প্রভু যীশু মহামূল্যবান বাণী জীবন পরিবর্তন করে The precious words of the Lord Jesus change lives
প্রভু যীশু মহামূল্যবান বাণী জীবন পরিবর্তন করে The precious words of the Lord Jesus change lives
ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে কারণ স্বর্গরাজ্য তাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় ঈশ্বরকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো তোমরা প্রার্থনায় যা কিছু চাও বিশ্বাস করো যে তোমরা ছাপিয়ে গিয়েছে তোমাদের জন্য সেই রকমই হবে মানবপুত্র এসেছেন সেভাবে চেনে সেবা করতে এবং বহুজনের পরিবর্তে মুক্তিপণ সংক্রান্তিতে আমি তোমাকে সত্যি সত্যি বলছি কারুর নতুন জন্ম না হওয়া পর্যন্ত.
ঈশ্বরের রাজ্য দেখতে পারে না আমি বলছি আমি সত্য এবং আমি জীবন আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না তোমাদের দেয়া হবে খোঁজ করো তোমরা পাবে দরজায় আঘাত করো তোমাদের জন্য খুলে দেয়া হবে তোমরা প্রথমেই তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহলে ওইসব জিনিসও তোমারি দেওয়া হবে ধন্য যারা দয়াশীল কারণ তারাব আমি ধন্য তারা যাদের মনুষত্ব কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে আমি সেই জীবন খাদ্য.
যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধিত হবে না এবং যে আমাকে বিশ্বাস করে সে কোনোদিনই পিপাসিত হবেনা আমি পৃথিবীর মানুষের আলোর যে কেউ আমার পিছন পিছন আসে সে কোনভাবে অন্ধকারে চলবে না কিন্তু জীবনীর অ্যালবামে আগামীকাল কি হবে তার জন্য তোমরা ভেবে উতলা হয়ো না আগামীকালের ভাবনা আগামীকালই ভাববে দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট আমি সেই দরজা যদি কেউ আমার মধ্যে দিয়ে ঢোকে সে পরিত্রাণ পাবে তোমরা শুনেছো বলা হয়েছিল তোমার প্রতিবেশী কে ভালোবাসো.
ও তোমার শত্রু কে ঘৃণা করো কিন্তু আমি তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো এবং যারা তোমাদের অত্যাচার করি তোমরা তাদের জন্য প্রার্থনা করো আমি হলাম উত্তম উত্তম মেয়ের জন্য নিজের জীবন দেয় তুমি আমাকে বিচার করো না নইলে তোমাদের বিচার করা হবে তোমার ভাইয়ের চোখে যেকুটু আছে তাই কেন দেখছো কিছু তোমার নিজের চোখে চেয়ে করি কাজ আছে তা কেন ভেবে দেখছ না শুধু দরজা দিয়ে প্রবেশ করো কারণ বিনাশে যাবার দরজা চওড়া চওড়া এবং অনেকেই তা দিয়ে প্রবেশ করে.
জীবনে যাবার দরজা সরু পথ কঠিন এবং অল্প লোকই তা পায় অমিত্রাক্ষর তোমরা সব শাখা যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকে সে প্রচুর লাভবান হবে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না আমি পুনরুদ্ধার ও জীবন যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে মানুষও যদি সমস্ত জগতের লাভ করে নিজের প্রাণ হারায় তবে কি লাভ হবে এক নতুন আমি তোমাদের দিকে তোমরা একে অন্যকে প্রেম করবে আমি যেমন তোমাদের প্রেম করেছি সুতরাং তোমরা একে অন্যকে প্রেম করবে.
কেউ যদি আমাকে অনুসরন করতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক নিজের পুরুষ তুলিনি এবং আমাকে অনুসরণ করুন কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে আর যে কেউ নিজেকে নিজে ঘরে তাকে উঁচু করা হবে আমি তোমাদের যা যা আদেশ দিয়েছে সে সমস্ত পালন করতে তাদের শিক্ষা যাও আর দেখো আমি এই যুগের শেষ পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি আর তোমরা যখন প্রার্থনা করতে তারাও যদি কারো বিরুদ্ধেই তোমাদের কোন কথা থাকে তাকে ক্ষমা করো যেন তোমাদের স্বর্গস্থ পিতা ও তোমাদের সব পাপ ক্ষমা করে অন্যের কাছ থেকে যে আচরণ তোমরা প্রত্যাশা করো.
মানুষদের সামনে উৎসর্গ যেন তারা তোমাদের ভালো কাজ দেখে আমাদের স্বর্গস্থ পিতা গৌরভ করে যে কেউ এই জল পান করে তারা আবার বিপাশা পাবে কিন্তু আমি যে জল দেবো না যে কেউ পান করবে তারা আর কখনো বিপাশা পাবেনা আমি তোমাদের বলছি তোমরা নিজের নিজের শত্রুদেরকে ভালোবেসো এবং যারা তোমাদের ঘৃণা করে তাদের জন্য প্রার্থনা করো আমার রাজু এজগতের নয় যদি আমারে রাজু এই জগতের হইত তবে আমার অনুচরেরা প্রাণপণ করি তোমাদের এইসব বললাম.
তোমরা আমাকে শান্তিতে থাকো জগতে তোমরা কষ্ট পাবে কিন্তু সাহস করো আমি জগতকে জয় করেছি চলে যাও বিশ্বাস করলে তেমনি তোমার প্রতি স্বর্গীয় পৃথিবীতে সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে পরিশ্রান্ত ওভার আক্রান্ত লোক সকল তোমরা আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দিব ভয় পেয়ো না আমি প্রথম বর্ষের আমি চিরজীবন তো আমি বলেছিলাম কিন্তু দেখো আমি যুগে যুগে জীবিত আছি আর মৃত্যু ও নরকের চাবি আমার হাতে আছে.
Credit By. Saikat Roy
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url