রাস্তায় ট্রাফিক পুলিশ আপনাকে কেস দিলে আপনি ওই কেসের টাকা কিভাবে অনলাইনে জমা করবেন West Bengal Traffic Police Fines Payment Online
রাস্তায় ট্রাফিক পুলিশ আপনাকে কেস দিলে আপনি ওই কেসের টাকা কিভাবে অনলাইনে জমা করবেন West Bengal Traffic Police Fines Payment Online
পশ্চিমবঙ্গ এবং কলকাতার যেকোনো জায়গাতে রাস্তাতে চলাফেরা করতে গেলে সব সময়তেই একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় গাড়ির কোন ডকুমেন্টস বা কোন গাড়িচালকের লাইসেন্স না থাকলে ট্রাফিক পুলিশ ফাইল চার্জ করে থাকে। আপনাকে অনলাইনে চার্জ করে ছেড়ে দেয়া হয় এরপর আপনি সেটাকে কিভাবে পেমেন্ট করবেন বা আপনাকে যে কেস দেয়া হলো ট্রাফিক পুলিশের তরফ থেকে সেই কেসের টাকাটা আপনি অনলাইনে কিভাবে পেমেন্ট করবেন তার সমস্ত পদ্ধতি নিচে দেয়া হল ভালো করে দেখে নিন.
আপনারা খুব সহজে বাড়িতে বসে অনলাইনে আপনার যে কোন গাড়ির কেসের ফার্নিচারজ অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন তার সমস্ত পদ্ধতি আজ দেখানো হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কলকাতা এবং পশ্চিমবঙ্গের যে কোন জায়গাতেই যদি ট্রাফিক পুলিশ আপনাকে কেস দিয়ে থাকে সেই কেসের ফার্নিচার অনলাইনে পেমেন্ট করতে পারবেন.
Stape 1 = প্রথমে আপনি Google এ গিয়ে টাইপ করুন GRIPS এরপর আপনি প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে প্রবেশ করুন
Stape 2 = এই ওয়েবসাইট খোলার পর নিচের দিকে একটা অপশন আছে ( Payment of Taxes & Non-taxes Revenue ) এখানে ক্লিক করার পর একটা ফর্ম আসবে
Stape 3 = এই ফর্মের প্রথম অপশনে West Bengal Police সিলেক্ট করবেন তারপরের অপশনে Traffic Fee সিলেক্ট করে সাবমিট করে দেবে এরপর আর একটা ফর্ম আসবে, সেখানে আপনার মোবাইল নাম্বার আপনার নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস দিয়ে সাবমিট করে দেবেন এবং তারপর পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করলে আপনার কেসের ফাইল চার্জ টা পেমেন্ট হয়ে যাবে। এবং লাস্টে একটি রিসিভ কপি দেয়া হবে সেটাকে প্রিন্ট আউট করে রেখে দেবেন নিজের কাছে।

.jpeg)
.jpeg)

.jpeg)
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url