প্রভু যীশুর মূল্যবান 1000 উপদেশ বাক্য ও প্রার্থনা ( SarkariAlertment.Com )

 প্রভু যীশুর মূল্যবান 1000 উপদেশ বাক্য ও প্রার্থনা ( SarkariAlertment.Com )






প্রভু যীশুর মূল্যবান উপদেশ বাক্য ও প্রার্থনা 1


ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে কারণ স্বর্গরাজ্য তাদেরই তোমাদের হিদয় যেন উদ্বিগ্ন না হয় ঈশ্বরকে বিশ্বাস করো আমাকে অবিশ্বাস করো তোমরা প্রার্থনায় যা কিছু চাও বিশ্বাস কর যে তোমরা তা পেয়ে গেছে তোমাদের জন্যে সেই রকমই হবে মানে করতে এসেছেন সেবা পেতে নয় সেবা করতে এবং বহুজনের পরিবর্তে মুক্তিপণ স্বরূপ নিজের প্রাণ দিতে আমি তোমাকে সত্যি সত্যি বলছি কারণ নতুন জন্ম না হওয়া পর্যন্ত সেই স্বরাজ্য দেখতে পাবে না.

প্রভু যীশুর মূল্যবান উপদেশ বাক্য ও প্রার্থনা 2


আমি পথ আমি সত্য এবং আমি জীবন আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না চাও তোমাদের দেয়া হবে খোঁজ করো তোমরা পাবে দরজায় আঘাত করো তোমাদের জন্য দরজা খুলে দেয়া হবে তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয় চেষ্টা করো তাহলে এইসব জিনিস ও তোমাদের দেয়া হবে ধন্য যারা দোষী কারণ তারা পাবে ধন্য তারা যাদের মন শুদ্ধ কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে আমি সেই জীবন খাদ্য যে আমার কাছে আসে সে কখনো ক্ষতি হবে না এবং যে আমাকে বিশ্বাস করে সে কোনদিন পিপাসিত হবেনা আমি পৃথিবী মানুষের আলো যে কেউ আমার পিছনে পিছনে আসে সে কোন.

প্রভু যীশুর মূল্যবান উপদেশ বাক্য ও প্রার্থনা 3


অন্ধকারে চলবে না কিন্তু জীবনের আলো পাবে আগামীকাল কি হবে তার জন্য তোমরা ভেবে উতলা হয়ো না আগামীকালের ভাবনা আগামীকালই ভাববে দিনের কতদিনের জন্য যথেষ্ট আমি সেই দরজা যদি কেউ আমার মধ্যে দিয়ে ঢুকে সে পরিত্রাণ পাবে তোমরা শুনেছো বলা হয়েছিল তোমার প্রতিবেশী কে ভালোবাসো তোমার শত্রু কে ঘৃণা করো কিন্তু আমি তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুদেরও ভালোবেসো এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করি আমি হলাম উত্তম মেষপালক উত্তম মেষপালক নিজের জন্য নিজের জীবন দেয়.

প্রভু যীশুর মূল্যবান উপদেশ বাক্য ও প্রার্থনা 4


তোমরা অপরকে বিচার করুন নইলে তোমাদের অবিচার করা হবে তোমার ভাইকে যেটুকু আছে তা কেন দেখছো কিন্তু তোমার নিজের চোখে যে কুড়ি কাটা আছে তা কেন ভেবে দেখছে না সরু দরজা দিয়ে প্রবেশ করো কারণ বিনাশে যাবার দরজা চওড়া চওড়া এবং অনেকে তা দিয়ে প্রবেশ করে জীবনে যাবার দরজা সৌরপদ কঠিন এবং অল্প লোকই তা পায় আমি ডাক খলতা তোমরা সব শাখা যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকি সে প্রচুর ফলে ফলবান হবে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না আমি অনুরোধ থানা জীবন যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে.

প্রভু যীশুর মূল্যবান উপদেশ বাক্য ও প্রার্থনা 5

মানুষ যদি সমস্ত জগৎ লাভ করে নিজের প্রাণ হারায় তবে তার কি লাভ হবে এক নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি যে তোমরা একে অন্যকে প্রেম করবে আমি যেমন তোমাদের প্রেম করেছি সুতরাং তোমরা একে অন্যকে প্রেম করবে কেউ যদি আমাকে অনুসরন করতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক নিজের ক্রুষ তুলে নি এবং আমাকে অনুসরণ করুন যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে আর যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে আমি তোমাদের যা যা আদেশ দিয়েছি সেই সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও আর দেখো আমি যুগের শেষ পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি.


প্রভু যীশুর মূল্যবান উপদেশ বাক্য ও প্রার্থনা  6


তোমরা যখন প্রার্থনা করতে দাড়াও যদি কারো বিরুদ্ধে তোমাদের কোন কথা থাকে তাকে ক্ষমা করো যেন তোমাদের স্বর্গীয় পিতা ও তোমাদের সব পাপ ক্ষমা করে অন্যের কাছ থেকে যে আচরণ তোমরা প্রত্যাশা করো অন্যের প্রতি অধিক সেই আচরণ তোমরা কর তোমাদেরই ভালো মানুষের সামনে উজ্জ্বল হোক যেন তারা তোমাদের ভালো কাজ থেকে তোমাদের স্বর্গীয় পিতার গৌরব করে যে কেউই জল পান করে তার আবার পিপাসা পাবে কিন্তু আমি যে জল দেবো তার যে পান করবে তার আর কখনো বিপাশা পাবিনা আমি তোমাদের বলছি তোমরা নিজের নিজের শত্রুদেরকে ভালোবেসে এবং যারা তোমাদের কে ঘৃণা করে.

প্রভু যীশুর মূল্যবান উপদেশ বাক্য ও প্রার্থনা  7


জন্য প্রার্থনা করো আমার রাজ্য জগতের নয় যদি আমার রাজ্য জগতের হতো তবে আমার অনুচরেরা রোপণকৃত তোমাদের এইসব বললাম যেন তোমরা আমাদের শান্তি থাকো জগতে তোমরা কষ্ট পাবে কিন্তু সাহস করো আমি জগতকে জয় করেছি চলে যাও যেমন বিশ্বাস করলে তেমনি তোমার প্রতি হোক স্বর্গ পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার কাছে এসো আমি তোমাদের বিশাল দেবো.

প্রভু যীশুর মূল্যবান উপদেশ বাক্য ও প্রার্থনা  8

ভয় পেয়ো না আমি প্রথম ও শেষ আমি চিরজীবন তো আমি মরেই ছিলাম কিন্তু দেখো আমি যুগে যুগে জীবিত আছি আর মৃত্যু ও নরকের চাবি আমার হাতে আছে আমি আলফা ওমেগা আদি-অন্ত সেই সর্বশক্তিমান যিনি আছেন উনি ছিলেন উনি আসছেন.


প্রভু যীশুর মূল্যবান উপদেশ বাক্য ও প্রার্থনা  9




























এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url