প্রভু যীশুর উপদেশ অনুসারে গুড ফ্রাইডে দিন কি কি নিয়ম পালন করা উচিত গুডফ্রাইডে এর প্রকৃত অর্থ কি

 প্রভু যীশুর উপদেশ অনুসারে গুড ফ্রাইডে দিন কি কি নিয়ম পালন করা উচিত গুডফ্রাইডে এর প্রকৃত অর্থ কি



জয় যীশু প্রভু যীশু খ্রীষ্টের নামে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন সর্বোপরি পিতা ঈশ্বর কেউ ধন্যবাদ জানাই



 যে তিনি তাঁর অনুগ্রহের আমাদেরকে এমন সুন্দর সুযোগ দিয়েছেন জনতার বাক্যের সঙ্গে সময় কাটায় গুড ফ্রাইডে এই শব্দটি হয়তো আপনাদের কাছে অতি পরিচিত কিন্তু প্রকৃত এর অর্থ কি অনেক এই হয়তো আপনারা জানেন না গুড ফ্রাইডে অর্থাৎ মঙ্গলে শুক্রবার সমস্ত মানবজাতির কল্যাণী প্রায়শ্চিত্ত করণার্থে প্রভু যীশুর একুশে আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন সেটি হল পূর্ণ শুক্রবার বা আমাদের প্রায়শ্চিত্তের দিন আরশের উপরে ঝুলছেন তখন তার খুশি ও যন্ত্রণার মাঝে তিনি খুবই ঐতিহাসিক পরিচিত ছাত্রী বাণী বলেছিলেন যে হয়তো সচরাচর প্রত্যেকটা মন্ডলীতে প্রত্যেকটা গুড ফ্রাইডে তে পালন হয় বা প্রচার হয় আজ আমরা সংক্ষেপে সেই সব বিষয়গুলো আলোচনা করব কিন্তু তার আগে বলি যাদের জীবনের প্রথম গুড ফ্রাইডে প্রকৃত অর্থ বোঝে না তাদের জন্য বলি যে গুড ফ্রাইডে.



 আমাদের জন্য এই জন্য মঙ্গলের এই জন্য আমাদের জন্য গুড কারণ প্রভু যীশু খ্রীষ্ট যদি কৃষি ও যন্ত্রণা আমাদের জন্য ভগ্না করতেন তাহলে সেই যন্ত্রণা আমাদের প্রাপ্য ছিল আমাদের নরক থেকে বাঁচাতে আমাদের পাপ থেকে উদ্ধার করতে আর কোন উপায় আমাদের কাছে ছিল না কারণ প্রভু তার বাক্যে ইব্রীয় নয় এর অধ্যায় 22 পদে এবং লেবীয় পুস্তক 1711 পথে বলেন রক্ত সেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না পাপের ক্ষমা হয় না আর ইব্রীয় 10 অধ্যায় 4 পথে লেখা আছে মানুষের পাপের জন্য কোন পশুর রক্ত যথেষ্ট নয় মানুষের পাপের জন্য পবিত্র রক্ত দরকার ছিল আর এই জগতে কারোর মধ্যে সেই পবিত্র রক্ত পাওয়া যায়নি তাই সিংহাসন ছেড়ে ঈশ্বর আমাদের জন্য মানব রূপ ধারণ করে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করলেন আর সেই রক্তের ধারা আমরা পাপের ক্ষমা পেলাম আমরা পিতা ঈশ্বরের সঙ্গে পুনরায় মিলিত হতে পারলাম ইব্রীয় 10 অধ্যায় 4 হাজার 900 কুড়ি পদে লেখা আছে. 



যাত্রীগণ যীশু আমাদের জন্য 30 কোটি নিদিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন আমরা সেই নূতন ওজীবনতো পথে যীশুর রক্তের গুনে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়া আছি তবে একটি বিষয় আমাদের কাছে খুব পরিষ্কার যে প্রভু যীশু খ্রীষ্ট যদি আমাদের বদলে আমাদের জন্য প্রাণ না দিতেন তাহলে আমরা পাপ থেকে উদ্ধার পেতে নিজেরাও পাপের ক্ষমা পেতে আমাদের কাছে আর কোন উপায় ছিল না ভাই বোনেরা প্রভু যীশু ও যন্ত্রণার মাঝে শেষ হাসি বলেছেন সেই সাত বাণীর কিছু তাৎপর্য আছে কিছু অর্থ আছে যে আমাদের জানা উচিত যে আমাদের বোঝা উচিৎ যেমন প্রথম বাণী হলো ক্ষমাশীলতার বিষয় যা লেখা আছে লোক লিখিত সুসমাচার 23 অধ্যায় 34 পথ করছি তখন যীশু কহিলেন ইহাদিগকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না এবার আসি দ্বিতীয় বাণী সেই লিখিত সুসমাচার. 


