শ্রীকৃষ্ণের মূল্যবান বাণী Mahabharat Sri Krishna Bani in Bengali মহাভারত শ্রীকৃষ্ণ বাণী বাংলা Krishna Katha

 শ্রীকৃষ্ণের মূল্যবান বাণী  Mahabharat Sri Krishna Bani in Bengali মহাভারত শ্রীকৃষ্ণ বাণী বাংলা Krishna Katha




একটি শিশু যখন পৃথিবীতে জন্ম নেয় তখন সে সম্পূর্ণভাবে সংস্কারমুক্ত হয় তখন তার অন্তরে না কোন ওষুধ সংস্কারের চিহ্ন অঙ্কিত থাকে না কোন অপসংস্কার অর্থাৎ জন্মের সময় বালকের মধ্যে না কোন ঘুমিয়ে থাকে না কোন দিবস.


তবে দু শতক আগুন কিসের ভিত্তিতে লাভ হয় আমরা কি কখনো ভেবে দেখেছি যে কথা মাতা-পিতা মুখে ব্রণ কমে যায় সেসব কথায় তাদের সন্তানের হৃদয়ের সংস্কারের রূপ নেয় যেমন কোন গ্রামে নদীর তল দিয়ে একটা ওয়াল্পদ আপনি নির্মিত হয় কেবল সেই পথে বারবার চলার ধরুন অর্থাৎ  মাতা-পিতার হৃদয়ের ইচ্ছাই তাদের সন্তানের হৃদয়ের 10 অথবা ভুল হয়ে জন্ম নেয় এটাই কি সত্য নয় কিন্তু তবু যখন তাদের সন্তানের মধ্যে কোনো দোষ দেখা যাবে তখন মাতাপিতা আশ্চর্য দুঃখিত হয়ে পড়ে মাতা-পিতার হৃদয় এই প্রশ্ন করেন যে তাদের সন্তানের মধ্যে ইউরোপে সংস্কার এলো কেমন করে  সত্য তো এটাই যে মাতা-পিতার নিজের সন্তানের মনের অজান্তেই অপসংস্কার বীজ রোপন করে.



 যা তাদের সন্তানের হৃদয় ভূমিতে কুশিক্ষার বৃক্ষ হয়ে মাথা তোলে অর্থাৎ নিজের সন্তানদের সংস্কার ধর্ম পরায়ন করে তোলার আশা রাখে যে মাতা পিতা তাদের সর্বপ্রথম তাদের নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখাটা অনিবার্য নয় কি.


 প্রত্যেক মাতা-পিতা এ বিষয়ে বিচার অবশ্যই করবেন মানুষেরই স্বভাব যে স্বয়ং নিজের পরিবারকে নিজের সন্তানদের অধিকতর শুক্লা হোক সেই প্রচেষ্টায় করে সেই কারণেই আমরা সদা শ্রম আর কষ্ট থেকে দূরে থাকতে চাই বিশ্রাম আর বিলাসবহুল জীবন ধারণের প্রয়াস করি. 


স্বয়ং নিজের জীবনকে দেখুন এটা কি সত্য নয় যে আমরা আমাদের সন্তানদের জন্য সর্বদা বিশ্রাম ও স্বাচ্ছন্দ্যের আয়োজন করতে চাই  কিন্তু কখনো কি ভেবেছেন Jo3 বিশ্রাম থেকে কি ফল লাভ হয় কেবল সুরকার সুবিধা যারা লাভ করে তাদের জীবন কেমন হয়.


 শরীর যখন স্টোরি করি তখন অধিক সুস্থ থাকে বুদ্ধিও যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন আরো তেজস্বী হয়ে ওঠে কিন্তু আমরা হয়তো ভুলে যাই যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায় তখন উভয়ই অধিক মূল্যবান হয়ে ওঠে অর্থাৎ যখনই আমরা আমাদের সন্তানদের সৌম্য দুঃখ থেকে দূরে রাখার প্রয়াস করি তখন বাস্তবে তাদের সুখের পতাকা বন্ধ করে দিন স্বয়ং বিচার করুন. 


এলিগ্যান্ট রক্তস্বল্পতা সমর্পণের মাধ্যমে আমরা সকলেই জানি কিন্তু সমর্থনের বাস্তবে গুরুত্ব কি  আমরা কি কখনো বিবেচনা করেছি. 


মানুষের মন সর্বদা জ্ঞান প্রাপ্তির পথের নানান বাধা সৃষ্টি করে কখনো কোন অন্য বিদ্যার্থীর প্রতিষ্ঠা জন্মায় কখনো গুড়ু সেখানে পাঠের উপর সন্দেহ উৎপন্ন হয় আবার কখনো গুরু দেওয়া কোন কোন শাস্তি মনকে অহংকারে ভরিয়ে তোলে. তাই নয় কি কি এমনটাই হয় না.


