2023 Saraswati Puja Date and Time: ২০২৩ সালে সরস্বতী পূজার তারিখ ও সময়সূচী
2023 Saraswati Puja Date and Time: ২০২৩ সালে সরস্বতী পূজার তারিখ ও সময়সূচী
শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালেই বাগদেবী সরস্বতী পূজার সম্পূর্ণ করা হয়ে থাকে এই দিন ভোর বেলা থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজামণ্ডপগুলোতে পুজোর আয়োজন শুরু হয়ে যায় কোথাও কোথাও আবার পুজোর দিন সন্ধ্যাবেলায় পুজো মণ্ডপ বলিতেন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় বন্ধুরা সরস্বতী পুজোতে আপনি কিভাবে কাটান আপনার দিনটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে এবার দেখে নেওয়া যাক 2023 সাল অর্থাৎ বাংলার চোদ্দোশো 29 বঙ্গাব্দে কবে পালন করা হবে সরস্বতী পূজা .
2023 সালে অর্থাৎ বাংলার চোদ্দোশো 29 বঙ্গাব্দে সরস্বতী পূজার তারিখ কি হলো 26 শে জানুয়ারি বৃহস্পতিবার পঞ্চমী তিথি শুরু হবে 25 শে জানুয়ারি বুধবার দুপুর 12:30 থেকে এবং পঞ্চমী তিথি ছেড়ে যাচ্ছে 26 শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10 টা 28 মিনিটে পূজার সময় কি হলো 26 শে জানুয়ারি বৃহস্পতিবার ভোর ছটা 18 মিনিট থেকে সকাল দশটা 28 মিনিটের মধ্যে এবং যথারীতি পরদিন বাঙ্গালীদের শীতল ষষ্ঠী পালন করা হবে যেটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পশ্চিমবাংলার মানুষরাই পালন করে থাকেন অর্থাৎ এদেশীয় যারা রয়েছেন এপার বাংলার মানুষ তারা এই শীতল ষষ্ঠী পালন করেন.
এবং এই দিন বাড়িতে অরন্ধন পালন করা হয়ে থাকে.
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url