সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলো, জীবজগৎ– বিষয় নিয়ে ৫০০ এর বেশি প্রশ্ন এবং উত্তর

 সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলো, জীবজগৎ– বিষয় নিয়ে ৫০০ এর বেশি প্রশ্ন এবং উত্তর



সাহিত্য

১। লীলা মজুমদারের কোন লেখায় ঝগড়ু, রুমু, বোগি এদের কথা আসে?
উত্তর: হলদে পাখির পালক
২। নেবুলা পুরস্কার কোন ধরনের বইয়ের জন্য দেওয়া হয়?
উত্তর:: কল্পবিজ্ঞান
৩। ক্যান্টারবেরি টেলস বইটি কার লেখা?
উত্তর: জিওফ্রি চসার
৪। এইচ জি ওয়েলসের লেখা প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: দ্য টাইম মেশিন
৫। আলাদিন, সিন্ধবাদ নাবিকের গল্প, আলিবাবার গল্প কোন লেখায় আমরা পাই?
উত্তর: আরব্য রজনী
৬। সার্ভান্তেসের লেখা বিশ্ববিখ্যাত উপন্যাসটির নাম কী?
উত্তর: ডন কিহোটে
৭। সনাতন পাঠক কার ছদ্মনাম?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়
৮। সাকি ছদ্মনামে কে লিখতেন?
উত্তর: এইচ এইচ মানরো
৯। অমৃতা প্রীতম জন্মসূত্রে ভারতের কোন রাজ্যের সাহিত্যিক?
উত্তর:পঞ্জাব
১০। সদাশিব নামের চরিত্রটি কোন লেখকের লেখায় এসেছে?
উত্তর:শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
১১। গৌরের কবচ উপন্যাস কার লেখা?
উত্তর: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১২। পানিমুড়া নামে ভূতকে নিয়ে কোন লেখক গল্প লিখেছেন?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়
১৩। চন্দননগরের জোড়ঘাটে কোন বিখ্যাত সাহিত্যিকের বাড়ি?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৪। অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৫। গোয়েন্দা কিকিরা কোন পেশার সঙ্গে যুক্ত?
উত্তর: ম্যাজিক
১৬। কালাচাঁদ নামে বাচ্চা ছেলেটির কথা কোন সাহিত্যিকের লেখায় পাওয়া যায়?
উত্তর: শ্যামল গঙ্গোপাধ্যায়
১৭। ছেলেবেলা বইটি কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
১৮। দি অ্যাডভেঞ্চার্স অফ টম সইয়ার বইটি কার লেখা?
উত্তর: মার্ক টোয়েন
১৯। আর্থার কোনান ডয়েল পেশায় কী ছিলেন?
উত্তর: ডাক্তার
২০। তোত্তো-চান বইটি মূল কোন ভাষায় লেখা?
উত্তর: জাপানি
২১। টং লিং বইটি কার লেখা?
উত্তর:লীলা মজুমদার
২২। শরৎচন্দ্রের কোন চরিত্র গুরুদেবের মশারিতে বরফ বেঁধে দিয়েছিল?
উত্তর: লালু
২৩। রামের সুমতি গল্পে পুকুরের রুই-কাতলার কী নাম ছিল?
উত্তর: কার্তিক-গণেশ
২৪। বন্দেমাতরম গানটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে আছে?
উত্তর: আনন্দমঠ
২৫। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রের নাম কী?
উত্তর: দিগদর্শন
২৬। আ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি কার লেখা?
উত্তর: উইলিয়াম কেরি
২৭। কেরী সাহেবের মুন্সী বইটি কে রচনা করেন?
উত্তর: প্রেমাঙ্কুর আতর্থী
২৮। অন্ধকারের আগন্তুক উপন্যাসটি কার লেখা?
উত্তর: নারায়ণ গঙ্গোপাধ্যায়
২৯। কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদনা করতেন?
উত্তর: রংমশাল
৩০। সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
৩১। ‘আবার সে এসেছে ফিরিয়া’-বিখ্যাত সংলাপটি বাংলা সাহিত্যের কোন চরিত্র বলেছিল?
উত্তর: পাগলা দাশু 
৩২। ‘পাঁড়েজির ছাগলের একহাত দাড়ি....’ কবিতার রচয়িতা কে?
উত্তর: সুকুমার রায়
৩৩। গুপি, পানু, ছোটমামা এরা কার লেখার খুব পরিচিত চরিত্র?
উত্তর: লীলা মজুমদার
৩৪।  রাবণের মুখোশ বইটি কার লেখা?
উত্তর: বিমল কর
৩৫। কিঙ্করকিশোর রায়কে আমরা কী নামে চিনি?
উত্তর: কিকিরা
৩৬। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোন গল্পে কুমির না খেতে পেয়ে টিকটিকির সাইজ়ের হয়ে গিয়েছিল?
উত্তর: হরিপুরের হরেক কাণ্ড
৩৭।  গৌর-নিতাই বইটি কার লেখা?
উত্তর: দুলেন্দ্র ভৌমিক
৩৮। জলসাঘর গল্পটি কার লেখা?
উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩৯। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার অমলকান্তি কী হতে চেয়েছিল?
উত্তর: রোদ্দুর
৪০। একটি ফোটো চুরির রহস্য বইটি কার লেখা?
উত্তর: বিমল কর
৪১। বনফুলের পুরো নাম কী?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়
৪২। তারকনাথ গঙ্গোপাধ্যায়কে আমরা কী নামে চিনি?
উত্তর: নারায়ণ গঙ্গোপাধ্যায়
৪৩। নারায়ণ গঙ্গোপাধ্যায় পেশায় কী ছিলেন?
উত্তর: বাংলার অধ্যাপক
৪৪। মস্কো বনাম পণ্ডিচেরী বইটি কার লেখা?
উত্তর: শিবরাম চক্রবর্তী
৪৫। পেশোয়ার কি আমীর গল্পটি কোন লেখকের অমর সৃষ্টি?
উত্তর: নারায়ণ গঙ্গোপাধ্যায়
৪৬। শ্বেতচক্র উপন্যাসটি কার লেখা?
উত্তর: কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়
৪৭। মসিঁয়ে দুপ্যাঁ চরিত্রটি কার সৃষ্টি?
উত্তর: এডগার অ্যালান পো
৪৮। বুড়ো আংলা বইটির অনুপ্রেরণা কোন বিখ্যাত বই?
উত্তর: দ্য ওয়ান্ডারফুল অ্যাডভেঞ্চার অফ নিলস
৪৯। দ্য ডায়েরি অফ উইম্পি কিড কার লেখা বিখ্যাত সিরিজ়?
উত্তর: জেফ কিনে
৫০। বিশ্বখ্যাত সাহিত্যিক হোর্হে লুই বোর্হেস কোন দেশের সাহিত্যিক?
উত্তর: আর্জেন্টিনা
৫১। ছায়া কালো কালো উপন্যাসটি কার লেখা?
উত্তর: বুদ্ধদেব বসু
৫২। সুকুমার রায় বন্ধুদের নিয়ে যে ক্লাবটি গড়েছিলেন, তার নাম কী?
উত্তর: মন্ডা ক্লাব
৫৩। অপু-দুর্গার পিসির নাম কী?
উত্তর: ইন্দির ঠাকরুন
৫৪।  হিরে-মানিক জ্বলে উপন্যাসটি কার লেখা?
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৫৫। ‘মধুমাঝির ওই যে নৌকাখানা...’ কবিতাটি কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৫৬। লুইস ক্যারল সৃষ্ট বিখ্যাত বালিকা চরিত্রের নাম কী?
উত্তর: অ্যালিস
৫৭। বনের বিহঙ্গ গল্পটি কার লেখা?
উত্তর: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
৫৮। উড়ো ক্লাসঘর বইটি কোন বিখ্যাত সাহিত্যিকের সৃষ্টি?
উত্তর: এরিখ কাস্টনার
৫৯। জয়ন্ত, মানিক, এদেরকে আমরা কোন লেখকের লেখায় পাই?
উত্তর: হেমেন্দ্রকুমার রায়
৬০। ক্যাপটিভ লেডি কার লেখা?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
৬১। দ্য লিটল প্রিন্স নামের বিখ্যাত বইটি কার লেখা?
উত্তর: আঁতোয়া দ স্যাঁতেকজুপেরি
৬২। চোদ্দ পিদিম, আশ্চর্য কৌটো বইগুলো কার লেখা?
উত্তর: গৌরী ধর্মপাল
৬৩। রবীন্দ্রনাথের ছড়ার ছবি বইটির সঙ্গে কে ছবি এঁকেছিলেন?
উত্তর: নন্দলাল বসু
৬৪। শহরপথের ধুলো উপন্যাসটি কার লেখা?
উত্তর: শঙ্খ ঘোষ
৬৫। তুতুল নামে আত্মজীবনীমূলক বইটি কার লেখা?
উত্তর: মহাশ্বেতা দেবী
৬৬। পিকো, টুম্পাদের কার লেখায় আমরা পেয়েছি?
উত্তর: নবনীতা দেবসেন
৬৭। ডোডো, তাতাই-কার গল্পের চরিত্র?
উত্তর: তারাপদ রায়
৬৮। প্রাইস অ্যান্ড প্রেজুডিস কার লেখা?
উত্তর: জেন অস্টিন
৬৯। মধুসূদন দত্তকে নিয়ে লেখা গোলাম মুরশিদের প্রামাণ্য জীবনীটির নাম কী?
উত্তর: আশার ছলনে ভুলি
৭০। কোন উপন্যাস লেখার জন্য অ্যালিস ওয়াকার নোবেল পান?
উত্তর: দ্য কালার পার্পল
৭১। জর্জ ইলিয়ট- কোন বিখ্যাত নারী সাহিত্যিকের ছদ্মনাম?
উত্তর: মেরি অ্যান ইভান্স
৭২। নোবেল পুরস্কারজয়ী প্রথম মহিলা সাহিত্যিকের নাম কী?
উত্তর: সেলমা লাগেরলফ
৭৩। রবীন্দ্রনাথ ঠাকুর কাজি নজরুলকে কোন কাব্যগ্রন্থ উৎসর্গ করেন?
উত্তর: বসন্ত
৭৪। করুণা উপন্যাসটি কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৭৫। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গীতিনাট্যের নাম কী?
উত্তর: বাল্মীকিপ্রতিভা
৭৬। রবি ঠাকুরকে গুরুদেব সম্বোধন কে করেছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী
৭৭। স্মৃতি সত্তা ভবিষ্যৎ গ্রন্থের জন্য কে জ্ঞানপীঠ পুরস্কার পান?
উত্তর: বিষ্ণু দে
৭৮। মিথিলার রাজা শিবসিংহের সভাকবি কে ছিলেন?
উত্তর: বিদ্যাপতি
৭৯। কার অনুরোধে কাজি নজরুল কাণ্ডারী হুঁশিয়ার লিখেছিলেন?
উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু
৮০। ঈশপের গল্পের অনুবাদ বাংলায় কে প্রথম করেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৮১। বাংলার কোন বিখ্যাত কবির মৃত্যু হয় ট্রাম-দুর্ঘটনায়?
উত্তর: জীবনানন্দ দাশ
৮২। আ সুটেবল বয় বইটি কার লেখা?
উত্তর: বিক্রম শেঠ
৮৩। পদাতিক, ছেলে গেছে বনে- কাব্যগ্রন্থগুলো কার লেখা?
উত্তর: সুভাষ মুখোপাধ্যায়
৮৪। ফকির অফ জঙ্গিরা–কাব্যটি কার লেখা?
উত্তর: হেনরি লুইস ভিভিয়ান ডিরোজ়িও
৮৫। রফিকুল ইসলাম কার ছদ্মনাম?
উত্তর: উৎপল দত্ত
৮৬। জলপ্রপাতের ধারে দাঁড়াব বলে কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর: সৌমিত্র চট্টোপাধ্যায়
৮৭।  কলকাতার যীশু–কবিতাটি কার লেখা?
উত্তর: নীরেন্দ্রনাথ চক্রবর্তী
৮৮। কিনু গোয়ালার গলি উপন্যাসটি কে লিখেছেন?
উত্তর: সন্তোষকুমার ঘোষ
৮৯। একটি পেরেকের কাহিনি–কে লিখেছেন?
উত্তর: সাগরময় ঘোষ
৯০।  বাঙালনামা বইটির রচয়িতা কে?
উত্তর: তপন রায়চৌধুরী
৯১। মাস্টারমশাই ছোটগল্পটি কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৯২। আলো নেই উপন্যাসটি কার লেখা?
উত্তর: শ্যামল গঙ্গোপাধ্যায়
৯৩। গোত্রান্তর, ফসিল, থির বিজুরি-গল্পগুলো কার লেখা?
উত্তর: সুবোধ ঘোষ
৯৪। সাগিনা মাহাতো উপন্যাসটি কার লেখা ?
উত্তর: গৌরকিশোর ঘোষ
৯৫। ঢোলগোবিন্দের মনে ছিল এই- বইটির রচয়িতা কে?
উত্তর: সুভাষ মুখোপাধ্যায়
৯৬। পি জি উডহাউস কোন ধরনের লেখার জন্য বিখ্যাত?
উত্তর: হাস্যরসাত্মক
৯৭। থ্রু দ্য লুকিং গ্লাস–উপন্যাসটি কার লেখা?
উত্তর: লুইস ক্যারল
৯৮। সেপ্টেম্বর অন যশোর রোড–কবিতাটি কার লেখা?
উত্তর: অ্যালেন গিনসবার্গ
৯৯। ৭২, বনমালী নস্কর লেনে কোন বিখ্যাত মানুষের বাস?
উত্তর: ঘনাদা বা ঘনশ্যাম দাস
১০০। পাবলো নেরুদা কোন দেশের মানুষ ছিলেন?
উত্তর: চিলে

