2022 দুর্গ পূজো নিয়ে তোলপাড় করা কবিতা দুর্গাপুজোর নতুন কবিতা Durga Puja
2022 দুর্গ পূজো নিয়ে তোলপাড় করা কবিতা দুর্গাপুজোর নতুন কবিতা
তোমার দুর্গা মহালয়া ভরে উৎসব মাখছে গায়ে আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায় ।
তোমার দুর্গা অকালবোধনে 108 টা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল ।
তোমার দুর্গার টেক্কা দিয়েছে, এবার থিমের পুজোতে আমার দুর্গা ইট বয়ে বয়ে এক্কেবারে কুঁজো ।
তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাসতে শিখছে অতীতকে ছুড়ে ফেলে।
তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার আমার দুর্গা রোজ সেজেগুজে খুজে তার সংসার ।
তোমার দুর্গা শপিংমলে কফির ধোঁয়ায় ওরে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে ।

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url