সৌরজগৎ কি এবং সৌরজগতের সমস্ত গ্রহ গুলির অবস্থান এবং তাদের নাম

 সৌরজগৎ কি এবং সৌরজগতের সমস্ত গ্রহ গুলির অবস্থান এবং তাদের নাম





বন্ধুরা আপনারা সকলেই সৌরজগৎ সম্পর্কে জানেন কিন্তু প্রতিটি গ্রহের গতি প্রকৃতি সূর্য থেকে চাঁদের দূরত্ব গ্রহ গুলোর বৈশিষ্ট্য অথবা তাদের উপগ্রহগুলো সম্পর্কে সম্যক ধারণা অনেকেরই নেই  শুরু করা যাক প্রথমেই আসি সৌরমণ্ডলের কথাই সৌরমণ্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে আটটি গ্রহ এবং তাদের 166 উপগ্রহগুলো যথাক্রমে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবার আমরা সূর্য এবং অন্যান্য গ্রহ গুলো সম্পর্কে এক এক করে জেনে নেবো সৌরমণ্ডলের কেন্দ্র অবস্থিত একমাত্র জ্যোতিষ্ক হলো সূর্য সূর্যের ব্যাস 13 লক্ষ 92 হাজার কিলোমিটার পৃথিবী থেকে সূর্য প্রায় 100 নয় গুন বড় 74% হাইড্রোজেন এবং. 


20% হিলিয়ামের পূর্ণ সূর্য আসলে একটি গ্যাসীয় অগ্নিপিণ্ড মাধ্যাকর্ষণ শক্তি সৌরমণ্ডলের গ্রহকে প্রদক্ষিণ করে আমরা ঘণ্টায় প্রায় 8 লক্ষ 85 হাজার কিলোমিটার বেগে ঘুরে চলেছি এবার আমরা বুধ গ্রহ নিয়ে আলোচনা করব সৌরজগতের সূর্যের সবথেকে কাছে অবস্থিত এবং ছোট গ্রহটি হল বোধ সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ভুতের সময় লাগে 88 দিন যে অন্যান্য গ্রহের তুলনায় অনেক দ্রুত সূর্য থেকে বুধের দূরত্ব 57.1 90 মিলিয়ন কিলোমিটার বুধ গ্রহের নিজস্ব কোন উপগ্রহ নেই বুধের বেড়াই 4879 কিলোমিটার এই গ্রহে অক্সিজেন ও হাইড্রোজেন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং হিলিয়াম এর অস্তিত্ব আছে ভূত সূর্যের সব থেকে কাছের গ্রহ সত্ত্বেও এর পৃষ্ঠের তাপমাত্রা চরম শীতল হতে পারে দিনের বেলায় এই গ্রহের. 


 450 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় কিন্তু রাতের বেলায় তা -175 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে উষ্ণতার তারতম্যের পরিমাণ ডিগ্রী সেলসিয়াসের বেশি হয় যা সৌরজগতের কোন গ্রহের তুলনায় বেশি এই গ্রহটিকে টেলিস্কোপ এর মাধ্যমে সপ্তদশ শতাব্দীতে সর্বপ্রথম গ্রহণ করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী গেল এবং বুধ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির 38 শতাংশ অর্থাৎ যদি পৃথিবীতে আপনার ওজন 100 কেজি হয় তবে আপনার ওজন হবে 38 কেজি সৌরজগতে ভুতের পরেই সূর্যের নিকটতম গ্রহ শুক্র সূর্য থেকে শুক্রের দূরত্ব 17 দশমিক 57 মিলিয়ন কিলোমিটার সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 224 দিন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সূর্যকে একবার প্রদক্ষিণ করা তুলনায় নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে শুক্র গ্রহের বেশি.


সময় লাগে যা কিনা 243 দিন ভূতের তুলনায় সূর্য থেকে দূরে অবস্থান করা সত্ত্বেও শুক্রবার থেকে অনেক বেশি উষ্ণ এর উষ্ণতা 462 ডিগ্রি সেলসিয়াস এর মুখ্য কারণ হলো শুক্রের বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত উপস্থিতি যা কিনা 96.5% এর ফলে তীব্র গৃণহাউস এফেক্ট এবং বায়ুমন্ডলে আটকে থেকে যায় 610 সালে বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম টেলিস্কোপ এর মাধ্যমে শুক্র কে পর্যবেক্ষণ করেন শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই এই গ্রহের ব্যাস 12104 কিলোমিটার শুক্র গ্রহের বায়ুমণ্ডলে অতিরিক্ত সালফিউরিক এসিডের উপস্থিত হলে সালফিউরিক এসিডের তৈরি হয় যা গ্রহটিকে অত্যন্ত উজ্জ্বল করে তোলে শুক্রগ্রহ এতটাই উজ্জ্বল যে একে দিনের বেলাতেও আকাশে দেখা যায় এবার আমরা জানবো আমাদের পৃথিবী সম্পর্কিত কিছু তথ্য সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ. 