বিখ্যাত ব্যক্তিত্ব


১। জ্যামিতির জনক কাকে বলা হয়?
উত্তর: ইউক্লিড
২। ভারতের লৌহমানব কে?
উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল
৩। অঙ্কের দুনিয়ায় কোন ভারতীয়কে কম্পিউটারের চেয়েও প্রখর বলা হয়?
উত্তর: শকুন্তলা দেবী
৪। জুড ফেলিক্স কোন খেলার জন্য বিখ্যাত?
উত্তর: হকি
৫। সারদা উকিল শিল্পের কোন ঘরানার সঙ্গে যুক্ত?
উত্তর: চিত্রশিল্প ও অভিনয়
৬। অমর্ত্য সেন কোন সালে নোবেল পেয়েছিলেন?
উত্তর: ১৯৯৮
৭। নিখিল বন্দ্যোপাধ্যায় কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত?
উত্তর: সেতার
৮। গুরু গোপীকৃষ্ণ কোন নাচের জন্য প্রসিদ্ধ?
উত্তর: কত্থক
৯। বাচেন্দ্রী পালকে আমরা কেন মনে রেখেছি?
উত্তর: পর্বতারোহণ
১০। যামিনী রায় কে ছিলেন?
উত্তর: চিত্রশিল্পী
১১। পিয়ের কার্দ্যাঁ কেন বিখ্যাত?
উত্তর: ফ্যাশন ডিজ়াইনিং
১২। গিরিশ কারনাড কোন শিল্পের সঙ্গে যুক্ত?
উত্তর: থিয়েটার
১৩। শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজাতেন?
উত্তর: সন্তুর
১৪। বিনু মাকড় কোন জগতের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: ক্রিকেট
১৫। এম এস স্বামীনাথন কোন জগতের সঙ্গে যুক্ত একটি বিখ্যাত নাম?
উত্তর: কৃষি
১৬। অশোক রুদ্র কোন শাখার সঙ্গে যুক্ত একটি পরিচিত নাম?
উত্তর: অর্থনীতি
১৭। আল্লারাখা রহমানকে আমরা কী নামে চিনি?
উত্তর: এ আর রহমান
১৮। পণ্ডিত যশরাজের নাম কোন জগতে অতিবিখ্যাত?
উত্তর: শাস্ত্রীয় সঙ্গীত
১৯। কোন বিখ্যাত সরোদবাদকের এ বছর জন্ম শতবর্ষ?
উত্তর: আলি আকবর খান
২০। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল জন্ম হয়েছিল কোন পৃথিবীখ্যাত অভিনেতা বনাম ছবি-পরিচালকের?
উত্তর: চার্লি চ্যাপলিন
২১।  উস্তাদ নিসার হুসেন খান কোন শিল্পের সঙ্গে যুক্ত?
উত্তর: শাস্ত্রীয় সঙ্গীত
২২। আর কে লক্ষ্মণ কী ছিলেন?
উত্তর: কার্টুনিস্ট        
২৩। মহাকাশে কোন মহিলা প্রথম গিয়েছিলেন?
উত্তর: ভ্যালেন্তিনা তেরেস্কোভা
২৪।  মাইকেল জ্যাকসন সঙ্গীতের কোন ধারার সঙ্গে যুক্ত?
উত্তর: পপ সঙ্গীত
২৫। এম এন শ্রীনিবাস কোন শাখার সঙ্গে যুক্ত?
উত্তর: সমাজতত্ত্ব
২৬। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কী?
উত্তর: সারদা দেবী
২৭। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপকের নাম কী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
২৮। আর্জেন্টিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিজয়া’ নাম দেন?
উত্তর: ভিক্টোরিয়া ওকাম্পো
২৯। রোমিলা থাপার কোন বিষয়ের সঙ্গে যুক্ত একটি প্রবাদপ্রতিম নাম?
উত্তর: ইতিহাস
৩০। রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বড় দাদার নাম কী?
উত্তর: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
৩১। এ বছর কোন বিখ্যাত বাঙালি চলচ্চিত্রকারের শতবর্ষ হল?
উত্তর: সত্যজিৎ রায়
৩২। অপরেশ লাহিড়ির ছেলে কোন বিখ্যাত সঙ্গীতব্যক্তিত্ব?
উত্তর: বাপ্পি লাহিড়ি
৩৩। সাম্প্রতিক ছবি ‘দোস্তজী’র নিবেদক কোন বিখ্যাত অভিনেতা?
উত্তর: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়                     
৩৪। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্য অভিনেত্রীটির নাম কী?
উত্তর: নটী বিনোদিনী
৩৫। কল্পনা চলচ্চিত্রটি কোন বিশ্বখ্যাত নৃত্যশিল্পীর নির্মিত?
উত্তর: উদয় শঙ্কর
৩৬। কার গান ‘ওল্ড ম্যান রিভার’ অবলম্বনে ভূপেন হাজারিকা গেয়েছিলেন ‘বিস্তীর্ণ দু’ পারে...’?
উত্তর: পল রোবসন
৩৭। পান্নালাল ঘোষকে আমরা কোন শিল্পের সাধক হিসেবে চিনি?
উত্তর: বাঁশি
৩৮। ছবি বন্দ্যোপাধ্যায়ের নাম সঙ্গীতের কোন ধারার সঙ্গে ওতপ্রোত জড়িত?
উত্তর: কীর্তন
৩৯। ইম্যাজিন গানটি কোন সঙ্গীতকারের রচনা?
উত্তর: জন লেনন
৪০। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ–কার লেখা?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
৪১। গুপী গায়েন বাঘা বায়েন কার লেখা?
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
৪২। ‘গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভাল’–কার বিখ্যাত উক্তি?
উত্তর: স্বামী বিবেকানন্দ
৪৩। ‘আমার জীবনই আমার বাণী’–কোন বিখ্যাত মানুষের কথা?
উত্তর: মহাত্মা গান্ধী
৪৪। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কোন নামটি বহুল প্রচারিত?
উত্তর: মোহর
৪৫। হাবিব তনভির কোন শিল্পের সঙ্গে যুক্ত?
উত্তর: নাটক
৪৬। ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’–কার কথা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৪৭। নাট্যকার বিজন ভট্টাচার্যের স্ত্রী এক বিখ্যাত সাহিত্যব্যক্তিত্ব। কে?
উত্তর: মহাশ্বেতা দেবী
৪৮। সফেদ হাতি ছবিটি কার পরিচালনা?
উত্তর: তপন সিংহ
৪৯। ফটিকচাঁদ ছবিটি কার পরিচালনা?
উত্তর: সন্দীপ রায়
৫০। বিউটি ইজ় দ্য ট্রুথ, ট্রুথ বিউটি–কে বলেছেন?
উত্তর: জন কিটস
৫১। রাকেশ শর্মা কে ছিলেন?
উত্তর: মহাকাশচারী
৫২। ঝুলন গোস্বামীর নাম কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: ক্রিকেট
৫৩। হায়দার রাজ়ার নাম শিল্পের কোন শাখার সঙ্গে উচ্চারিত হয়?
উত্তর: চিত্রকলা
৫৪। মহেশ দত্তানি কোন শিল্পের সঙ্গে যুক্ত? 
উত্তর: নাটক 
৫৫। নীলকণ্ঠপাখির খোঁজে উপন্যাসটি কার লেখা?
উত্তর: অতীন বন্দ্যোপাধ্যায়
৫৬। স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভোন-এ কোন বিখ্যাত সাহিত্যিকের বাড়ি?
উত্তর: উইলিয়াম শেক্সপিয়র
৫৭। কলকাতার রজনী সেন রোডে কোন বিখ্যাত ব্যক্তিত্বের বাস?
উত্তর: প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা
৫৮। সত্যবতী কোন বিখ্যাত গোয়েন্দার স্ত্রী?
উত্তর: ব্যোমকেশ বক্সী
৫৯। লন্ডনের বেকার স্ট্রিটে কোন বিখ্যাত গোয়েন্দার বাস?
উত্তর: শার্লক হোমস
৬০। ‘ভিনি ভিডি ভিসি’ কার বিখ্যাত উক্তি?
উত্তর: জুলিয়াস সিজার
৬১। কুন্তক ছদ্মনামে কে লিখেছেন?
উত্তর: শঙ্খ ঘোষ
৬২। বাঁটুল দি গ্রেট-এর স্রষ্টার নাম কী?
উত্তর: নারায়ণ দেবনাথ
৬৩। শিলংয়ের সেন্ট এডমন্ড স্কুলে কোন বিখ্যাত অভিনেতা ছোটবেলায় পড়তেন?
উত্তর: উৎপল দত্ত
৬৪। মুদ্রণবিদ্যা নিয়ে পড়াশোনা করতে কোন সুবিখ্যাত কবি-লেখক লন্ডনে গিয়েছিলেন?
উত্তর: সুকুমার রায়
 