 23 অধ্যায় 43 পদে লেখা আছে পরিত্রাণের বিষয়ে পাঠ করছি তিনি তাহাকে কহিলেন আমি তোমাকে সত্য বলেছি তুমি আমার সঙ্গে উপস্থিত হইবে প্রভু যীশু ও যন্ত্রণার মাঝে দ্বিতীয় যে বানিয়ে বললেন তা হল প্রভু যীশু কে বিশ্বাসের দ্বারা যে স্বর্গে যাওয়ার অধিকার একজন পাপী পেতে পারে তা আমাদের কাছে তুলে ধরে প্রভু যীশু কে এবং সেই দু'জন দশকে যে তার দুই পাশের ঘরে টাঙানো হয়েছিল তিনি একজনের অনুতাপ যখন শুনতে পেলেন সেই অনুতাপের জন্য সেই অনুতাপী দস্যু যে পরিচয় পেয়ে স্বর্গে যাওয়ার অধিকার পেল তা আমরা দ্বিতীয় বাণীতে পরিষ্কার করে শুনতে পাচ্ছি এবার আমরা তৃতীয় বাণী শুনবো জোহর লিখিত সুসমাচার 19026 থেকে 27 পাতায় লেখা আছে দায়িত্ববোধ বা একজন আরেকজনের পাশে দাঁড়াবে একজন আরেকজনের ভেবে সেই বিষয়ে পাঠ করছি.



পাতাকে দেখিয়া এবং যাহাতে প্রেম করি তেন্সেই শীর্ষ নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন হে নারী ওই দেখো তোমার পত্র পরে তিনি সেই শিশুকে করিলেন ওই দেখো তোমার মাতা তাতে সেই দন্ডবিধি বৈশিষ্ট্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন এবার আসি চতুর্থ বাণী শুনে লিখিত সুসমাচার 746 লেখা আছে আর নয় ঘটিকার সময় যীশু উৎসবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন এলিলি এলিলা মাস্তানি অর্থাৎ ঈশ্বর ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়া এই বিষয়টি আমাদের প্রকাশ করে যে যীশু খ্রীষ্ট ঈশ্বর প্রেরিত হয়েছিলেন যদি এই শিশুকে পিতা ঈশ্বর পরিবর্তন না করতে যদি ইচ্ছের উপরে তাকে ছেড়ে না দিতেন আমরা কিভাবে ঈশ্বরের কাছে গ্রহণীয় হতাম পিতা ঈশ্বর আপন পুত্রের সম্পর্ক না হয় আমরা পাপী আমরা ভারাক্রান্ত যে.


অসহায় ছিলাম তিনি আমাদের প্রতি দোয়া করলেন তাই তিনি তার একমাত্র পুত্রকে পুরুষে পরিণত করলেন যীশু খ্রীষ্ট আমাদের জন্য ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত হয়েছিলেন কোন লিখিত সুসমাচার 928 পথটার পাড়ে যীশু সমস্ত এখন সমাপ্ত হইল জানিয়া 74 বছর নিষিদ্ধ হয় এইজন্য কহিলেন আমার পিপাসা পায় আছে প্রভু যীশু খ্রীষ্ট যেমন স্বর্গ থেকে আসা সেই ঈশ্বর ছিলেন তেমনি অন্যদিকে ঈশ্বরের সঙ্গে সঙ্গে তিনি 100% রক্ত-মাংস শরীরে তিনি খাঁটি মানুষ ছিলেন তাই কৃষি ও যন্ত্রণা তিনি পিপাসিত হইলেন এবার ষষ্ঠ বাণিজ্য লিখিত সুসমাচার 933 পদে লেখা আছে শিক্ষা গ্রহণ করিবার পর যীশু কহিলেন সমাপ্ত হইল পরে মস্তক নত করিয়া আত্মসমর্পণ করলেন এই ষষ্ঠ বাড়িতে যে সমাপ্ত হইল বলে প্রভু যীশু বললেন এইটা সেই সমাপ্তির কাজ যা জগতে তিনি এসেছিলেন করতে.



প্রভু যীশু খ্রীষ্ট মানবজাতিকে যে উদ্ধারের কাজ করতে এসেছিলেন মানুষের প্রায়চিত্ত যে কাজ করতে এসেছিলেন তিনি সম্পূর্ণ সমাপ্ত করেছেন একটি কাজও তিনি অসমাপ্ত রাখেননি এরপর এইগুলো এইগুলো করলে বাড়ির নিয়ম পালন করলে তবে তোমরা পড়েছেন পাবে না এই কোন কাজ যীশু অসমাপ্ত রাখেননি তিনি সমস্ত কাজই প্রায়শ্চিত্তের কাজ সমাপ্ত করেছেন এবার সপ্তম বাণী লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 46 পদ আর যিশু উৎসবের চিৎকার করিয়া কহিলেন তোমার হাসতে আমার আত্মা সমর্পণ করে আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করলেন হ্যাঁ সপ্তম বাণীতে যিশুর পিতার কাছে বাধ্যতার বা সমর্থনের কথা উল্লেখ করে যা আমাদের উচিত আমাদের এই জীবন যেন আমরা ঈশ্বরের কাছে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সেই ঐশ্বরিক পিতা ঈশ্বরের কাছে সমর্পণ করি আমরা যেন যীশু কে অনুসরণ করি ভাই বোনেরা তবেই আমাদের জন্য মঙ্গল এই শুক্রবার আমাদের জন্য যীশুর মৃত্যু.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url