Student Motivation Bengali: বিভিন্ন পরীক্ষা এবং ছাত্রদের পরীক্ষাতে উৎসাহ জাগানোর জন্য কিছু উক্তি
Student Motivation Bengali: বিভিন্ন পরীক্ষা এবং ছাত্রদের পরীক্ষাতে উৎসাহ জাগানোর জন্য কিছু উক্তি
ভেবেছিলাম আজকে ভোরে উঠে পাঁচটার সময় পড়তে বসবো সেজন্য রাতে মোবাইলে এলার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু অ্যালার্ম বাজার পর রোজ বাটনে প্রেস করলাম আর আবার ঘুমিয়ে পড়লাম তারপর ভেবে ছিলাম ঠিক আছে সকালে উঠে পোড়তে পারিনি তো কি হয়েছে আজকে সারাদিন 8 থেকে 10 ঘন্টা পড়বো কিন্তু পড়তে বসে একবার ফেসবুক কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপ তারপর বন্ধুর কল আর বাকিটা পাবজি তে চলে গেল সবশেষে সন্ধ্যেবেলা নিজেকে প্রমিস করলাম আজ সারারাত জেগে পড়বো কিন্তু রাতে পড়তে বসে কখন যে চোখ লেগে গেল আর সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না আর বছরের প্রথম থেকে দিন বদলালো মাস বদলালো আস্তে আস্তে এক্সামের টাইমে চলে এল কিন্তু আমার পড়ার টাইম সারাদিনের টেনেটুনে দু'ঘণ্টার বেশি আর বাড়াতে পারলাম না গুগলে সার্চ করলাম হাউ টু কন্সেন্ট্রেশন স্টাডি হাজার ওয়েবসাইট সামনে খুলে গেল কয়েকটা ওয়েবসাইটে গিয়ে পয়েন্ট গুলো পড়লাম কিন্তু কোন লাভ হল না .
পড়তে বসলে ঘুমের প্রতি অ্যাট্রাকশন চেষ্টার পর চেষ্টা করেও না পারলাম মনোযোগ বাড়াতে পারনা পারলাম পড়ার টাইম বাড়াতে আর এখন সামনে পরীক্ষার টেনশনে তো আরোই মন বসছে না দেখো বস পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য কিভাবে বেশিক্ষণ একটানা পড়া যায় কিভাবে সকালে উঠে পড়া যায় অথবা কিভাবে রাত জেগে সিলেবাস কমপ্লিট করা যায় এই সবকিছুর দুটো সালিভেশন আছে একটা সলিউশনে সবাই এপ্লাই করি যেটা একটু আগেই বললাম গুগোল এবং সেখানে বলা পয়েন্টগুলোর নিজের ওপর এপ্লাই করি দু-একদিন খুব জোস এর সাথে পড়ি কিন্তু তারপরে আবার যে কে সেই তাই এই সলিউশন টা আমাদের কাজে লাগলেও ওপর ওপর লাগে সাময়িক সময়ের জন্য লাগে আর এই সমাধানটা আমাদের সামনে আসা প্রবলেমগুলো গভীরে গিয়ে কাজ করে.
আমাদের প্রবলেম গুলোর আসল রূপটা হল ইন্টারেস্ট আমরা নিজের মধ্যে পড়তে বসার জন্য ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারিনা আমরা পড়তে বসে একটানা বেশিক্ষণ পড়ার জন্য নিজের মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারিনা আর আমাদের এইসব প্রবলেমগুলো গভীরে গিয়ে যে সাজেশনটা কাজ করতে পারে সেটাও আমরা ইন্টারেস্ট এর মাধ্যমেই পাব এরপরে আমি যে কথাগুলো বলব সেগুলো খুব মন দিয়ে নিজের ভেতরে যেতে দাও প্রশ্ন হল তুমি নিজের মধ্যে পড়াশোনা করার জন্য ইন্টারেস্ট কিভাবে তৈরি করবে পড়ার জন্য নিজের মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হলে তোমার একটা কারণ চাই কেন তুমি পড়তে বসবে কেন তুমি ফেসবুক হোয়াটসঅ্যাপ এর থেকে পড়াশোনা কে বেশি প্রার্থী দেবে কেন তুমি পাবজি খেলার অ্যাডিকশন ছেড়ে নিজের মধ্যে ম্যাপ একাউন্ট অথবা ইংলিশের অ্যাডিকশন তৈরি করবে এই সবগুলো করার জন্য তোমার একটা অনেক বড় কারণ চাই তোমার কাছে বড় কোনো কারণই নেই সকালে ঘুমকে স্যাক্রিফাইস করে উঠে পড়তে বসার তোমার কাছে বড় কোনো কারণই নেই.