৬৫। সুরকার রাহুল দেববর্মণের বাবার নাম কী?
উত্তর: শচীন দেববর্মণ
৬৬। কিন্নরকণ্ঠী গায়িকা গীতা দত্তের স্বামীও এক জন অতিবিখ্যাত মানুষ। নাম কী?
উত্তর: গুরু দত্ত
৬৭। ‘চাইল্ড ইজ় দ্য ফাদার অফ ম্যান’–কথাটি কার?
উত্তর: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
৬৮। ‘সবে মুনিষে প্রজা মম’–কার বিখ্যাত উক্তি?
উত্তর: সম্রাট অশোক
৬৯। সুলতানা চৌধুরী ছদ্মনামে কোন কবি, লেখিকা ব্যবহার করতেন?
উত্তর: কবিতা সিংহ
৭০। লন্ডনের ব্রিস্টলে ১৮৩৩ সালে মারা যান কোন বিখ্যাত বাঙালি?
উত্তর: রাজা রামমোহন রায়
৭১। ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিয়সী’– কে বলেছেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭২। প্রথম খেলোয়াড় হিসেবে পদ্মবিভূষণ পুরস্কার পান কে?
উত্তর: বিশ্বনাথন আনন্দ
৭৩। তুরস্কের জনক নামে কে পরিচিত?
উত্তর: মুস্তাফা কামাল আতাতুর্ক
৭৪। অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের নাম কোন বিখ্যাত কমিক চরিত্রে অভিনয়ের জন্য খ্যাত?
উত্তর: মিস্টার বিন
৭৫। ‘বন থেকে জানোয়ার তুলে আনা যায় কিন্তু জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না’– কার লেখা?
উত্তর: লীলা মজুমদার
৭৬। বালব আবিষ্কার করেন কে?
উত্তর: টমাস আলভা এডিসন
৭৭।  ১৭৯১ সালের ২২ সেপ্টেম্বর জন্ম হয়েছিল এক বিখ্যাত ইংরেজ রসায়নবিদের। তড়িৎচুম্বক নিয়ে তাঁর গবেষণা বিশ্বে আলোড়ন ফেলে। কে তিনি?
উত্তর: মাইকেল ফ্যারাডে
৭৮। ১৮২০ সালে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্ম নেন কোন বিখ্যাত ব্যক্তিত্ব?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭৯। কালী দ্য মাদার বইটি কার লেখা?
উত্তর: ভগিনী নিবেদিতা
৮০। ১৮৯৭ সালের ১ মে একটি বিখ্যাত জনকল্যাণমূলক মিশন প্রতিষ্ঠিত হয়। কী নাম?
উত্তর: রামকৃষ্ণ মিশন
৮১। ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ভগবানচন্দ্র বসুর বিশ্বখ্যাত ছেলের নাম কী?
উত্তর: আচার্য জগদীশচন্দ্র বসু
৮২। ‘রানার’, ‘পাল্কি চলে’, ‘অবাক পৃথিবী’ গানগুলোর বিখ্যাত সুরকার কে?
উত্তর: সলিল চৌধুরী
৮৩। বাংলার ‘সাহিত্যসম্রাট’ কাকে বলা হয়?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৮৪। মার্কো পোলো কোন দেশ থেকে ভারতে এসেছিলেন?
উত্তর: ইতালি
৮৫। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেছিলেন কোন বাদশা?
উত্তর: শের শাহ
৮৬। এক জন বিখ্যাত চিত্রকর তাঁর কান কেটে ফেলেছিলেন। কে তিনি?
উত্তর: ভ্যান গখ
৮৭। ‘স্বরাজ আমাদের জন্মগত অধিকার’–কার উক্তি?
উত্তর: বালগঙ্গাধর তিলক
৮৮। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ– কোন নেতার আত্মজীবনী?
উত্তর: মহাত্মা গান্ধী
৮৯। দি অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান– কার বিখ্যাত আত্মজীবনী?
উত্তর: নীরদ সি চৌধুরী
৯০। দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল–কোন বিখ্যাত মেয়েটির আত্মজীবনী?
উত্তর: অ্যান ফ্র্যাঙ্ক
৯১। সর্বকনিষ্ঠ হিসেবে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন কোন বিখ্যাত কৃষ্ণাঙ্গ?
উত্তর: মার্টিন লুথার কিং জুনিয়র
৯২। প্রথম মহিলা হিসেবে আটলান্টিক মহাসাগর সাঁতরে কে পার হন?
উত্তর: জেনিফার ফিগে
৯৩। প্রথম ভারতীয় মহিলা হিসেবে একটি ক্ষেপণাস্ত্র প্রকল্পের প্রধান হন কে?
উত্তর: টেসি টমাস
৯৪। তুরস্কের প্রথম রাষ্ট্রপতি কামাল পাশার পুরো নাম কী?
উত্তর: মুস্তাফা কামাল আতাতুর্ক
৯৫। কোন লেখক-বিজ্ঞানীর আত্মজীবনী ইন মেমারি, ইয়েট গ্রিন?
উত্তর: আইজ়াক আসিমভ
৯৬। পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন কালজয়ী বিজ্ঞানী?
উত্তর: উইলহেলম কনরাড রন্টজ়েন
৯১। সর্বকনিষ্ঠ হিসেবে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন কোন বিখ্যাত কৃষ্ণাঙ্গ?
উত্তর: মার্টিন লুথার কিং জুনিয়র
৯২। প্রথম মহিলা হিসেবে আটলান্টিক মহাসাগর সাঁতরে কে পার হন?
উত্তর: জেনিফার ফিগে
৯৩। প্রথম ভারতীয় মহিলা হিসেবে একটি ক্ষেপণাস্ত্র প্রকল্পের প্রধান হন কে?
উত্তর: টেসি টমাস
৯৪। তুরস্কের প্রথম রাষ্ট্রপতি কামাল পাশার পুরো নাম কী?
উত্তর: মুস্তাফা কামাল আতাতুর্ক
৯৫। কোন লেখক-বিজ্ঞানীর আত্মজীবনী ইন মেমারি, ইয়েট গ্রিন?
উত্তর: আইজ়াক আসিমভ
৯৬। পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন কালজয়ী বিজ্ঞানী?
উত্তর: উইলহেলম কনরাড রন্টজ়েন

