Motivation quotes: যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই কাছে তত বেশি পাথর ছুড়ে মারা হয়
Motivation quotes: যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই কাছে তত বেশি পাথর ছুড়ে মারা হয়
জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবোনা কারণ যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছে ততবেশি পাথর ছুড়ে মারা হয় কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে পার্থক্য শুধু সময়ের জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে আর এটাই হল বাস্তব কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা.
সিপিএ কষ্টকে গোপন রাখে জীবনে যতই তুমি ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি খারাপ হবেই যখন কেউ বুঝে যাবে যে আপনি তার প্রতি দুর্বল ঠিক তখন থেকেই শুরু হয়ে যাবে অবহেলা নামক অধ্যায়ের নিজেকে এমন ভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমি তাকে খুঁজতে থাকে ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় দিনের আলোতে যারা বেশি হাসে রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে প্রিয় মানুষগুলোকে বেশিদিন নিজের কাছে রাখা যায়না হয়তো তারা চলে যায়.
হয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয় সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থেকে যায় যাকে তাকে বিশ্বাস করেছি তারা সবাই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সবাইকে অন্ধের মত বিশ্বাস করা ঠিক না.
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url