জীবনে বড় হতে গেলে আপনাকে কি কি ছেড়ে দিতে হয়
জীবনে বড় হতে গেলে আপনাকে কি কি ছেড়ে দিতে হয়
আপনারা কখনো রকেটকে উড়তে দেখেছেন যখন রকেট উপরের দিকে যায় তখন সেটা উপরে যাবার সময় কিছুদূর যাবার পর পর নিচের কিছুটা অংশকে ছেড়ে দেয় আরো একটি অংশকে ছেড়ে দেবার কারণে আরো বেশি এনার্জি পাই আর কিছুটা আরো পড়ে যাবার পর পুনরায় নিচের আর একটি অংশকে ছেড়ে দেয় আর এই ভাবেই নিচের কিছু অংশ ছাড়তে ছাড়তে সবশেষে অরবিটে গিয়ে পৌঁছায় একইভাবে আমরাও যদি উপরে যেতে চাই জীবনে যদি সফল হতে হয় তাহলে অনেক কিছুকে ছাড়তে হবে লোকে ভাবে উপরে যাবার জন্য জীবনে বড় কিছু করার জন্য অনেক কিছুকে শিখতে হয় কিন্তু আমি আপনাদের বলছি কোন কিছু শেখার আগে আপনাকে অনেক কিছু ছাড়তে হবে অনেক কিছুকে ভুলতে হবে সবথেকে বড় জিনিস যা আপনাকে ছাড়তে হবে সেটা হলো অন্যের কথায় রিয়্যাক্ট করা অন্যের কথা ভাবা বন্ধ করা কেউ আপনাকে কি.
বলল আর আপনি সেটা নিয়ে ভাবা শুরু করলেন কেউ আপনাকে ইগনোর করলো আর আপনি সেটা নিয়ে চিন্তা করা শুরু করলেন কেউ আপনাকে গুরুত্ব দেয়নি সেটা নিয়ে আপনি ভাবা শুরু করলেন কেউ আপনার বিরুদ্ধে কিছু কথা বলল আর আপনি সেটা নিয়েই ভাবা শুরু করলেন জীবনে বড় হবার জন্য জীবনে সফল হবার জন্য আপনাকে হালকা হতে হবে আর এই হালকা হবার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে আপনাকে শিখতে হবে সেটা হল ইগনোর করা অন্যের কথায় বেশি মনোযোগ না দেওয়া সে কখনোই বড় হতে পারবে না যে সবার কথা ভাববে বরং বড় তো সে হবে যে লোককে ইগনোর করে চলবে বর্ষে হবে যদি কেউ তার সাথে খারাপ ব্যবহার করেছে তাহলে সে বলবে যে ইটস ওকে ওর যা ঠিক মনে হয়েছে সে তাই করেছে বাট আই ডোন্ট মাইন্ড বর্ষে হবে যে রাত্রে ঘুমানোর আগে সবকিছু ভুলে সবাইকে ক্ষমা.
করে ঘুমাতে যাবে বড় সে কখনোই হতে পারবেনা যার সাথে সকালে কোন কিছু ঘটলে রাতে ঘুমের মধ্যেও সে ওই কথাটা নিয়েই ভাবতে থাকে যে ওই ব্যক্তিটি আমার সাথে এটা কেন করল সে আমাকে এমন টা কেন বলল তাই আমি আপনাদের বলতে চাইছি যদি জীবনে বড় হতে হয় জীবনে সফল হতে হয় তাহলে সবার প্রথমে নিজেকে হালকা করুন যার মাথায় হাজারো চিন্তা থাকবে সে কখনোই বড় হতে পারবে না সে জীবনে এগিয়ে যেতে পারবে না সে নতুন কোন কিছু করতেও পারবে না যেমন অ্যাক্টিভ প্লেন একটি নির্দিষ্ট পরিমাণ ওজন নিয়ে কিন্তু উপরে উঠতে পারে যদি সম্পূর্ণ প্লেনটা ভরে দেওয়া হয় তাহলে প্লেন্টি উঠতে পারবে না একইভাবে যে কোন গাড়ি তখনই ভালোভাবে চলতে পারবে যখন সেটা ওভারলোড থাকবে না একইভাবে আপনিও ঠিক তখনই বড় হতে পারবেন তখন এ জীবনে এগিয়ে যেতে পারবেন যখন আপনি.
হালকা থাকবেন আর এর জন্য আপনাকে ইগনোর করা শিখতেই হবে কে কি আপনাকে বলছে সেটা ভুলে যেতে হবে আর ভালো কথা গুলোকে মনে রাখতে হবে কিন্তু সমস্যা হল আজ মানুষ ভালো এক্সপেরিয়েন্স গুলোকে মনে রাখে না কিন্তু খারাপ এক্সপ্রিয়েন্স গুলো কে সব সময় মনে রাখে একবার একটি জোকার একটি জোকস শোনাও সবাই সেটা শোনার পরে সে দ্বিতীয়বার যখন একই জোকস শোনাও তখন অল্প কিছু লোক হাসে কিন্তু যখন তৃতীয়বার একই জোকস বলে তখন আর কেউ হাসে না আর চতুর্থবার যখন একটি জোকস শোনান তখন অনেকেই রেগে যায় এরপর জোকসটি বলে যদি একই জোকস সোনার পর আপনারা বারবার হাসতে না পারেন অর্থাৎ আপনাদের জীবনের ভালো স্মৃতি নিয়ে যদি আপনারা বারবার খুশী না হতে পারেন তাহলে একটি খারাপ স্মৃতি নিয়ে বারবার কান্না কেন পরেন খারাপ কিছু কে এত বেশি দিন আপনারা কেন মনে রাখেন আর ভালো কিছু কে.
এত দ্রুত আপনারা কেন ভুলে যান তাই যদি আপনি বড় হতে চান জীবনে সফল হতে চান জীবনে এগিয়ে যেতে চান তাহলে খারাপ স্মৃতিগুলোকে ভুলতে শিখুন খারাপ কিছুকেই দূর করতে শিখুন আর ভালো স্মৃতিগুলোকে মনে রাখতে শিখুন আর যদি আপনি এই সামান্য কথাটা মনে রেখে জীবনে ব্যবহার করতে পারেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে বড় হওয়া থেকে আপনার সফল হওয়া থেকে আটকাতে পারবেনা .
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url