কমিক্‌স


১। প্রথম কস্টিউম পরা সুপারহিরো কে?
উত্তর: দ্য ফ্যান্টম
২। প্রথম কমিক‌্‌সের বই কবে ছাপা হয়? 
উত্তর: ১৮৪২ সালে
৩। কমিক‌্‌স দুনিয়ার কোন বিখ্যাত সুপারহিরো ম্যান অফ স্টিল নামে পরিচিত?
উত্তর: সুপারম্যান
৪। ব্যাটম্যানের আসল নাম কী?
উত্তর: ব্রুস ওয়েন
৫। ধ্বংস করা যায় না এমন শিল্ড কার আছে? 
উত্তর: ক্যাপ্টেন আমেরিকা
৬। টিনটিনের বিজ্ঞানী বন্ধুটির নাম কী ছিল?
উত্তর: প্রফেসর ক্যালকুলাস
৭। সবচেয়ে ধনী সুপারহিরোর নাম কী?
উত্তর: ব্ল্যাক প্যান্থার
৮। ক্যাপ্টেন মার্ভেলের আসল নাম কী?
উত্তর: ক্যারল ড্যানভার্স
৯। হলদে রং কোন সুপারহিরোর দুর্বলতা?
উত্তর: দ্য গ্রিন ল্যান্টার্ন
১০। সুপারম্যান কোন সংবাদপত্রে কাজ করত?
উত্তর: দ্য ডেলি প্ল্যানেট
১১। ইনভিজ়িবল গার্ল-এর আসল নাম কী?
উত্তর: সুসান স্টর্ম
১২। কোন সিনেমায় ফ্যালকন-এর প্রথম আত্মপ্রকাশ ঘটে?
উত্তর: ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার
১৩। ব্যাটম্যান অন্য কোন সুপারহিরোর সঙ্গে এক সঙ্গে গথাম শহর পাহারা দেয়?
উত্তর: রবিন
১৪। বিখ্যাত কমিক্‌স টারজানের স্রষ্টা কে?
উত্তর: এডগার রাইস বরোস
১৫। সুপারম্যান কোন গ্রহ থেকে এসেছিল?
উত্তর: ক্রিপ্টন
১৬। ক্যাপ্টেন হ্যাডকের প্রথম নাম কী? 
উত্তর: আর্চিবল্ড
১৭। টিনটিনের স্রষ্টার আসল নাম কী? 
উত্তর: জর্জ রেমি
১৮। টিনটিনের সবচেয়ে বড় শত্রু কে?
উত্তর: রাস্তাপপোলাস
১৯। টিনটিনের পোষ্য কুট্টুস কোন প্রজাতির কুকুর?
উত্তর: সাদা রঙের ফক্স টেরিয়ার
২০। টিনটিনের কোন বন্ধুটি কানে একটু কম শুনতেন?
উত্তর: প্রফেসর ক্যালকুলাস
২১। সুপারম্যানের পালক পিতা-মাতার দেওয়া নাম কোনটা?
উত্তর: ক্লার্ক কেন্ট
২২। ওবেলিক্সের প্রিয় খাবার কী ছিল?
উত্তর: বুনো শুয়োর
২৩। অ্যাসটেরিক্সে জাদু পানীয় তৈরি করে কোন মানুষটি?
উত্তর: এটাসেটামিক্স
২৪। অ্যাসটেরিক্সের বইতে বেসুরো গলায় গান গায় কে?
উত্তর: কলরবিক্স
২৫। ওবেলিক্সের কুকুরের নাম কী?
উত্তর: গোয়ার্তুমিক্স বা কুতুয়া
২৬। অ্যাসটেরিক্সদের গ্রামের মোড়লের নাম কী?
উত্তর: বিশালাকৃতিক্স
২৭। বিশালাকৃতিক্স কিসের ভয় পায়?
উত্তর: মাথায় আকাশ ভেঙে পড়ার
২৮। অ্যাসটেরিক্সের স্রষ্টা কারা?
উত্তর: রেনে গোসিনি এবং আলবেয়ার ইউদেরজো
২৯। কোন কাগজে প্রথম অ্যাসটেরিক্স প্রকাশিত হয়?
উত্তর: ফরাসি বেলজিয়ান পিলোত কাগজে
৩০। কবে প্রথম অ্যাসটেরিক্স প্রকাশিত হয়?
উত্তর: ১৯৫৯ সালে
৩১। টিনটিন প্রথম কোন সংবাদপত্রে প্রকাশিত হয়?
উত্তর: বেলজিয়ান কাগজ পেতি ভ্যাঁতিয়েম-এ
৩২। টিনটিনের বাড়ির ঠিকানা কী?
উত্তর: ২৬ লাব্রাডার রোড
৩৩। ক্যাপ্টেন হ্যাডক কোথায় থাকে? 
উত্তর: মার্লিনস্পাইক হলে
৩৪। ক্যাপ্টেন হ্যাডক কোন গল্পে প্রথম আবির্ভূত হয়?
উত্তর: কাঁকড়া রহস্য
৩৫। অরণ্যদেবের স্রষ্টা কে?
উত্তর: লি ফক
৩৬। খুলিগুহায় কোন কমিক্‌স চরিত্রের বাস?
উত্তর: অরণ্যদেব
৩৭। বাংলায় টিনটিন কে অনুবাদ করেন?
উত্তর: নীরেন্দ্রনাথ চক্রবর্তী
৩৮। কোন বিখ্যাত রোমান সম্রাটকে অ্যাসটেরিক্সের গল্পে দেখা গেছে?
উত্তর: জুলিয়াস সিজ়ার
৩৯। ফ্যান্টমের বাংলা নাম অরণ্যদেব কার দেওয়া?
উত্তর: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর
৪০। বর্তমান অরণ্যদেব কত তম?
উত্তর: একুশতম
৪১। প্রথম অরণ্যদেবের নাম কী?
উত্তর: ক্রিস্টোফার ওয়াকার
৪২। ম্যানড্রেকের স্রষ্টা কে?
উত্তর: লি ফক
৪৩। কোন বিখ্যাত অলিম্পিক পদকজয়ী সাঁতারু টারজানের চরিত্রে অভিনয় করেছেন?
উত্তর: জনি ওয়াইজ়মুলার
৪৫। টারজান শব্দের অর্থ কী?
উত্তর: সাদা চামড়া
৪৬। কোন গল্পে টারজানের প্রথম আবির্ভাব হয়?
উত্তর: টারজান অফ দ্য এপস
৪৭। ম্যানড্রেক প্রথম কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৩৪ সালে
৪৮। ফ্যান্টম প্রকাশিত হয় কবে?
উত্তর: ১৯৩৬ সালে
৪৯। ফ্যান্টমের প্রথম কমিক্‌স স্ট্রিপের নাম কী ছিল?
উত্তর: দ্য সিং ব্রাদারহুড
৫০। এক মাত্র সাদা-কালো টিনটিন রয়েছে কোন অভিযানে?
উত্তর: সোভিয়েত দেশে টিনটিন
৫১। টিনটিন ছাড়াও অ্যার্জে আর কোন কমিক্‌স চরিত্রের স্রষ্টা?
উত্তর: জো জেট জোকো
৫২। অ্যাসটেরিক্সের প্রথম গল্পের নাম কী?
উত্তর: গলযোদ্ধা অ্যাসটেরিক্স
৫৩। টিনটিনের শেষ কমিক্‌স কী?
উত্তর: টিনটিন অ্যান্ড অ্যালফ আর্ট (অসম্পূর্ণ)
৫৪। টিনটিনের শেষ পূর্ণাঙ্গ কমিক‌্‌সের নাম কী?
উত্তর: বিপ্লবীদের দঙ্গলে
৫৫। সুপারহিরো হাল্কের আসল নাম কী?
উত্তর: ব্রুস ব্যানার
৫৬। সুপারম্যানের স্রষ্টা কারা?
উত্তর: জেরি সিগ্যাল আর জো শুস্টার
৫৭। সুপারম্যান কবে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৯৩৮ সালে
৫৮। স্পাইডারম্যানের আসল নাম কী?
উত্তর: পিটার পার্কার
৫৯। ব্যাটম্যানের স্রষ্টা কারা?
উত্তর: বব কেন এবং বিল ফিঙ্গার
৬০। কবে প্রথম ব্যাটম্যান প্রকাশিত হয়?
উত্তর: ১৯৩৯ সালে
৬১। স্পাইডারম্যানের স্রষ্টা কারা?
উত্তর: স্ট্যান লি আর স্টিভ ডিটকো
৬২। স্পাইডারম্যান কবে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৯৬২ সালে
৬৩। কোন বিখ্যাত সুপারহিরো জাদুবিদ্যায় পারদর্শী?
উত্তর: ম্যানড্রেক
৬৪। সুপারম্যানের পালক পিতা-মাতার নাম কী?
উত্তর: জোনাথন কেন্ট এবং মার্থা কেন্ট
৬৫। বিখ্যাত কাল্পনিক চরিত্র আমেরিকান ধনকুবের টোনি স্টার্ককে আমরা কী নামে চিনি?
উত্তর: আয়রনম্যান
৬৬। জাপানের বিদেশমন্ত্রক ২০০৮ সালে কোন বিখ্যাত কার্টুন চরিত্রকে অ্যানিমে অ্যাম্বাসেডর ঘোষণা করেছে?
উত্তর: ডোরেমন
৬৭। ক্যাপ্টেন আমেরিকার আসল নাম কী?
উত্তর: স্টিভ রজার্স
৬৮। ক্যাপ্টেন আমেরিকা কবে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৯৪১ সালে
৬৯। কোন বিখ্যাত অভিনেতা আয়রনম্যানের চরিত্রে অভিনয় করেছেন?
উত্তর: রবার্ট ডাউনি জুনিয়র
৭০। সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র ফেলুদা এবং তোপসেকে কোন বিখ্যাত কমিক্‌স পড়তে দেখা গেছে?
উত্তর: টিনটিন
৭১। ব্যাটম্যানের সবচেয়ে পরিচিত ভিলেনের নাম কী?
উত্তর: জোকার
৭২। ১৯২৮ সালে স্টিমবোট উইলি নামে অ্যানিমেটেড ছবিতে কোন কার্টুন চরিত্রের প্রথম আত্মপ্রকাশ ঘটে?
উত্তর: মিকি মাউস
৭৩। মিকির কুকুরের নাম কী?
উত্তর: প্লুটো
৭৪। কবে প্রথম ডিজ়নির বিখ্যাত কার্টুন চরিত্র ডোনাল্ড ডাক-এর আত্মপ্রকাশ ঘটে?
উত্তর: ১৯৩৪ সালে
৭৫। কোন বিখ্যাত কমিক্‌স চরিত্রের হাতুড়ির নাম মিয়োনির? 
উত্তর: থর
৭৬। কোন কার্টুন চরিত্রের প্রিয় বন্ধুর নাম শ্যাগি?
উত্তর: স্কুবি ডু
৭৭। কোন সুপারহিরোর আসল পেশা ডাক্তারি?
উত্তর: ডক্টর স্ট্রেঞ্জ
৭৮। ১৯৪০ সালে উইলিয়াম হ্যানা এবং জোসেফ বারবারা প্রথম কোন বিখ্যাত কার্টুন সৃষ্টি করেন?
উত্তর: টম অ্যান্ড জেরি
৭৯। জাপানি ভিডিয়ো গেম ডিজ়াইনার এবং ডিরেক্টর সাতোশি তাজিরিকে কিসের সৃষ্টিকর্তা হিসেবে ধরা হয়?
উত্তর: পোকেমন
৮০। বিখ্যাত কমিক্‌স পপাই দ্য সেলরম্যান কত সালে প্রথম আত্মপ্রকাশ করে?
উত্তর: ১৯২৯ সালে
৮১। পপাই-এর শক্তির রসদ কী?
উত্তর: পালং শাক
৮২। পপাই কমিকসের প্রধান দুষ্টু চরিত্রের নাম কী?
উত্তর: ব্লুটো
৮৩। পপাইয়ের স্রষ্টা কে?
উত্তর: এলজি ক্রিসলার সেগার
৮৪। বিখ্যাত ভারতীয় কমিক্‌স চাচা চৌধুরীর স্রষ্টা কে?
উত্তর: প্রাণকুমার শর্মা
৮৫। চাচা চৌধুরীর সহকারীর নাম কী?
উত্তর: সাবু
৮৬। ডায়ানা প্রিন্স কোন সুপারহিরোর আসল নাম?
উত্তর: ওয়ান্ডার ওম্যান
৮৭। ওয়ান্ডার ওম্যান-এর মাতৃভূমির নাম কী?
উত্তর: আমাজ়নের কাল্পনিক দ্বীপ থিমসকিরা
৮৯। কোন কমিক চরিত্রের মাতৃভূমির নাম ওয়াকান্ডা?
উত্তর: ব্ল্যাক প্যান্থার
৯০। ব্ল্যাক প্যান্থারের আসল নাম কী?
উত্তর: টি’চালা
৯১। টম অ্যান্ড জেরিতে প্রায়ই যে কুকুর দু’টিকে দেখা যায় তাদের নাম কী?
উত্তর: স্পাইক এবং টাইক
৯২। মিকি মাউসের চরিত্রে প্রথম কণ্ঠদান করেছিলেন কে?
উত্তর: ওয়াল্ট ডিজ়নি
৯৩। মিনি মাউস চরিত্রে প্রথম কণ্ঠদান কে করেছিলেন?
উত্তর: ওয়াল্ট ডিজ়নি
৯৪। রোডোলফে টপফার নামে এক সুইস হেডমাস্টার ঊনবিংশ শতকে ইউরোপে প্রথম কোন জিনিস চালু করেন?
উত্তর: কমিক্‌স স্ট্রিপ
৯৫। বিল ওয়াটারসন সৃষ্ট কোন কমিক্‌সকে বলা হয় দ্য লাস্ট গ্রেট নিউজ়পেপার কমিক্‌স?
উত্তর: কেলভিন অ্যান্ড হবস
৯৬। এক সময় আনন্দমেলায় প্রকাশিত কোন কমিক্‌সের মূল চরিত্র ছিল এক জন কাল্পনিক ফুটবলার, যার ক্লাবের নাম ছিল মেলচেস্টার রোভার্স? 
উত্তর: রোভার্সের রয়
৯৭। বিখ্যাত কমিক্‌স নিনজা টার্টেলে দোনাতেল্লো, রাফায়েল, লিওনার্দোর চতুর্থ সঙ্গীর নাম কী?
উত্তর: মিকেলেঞ্জেলো
৯৮। কোন কমিক বুক সুপারহিরোর আসল নাম ব্যারি অ্যালেন?
উত্তর: ফ্ল্যাশ
৯৯। ১৯৩৯ সালে মার্টিন গুডম্যান যে ‘টাইমলি কমিক্‌স’ চালু করেন, তার বর্তমান নাম কী?
উত্তর: মার্ভেল কমিক্‌স
১০০। নিজের চার বছরের ছেলের দুষ্টুমি দেখে হ্যাঙ্ক কেচামের কোন কমিকস তৈরির কথা মাথায় আসে?
উত্তর: ডেনিস দ্য মেনেস

ইতিহাস


১। ইতিহাসে কোন রাজা লেপার রাজা বা কুষ্ঠরোগী রাজা নামে পরিচিত ছিলেন? 
উত্তর: রাজা চতুর্থ বলডুইন
২। কোন মন্দির ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? 
উত্তর: কোনার্কের সূর্য মন্দির
৩। অক্টোবর বিপ্লব কোন দেশের সঙ্গে জড়িত? 
উত্তর: রাশিয়া
৪। প্রাচীন শহর আরাখোজ়িয়া এখন কী নামে পরিচিত? 
উত্তর: কান্দাহার
৫। ১৮৫৯ সালে সলফেরিনোর যুদ্ধের পর কোন সংস্থা স্থাপিত হয়? 
উত্তর: রেডক্রস 
৬। কোন শহরের প্রাচীন নাম রেকমু? 
উত্তর: পেট্রা 
৭। হিটলারের মৃত্যুর দু’দিন আগে কোন রাষ্ট্রনায়ক মারা যায়? 
উত্তর: মুসোলিনি
৮। আলেকজ়ান্ডার ডাফ কোথাকার মানুষ ছিলেন? 
উত্তর: স্কটল্যান্ড
৯। নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: কেশবচন্দ্র সেন
১০। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তর: ১৫৬৫ সালে
১১। ভারতের সংবিধান নিজের হাতে কে লিখেছিলেন? 
উত্তর: প্রেমবিহারী নারায়ণ রায়জ়াদা
১২। কণিষ্কের রাজধানী কোথায় ছিল? 
উত্তর: পুরুষপুর
১৩। কুনিক কোন রাজার উপাধি? 
উত্তর: অজাতশত্রু
১৪: পুণা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? 
উত্তর: মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের মধ্যে 
১৫। মুখার্জি, শাহনওয়াজ ও খোসলা এই কমিশনগুলো কোন তদন্তের জন্য গঠিত হয়েছিল? 
উত্তর: নেতাজি অন্তর্ধান তদন্ত 
১৬। ভারতের সংবিধান কত সালে গণপরিষদে গৃহীত হয়? 
উত্তর: ১৯৪৯ সালের ২৬ নভেম্বর
১৭। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? 
উত্তর: মুর্শিদকুলি খাঁ
১৮। গৌড়বাহো কার রচনা? 
উত্তর: বাকপতি
১৯। স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রাই কোন ব্যাঙ্ক প্রতিষ্ঠিত করেন? 
উত্তর: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
১৯। স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রাই কোন ব্যাঙ্ক প্রতিষ্ঠিত করেন? 
উত্তর: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
২০। মোগলযুগে তামার মুদ্রাকে কী বলা হত? 
উত্তর: দাম
২১। নৌবিদ্রোহ কত সালে হয়েছিল? 
উ: ১৯৪৬ সালে
২২। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? 
উত্তর: রাভি
২৩। রোহতাসগড়ের প্রস্তরশিলা থেকে কোন সম্রাটের কথা জানা যায়? 
উত্তর: সম্রাট শশাঙ্ক
২৪। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: পুষ্যমিত্র
২৫। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 
উত্তর: ১১৯১ সালে
২৬। বিন্ধ্য অধিপতি কোন রাজার উপাধি ছিল?
উত্তর: গৌতমীপুত্র সাতকর্ণী 
২৭। বৈদিক যুগে যুদ্ধের দেবতার নাম কী ছিল? 
উত্তর: ইন্দ্র
২৮। পার্শ্বনাথ কততম তীর্থঙ্কর ছিলেন?
উত্তর: তেইশতম
২৯। জুনাগড় শিলালিপিতে কার কীর্তি বর্ণিত রয়েছে? 
উত্তর: রাজা রুদ্রদমন
৩০। মহাভাষ্য কার রচনা? 
উত্তর: পতঞ্জলি 
৩১। মহেন্দ্রাদিত্য কোন সম্রাটের উপাধি? 
উত্তর: কুমার গুপ্ত
৩২। উত্তর রামচরিত কার লেখা? 
উত্তর: ভবভূতি
৩৩: গুপ্ত সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? 
উত্তর: বিষ্ণুগুপ্ত
৩৪। কে প্রথম ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন? 
উত্তর: জেমস প্রিন্সেপ
 
