Durga Puja Niye Kobita দুর্গা পূজার আগমনী কবিতা দুর্গাপূজো মণ্ডপে বলার জন্য সুন্দর সুন্দর কবিতা, আবৃতি, রচনা, ছড়া

 Durga Puja Niye Kobita দুর্গা পূজার আগমনী কবিতা দুর্গাপূজো মণ্ডপে বলার জন্য সুন্দর সুন্দর কবিতা, আবৃতি, রচনা, ছড়া





দুর্গাপুজো বাঙালির জীবনে সবথেকে বড় উৎসব এই উৎসবে সমস্ত বাঙালিরা মেতে ওঠে এই দুর্গাপূজার সময় ছোট থেকে বড় সবাই পালন করে থাকি এবং নতুন নতুন পোশাক কিনে থাকি এরপর প্রত্যেকদিন পূজা প্যান্ডেলে ঘোরা হয় এবং ভালো ভালো খাবার খাওয়া হয় এবং দুর্গা ঠাকুর কে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে থাকি।



এই দুর্গাপুজো বছরে একবারই আসে তাই সবাই সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে দুর্গাপূজোকে নিয়ে মেতে থাকে এবং উৎসব পালন করে। তো দেখা গেছে বিভিন্ন পূজা প্যান্ডেলে এক সপ্তা ধরে অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানে আপনারা যদি কবিতা আবৃত্তি ছড়ায় ইত্যাদি বলতে চান তাহলে নিচে খুব সুন্দর সুন্দর কবিতা এবং ছড়া দেয়া হলো আপনারা এগুলো দেখে পড়ে নেবেন এবং এগুলো কোন দুর্গাপূজার অনুষ্ঠানে বলতে পারবেন খুব সুন্দর সুন্দর কবিতা আমাদের ওয়েবসাইট এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে আপনারা এগুলো পড়ে সবার সামনে আবৃত্তি বা ছড়া শোনাতে পারবেন।


