যীশু তোমার ভবনে আমরা সবাই এসেছি এই গানের মূল লাইনগুলো

 যীশু তোমার ভবনে আমরা সবাই এসেছি এই গানের মূল লাইনগুলো




প্রভু যীশুর প্রার্থনা আমাদের বাংলাতে অনেকের ঘরে ঘরে মন্ডলী বসছে এবং বেশিরভাগ লোক প্রভু যীশুর উপর বিশ্বাস করছে এবং প্রভু যীশুর দয়া জন্য অনেক লোক উপকৃত হচ্ছে .

আজকাল প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে মন্ডলী দেখা যায় তার কারণ প্রভু যীশু এমন একটি ঈশ্বর যার প্রার্থনা করলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় .

যে মানুষটি চোখে দেখতে পায় না সে চোখে দেখতে পায় এবং যে মানুষটি চলতে পারে না সে প্রভু যীশুর দোয়াতে চলতে পারে আরও বিভিন্ন মানুষ উপকৃত হচ্ছে প্রভু যীশুর প্রার্থনা করে .

আজ যে গানটা বলব আপনারা এই গানটা সবাই জানেন যারা বাড়িতে বসেই গানটা সম্পূর্ণভাবে মুখস্ত করে নিতে চাইছেন তারা নিচের দিকে গানের লাইনগুলো দেয়া হলো প্রত্যেক দিন এই লাইন গুলো পড়লে আপনি গানটা মুখস্ত করে নিতে পারবেন .

প্রত্যেকটা চার্জে এই গানটা হয়ে থাকে এই গানটা খুবই একটা সুন্দর প্রভু যীশুর গান তোমরা সবাই এই গানটা মুখস্ত করে রাখ .

আরও যদি অন্য প্রভু যীশুর বিষয়ক বাক্য চাই এই পোষ্টের নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আর নতুন নতুন প্রভু যীশুর বাক্য আমরা পোস্ট করব .

যীশু তোমার ভবনে আমরা সবাই এসেছি এই গানের মূল লাইনগুলো


যীশু তোমার ভবনে আমরা সবাই এসেছি  । 

নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি । 

হালেলুইয়া আরাধনা করি তোমার বন্দনা ।

করবোনা আমি অহংকার সাজিয়ে দাও প্রেমের অলংকার ।

তোমার মত আমি হব তোমার কাছে নত হব ।

করলে পাপের প্রতিকার দিলে আমায় সকল অধিকার ।

তোমার পথে আমি চলব সবার কাছে তোমার নাম বলবো ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url