৩৫। মিলিন্দ পঞহো কার লেখা? 
উত্তর: নাগসেন
৩৬। সম্রাট অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ রয়েছে? 
উত্তর: ত্রয়োদশ শিলালিপিতে
৩৭। তামিল মহাকাব্য শিলপ্পাদিকারম-এর লেখক কে? 
উত্তর: ইলাঙ্গো আদিগল
৩৮। দ্বিতীয় পরশুরাম বলা হত কোন সম্রাটকে? 
উত্তর: মহাপদ্ম নন্দ
৩৯। কোন গাছের নীচে বসে বুদ্ধদেব মোক্ষ লাভ করেন? 
উত্তর: অশ্বত্থ 
৪০। বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনি কোথাকার মানুষ ছিলেন? 
উত্তর: গান্ধার 
৪১। সরদেশমুখী ও চৌথ এই দু’টি কর কোন আমলে নেওয়া হত? 
উত্তর: মারাঠাদের আমলে
৪২। ফিরোজ় শাহ তুঘলক অনাথ ও বিধবাদের জন্য একটি দপ্তর চালু করেন তার নাম কী? 
উত্তর: দেওয়ান-ই-খয়রাত
৪৩। হাওড়া থেকে কাশী পর্যন্ত একটি সড়ক নির্মাণ করেছিলেন কোন রানি? 
উত্তর: রানি ভবানী
৪৪। কোন রাজার জীবনী নিয়ে কালিদাস মালবিকাগ্নিমিত্রম রচনা করেছিলেন? 
উত্তর: অগ্নিমিত্র শুঙ্গ
৪৫। অপরাজিত বর্মন কোন বংশের শেষ সম্রাট ছিলেন? 
উত্তর: পল্লব বংশ
৪৬। মহম্মদ বিন তুঘলক ও ফিরোজ় শাহ তুঘলকের সময়কালে দিল্লিতে কোন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন? 
উত্তর: জিয়াউদ্দিন বারানি।
৪৭। ‘তুজ়ুক-ই-তৈমুরী’ কার জীবন নিয়ে লেখা? 
উত্তর: তৈমুর লঙ
৪৮। বর্তমান মধ্যপ্রদেশের বিদিশায় অবস্থিত খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে নির্মিত পাথরের স্তম্ভটির নাম কী? 
উত্তর: হেলিওডোরাস স্তম্ভ 
৪৯। লিবেরেটর উপাধি কে ধারণ করেছিলেন? 
উত্তর: সম্রাট অশোক। 
৫০। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর: সম্রাট আকবর 
৫১। অকল্যান্ডের বোকামি নামে পরিচিত কোন যুদ্ধ? 
উত্তর: প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ
৫২। ঘর্ঘরার যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৫২৯ সালে
৫৩। ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? 
উত্তর: জন কার্টিয়ার
৫৪। মির কামার-উদ-দিন খান সিদ্দিকি কোন শহরের প্রতিষ্ঠা করেন? 
উত্তর: হায়দরাবাদ
৫৫। কোন নবাবের জন্মসূত্রে নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র? 
উত্তর: মুর্শিদকুলি খান
৫৬। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া মোগল সরকারের বিনা শুল্কের বাণিজ্যিক ছাড়পত্রটি কী নামে পরিচিত? 
উত্তর: দস্তক 
৫৭। অন্ধকূপ হত্যা কবে হয়েছিল?
উত্তর: ১৭৫৬ সালে
৫৮। খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 
উত্তর: বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে 
৫৯। আহমদ শাহ আবদালি কোথাকার সম্রাট ছিলেন? 
উত্তর: আফগানিস্তান
৬০। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা-বিহার-উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন কোন সম্রাট? 
উত্তর: মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম
৬১। ১৭৭৩ সালের কোন ঘটনার সঙ্গে স্যামুয়েল অ্যাডামসের নাম জড়িয়ে আছে? 
উত্তর: বোস্টন টি-পার্টি 
৬২। আগে যে জায়গাটির নাম ছিল লুতেসিয়া, বর্তমানে তার নাম কী? 
উত্তর: প্যারিস 
৬৩। শতবর্ষব্যাপী যুদ্ধ কোন দুই দেশের মধ্যে হয়েছিল?
উত্তর: ইংল্যান্ড ও ফ্রান্স
৬৪। ক্রিস্টিয়ানিয়া নামে পরিচিত ছিল কোন রাজধানী শহর? 
উত্তর: ওসলো 
৬৫। কোন কারণে খ্রিস্টপূর্ব ৭৯ সালে ইতালির পম্পেই নগরী ধ্বংস হয়ে যায়? 
উত্তর: মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের কারণে
৬৬। মিশরের কোন শহরটি আলেকজ়ান্ডার দ্য গ্রেট প্রতিষ্ঠা করেছিলেন? 
উত্তর: আলেকজ়ান্দ্রিয়া
৬৭। ব্রিটিশ ডেপুটি কমিশনার মেজর জেমস অ্যাবটের নাম থেকে কোন জায়গার নামকরণ হয়েছে? 
উত্তর: অ্যাবোটাবাদ
৬৮। বান কি মুনের আগে এশিয়া মহাদেশ থেকে কোন ব্যক্তি জাতিসঙ্ঘের মহাসচিব হয়েছিলেন? 
উত্তর: উ থান্ট
৬৯। অ্যাম্ফিথিয়েটার কলোসিয়াম কোথায় অবস্থিত? 
উত্তর: রোম
৭০। মালহার রাও কোন রাজত্ব স্থাপন করেছিলেন? 
উত্তর: হোলকার
৭১। লন্ডনের আগে ইংল্যান্ডের রাজধানী কোথায় ছিল? 
উত্তর: উইনচেস্টার 
৭২। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? 
উত্তর: রবার্ট ক্লাইভ 
৭৩। জার্মানি কোন দেশকে আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? 
উত্তর: পোল্যান্ড 
৭৪। ১৯৮৭ সালে চিনের কোন ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে? 
উত্তর: চিনের প্রাচীর 
৭৫। চিনের তিয়েনআনমেন স্কোয়ারের নাম আমরা জানি। এই তিয়েনআনমেন-এর অর্থ কী? 
উত্তর: স্বর্গীয় শান্তির দ্বার
৭৬। সান ইয়াৎ-সেন কোন দেশের জাতির জনক? 
উত্তর: চিনের 
৭৭। সামুরাই যোদ্ধা কোন দেশের? 
উত্তর: জাপান 
৭৮। বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেন? 
উত্তর: ধর্মপাল 
৭৯: সোভিয়েত ইউনিয়নের পতন হয় কবে? 
উত্তর: ১৯৯১ সালে
৮০: পুরনো ভারতীয় স্বর্ণমুদ্রায় সমুদ্রযন্ত্রের হাতে কোন বাদ্যযন্ত্র দেখা গেছে? 
উত্তর: বীণা 
৮১: কোন প্রত্নক্ষেত্র খননের সময় সেখান থেকে অনেক কালো চুড়ির টুকরো আবিষ্কার হয়? 
উত্তর: কালিবঙ্গান
৮২: বর্গি আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কোন খাল খনন করা হয়েছিল? 
উত্তর: মারহাট্টা খাল 
৮৩: প্রথম জগৎ শেঠ উপাধি কে লাভ করেন? 
উত্তর: ফতেচাঁদ 
৮৪: অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? 
উত্তর: ১৯৩০ সালে
৮৫: মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রধান স্থাপত্য কাটরা মসজিদে কার সমাধি রয়েছে? 
উত্তর: মুর্শিদকুলি খান
৮৬: কবে ভারতে প্রথম সাইমন কমিশন এসেছিল?
উত্তর: ১৯২৮ সালে
৮৭: ইলোরা কৈলাস মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছে? 
উত্তর: রাষ্ট্রকূট বংশ
৮৮: ঋকবেদের সময়ে ভরত গোষ্ঠী ও উপজাতির অন্যান্য গোষ্ঠীর মধ্যে হওয়া যুদ্ধ কী নামে পরিচিত? 
উত্তর: দশ রাজার যুদ্ধ
৮৯: আবুল মনসুর মির্জা মুহম্মদ মুকিম আলি খান কী নামে বেশি পরিচিত? 
উত্তর: সফদর জং 
৯০। ১৮৭৬ সালের নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন কোন ভাইসরয়? 
উত্তর: নর্থব্রুক 
৯১। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: উইলিয়াম কেরি
৯২। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 
উত্তর: দন্তিদুর্গ
৯৩। দ্য লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো কোন মহাপুরুষ কে বলা হয়? 
উত্তর: গৌতম বুদ্ধ 
৯৪। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: আত্মারাম পান্ডুরঙ্গ 
৯৫। কবে থেকে শকাব্দের সূচনা হয়? 
উত্তর: ৭৮ খ্রিস্টাব্দ থেকে 
৯৬। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? 
উত্তর: পুলিনবিহারী দাস
৯৭। হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? 
উত্তর: জেমস মিল 
৯৮। বাংলায় নদীপথগুলো জরিপ করেছিলেন কে? 
উত্তর: জেমস রেনেল 
৯৯। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তর: মেহেরগড় সভ্যতা 
১০০। ১৮৩৮ সালে দ্বারকানাথ ঠাকুর, রাজা রাধাকান্ত দেব প্রমুখ কোন সভা প্রতিষ্ঠা করেন? 
উত্তর: জমিদার সভা

