Saraswati Puja 2022: সরস্বতী পূজার তারিখ সময় ও তিথি
Saraswati Puja 2022: সরস্বতী পূজার তারিখ সময় ও তিথি
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে স্নিগ্ধ শিশির ভেজা সকাল গাছে গাছে লাল পলাশ ফুলের সমাহার আকাশে বাতাসে আগমনের বার্তা সে ধ্বংসে শুভ্র বসনে বিদ্যা জ্ঞান সত্য গুণের অধিকারী দেবী সরস্বতীর আরাধনা আর মাত্র কিছুদিনের অপেক্ষা মা আসছে মাসে বসন্তকালে শুক্লা পঞ্চমী দিন করা হয় .
Saraswati Puja 2022: সরস্বতী পূজার তারিখ সময় ও তিথি
বলা হয় মা সরস্বতী বিদ্যার দেবী তা নয় মা হলেন সত্য গুণের অধিকারী অর্থাৎ জ্ঞান বুদ্ধি বিবেক এসব কিছুর অধীশ্বরী হলেন মা সরস্বতী অপরদিকে তিনি সুরেরও দেবী তাই বিদ্যার্থীদের সাথে সাথে সংগীত নৃত্য চিত্র প্রিয় মানুষদের ও আরাধ্যা দেবী হলে মা সরস্বতী চলুন তবে আর দেরি না করে জেনে নেয়া যাক
এ বছর সরস্বতী পূজার সঠিক দিন তারিখ সময় এবং তিথি সম্পর্কে ইংরেজি 5-2-2022 বাংলা 22 শে মাঘ 1418 শনিবার শ্রীশ্রী সরস্বতী পূজার পঞ্চমী বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে .
সরস্বতী ঠাকুর পূজার সকালের পুষ্পাঞ্জলী মন্ত্র
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে.
সরস্বতী পূজার আগে কেন কুল খাওয়া নিষেধ
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি কে বলা হয় শ্রীপঞ্চমী শ্রী পঞ্চমী তিথিতে পূজিত হন আত্মশক্তির একাংশ দেবী সরস্বতী বিদ্যা বুদ্ধি সংগীত ও জ্ঞান প্রদানের দেবী তিনি আপাতদৃষ্টিতে শ্রীপঞ্চমী কি শুধু বিদ্যার্থীদের অনুষ্ঠান মনে করা হলেও সব মহলে তার আগমনকে স্বাগত জানানো হয় .
সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় সাতটি আলাদা মণ্ডপে এখানে পূজিত হন দেবী সরস্বতী পূজার দিন মায়ের হাতে সমর্পণ করা বই খাতা মায়ের চরণ স্পর্শ করানো অঞ্জলি প্রদান এসব ঘটনা দেবী সরস্বতী পূজার চিরায়ত দৃশ্য কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত তাহলে ভুল ভাববা সরস্বতী পূজার আগে কুল খাওয়া.
অনেকেই এটাকে কুসংস্কার ও ভিত্তিহীন আচার বলে উড়িয়ে দিলেও এর পিছনে রয়েছে চমকপ্রদ কাহিনী সেই কাহিনী জানতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগশোভিত মুক্তাহারে বীনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে মহাকবি কালিদাসের এই মন্ত্র ছোটবেলা থেকেই মা সরস্বতী কে প্রশ্ন করার চেষ্টা আমাদের ঠিক এমনই বহু যুগ আগে সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য আশ্রম এ বসে তপস্যা করছিলেন মহামুনি ব্যাসদেব তিনি যখন তপস্যা শুরু করেন তখন দৈববাণী তে তার তপস্যায় স্থলের কাছে একটি কুলের বীজ রেখে শর্ত দেয়া হলো এই কুলের বীজ অঙ্কুরিত চারা
থেকে বড় গাছে কুল থেকে নতুন কুল হবে যেদিন শেইকুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিনটা কোন ভাবে বাগদেবী সরস্বতী সন্তুষ্ট হবেন ব্যাসদেব সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন ধীরে ধীরে বেশ কয়েক বছর কেটে গেল কুল ব্রীজ অঙ্কুরিত চারা থেকে বড় গাছে কুল থেকে নতুন কুল হয় একদিন হঠাৎ কোন একটা কিছু তার মাথায় পতনের ফলে ব্যাসদেবের তপস্যা ভেঙে গেল আশ্চর্য হলেন ব্যাসদেব বুঝলেন মাতা দুষ্টু হয়েছেন দিনটি ছিল শ্রীপঞ্চমীর দিন এই দিনেই মা সরস্বতী মহামুনি ব্যাসদেবকে কৃপা করেছিলেন সেদিন বেদ মাতা সরস্বতী কে বদলি বকুলফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন তাই পূজার আগে কুল খাওয়া হয় না .
পরবর্তীতে তপস্যা সাথে সম্পর্ক থাকায় তারা আশ্রমের নাম হয়ে যায় বদ্রিকাশ্রম স্বাস্থ্যগত কারনে ও সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক নয় কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কলকাতা বাস যুক্ত থাকে কাঁচা বা অসুর কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে চার হাজার বছর পূর্বে আমাদের ধর্ম যা ভুলে গেছে আজ বিজ্ঞান গবেষণা করে তার সত্যতা পাচ্ছে .
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url