণিজ্য এই দুটো অংশ তোমরা বই থেকে পাঠ্যবই থেকে খুব খুঁটিয়ে পড়ে নেবে এটা করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও এই তিনটে হয়ে যাওয়ার পর সম্ভব হলে দেখে রাখবে পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই প্রশ্নগুলো কি তোমার রেডি করা আছে এই প্রশ্নগুলো কি তোমাদের স্যারেরাও তোমাদের প্র্যাকটিস করতে বলেছেন. 


  একেবারেই ভুলনা চতুর্থঅধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া এখান থেকে তোমাদের চারটে প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে প্রথম চীনের চৌঠা মে আন্দোলনের কারণ গুলি আলোচনা করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো অর্থাৎ চীনের চৌঠা মে আন্দোলন দ্বিতীয় বাংলার নবজাগরণের প্রকৃতি এবং এই নবজাগরণ এর সীমাবদ্ধতা আলোচনা করো তৃতীয় স্যার সৈয়দ আহমেদ খান এবং তার আলীগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো এবং চতুর্থত বাংলার সমাজ সংস্কারে রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এই চারটে প্রশ্ন তোলা খুব ভালো করে করে নেবে তোমাদের অনুরোধ করবো প্রশ্নগুলো হয় লিখে নাও নচেৎ স্ক্রিনশট করেও নিয়ে নিতে পারো এবার পঞ্চম অধ্যায়. 

 উপনিবেশিক ভারতের শাসন এখান থেকেও চারটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্য গুলি লেখ এই আইনের ত্রুটি আলোচনা করো দ্বিতীয় লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব আলোচনা করো তৃতীয় রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজী কেন এই আইনের বিরোধিতা করেন চতুর্থ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এর গুরুত্ব আলোচনা করো আবারো অনুরোধ করব  এই প্রশ্নগুলো তোমার রেডি আছে কিনা আমাকে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলনা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখান থেকে পড়বে হাজার 946 সালে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় টা আরো গুরুত্বপূর্ণ ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী এবং তার আজাধীন ফৌজ এর অবদান আলোচনা করো আর তৃতীয় হোচি মিনের নেতৃত্বে.


 মুক্তিযুদ্ধের ওপর আর কি আর একটা আলোচনা বা এর সম্পর্কে পরিচয় দাও তোমাদের জন্য ইতিহাসের সম্পূর্ণ সাজেশন কিন্তু বন্ধুরা এখানে একটা কথা আছে তোমরা জানো গতবছর ইতিহাস পরীক্ষা হয়নি তাই এখানে সাজেশন তৈরীর ক্ষেত্রে কিন্তু স্যারেরা দ্বিধা-বিভক্ত একদল বলছেন কিছু স্যার বলছেন  একটি পড়লেই চলবে আবার কিছু ছাড় বলছেন এই ক'টি তো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এর সঙ্গে লাস্ট ইয়ার এর 2000 কুড়িতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখে রাখা ভালো কারণ দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির টেস্ট পেপারের 2000 কুড়ির প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে তাই আমি তোমাদের অনুরোধ করব যে কটা প্রশ্ন বললাম সবার আগে প্র্যাকটিস করো এগুলো হয়ে গেলে দুই হাজার কুড়ি সালে যে প্রশ্নগুলো এসেছিল তার লাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো না প্রশ্ন গুলো আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রথম হাজার 942 সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ.

 এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ একটি কেমন ছিল সে সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় হাজার 919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটি গুলি আলোচনা করো তৃতীয় ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও চতুর্থ ভারতে অবশিল্পায়নের কারণ ও প্রভাব আলোচনা করো পঞ্চম নানকিং এর সন্ধি শর্ত আলোচনা করো ষষ্ঠ পেশাদারী ইতিহাস ও অপেশাদার ইতিহাসের সঙ্গে এর পার্থক্য আলোচনা করো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ সাজেশন এবার তোমরা বলতে পারো ইতিহাসের এমসিকিউ সাজেশন দিন প্রথমেই বলে রাখি কোন সাবজেক্টের সাইন্স আর্টস কমার্স কোন সাবজেক্টের mcq acq এর কোন সাজেশন হয়না টুকুই খুঁটিয়ে না পড়লে তোমরা কিন্তু কমেন্ট পাবে না তবু এখানে স্যারেরা বলছেন 5 বছরের ইতিহাসের প্রশ্ন মানে যে কয় বছর এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্ন. 

 জোগাড় করো সেই প্রশ্নে থাকা রেডিও সিলেবাস অনুযায়ী যে ক'টি প্রশ্ন আর কী রয়েছে শর্ট কোশ্চেন সেগুলো প্র্যাকটিস করো পাঠ্যবই খুঁটিয়ে পড়ো এবং টেস্ট পেপারে থাকা প্রত্যেকটা শর্ট কোশ্চেন কিন্তু খুঁটিয়ে পড়তে হবে আবারও বলছি তুমি যদি মনে কর আমি পঞ্চাশটা শর্ট বললাম তার মধ্যে থেকে সব কমেন্ট পেয়ে যাবে এতে কিন্তু তোমরা নিরাশ হবে পৃথিবীর কেউ তোমাকে কিন্তু শর্ট কোশ্চেনের একদম 100% কমন সাজেশন দিতে পারবে না এটা একদম সহজ সরল বাস্তব কথা তাই আমি তোমাদের অনুরোধ করবো যারা ইতিহাসে ভীষণ ভালো রেজাল্ট করতে চাইছো তোমরা পাঠ্যবই খুটিপর টেস্ট পেপার সলভ করো এবং পুরনো সালের প্রশ্ন গুলো কেউ শেভ করে নিও .


TAG: hs history last-minute suggestion 2022, hs history short question suggestion 2022,2022 hs history last-minute suggestion, hs 2022 history last-minute suggestion, class 12 last-minute suggestion history 2022, hs history suggestion 2022, Samrat exclusive, hs history suggestion 2022 MCQ, hs history MCQ suggestion 2022, hs history final suggestion 2022,2022 hs history suggestion, his final suggestion history 2022, common question 2022 hs history.  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url