জীবজগৎ


১। আমেরিকার আমাজন উপত্যকার উদ্ভিদ কোকোয়া থেকে কী তৈরি হয়? 
উত্তর: চকলেট
২। ক্যাননবল ট্রি নামের এই গাছের ফল হাতির খুব প্রিয়, তাই একে হাতির জোলাপ বলে। আমরা একে কী নামে চিনি? 
উত্তর: নাগলিঙ্গম 
৩। সামুদ্রিক এই উদ্ভিদকে সামুদ্রিক ইল গ্রাস বলে। এর আসল নাম কী? 
উত্তর: জোস্টেরা
৪। অস্ট্রেলীয় এই তৃণভোজী প্রাণী মূলত ইউক্যালিপটাস গাছে থাকে। লেজবিহীন, তুলতুলে কানের এই ছোট্ট প্রাণীর নাম কী?
উত্তর: কোয়ালা
৫। খোলসযুক্ত খসখসে এই ফলের সংস্কৃত নাম কপিত্থ। আমরা কী নামে চিনি?
উত্তর: কয়েতবেল
৬। দক্ষিণ আমেরিকার এই পাখি খুব জোরে চিৎকার করে। বিজ্ঞানসম্মত নাম প্রকনিয়াস অ্যালবাস। একে সবাই কী নামে চেনে? 
উত্তর: হোয়াইট বেল বার্ড
৭। গ্রীষ্মকালীন এই টক ফল ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়। সিংহলি ভাষায় নাম ভেরালু, বাংলাদেশে বলে বেলফোই। কোন ফল? 
উত্তর: জলপাই
৮। মাংসাশী এই স্তন্যপায়ী প্রাণীর চোয়ালের কামড় খুব শক্তিশালী ছিল। এরা থাকত তাসমানিয়া দ্বীপে। বিলুপ্ত এই প্রজাতির নাম কী? 
উত্তর: তাসমানিয়ান ডেভিল
৯। নেকড়ের মতো দেখতে এই প্রাণীরও বাস ছিল তাসমানিয়া দ্বীপ। সেখানকার ক্রিকেট দলের ম্যাসকট, অধুনা বিলুপ্ত এই প্রাণীর নাম কী? 
উত্তর: থাইলাসিন
১০। বাংলাদেশের জাতীয় পাখির নাম কী? 
উত্তর: দোয়েল
১১। অস্ট্রেলিয়ার এই জাতীয় উদ্যানের নামকরণ হয়েছে ফরাসি নাবিক লুই ডি ফ্রেসিনেট-এর নামে। কোন উদ্যান? 
উত্তর: ফ্রেসিনেট জাতীয় উদ্যান
১২। এই ফলের আদি নিবাস পূর্ব ও মধ্য চিনে। আখরোটের আকারের এই ভোজ্য ফলকে চাইনিজ গুজ়বেরি বলা হয়। কী নামে পরিচিত এই ফল? 
উত্তর: কিউয়ি
১৩। এই পাখিটি ক্রান্তীয় অঞ্চলে বসবাস করে। এর সুন্দর পালকের জন্য এর কদর খুব। কী নাম এই পাখির? 
উত্তর: বার্ড অফ প্যারাডাইস
১৪। বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উত্তর: নীল তিমি
১৫। সামুদ্রিক গরু হিসেবে পরিচিত কোন প্রাণী? 
উত্তর: সাইরেনিয়া
১৬। প্যান্থারা টাইগ্রিস ব্যালিকা ইন্দোনেশিয়ার কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম? 
উত্তর: বালি বাঘ
১৭।  কোন পাখির পশ্চিমবঙ্গের রাজাভাতখাওয়ায় সংরক্ষণ কেন্দ্র আছে ? 
উত্তর: শকুন
১৮। আর্জেন্টিনার জাতীয় পাখির নাম কি? 
উত্তর: রুফাস হর্নেরো
১৯। হংসচঞ্চু নামে পরিচিত কোন প্রাণী? 
উত্তর: প্লাটিপাস
২০। সারা এশিয়া মহাদেশে ঘুরে বেড়ানো কোন প্রাণীর নামের অর্থ ‘নতুন বিড়াল’? 
উত্তর: নিওফেলিস
২১। কোন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়? 
উত্তর: পাইন
২২। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জীবিত ও দৈত্যাকৃতি একক কাণ্ড গাছ কোনটি?
উত্তর: জেনারেল শেরম্যান
২৩। ১৯০০ সালে আমেরিকান জীবাশ্মবিদ বার্নাম ব্রাউন কোন ডায়নোসর আবিষ্কার করেন? 
উত্তর: টিরানোসরাস রেক্স 
২৪। ডায়নোসর শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 
উত্তর: স্যর রিচার্ড আওয়েন
২৫। প্যান্থেরা টাইগ্রিস অ্যাময়েনসি বিজ্ঞানসম্মত নামের প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এই বাঘের নাম কী? 
উত্তর: দক্ষিণ চিনের বাঘ 
২৬। প্যাডা ওরিজ়েভোরা নামে পরিচিত কোন পাখি? 
উত্তর: জাভা চড়ুই
২৭। এশিয়ার সবচেয়ে বড় স্থলচর কোন প্রাণীর প্রজাতি বর্তমানে বিপন্ন? 
উত্তর: হাতি 
২৮। ভারতের গির অরণ্যের সিংহ বা এশীয় সিংহের বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তর: প্যান্থেরা লিও লিও
২৯। ক্ষণপদ থাকে কোন প্রাণীর?
উত্তর: অ্যামিবার
৩০। কুনোব্যাঙের বিজ্ঞানসম্মত নাম কী? 
উত্তর: বিউফো মেলানোস্টিকটাস
৩১। আমাজন অরণ্যের সবচেয়ে বেশি অংশ রয়েছে ব্রাজ়িলে। দ্বিতীয় সবচেয়ে বেশি অংশ রয়েছে কোন দেশে? 
উত্তর: পেরু।
৩২। এই ম্যাকাও পাখিটির বিজ্ঞানসম্মত নাম আরা আরারাউনা। জীববিজ্ঞানী কার্ল লিনিয়াস প্রথম এর বর্ণনা নথিবদ্ধ করেন। কোন পাখি? 
উত্তর: নীল-সোনালি ম্যাকাও
৩৩। এই ম্যাকাও পাখিটির বিজ্ঞানসম্মত নাম আরা ক্লোরোপটেরাস। এর গায়ের রঙের সঙ্গে বাংলাদেশের পতাকার মিল আছে। কী নাম এই পাখির? 
উত্তর: লাল-সবুজ ম্যাকাও
৩৪। হন্ডুরাসের জাতীয় পাখি এই ম্যাকাওয়ের কী নাম? 
উত্তর: স্কারলেট ম্যাকাও
৩৫। মধ্য ও দক্ষিণ এশিয়ার এই বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা উনসিয়া। আমরা একে কী নামে চিনি? 
উত্তর: তুষার চিতা
৩৬। মেঘালয়ের এই রাজ্য প্রাণীর বিজ্ঞানসম্মত নাম নিওফেলিস নেবুলোসা, যাকে দেখতে পাওয়া যায় দক্ষিণ হিমালয়ের পাদদেশে। এই প্রাণী কী নামে পরিচিত? 
উত্তর: ক্লাউডেড লেপার্ড
৩৭। ভারতীয় উপমহাদেশের এই ভালুকের বিজ্ঞানসম্মত নাম মেলুরসাস উরসিনাস। কী নামে পরিচিত এই ভালুক? 
উত্তর: স্লথ ভালুক
৩৮। সবচেয়ে ছোট এই ভালুকের বিজ্ঞানসম্মত নাম হেলার্কটস মালায়ানাস। খুব গেছো স্বভাবের এই ভালুক কী নামে পরিচিত? 
উত্তর: সূর্য ভালুক (সান বিয়ার)
৩৯। বর্তমানে বিপন্ন এই স্তন্যপায়ী প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বুবালাস আর্নি। এরা কী নামে পরিচিত? 
উত্তর: ওয়াইল্ড ওয়াটার বাফেলো
৪০। ছাগল-হরিণ প্রজাতির এই প্রাণীকে অনেক বৌদ্ধ মঠে পালন করা হয়। এরা তুষার চিতার অন্যতম খাদ্য এবং বর্তমানে এরা সংখ্যায় অনেক কমে গেছে। কী নাম এই প্রাণীর? 
উত্তর: ভরাল
৪১। মূলত জম্মু-কাশ্মীরের দাচীগাম অভয়ারণ্যের বাসিন্দা এই হরিণ ওই রাজ্যের রাজ্য পশুও। একে কী নামে চিনি? 
উত্তর: হাঙ্গুল বা কাশ্মীর স্ট্যাগ
৪২। এই প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বোসেলাফাস ট্রাগোক্যামেলাস। মোগল সম্রাট ঔরঙ্গজেবের সময়ে এই প্রাণী নীলঘর নামে পরিচিত ছিল। আমরা কী নামে জানি? 
উত্তর: নীলগাই
৪৩। বিজ্ঞানসম্মত নাম ওরসিনাস ওরকা। এই দাঁতাল ডলফিন সামুদ্রিক ডলফিন পরিবারের বৃহত্তম সদস্য। এরা কী নামে পরিচিত? 
উত্তর: কিলার হোয়েল
৪৪। তামিল নাড়ু ও কেরলের নীলগিরি পাহাড় সহ পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার দক্ষিণ দিকে এদের দেখা যায়। তামিল ভাষায় এদের বলে ভারাইয়াদু। তামিল নাড়ুর এই রাজ্য পশুর কী নাম? 
উত্তর: নীলগিরি তহর
৪৫। এই মোরগ শুধুই শ্রীলঙ্কায় দেখতে পাওয়া যায়। সিংহলি ভাষায় এদের নাম ওয়ালি কুকুলা। শ্রীলঙ্কার এই জাতীয় পাখি আসলে কেমন পাখি? 
উত্তর: বনমোরগ
৪৬। স্পেনের জাতীয় পশু কী?
উত্তর: ষাঁড়
৪৭। ফারসি ভাষায় এই প্রাণীর নামের অর্থ সর্পভক্ষক। পাকিস্তানের এই জাতীয় পশুর নাম কী? 
উত্তর: মারখোর
৪৮। ভারতীয় উপমহাদেশের এই হরিণ প্রজাতির বর্ণনা প্রথম দেন জার্মান প্রকৃতিবিদ ইয়োহান ক্রিশ্চিয়ান পলিকার্প। এর সাধারণ নাম দাগযুক্ত হরিণ। কোন হরিণের কথা বলা হচ্ছে? 
উত্তর: চিতল হরিণ
৪৯। বৃহৎ প্রজাতির এই হরিণ দেখতে পাওয়া যায় দক্ষিণ তিব্বত, উত্তর ভারত, পশ্চিম ভুটান ও নেপালে। হিমালয়ের তুষার চিতার অন্যতম প্রধান খাদ্য এরাই। কী নাম এদের? 
উত্তর: হিমালয়ান তহর
৫০। ছোট চেহারার, পশম উৎপাদনকারী ভেড়ার এই প্রজাতির উৎপত্তি স্কটল্যান্ডের একটি দ্বীপে, যা থেকেই তার নাম। কী সেই নাম? 
উত্তর: শিটল্যান্ড ভেড়া
৫১। বিলুপ্ত প্রায় এই পাখি একসময় কলকাতা শহরে প্রচুর পরিমাণে দেখা যেত। তাই এই পাখির নাম দেওয়া হয়েছিল কলকাতা অ্যাডজুট্যান্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পুরনো লোগোতে এই পাখির ছবি ছিল। কোন পাখি? 
উত্তর: হাড়গিলে
৫২। ভারত মহাসাগরের সেশেলস দ্বীপপুঞ্জ থেকে আনা হয়েছিল এই দৈত্যাকৃতির অ্যালডেবরা কচ্ছপটি। আলিপুর চিড়িয়াখানায় ১৩০ বছরের বেশি সময় ছিল। ২০০৬ সালে মারা যাওয়ার সময় তার বয়স ছিল ২৫৬ বছর। কচ্ছপটির নাম কী? 
উত্তর: অদ্বৈত
৫৩। কঙ্গোর এই জাতীয় প্রাণীটি দেখতে অনেকটা জিরাফের মতো, তবে এদের লেজের কাছে এবং পিছনের পায়ে জেব্রার মতো সাদা-কালো ডোরাকাটা দাগ থাকে। কোন প্রাণী? 
উত্তর: ওকাপি
৫৪। এই পাখির মেরুদণ্ডের অ্যাটলাস ও প্রথম দু’টি কশেরুকা জুড়ে থাকে। সম্ভবত এদের বিশাল আকৃতির ঠোঁটের রক্ষার জন্য এ রকম হয়েছে। কোন পাখি? 
উত্তর: ধনেশ
৫৫। কেনিয়ার কিকুরু উপজাতিদের বিশ্বাস অনুযায়ী এর আওয়াজ কেউ যদি শোনে, তা হলে সে মৃত্যুমুখে পতিত হবে। কার কথা বলছি? 
উত্তর: পেঁচা
৫৬।  মিশরের জাতীয় ফুলের নাম কী?
উত্তর: বন্য অর্কিড
