My digital ration card not accepted by machine what to do ? রেশন কার্ডের ফিঙ্গার প্রিন্ট না মিললে কি করবেন ?

 My digital ration card is not accepted by the machine what to do? রেশন কার্ডের ফিঙ্গার প্রিন্ট না মিললে কি করবেন ?



আমাদের ওয়েস্ট বেঙ্গল এ বেশিরভাগ পরিবারই এই রেশন এর উপর নির্ভর করে তাদের সংসার চলে এক সপ্তাহ যদি রেশন না পায় তারা খেতে পাবে না এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে এই রকম সমস্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হল আঙ্গুলের ছাপ এই আঙুলের ছাপ রেশন তোলার সময় দিতে হয় অনেক সময় দেখা গেছে আঙ্গুলের ছাপ মিলছে না তাই আজকে কিছু কারণ বলব সেই কারণগুলো ধারা আপনাদের এই আঙ্গুলের ছাপ দিয়া যে সমস্যাটি হচ্ছে সেটা থেকে মুক্তি পেতে পারেন .

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেশন কার্ডের সাথে সবসময় আপনারা মোবাইল নাম্বার লিংক করিয়ে রাখবেন এবং আধার কার্ডের সাথে সেই একই নাম্বার লিঙ্ক করিয়ে রাখবেন তাহলে রেশন তুলতে কোন অসুবিধা হবে না .


রেশন তোলার সময় হাতের ছাপ না মিললে কি করবেন:


1. আপনার যদি প্রথম আঙ্গুলের ছাপ না মেলে তাহলে হাতের পাঁচটা আঙ্গুল সবগুলোর চাপ দিয়ে দেখতে হবে


2. আপনার আঙ্গুল গুলো যদি অনেক শুকনো হয়ে যায় তাহলে একটু হাতে জল দিয়ে ভিজিয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর আঙ্গুলের ছাপ দিন


3. আপনার হাতের আঙুলগুলো সোজা করে মেশিনের উপর রাখুন

4. এই তিনটি কারণ করার পর তাও যদি না মেলে তাহলে আপনার আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট আর একবার আপডেট করিয়ে নিন


আশা করি আপনাদের বুঝাতে পেরেছি এই কারণগুলো লক্ষ্য করলে আপনার রেশন দোকানে ফ্রিতে রেশন তুলতে কোন অসুবিধা হবে না .


এখন রেশন তুলতে গেলে পুরো প্রশ্নটা কিন্তু বায়োমেট্রিক অথবা ফিউশন প্রসিডিউর হয়ে গেছে বায়োমেট্রিক কনফিউশন প্রসিডিউর কি এটা কিভাবে কাজ করছে  বায়োমেট্রিক নিয়ে নতুন করে কিছু বলার নেই তো এর পরও ছোট একটি ঘর মে সাজনি আপনাদের দিয়ে রাখি যেটা হচ্ছে খাদ্য দপ্তর এর পক্ষ থেকে একটা আপডেট .


তারা প্রকাশ করেছে তবু দূরে আপডেট টা হচ্ছে কিছুটা এই রকম সেটা কি আপনি যখন রেশন তুলতে যাচ্ছেন আপনি বায়োমেট্রিক দিয়ে যখন রেশন তুলতে যাচ্ছে তখন যদি আপনার বায়োমেট্রিক না হলে সে ক্ষেত্রে আপনি একটা আঙুল এর বদলে আপনার অন্য হাতের বাকি আঙুলগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে সেখানে আপনার বায়োমেট্রিক বিজি থাকি না কেন এটা পশ্চিমবঙ্গ সরকার পাবলিশ করেছে বা আমাদের সামনে নিয়ে এসেছে. 


কারণ আপনারা জানেন যে অনেক জায়গাতেই এরকম বেশ কিছু রেশন ডিলারের আছেন যারা কি করেন যে কোন একটা আংগুল বা আমাদের যে বুড়ো বুড়ো আঙ্গুলের ছাপ দিতে বলেন যদি ইন্টারেস্ট না বিলে হন তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যেসব দেওয়া যাবে না যেহেতু আপনার আঙ্গুলের ছাপ মিলছে না এইরকম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে এবার থেকে আপনি আপনার হাতের আঙ্গুলগুলো কিন্তু ট্রাই করতে পারেন যে কোন আঙ্গুলে আপনার চাপ আসছে কিনা তখন আশা করি আপনারা যারা এই জিনিসটা জানতেন না আমি জানাতে পারলাম .

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url