BDO অফিসার হতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন হয় এবং কিভাবে হওয়া যায়
BDO অফিসার হতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন হয় এবং কিভাবে হওয়া যায়
প্রতিটি স্টুডেন্টদের আলাদা আলাদা সরকারি চাকরি করার স্বপ্ন বা ইচ্ছা থাকে কিন্তু অনেকেই আবার উচ্চশ্রেণীর চাকরি করার ইচ্ছা থাকে BDO অফিসার হওয়ার।
প্রতিটি জেলাতে কতগুলি BDO অফিসার থাকে এবং প্রতিটি বিডিও অফিসের জন্য একজন বিডিও অফিসার নিযুক্ত থাকেন এই পোস্ট পাওয়া খুব সহজ নয় আবার স্টুডেন্টদের জন্য কিন্তু এটা খুব কঠিন নয় ওকে তাই আপনাদের সবাইকে সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে কারণ এই পোস্টটির জন্য কিন্তু অনেক পরীক্ষার্থী স্টাডি করে থাকে ।
অনেকের ধারণা থাকে না বিডিও অফিসার কিভাবে হওয়া যায় এবং কোন কোন স্টেপ ফলো করতে হয় আজকের বিষয় নিয়ে যে আপনি যদি বিডিও অফিসের প্রতিস্থান কিভাবে হবেন ।
পরীক্ষায় বসবেন এবং আপনাদের এলিমেন্ট কি হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কিভাবে সবকিছু নিয়ে আজকের আলোচনা করব ।
বিডিও অফিসাররা কি কি কাজ করে থাকে :
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছায় বিডিও অফিসের মাধ্যমে এই প্রকল্পের সম্বন্ধে এলাকাভিত্তিক মানুষের সচেতন থাকে এবং প্রকল্পের লাভ সম্পর্কে জানায় এবং প্রকল্প গুলি ভালোভাবে প্রয়োগ করে থাকেন এবং বিডিও এর অধীনে সমস্ত রকম উন্নয়নমূলক কাজ করে থাকেন বিডিও অফিসার যদি কোন রাস্তার কাজ করতে হয় তাহলে কিন্তু আপনাকে বিডিও তে গিয়ে পারমিশন ।
এছাড়া পঞ্চায়েত সমিতির কর্মচারীদের আদেশ নির্দেশ দিয়ে থাকেন কিন্তু বিডিও অফিসাররা তাদের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে সম্পর্কে বলে থাক ।
BDO অফিসার হতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন হয় :
এই পোষ্টের জন্য এপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই গ্রাজুয়েশন করতে হবে পাবলিক বা সরকারি যে কোন প্রতিষ্ঠান থেকে করতে পারেন । তো আপনি বিএ ,বিএসসি ,বিকম, হোটেল ম্যানেজমেন্ট, বিবি এবিসি ইঞ্জিনিয়ারিং ,মেডিকেল, যে কোন ডিপার্টমেন্টে আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য এপ্লাই করতে পারবেন এখানে অনেকের মনে করছেন তাকে যে আমি যদি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে থাকি তাহলে কিন্তু এপ্লাই করতে পারব হ্যাঁ আপনি এপ্লাই করতে পারবেন কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে ।
কত পার্সেন্টেজ নাম্বার পেলে এই পোষ্টের জন্য এপ্লাই করতে পারবে :
কত পার্সেন্ট নাম্বার পেলে এপ্লাই করতে পারব এই পোস্টের জন্য কোন পারসেন্টেজ বাধা নেই তবে আপনি যদি মিনিমাম নাম্বার পেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন পাশ করে থাকেন তাহলে কিন্তু এর জন্য এপ্লাই করতে পারবেন ।
এই পোষ্টের জন্য মেয়ে এবং ছেলেদের কত বয়স হতে হয় :
আপারা এপ্লাই করতে পারেন যে নারী দের জন্য বয়স থাকবে 21 থেকে 34 বছর বয়স ওবিসি দের জন্য তিন বছর ছার থাকবে অর্থাৎ 21 বছর থেকে 29 বছর এবং এসসি এসটি জন্য পাঁচ বছর থেকে 21 থেকে 30 বছর বয়স এরমধ্যে এপ্লাই করতে পারবেন .
কত নাম্বারের পরীক্ষা হয়ে থাকে :
ইন্টারভিউতে খুব ভালোভাবে আপনাকে পাশ করতে হবে কিন্তু মাথায় রাখবেন এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু সিলেবাস টা খুবই প্রয়োজন যে কোন পরিমাণ থাকে আর এক্সাম হয় আড়াই ঘণ্টা ধরে এবং 200 মার্কে এক্সাম থাকে এবং মেন এক্সাম এর টোটাল 835 থাকে এবং এই এক্সামটা তিন ঘন্টা ধরে হবে ।
আপনাকে এখানে তিনটি ধাপে পরীক্ষা দিতে হবে নিচে ফটোতে দেখানো হলো . আপনি যদি BDO অফিসার হতে চান আপনাকে প্রথমেই WBPSC এই পরীক্ষাটি দিতে হবে এরপর পাশ করলে ইন্টারভিউতে ডাকা হয় । BDO অফিসারদের বেসিক সেলারি হয়ে থাকে থাক 34,000 .
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url