৫৭। এক সময় কিছু ওলন্দাজ নাবিক মরিশাসে বসবাস শুরু করলে খাদ্যাভাবে তারা এই পাখির মাংস খেতে শুরু করে। এক সময় বিলুপ্ত হয়ে যায়। ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ বইতে এই পাখির উল্লেখ আছে। কোন পাখি? 
উত্তর: ডোডো
৫৮। অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের রাজ্যের জাতীয় পশু হল এটি। বন্য গরুর একটি প্রজাতি এবং এটি গয়াল নামেও পরিচিত। কোন পশু? 
উত্তর: মিথুন
৫৯। এই প্রাণী তালের রস পান করে বলে একে টডি বিড়ালও বলা হয়। কী নাম এই প্রাণীর? 
উত্তর: গন্ধগোকুল
৬০। এই সাপটির বাস পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায়। এর নামকরণ করা হয়েছে ফরাসী প্রাণীবিদ আরমান্ড ডেভিডের সম্মানে। কোন সাপ? 
উত্তর: এলাফে ডাভিডি
৬১। পৃথিবীর বিভিন্ন দেশে জন্মে থাকে এই উদ্ভিদ। অঞ্চলভিত্তিক এর নামও ভিন্ন, যেমন মুসক দানা, বনঢ্যাঁড়শ। এই বীজ খুব সুগন্ধি তাই একে মৃগনাভির বিকল্প হিসেবে ব্যবহার করত। কী নাম? 
উত্তর: লতা কস্তুরী
৬২। এই উদ্ভিদ আমাদের খুব পরিচিত এবং বাড়ির আশপাশেই হয়, এর পাতা রস ও গাছের রস খুব বিষাক্ত, এর ফুল শিব ঠাকুরের পুজোতে লাগে। কোন গাছ? 
উত্তর: আকন্দ
৬৩। এই ফুল গ্রামবাংলার খুব পরিচিত,  একে লাল মুর্গাও বলে। কোন ফুল? 
উত্তর: মোরগঝুঁটি
৬৪। এটি একটি ছোট পত্রমোচী গাছ। ভেষজগুণে সমৃদ্ধ। এর বিভিন্ন নাম আছে। যেমন কুটজ, ইন্দ্রযব, কোটিশ্বর, মহাগন্ধ। কী নামে চিনি? 
উত্তর: কুর্চি
৬৫। এটি একটি ওষধি গাছ। এর পাতা, কাণ্ড সবই দৈনন্দিন জীবনে খুব উপকারী। এর গুণাগুণের কথা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘একুশ শতকের বৃক্ষ’ বলে ঘোষণা করেছে। কোন গাছ? 
উত্তর: নিম গাছ
৬৮। নিকারাগুয়ার জাতীয় ফুলের কী নাম? 
উত্তর: লাল কাঠগোলাপ
৬৭। ফ্রান্সের জাতীয় ফুল কী?
উত্তর: আইরিস
৬৬। মূলত পুরুষ হরিণের পেটের গ্রন্থি থেকে এক ধরনের সুগন্ধি নিঃসৃত হয়, যা খুব দামি। কী নাম? 
উত্তর: কস্তুরী
৬৯। বাংলাদেশের জাতীয় ফুল কী?
উত্তর: শাপলা
৭০। এক প্রকার স্টার্চ জাতীয় পদার্থ যা জ্বর হলে বাচ্চাদের প্রায়শই খাওয়ানো হয়। আমরা এর পাঁপড়ও খেতে ভালবাসি। পাপুয়া নিউগিনি ও মলাস্কার নিম্নাঞ্চল এলাকায় মানুষের অন্যতম প্রধান খাবার, সেখানে এটি সাকসাক, রাবিয়া নামে পরিচিত, কোন জিনিস? 
উত্তর: সাগু
৭১। উপমহাদেশের সমগ্র হিমালয় অঞ্চলে এবং তিব্বতের মালভূমি অঞ্চলে দেখা যায় গৃহপালিত পশুদের। ইংরেজিতে বলে বস গ্রানিয়েন্স। আমরা কী নামে চিনি? 
উত্তর: ইয়াক 
৭২। কোন ধরনের উটের পিঠে দুটো কুঁজ থাকে? 
উত্তর: ব্যাকট্রিয়ান উট 
৭৩। এই গৃহপালিত গবাদি পশুর উদ্ভব ঘটেছিল দক্ষিণ এশিয়ায়। এদেরকে কুঁজযুক্ত গবাদিপশু নামে ডাকা হয়, এদের কাঁধে বড় আকারের কুঁজ ও গলকম্বল রয়েছে। কী নাম এই প্রাণীর? 
উত্তর: জেবু গরু
৭৪। উত্তর মেরুতে বসবাসকারী এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এরা খুব বড় ও এদের দাঁতের জন্য পরিচিত। ইংরেজ ব্যান্ড বিট্‌লসের একটি বিখ্যাত গান আছে একে নিয়ে। কোন প্রাণী? 
উত্তর: ওয়ালরাস বা সিন্ধুঘোটক
৭৫। এটি এক ধরনের কানবিহীন সিলের প্রজাতি, এর বর্তমান দু’টি প্রজাতি রয়েছে, স্পটেড ও কমন সিল, এদের নাম কী? 
উত্তর: ফোকা 
৭৬। সাধারণত সিল নামে পরিচিত। পাখনা ও পা ওয়ালা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এদের নাম ল্যাটিন শব্দ পিন্না থেকে এসেছে, কী নাম? 
উত্তর: পিন্নিপেড
৭৭। নির্দিষ্ট কিছু পাখির প্রতি বছর বা কয়েক বছর পরপর একটি নির্দিষ্ট ঋতুতে বা সময়ে দু’টি অঞ্চলের মধ্যে যাওয়া-আসা কী নামে পরিচিত? 
উত্তর: পরিযান
৭৮। অসাধারণ সুন্দর রঙের জন্য চিনা ভাষায় এই হাঁসকে ইউয়ান ইয়াঙ বলে, চিনা সংস্কৃতিতে এরা ভালবাসা ও সম্প্রীতির প্রতীক। কী নাম এই হাঁসের? 
উত্তর: ম্যান্ডারিন হাঁস 
৭৯। এটি হল লম্বা গলা ও লম্বা পাওয়ালা একটি মাংসাশী প্রাণী, এই প্রাণীটিকে নিয়ে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের ‘দ্য মার্শ কিংস ডটার’ একটি গল্প রয়েছে। কোন প্রাণী? 
উত্তর: সারস 
৮০। এই পাখিটির বিজ্ঞানসম্মত নাম ডেন্ড্রোসিট্টা ভাগাবুন্ডা। এর লালচে চোখ ও লম্বা লেজ রয়েছে। পাখির জগতে এরা ডাকাত পাখি নামে পরিচিত। কী নাম এই পাখির?
উত্তর: খয়েরি হাঁড়িচাচা
৮১। পশ্চিম আটলান্টিক মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরের গভীর জলে পাওয়া যায় এই মাছ, সারা শরীর নীল রঙের ও মাথায় হলুদ দাগ থাকে, এদের দাঁত খুব শক্ত। কী নাম এই মাছের?
উত্তর: ব্লু প্যারটফিশ
৮২। ইউসপিনোলিয়া মিলিটারিস এই পিঁপড়ের বিজ্ঞানসম্মত নাম। এরা চিলে, আর্জেন্টিনার শুষ্ক অঞ্চলে বাস করে। সাদা আবরণে ঢাকা থাকে সারা শরীর। সাধারণত এদের কী নামে ডাকা হয়? 
উত্তর: পান্ডা অ্যান্ট
৮৩। এরা এক ধরনের অক্টোপাস। ছোট আকারের হলেও মানুষের পক্ষে খুবই বিপজ্জনক। এদের বিষে শক্তিশালী নিউরোটক্সিন আছে। কী নাম এর? 
উত্তর: ব্লু-রিংড অক্টোপাস
৮৪। দক্ষিণ আমেরিকার পিরানহা মাছের মতো এদেরও ধারালো দাঁত আছে এবং এই মাছটিও একই জায়গার বাসিন্দা। বলতে পারবে কী নাম এই মাছের?
উত্তর: পাকু 
৮৫। বুশ ভাইপার্স নামে পরিচিত একটি সাপের প্রজাতি শুধুমাত্র গ্রীষ্মমণ্ডলীয় সাহারায় দেখা যায়। কোন নামে পরিচিত এই সাপ? 
উত্তর: অ্যাথেরিস 
৮৬। ক্যারিবিয়ান ও আটলান্টিকের উষ্ণ অংশে পাওয়া যায় এই মাছ। বোথাস লুনাটুস, পিকক ফ্লাউন্ডার নামেও পরিচিত। কিন্তু সাধারণত কোন নামে ডাকা হয় এই মাছকে?
উত্তর: প্লেট ফিশ
৮৭। এই প্রজাতির বানরেরা খুব ছোট হয়। এরা গাছের উপরের অংশে থাকে। মূলত দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়। জ়ারিস বা স্যাগউইন ছাড়াও অন্য একটি নামে অধিক পরিচিত এই বানরেরা। কী সেটি? 
উত্তর: মারমোসেট
৮৮। সবচেয়ে বিষাক্ত মাছ হিসেবে পরিচিত সিন্যানসিয়া প্রজাতির এই জলচর প্রাণীটি। সাধারণত এদের দেখা পাওয়া যায় ইন্দো-প্যাসিফিক উপকূলে। কোন চলতি নামে চেনা যায় এই মাছ? 
উত্তর: স্টোন ফিশ 
৮৯। এই মাকড়সা লোমযুক্ত, ভূমধ্যসাগরীয় ইউরোপের নেকড়ে মাকড়সা পরিবারের সদস্য, দক্ষিণ ইতালির শহর তারান্তো থেকে এদের নামকরণ হয়েছে। কী নাম এই মাকড়সার? 
উত্তর: ট্যারান্টুলা
৯০। এশিয়া ও উত্তর আমেরিকার টক্সিকোডেনড্রন প্রজাতির একটি অ্যালার্জেটিক গাছ, এর পাতা ত্বকে লাগলে জ্বালা করে। কী নাম এই গাছের? 
উত্তর: পয়জ়ন আইভি
৯১। এটি এক ধরনের কাঠবিড়ালি। এদের বিজ্ঞানসম্মত নাম রাটুফা বিকোলর। এরা ব্ল্যাক জায়ান্ট স্কুইরেল নামেও পরিচিত। লম্বায় প্রায় এক মিটারের মতো হয়। লাজুক ও ভিতু এই কাঠবিড়ালির আর-একটি নাম কী? 
উত্তর: রাম কোটা কাঠবিড়ালি
৯২। সাদা শিয়াল বা পোলার ফক্স নামে পরিচিত। এটি আইসল্যান্ডের স্থলে বসবাসকারী একমাত্র স্তন্যপায়ী প্রাণী। পোলার ফক্স নামেও ডাকা হয়। এর আর-একটি নাম কী?
উত্তর: আর্কটিক ফক্স
৯৩। মালয়েশিয়ার জাতীয় পাখি কোনটি?
উত্তর: রাইনোসরাস হর্নবিল
৯৪। দক্ষিণ আমেরিকার উট জাতীয় স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি, ইয়ামার মতো দেখতে। দ্বিপদ নাম লামা পাকোস। কোন প্রাণী? 
উত্তর: আলপাকা 
৯৫। এই প্রাণীটি ও উট ও ইয়ামার মতো দেখতে। বাচ্চা অবস্থায় এই প্রাণীটিকে চুলেঙ্গোস বলে। কোন প্রাণীর কথা বলা হচ্ছে?
উত্তর: গুয়ানাকো 
৯৬। টক্সিকোফেরান টিকটিকির একটি প্রজাতি। বিষাক্ত এই টিকটিকিকে বলা হয় গিলা মনস্টার। এই সরীসৃপের গণ বা জেনাস কী? 
উত্তর: হেলোডার্মা 
৯৭। ধারালো শক্ত নখ দিয়ে মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে এই প্রাণী। এরা নানা রকম পিঁপড়ে জাতীয় কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। এদের ত্বক খুব কঠিন বলে চারাঙ্গো নামক বাদ্যযন্ত্র তৈরির কাজে লাগে, তাই এই প্রাণী বিপন্ন হয়ে পড়ছে। কে?
উত্তর: আর্মাডিলো
৯৮। ভেনাস ফাইট্রাস, ওয়াটার হুইল, সূর্য শিশির, দক্ষিণ আমেরিকার কলসি উদ্ভিদ, এই গাছের প্রজাতির মধ্যে কী মিল আছে? 
উত্তর: সব ক’টাই মাংসাশী গাছ
৯৯। এক রানির নামানুসারে এর নাম। লিলি পরিবারের অন্যতম বড় ফুলটির নাম কী?
উত্তর: ভিক্টোরিয়া লিলি 
১০০। প্রাচীন গ্রীক দেবতা হার্মিসের প্রতীক ছিল এই প্রাণী। ইহুদি ধর্মে একে অশুচি মানা হয়, ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হল এই প্রাণী। কোন প্রাণী? 
উত্তর: কচ্ছপ

