Suggestions for Writing Essays on corona virus in Madhyamik and higher secondary || করোনা ভাইরাস নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রচনা লেখার সাজেশন
Suggestions for Writing Essays on coronavirus in Madhyamik and higher secondary || করোনা ভাইরাস নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রচনা লেখার সাজেশন
করোনার এই সম্পূর্ণ রচনাটি লিখেছেন বিখ্যাত বাংলা শিক্ষক রুহুল আমিন সাহেব আমরা স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই শুরু করছি আমরা আমাদের মূল আলোচনা করোনাভাইরাস বিশ্বব্যাপী করোনার প্রভাব প্রথমে ভূমিকা তুমি নিজের মতো করে লিখতে পারো তোমাদের সুবিধার্থে একটি ভূমিকা এখানে আমরা লিখে দিচ্ছি বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস এক গোত্রের অনেকগুলো ভাইরাস কে বোঝানো হয় যা মূলত প্রাণীদের মধ্যে পাওয়া যায় করোনাভাইরাস শব্দটি ল্যাটিন ভাষার শব্দ থেকে নেওয়া হয়েছে যেটি মূলত গ্রিক শব্দ যার অর্থ মুকুট এভাবে রচনা রচনা লেখ .
আকৃতির উপর ভিত্তি করে ইলেকট্রন মাইক্রোস্কোপ এই ভাইরাসটি ক্রাউন ভূতের মত দেখতে হওয়ায় এর নাম হয়েছে করোনা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্টস এই পয়েন্টটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় দেবে স্যারেরাও ভীষণ ইমপ্রেস হবে করোনাভাইরাস এর আবিষ্কার এর আগে তোমাদের তোমাদের অনেকের ধারণা করোনাভাইরাস বুঝি 2019 সালে এসেছে তা কিন্তু নয় কি লিখবে এখানে তোমরা হাজার 930 সালের প্রথমদিকে সর্বপ্রথম মুরগির মধ্যে সংক্রামক ব্রংকাইটিস রোগের কারণ হিসাবে এই ভাইরাস আবিষ্কৃত হয় কিন্তু হাজার 960 সালে মানুষকে আক্রান্ত করা সর্বপ্রথম করোনাভাইরাস এর খোঁজ মেলে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় ছটি করোনাভাইরাস কে সনাক্ত করেছে যা মানুষকে প্রভাবিত করে এবং হালকা থেকে মারাত্মক লক্ষণ সৃষ্টি করে করোনাভাইরাস এর মধ্যে সবচেয়ে নতুন সংস্করণ.
নোবেল করোনাভাইরাস বা কোভিদ নাইনটিন এভাবে তোমরা এই পয়েন্টে লিখবে চলে আসো পরবর্তী পয়েন্ট কোভিদ 93 এর আকৃতি আকৃতি এখানে কি লিখবেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মহামারী কোভিদ 93 ভাইরাস কোভিদ 93 ভাইরাস কোন পরিবারের অন্তর্ভুক্ত সেজন্য এই ভাইরাসটি গঠন দেখতে মুকুট এর মত এই ভাইরাসটির আকার 50 থেকে 200 ন্যানোমিটার চার ধরনের আগেই ভাইরাসের চার ধরনের প্রোটিন পাওয়া যায় তারপরে পয়েন্ট এস কোভিদ 90 বা করোনার উৎপত্তি যেখানে যেখানে কোভিদ 93 লেখা আছে সেখানে তোমরা করো না লিখতে পারো কিভাবে এবং প্রথমে কোথায় ছড়িয়েছে তার কোনো সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি তবে চিকিৎসা বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী হাজার 900 2019 সালের 31.