দুর্গা পুজোতে নতুন নতুন কবিতা



দুর্গা পুজো তে কিভাবে কবিতা বলবেন



দুর্গাপূজার নতুন নতুন ছড়া এবং আবৃত্তি


দুর্গা পুজোতে বলার জন্য নতুন নতুন কবিতা



Durga Puja Niye Kobita No.1



শিউলি ফুলের গন্ধে যেন ভরে গেল মন, 

শুভ শীতল কাশের শোভায়ে জুড়ল দু নয়ন। 

আগমনের বার্তা বয়ে বাজছে ঢাকের সুর, 

শারদীয়ার দিনগুলো হউক আনন্দ মধুর। 

শুভ দুর্গা পুজা।


Durga Puja Niye Kobita No.2



ঢাকের কাঠির মিষ্টি রেশ, 

পূজা এবার হোল সেশ। 

নুতন আশাই বাঁধি বুক, 

সবার ইচ্ছে পূরণ হোক। 

আসছে বছর আবার হবে, 

কে জানে কে কোথায় রবে।


Durga Puja Niye Kobita No.3




ঢাকের আওয়াজ ঢাঁই কুর কুর, 

শোণা যায় ওই আগমনী সুর। 

মায়ের আবার আসার পালা, 

শুরু হোল মজার খেলা। 

তাই নিয়ে এই সুখী মন, 

জানাই আগাম অভিনন্দন। 

শুভ পঞ্চমী।


Durga Puja Niye Kobita No.3


নীল আকাশে মেঘের ভেলা, 

পাদ্মা  ফুলের পাপড়ি মেলা। 

ঢাকের তালে কাশের খেলা, 

আনন্দে কাটুক শারদ বেলা। 

হ্যাপি দুর্গা পুজা।


Durga Puja Niye Kobita No.4



শিশির ভেজা ভোরের বাতাস, 

ঝলমলে রোদ, খুশির আভাস। 

রাত শেষের চাঁদের আলো, 

পূজা আসছে জানিয়ে দিলো। 

হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ, 

দু হাত দিয়ে ডাকছে আকাশ।


Durga Puja Niye Kobita No.5



পুজা শেষ অলি গলি, 

মা বলে চলি চলি , 

ভাসান হবে ফাটাফাটি, 

বিজয়া সারার হুটপাটি, 

এটা মার নতুন ধারা। 

এসএমএস এ বিজয় সারা।


Durga Puja Niye Kobita No.6



শিউলি ফুলের গন্ধ নিয়ে মাহালয়ের ভরে, 

আবার বছর পার করে পূজা এল ঘরে। 

হোক না আকাশ মেঘে ঢাকা, পলুক বৃষ্টি ঝিরি ঝিরি, 

কাশের বন দিচ্ছে জানান আসছে মা শিগগিরি।


Durga Puja Niye Kobita No.7


ঢাকের উপার ছিল কাঠি, 

পূজা হল জমজমমাটি। 

আজ মায়ের ফেরার পালা, 

জানাই তাই এই বেলা। 

শুভ বিজায়া।

Durga Puja Niye Kobita No.8


হিমের পরশ মনে জাগে, 

সবই জেন নতুন লাগে আগমনির। 

খবর পেয়ে বনের পাখী উঠল জেগে, 

শিশির বেলা নতুন ভরে মা আসছে মর্ত্যলোকে।

Durga Puja Niye Kobita No.9


বাজে ঢোল বাজে ধাক, 

শুনে সবার লাগে তাক। 

বিসর্জনে সবাই যাবে, 

হাসি কান্না দুই পাবে। 

সুখ দুঃখ মিলে মিশে শুভ বিজয়া জানাই শেষে।


Durga Puja Niye Kobita No.10


অঞ্জালি টা তাড়াতাড়ি সার নম নম করে, 

মাঞ্জা দিয়ে সাবার সাথে বেরোনো তার পারে। 

পূজার কদিন আড়াল করে হাত টা চেপে ধরা, 

পূজার কদিন সকাল বিকেল প্রেম করা।


Durga Puja Niye Kobita No.11


ষষ্ঠী তে থাক নতুন ছোঁয়া, 

সপ্তমী হোক শিশির ধোয়া। 

আঞ্জালি দাও অষ্টমী টে, 

দশমী টে হোক মিষ্টি মুখ, 

পূজা তোমার খুব জমুক।


Durga Puja Niye Kobita No.12


ষষ্ঠী তে থাক নতুন ছোঁয়া, 

সপ্তমী হোক শিশির ধোয়া। 

আঞ্জালি দাও অষ্টমী টে, 

দশমী টে হোক মিষ্টি মুখ, 

পূজা তোমার খুব জমুক।


Durga Puja Niye Kobita No.13



ষষ্ঠী তে খুশির আমেজ, সপ্তমী তে নাচ গান , অষ্টমী আর নবমী তে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান আর দশমী তে বিদায়ের সুরে কাঁদা। শুভ বিজায়া।


Durga Puja Niye Kobita No.14


নৌকাতে মা দিল পাড়ি. 

মা আসছেন বাপের বাড়ি 

সংগে তাহার ছেলেমেয়ে 

কি সুন্দর বাহন নিয়ে 

অষটমীতে ঢাকের বাড়ি. 

মা পড়বেন নতুন শাড়ী. 

খুশিতে তাই নাচে মন 

*ভালো কাটুক পুজোর ক্ষণ..



Durga Puja Niye Kobita No.15



বৃষ্টি ভেজা শরৎ আকাশ, শিউলি ফুলের গন্ধ৷ মা আসছেন আবার ঘরে, দরজা কেন বন্ধ? পুজো এলো তাইতো আবার বাজনা বাজায় ঢাকী৷ গুনে দেখো পুজো আসতে আরো দু’দিন বাকি৷






Durga Puja Niye Kobita No.16



দুর্গা মায়ের আগমনে           

কাশ ফুলের খেলা৷      

ভালো হোক , সুখের হোক         

 দুর্গা মায়ের পূজা,      

সকলকে জানাই আমি        

  প্রীতি ও শুভেচ্ছা৷



Durga Puja Niye Kobita No.17



কুমোরের তুলি হলো খালি, 

তৈরি হলো ঢাকি। 

এবার পূজোয় মাগো যেন 

এবার পূজোয় মাগো যেন 

আনন্দেতে থাকি। 

হ্যাপি দুর্গা পূজা


Durga Puja Niye Kobita No.18


শিশিরস্নাত ভোরের বাতাস… 

ঝলমলে রোদ খুশীর আভাস… 

রাত শেষের চাদের আলো… 

পূজা আসছে জানিয়ে দিলো। 

হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ, 

দুহাত দিয়ে ডাকছে আকাশ। 

হ্যাপি পূজা


Durga Puja Niye Kobita No.19


পূজো মানেই আনন্দ সুখ, পুজো মানেই আড্ডা। 

পূজোর দিনে আপন মনে গেয়ে ওঠে মনটা। 

ষষ্ঠী থেকে দশমী যখন পেরিয়ে যায়, 

ব্যাকুল হৃদয় বছর জুড়ে থাকে অপেক্ষায়। 

শুভ দূর্গা পূজা.. ভালো কাটুক সবার।







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url