সৌরজগতে পৃথিবীর একমাত্র গ্রহ যার নাম কোন রোমান গ্রিক দেবতার নাম অনুসারে রাখা হয়নি আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং এটি একমাত্র গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব আছে সূর্য থেকে পৃথিবী 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন এবং নিজের অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা কিন্তু পৃথিবীর আবর্তন গতি ক্রমশ কমছে যা প্রতি 100 বছরে 17 মিলি সেকেন্ড এর প্রভাব পড়বে আমাদের দিনরাত্রি হিসেবে রুপোর কিন্তু এটা এতটাই ধীরগতিতে হচ্ছে যে আজ থেকে প্রায় 140 মিলিয়ন বছর পর ঋণের পরিমাণ 24 ঘন্টা থেকে বেড়ে 25 ঘন্টা হবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী তার কারণ অবশ্য পৃথিবীর কেন্দ্রের দিকে লোহা এই চৌম্বক ক্ষেত্রে প্রভাব থেকে পৃথিবী কে রক্ষা করে আমরা সকলেই জানি. 


 পৃথিবীর একটি মাত্র উপগ্রহ আর তাহলো চাঁদ পৃথিবীর ব্যাস 12742 কিলোমিটার পৃথিবীর বায়ুমন্ডলে 78 শতাংশ নাইট্রোজেন কুড়ি দশমিক 95 শতাংশ অক্সিজেন 0.04 শতাংশ কার্বন ডাই অক্সাইড এবং কয়েকটি অন্যান্য গ্যাসের সাথে জলীয়বাষ্প আছে পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা -89 ডিগ্রী সেলসিয়াস সৌরজগতের গ্রহ মঙ্গল সূর্য থেকে মঙ্গলের দূরত্ব 2.9 মিলিয়ন কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 687 দিন এবং নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে মঙ্গলের সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট পৃথিবী ও মঙ্গলের পৃষ্ঠদেশের ভর সমান 6779 কিলোমিটার সৌরজগতের সবথেকে উচ্চতম পর্বত অলিম্পাস মন্স মঙ্গল গ্রহে অবস্থিত.


আসলে একটি আগ্নেয় পর্বত মঙ্গলের দুটি উপগ্রহ আছে এবং বিমানের সাথে সংঘর্ষের ফলে প্রায় চার বিলিয়ন বছর আগে এই গ্রহটি দাঁড়িয়েছে এর ফলে সোলারিন এই গ্রহের আয়নোস্ফিয়ার এর সরাসরি প্রভাব ফেলার মঙ্গলের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা মঙ্গলের বায়ুমণ্ডলের 90% কার্বন-ডাই-অক্সাইড 1 দশমিক 93 শতাংশ আর্গন 1 দশমিক 89 শতাংশ নাইট্রোজেন এবং অক্সিজেনের সামান্য অস্তিত্ব রয়েছে এই গ্রহের সর্বোচ্চ উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা মাইনাস 143 ডিগ্রি সেলসিয়াস এত বেশি আয়রন অক্সাইড থাকে যে গ্রহটি দেখতে লাল রংয়ের হয় সৌরজগতের পঞ্চম গ্রহটি হল বৃহস্পতি আয়তনে সবথেকে বৃহত্তম সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব 766 দশমিক 95 মিলিয়ন কিলোমিটার এই গ্রহের ব্যাস 39100.


কুড়ি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর এবং নিজের চারদিকে প্রদক্ষিণ করতে সময় লাগে 9 ঘন্টা 56 মিনিট এটা যে কোন গ্রহের তুলনায় অনেক দ্রুত এর মাথা কোশ্চেন শক্তি পৃথিবীর প্রায় আড়াই গুণ বৃহস্পতির মোট 59 টি উপগ্রহ আছে 5262 কিলোমিটার যুক্ত গ্রহটি সৌরজগতের বৃহত্তম গ্রহ সৌরজগতের গ্রহ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ 1536 কিলোমিটার সূর্য থেকে শনির দূরত্ব 1.49 বিলিয়ন কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 29 বছর এবং নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় 10 ঘন্টা 42 মিনিট এই গ্রহের উষ্ণতা -178 ডিগ্রী সেলসিয়াস স্বনির্ভর 82 টি উপগ্রহ আছে এই গ্রহের চাঁদ.


 বিশাল সুন্দর এবং বিস্তৃত বলাই গ্রহটিকে ঘিরে রেখেছে সৌরজগতের সব গ্রহের সূর্য থেকে দূরত্ব 2.95 বিলিয়ন কিলোমিটার 50 হাজার 724 কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 84 বছর এবং নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 17 ঘন্টা 24 মিনিট এই গ্রহের গড় উষ্ণতা -201 ডিগ্রি সেলসিয়াস হোয়াই এটা সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ ইউরেনাস এর মোট 27 টি উপগ্রহ আছে সৌরজগতের অষ্টম এবং শেষ গ্রহটি হল নেপচুন সূর্য থেকে দূরত্ব 4.47 বিলিয়ন কিলোমিটার 49 হাজার 240 কিলোমিটার এই গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 165 বছর এবং নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় 16 ঘন্টা 6 মিনিট.


200 ডিগ্রী সেলসিয়াস নেপচুনের উপগ্রহ সংখ্যা কতটি তো বন্ধুরা আজকের  জানতে পারলেন সৌরজগতের বিভিন্ন আকর্ষণীয় তথ্য এই তথ্য গুলোর মধ্যে কোনটি জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান .

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url