চীনের উহান শহরের করোনাভাইরাস এর একটি প্রজাতির সংক্রমণ দেখা দেয় এই করুণা ভাইরাসের আক্রমণের ফলে এক মাসের মধ্যেই রোগীর সংখ্যা মারাত্মক আকার বাড়তে থাকে পরে অনুসন্ধান করে দেখা যায় বেশিরভাগ রোগী উহান শহরের এবং তারা দক্ষিণ সমুদ্রের খাবারের পাইকেরি বাজারের সঙ্গে জড়িত সেখানে মূলত সামুদ্রিক প্রাণী বিক্রি করা হয় সন্দেহ করা হচ্ছে ওইসব সামুদ্রিক প্রাণী থেকে কোভিদ নাইনটিন ভাইরাস মানবদেহে প্রবেশ করে তবে অন্যান্য একদম চিকিৎসা বিজ্ঞানের ধারণা এবং না অন্য কোনো প্রাণী যেমন বাহাদুর পামসেট পেঙ্গুইন নামক প্রভৃতি প্রাণী থেকে এই বারণ ভাইরাস মানবদেহে প্রবেশ করে কিন্তু এ নিয়ে এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেননি চিকিৎসাবিজ্ঞানীরা পরের পয়েন্টটা .
এবারের পয়েন্ট কোভিদ নাইনটিন ভাইরাসের প্রাদুর্ভাব নোবেল করোনাভাইরাস কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2019 সালের 30 শে জানুয়ারি পাবলিক হেলথ ইমারজেন্সি অফ ইন্টারন্যাশনাল কনফারেন্স হিসেবে ঘোষণা করে পরে 11 ই মার্চ এই রোগকে অতি মারি হিসেবে ঘোষণা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রতিষ্ঠানিক ভাবে 2019-ncov ই নামকরণ করে যা বর্তমানে কভিদ নাইনটিন নামে পরিচিত দুই হাজার কুড়ি সালের 27 শে জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের 10 টি দেশ এই মানুষ ভাইরাসের.
প্রমনি তোমরা দেখতে পাচ্ছ সংখ্যাগুলি এত লোক আর সংক্রমিত হয়েছেন এত লোক মৃত্যু হয়েছেন তাছাড়া এই মরণ ভাইরাসের আক্রমণে ভারতের সংক্রমিত হয়েছে একজন ব্যক্তি এবং এত জনের মৃত্যু হয়েছে এটা আমি কেন এত এত বললাম তোমাদের জানাই যখন এই রচনাটি স্যার তোমাদের জন্য লিখেছেন তখন পর্যন্ত পাওয়া তথ্য ইতি তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন দেখবে এই তথ্য আরও বাড়বে আর অসুস্থের হার বাড়বে তখন পাওয়া তথ্যগুলো কিন্তু তোমাদের এই জায়গাতে বসাতে হবে যে সংখ্যাগুলো আমি এত এত বললাম সেই সেই জায়গাতে কিন্তু তৎকালীন যে পাওয়া তথ্য বা আপ টু ডেট করা তথ্য তোমাদের কিন্তু বসাতে হবে লক্ষণসমূহ অভিনয় কিংবা করোনাভাইরাস ভাইরাসে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংক্রমিত ব্যক্তির দেহ রোগের লক্ষণসমূহ প্রকাশ পায় না সাধারণত দুদিন থেকে 14 দিনের ভেতরে সংক্রমিত ব্যক্তির রোগের লক্ষণ প্রকাশ পায় এই ভাইরাসের লক্ষণ গুলি হল সর্দি গলা ব্যথা.
কাশি মাথাব্যথা জ্বর হাঁচি অবসাদ শ্বাস নিতে কষ্ট হওয়া বা শ্বাসকষ্ট এই লক্ষণগুলো এই লক্ষণগুলো হালকা হয় এবং ধীরে ধীরে শুরু হয় তবে কিছু সংক্রমিত ব্যক্তির ক্ষেত্রে এইসব লক্ষণ প্রকাশ পায় না বা তারা অসুস্থতা বোধ করেন না সংক্রমিত ব্যক্তির চিকিৎসা প্রয়োজন ছাড়াই সুস্থ হয়ে ওঠে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কমিটি মানুষ কিন্তু আক্রান্ত যারা হয়েছে তাদের শরীরের ইমিউনিটি পাওয়ার এত বেশি কোন রোগ লক্ষণ দেখা যাচ্ছে না এমনকি তারা এমনি এমনি কিন্তু আবার একটু ভালোভাবে হাত থামলে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠছে প্রতিকার করোনাভাইরাস এর সঠিক চিকিৎসা এখনো আবিষ্কার করা হয়নি বেশ কয়েকটি ভ্যাকসিন নি এখনো গবেষণা চলছে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে নিম্নলিখিত বিধিমালা মেনে চলা আবশ্যক নিম্নলিখিত বিধিমালা গুলি হল.