নানান সময় নানান রকম চিন্তা অশান্তির কারণেই আমরা জ্ঞান লাভ করতে পারিনা মনের সঠিক স্থিতি কেবল সমর্থন থেকে লাভ হয় সমর্থন মানুষের অহংকার কে নাচ করে ঈর্ষা উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি ভাবনাকে দূর করে দলকে স্বরান্ত করে আরো একাগ্র করে বাস্তবে ঈশ্বর সৃষ্টিতে না জ্ঞানের অভাব আছে না জ্ঞানী ব্যক্তি গুরু দত্তাত্রেয় তো গাভীর দুধের থেকেও জ্ঞান লাভ করেছিলেন.


 অর্থাৎ বিষয়ে ব্রম্ভ জ্ঞানী হোক অথবা জীবনের গানের অথবা গুড়ো করে লাভ করা যায় না তা অর্জন করার জন্য গরুর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ সেগুলোর প্রতি আমাদের সমর্থন এটা কি সত্য নয় স্বয়ং বিচার করুন  একই গুরুর কাছে শিক্ষা লাভ করা সকল শীর্ষ এক সমান বিদ্যালয় করতে পারেনা সকল শিশুকে গুরুবচন শুনতে দেখা যায় ঠিকই তাকে পূজা করত দেখা যায় কিন্তু তারা সমান বিদ্যালয়া করতে পারে না কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়.


  যে বিদ্যালয়ে অসমর্থ শীর্ষ সমর্থনের ভান্ত করে  কিন্তু সমর্পণের বাস্তবিক অর্থে বুঝতেই পারেনা গুরুচরণ নিবেদন করলে অথবা গুরুর আদেশ পালন করলে কি সমর্থন প্রমাণ করা যায় না সম্ভবত যথার্থ হয় তখনই যখন গুরুর প্রতি মনে কোন সন্দেহ না থাকে গরুর মুখ থেকে আদেশ উচ্চারিত হওয়ার পূর্বে শীর্ষ সেই কাজ সম্পন্ন করে ফেলে গুরুর ভাবনার সঙ্গে.


 শিশেন ভাবনা এক হয়ে যায় শীর্ষ যতক্ষণ নিজের গরুর মধ্যে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর এর রূপ না দেখতে পায় ততক্ষণ তার সমর্পণ সত্য হয় না. 


বাস্তবে সমর্থন কোন কার্যের নাম নয় সমরকন্দ হৃদয়ের ভাবনা আর মনে রাখছি টির নাম অর্থাৎ আমাদের অজ্ঞতার জন্য দোষ কেবল আমাদের মনেরই নয় স্বয়ং বিচার করুন শ্রেষ্ঠত্বের অর্থ কি অর্থ হলো অন্যদের চেয়ে অধিক জ্ঞান অর্জন করা  গুরুত্ব এ বিষয়ে নয় যে কত গ্রাম সভা বর্জন করল কেউ গুরুত্ব এই বিষয়ে জ্ঞান লাভ করা জ্ঞান অন্য ব্যক্তিদের চেয়ে অধিক কিনা  অর্থাৎ শ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা জ্ঞান প্রাপ্তির বাসনা কেউ এক প্রতিযোগিতা বানিয়ে তোলে আর প্রতিযোগিতায় বিজয়ী হয় না. 



 কিছু সময়ের জন্য শ্রেষ্ঠ অবশ্যই হওয়া যায়  সর্বদা কেউ কখনো শ্রেষ্ঠ থাকতে পারে তারপর আবার অসন্তোষ ক্রীড়া সংঘর্ষের সৃষ্টি হয়. 


 শ্রেষ্ঠ হবার বদলে যদি উত্তম হবার প্রয়াস করা যায় তবে কি রকম হয়. উত্তম এর অর্থ হল সাজাপ্রাপ্ত করা যায় সেই সমস্ত অর্জন করার চেয়ে অধিক লাভ করার ইচ্ছা থেকে নয় শুধুমাত্র আত্মতৃপ্তির জন্য কিছু অর্জন করা  উত্তম হবার পথে অন্য কারো সঙ্গে প্রতিযোগিতা থাকে না স্বয়ং নিজের সঙ্গী প্রতিযোগিতা হয় অর্থাৎ কম হবার চেষ্টা যে করে সে কখনো না কখনো সমস্ত জ্ঞান অর্জন করে থাকে  ব্রাশ না করেই সে শ্রেষ্ঠ হয়েছে. 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url