দিনে দু ঘন্টা পড়ার অভ্যাস কে 10 ঘন্টায় চেঞ্জ করে ফেলার তোমার কাছে বড় কোনো কারণই নেই তোমার মাথায় চলা মোবাইল টিভি অথবা গেমের অ্যাডিকশন কে দূর করে পড়াশোনা কনসেনট্রেট করা এই যে তোমার মধ্যে নেই জিনিসের হ্যাভ ইট তৈরি হয়েছে এই যে তোমার মধ্যে আজকের পড়া কালকে পড়বো বলে ফেলে রাখার হ্যাভ ইট তৈরি হয়েছে এগুলো দূর করার জন্য তোমার কাছে বড় কোনো কারণই নেই তোমার মধ্যে তৈরি হয়ে থাকার না পড়ার অভ্যাস কে পড়ার অভ্যাস বদলে ফেলার জন্য তোমার একটা কারণ চাই আর কোনো ছোটখাটো কারণে বডিং কাজকে ইন্টারেস্টিং বানাতে পারবে না তোমার সামনে একটা বড় কারণ চাই যা তোমাকে একা একাই পড়তে বসতে বাধ্য করবে এখন প্রশ্ন হল বড় কারণ তো চাই কিন্তু কতটা বড় কারণ চাই কল্পনা করো তোমাকে কেউ জোর করে জলের তলায় ডুবিয়ে রেখেছে আর ধীরে ধীরে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সেই পরিস্থিতিতে ঠিক যতটা বড় কারণ তোমার সামনে আসার সব বাধা কে ঠেলে সরিয়ে জলের ওপরে ওঠে নিঃশ্বাস নেওয়ার জন্য চাই ততটা.
কারণ চাই পড়ার জন্য কল্পনা করো তোমাকে কেউ অন্ধকার কোন ঘরে একা আটকে দরজার তালা দিয়ে চলে গেছে সেই পরিস্থিতিতে ঠিক যতটা বড় কারণ তোমার সেই ঘরের দরজা ভেঙে বেরোনোর চেষ্টা করার জন্য চাই ততটা বড় কারণ চাই পড়ার জন্য ফিউচারে তুমি কি করতে চাও কোন পজিশনে তুমি পৌঁছতে চাও তোমার স্বপ্ন কি তোমার লক্ষ্য কী ভাবো তোমার বাবা-মায়ের তোমাকে নিয়ে স্বপ্ন কি আর কল্পনা করো সেই দিনটার কথা যেদিন তুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের লক্ষ্যে পৌঁছবে সেদিন তোমার বাবা মায়ের মুখ এটা কেমন হাসি থাকবে কেমন ফিল করবে তারা আর তুমি কেমন ফিল করবে তাদের এতটা খুশি দেখে আমি জানিনা যে কোন ইমোশন তা তোমার মধ্যে এতটা বার্নিং ডিজে তৈরি করবে যতটা বার্নিং বিদায় তোমাকে কোন রকম মোটিভেশন ছাড়াই বিলের 10 ঘন্টা ফুল কন্সেন্ট্রেশন এর সাথে পড়তে বসিয়ে দেবে সেই ইমোশনটা হতে পারে তোমার বাবা মায়ের মুখের হাসি ইমোশনটা হতে পারে তোমার ডাক্তার অথবা পাইলা.
তোমার স্বপ্ন অথবা ইমোশনটা হতে পারে আর বিবার নেভি তে জয়েন করে দেশের সেবা করার সময় কোন কারণটা তোমার মধ্যে এতটা আগুন জ্বালিয়ে দিতে পারে যে তুমি সব ডিস্ট্রাকশন কে দূরে সরিয়ে রেখে শুধু পড়বে সেটা খুঁজে বার করো আর আজ নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হই যে একটা কারণের জন্য তুমি পড়াশোনায় নিজের ওয়ান থাউজেন্ড পার্সেন্ট দিয়ে দেবে তারপর দেখো তোমাকে সকালে উঠে পড়তে বসার জন্য মোবাইলে এলাম দিতে হবে না তারপর দেখো তোমাকে পড়তে বসার পরে মোবাইলের কোন নোটিফিকেশন আর ডিস্টার্ব করতে পারবেনা বছরের প্রথম কিংবা সামনে ফাইনাল এক্সাম তুমি তোমার সারাদিনের দু'ঘণ্টা পড়ার অভ্যেস কে 10 থেকে 12 ঘন্টা পড়ার অভ্যাস অনায়াসে বদলে ফেলবে .
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url