ততদিন যদি বাইরাস ভাইরাসের কোন ভ্যাকসিন আবিষ্কৃত হয় তখন তোমরা এখানে লিখবে বিজ্ঞানীদের প্রচুর কর্মপ্রচেষ্টার ফলস্বরূপ এত সেবা এত তারিখে কোন বিজ্ঞানী অমুক দেশের বিজ্ঞানী এই ভাইরাসের টিকা আবিষ্কার করেন যার নাম অমুক আক্রান্ত হলে আক্রান্ত হওয়ার আগে এই টিকা প্রযুক্ত হলে বা আক্রান্ত ব্যক্তির শরীরে এই টিকা প্রয়োগ করা হলে তারা সুস্থ হয় কিন্তু তবুও আমাদের সুস্থতার কারণে কিছু কিছু বিধিনিষেধ আর কি আমাদের মেনে চলতে হবে সেই বিধিমালা গুলি হল হাঁচি-কাশির সময় আকাশের পরে হাত ধুয়ে নিতে হবে কাশি বা হাসির আগে মুখ ঢেকে নিতে হবে আপনার যদি মনে হয় যে আপনি সংক্রমিত তাহলে অন্য ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা এখানে তোমরা লিখতে পারো সামাজিক দূরত্ব তৈরি করতে হবে বা ঘনিষ্ঠতা এড়িয়ে চলতে হবে নিজেকে সারাক্ষণ হাইড্রেট রাখতে হবে বা এখানে তুমি লিখতে পারো নিজেকে সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে.
পরিধান করতে হবে তোমরা লিখতে পারো আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে ধোঁয়াটে এলাকার ধূমপান করা এড়িয়ে চলতে হবে যথাযথ বিশ্রাম নিতে হবে ভিড় থেকে দূরে থাকতে হবে সরকার প্রদত্ত সমস্ত বিধিনিষেধ মেনে চলতে হবে তোমরা আরো যোগ করতে পারো নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করতে হবে সাবান জল দিয়ে হাত বারবার পরিষ্কার করতে হবে এইরকম কিন্তু তোমরা লিখতে পারো উপসংহার কবিতা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিন্তু উপযুক্ত সতর্কতার মাধ্যমে এই ভাইরাসকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করা সম্ভব সারাবিশ্ব এখন বিজ্ঞানীদের দিকে তাকিয়ে আছে করণা ভ্যাকসিন আবিষ্কার এর জন্য আমরা আশাবাদী চিকিৎসাবিজ্ঞান একদিন সফলতা শিখরে পৌঁছে প্রতিষেধক আবিষ্কারে এই মহামারীর কবলে থেকে উদ্ধার করে আতঙ্কের যবনিকা টানতে পরিশেষে কোভিদ ভাষায় বলতে চাই বা কোভিদ ভাষায় বলতে পারি একদিন অন্তর.
TAG: hs Bengali short suggestion 2021,2021 hs Bengali story bhaat saq suggestion,bhat by mahasweta Devi saw a suggestion, coronavirus Rachana pdf, west Bengal board madly, covid 19 Bengali Rachana,madhyamik 2021 geography suggestion pdf, coronavirus prabandha Rochon, Samrat exclusive, coronavirus Bengali Rachana pdf,2021 higher secondary MCQ faq s, coronavirus Rachana Bangla,madhyamik 2021 geography question, and answer, coronavirus prabandha Rachana.
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url