ভূগোল


১। আমাদের প্রতিবেশী দেশ ভুটানের জাতীয় পশুর নাম কী? 
উত্তর: টাকিন
২। গণ্ডকী কোন দেশের প্রধান নদী? 
উত্তর: নেপাল
৩। এশিয়ার অন্যতম উষ্ণতম স্থান জেকোবাবাদ কোথায় অবস্থিত? 
উত্তর: পাকিস্তান
৪। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ষাট গম্বুজ মসজিদ কোন দেশে অবস্থিত? 
উত্তর: বাংলাদেশ
৫। এক সময় বিশ্বের সবচেয়ে বড় মনুষ্যসৃষ্ট বনভূমি চাঙ্গা মাঙ্গা কোন দেশে অবস্থিত? 
উত্তর: পাকিস্তান
৬। আমেরিকার নামকরণ হয়েছে যে আমেরিগো ভেসপুচির নাম থেকে, তিনি কোন দেশের অভিযাত্রী? 
উত্তর: ইতালি
৭। বিশ্বের উচ্চতম নৌ-পরিবহন যোগ্য হ্রদ কোনটি? 
উত্তর: টিটিকাকা
৮। গাড়ি শিল্পের জন্য বিখ্যাত ডেট্রয়েট শহরটি কোন দেশে অবস্থিত? 
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
৯। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত লা পাজ় শহরটি কোন দেশের রাজধানী? 
উত্তর: বলিভিয়া
১০। আমাজ়ন শব্দের অর্থ কী? 
উত্তর: বীরাঙ্গনা নারী
১১। আমেরিকার আদি অধিবাসীদের কী নামে ডাকা হয়? 
উত্তর: রেড ইন্ডিয়ান
১২। বিশ্বের বৃহত্তম লবণাক্ত ভূমি সালার দে ইউনি কোন দেশে অবস্থিত? 
উত্তর: বলিভিয়া
১৩। মাউন্ট গ্যারিবল্ডি কোন দেশের পর্বতশৃঙ্গ? 
উত্তর: কানাডা
১৪। এক সময় এশিয়ার মুক্তো নামে পরিচিত ছিল কোন রাজধানী শহর? 
উত্তর: নোমপেন 
১৫। স্যাফির-সিম্পসন স্কেল দিয়ে কী মাপা হয়? 
উত্তর: হারিকেন
১৬। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী?
উত্তর: গুরুশিখর
১৭। কর্নাটক ও তামিলনাড়ুর মধ্যে কোন নদীর জল নিয়ে বিবাদ? 
উত্তর: কাবেরী
১৮। পানামা, গুয়াতেমালা, মেক্সিকো এই সব দেশের সঙ্গে কোন একটি শব্দ জুড়লে ওই সব দেশের রাজধানীর নাম আসবে? 
উত্তর: সিটি
১৯। পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকোর তিন দিকে কোন দেশ দিয়ে ঘেরা? 
উত্তর: ফ্রান্স
২০। কোন দেশের কোনও অফিশিয়াল রাজধানী নেই? 
উত্তর: নাউরু
২১। পৃথিবীর কোন মরুভূমির মাটির সঙ্গে মঙ্গল গ্রহের মাটির অনেক মিল? 
উত্তর: আটাকামা মরুভূমি
২২। বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত কোন নদী? 
উত্তর: গোদাবরী
২৩। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত? 
উত্তর: নেপাল
২৪। ভূপৃষ্ঠের আকার ও বৈশিষ্ট্য সংক্রান্ত চর্চাকে বিজ্ঞানের ভাষায় কী বলে? 
উত্তর: টোপোগ্রাফি
২৫। পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় ভারতের কোন রাজ্যকে? 
উত্তর: ত্রিপুরা
২৬। ভারতের দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 
উত্তর: কার্নাল
২৭। ভারতের উট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 
উত্তর: বিকানের
২৮। মার্কো পোলো বিমানবন্দর কোন শহরে অবস্থিত? 
উত্তর: ভেনিস
২৯। উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার কোন শহরকে বলে? 
উত্তর: কানপুর
৩০। গ্লাসগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? 
উত্তর: ক্লাইড নদী
৩১। মাসাই উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? 
উত্তর: কেনিয়া ও তানজানিয়া
৩২। মাসাইমারা অভয়ারণ্য কোন দেশে অবস্থিত? 
উত্তর: কেনিয়া
৩৩। আলমাট্টি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? 
উত্তর: কৃষ্ণা
৩৪। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন জায়গাকে? 
উত্তর: শিলিগুড়ি
৩৫। হায়দরাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? 
উত্তর: মুসি
৩৬। শীতপ্রধান অঞ্চলে শীতকালে গাছের পাতা বা ঘাসে সাদা তুলোর মতো এক রকম আবরণের সৃষ্টি হয় তাকে কী বলে? 
উত্তর: তুহিন
৩৭। এনটিপিসি-র পুরো নাম কী? 
উত্তর: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড
৩৮। মাটির বদলে একটি জল-ভিত্তিক পুষ্টির দ্রবণ ব্যবহার করে চাষ করাকে কী বলে?
উত্তর: হাইড্রোপনিক্স
৩৯। ভারতের প্রথম সফল উৎক্ষেপণ উপগ্রহ আর্যভট্ট কোন দেশের সহযোগিতায় উৎক্ষেপিত হয়েছিল? 
উত্তর: রাশিয়া
৪০। মাওরি উপজাতি কোন দেশে দেখা যায়? 
উত্তর: নিউজ়িল্যান্ড
৪১। উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? 
উত্তর: শিপ্রা
৪২। ভারতের সবচেয়ে পুরনো তৈলখনি কোনটি?
উত্তর: ডিগবয় 
৪৩। হিমাচল প্রদেশে অবস্থিত গোবিন্দ সাগর হ্রদটি কার নামে নামাঙ্কিত? 
উত্তর: গুরু গোবিন্দ সিংহ
৪৪। ইংরেজ আমলে তিন কাঠিয়া ব্যবস্থার মাধ্যমে কোন চাষ হত? 
উত্তর: নীল চাষ
৪৫। মাউনা লোয়া আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত? 
উত্তর: হাওয়াই দ্বীপপুঞ্জে
৪৬। জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বসবাস করে কোন শহরে? 
উত্তর: টোকিয়ো
৪৭। ভারতের ফাদার অব গোল্ডেন রেভোলিউশন কাকে বলা হয়? 
উত্তর: নিরপাখ টুটেজ
৪৮। পৃথিবীর অন্যতম বৃহত্তম বৌদ্ধ মন্দির বরোবুদুর মন্দির কোন দেশে অবস্থিত? 
উত্তর: ইন্দোনেশিয়া
৪৯। কোন শহরকে ভারতের কটনপলিস নামে ডাকা হয়? 
উত্তর: মুম্বই
৫০। সম্প্রতি নামিবিয়া থেকে ভারত সরকার যে চিতাগুলো এনেছে, সেগুলো কোন অভয়ারণ্যে রাখা হয়েছে? 
উত্তর: কুনো অভয়ারণ্য
৫১। পৃথিবীর গভীরতম স্বাদু জলের হ্রদ কোনটি? 
উত্তর: বৈকাল হ্রদ
৫২। লে কুরবুজ়িয়ে নামক ফরাসি স্থপতি ভারতের কোন শহরের নকশা তৈরি করেন? 
উত্তর: চণ্ডীগড়
৫৩। করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ পশ্চিমবঙ্গের কোন নদীর উপর অবস্থিত? 
উত্তর: তিস্তা
৫৪। মার্কিন যুক্তরাষ্ট্রের উৎক্ষেপিত প্রথম মহাকাশকেন্দ্রের নাম কী?
উত্তর: স্কাইল্যাব
৫৫। কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে? 
উত্তর: আফ্রিকা মহাদেশ
৫৬। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? 
উত্তর: মেরিনা সৈকত 
৫৭। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? 
উত্তর: ল্যাম্বার্ট
৫৮। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জায়গাকে? 
উত্তর: ক্যানিং
৫৯। ভারতের উচ্চতম বিমানবন্দরের নাম কী? 
উত্তর: লেহ বিমানবন্দর
৬০। মনস হাইজেনস পর্বত কোথায় অবস্থিত? 
উত্তর: চাঁদে
৬১। ডোর অফ হেল বা নরকের দরজা কোথায় আছে? 
উত্তর: তুর্কমেনিস্তান
৬২। ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে? 
উত্তর: জামশেদপুর
৬৩। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কোন রাজ্যকে? 
উত্তর: অন্ধ্রপ্রদেশ
৬৪। ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? 
উত্তর: হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র
৬৫। ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দু’বার অতিক্রম করেছে?
উত্তর: মাহি
৬৬। দামোদর উপত্যকা পরিকল্পনা সংসদে কবে পাশ হয়? 
উত্তর: ১৯৪৮ সালে
৬৭। ভূতত্ত্বের সঙ্গে জড়িত ‘প্লেট’ শব্দটি কোন ভূতাত্ত্বিক প্রথম ব্যবহার করেন? 
উত্তর: জন টুজ়ো উইলসন
৬৮। প্রাগৈতিহাসিক পৃথিবীর কোন অতিমহাদেশ প্যান্থালাসা নামক মহাসাগর দ্বারা বেষ্টিত ছিল? 
উত্তর: প্যানজিয়া
৬৯। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? 
উত্তর: দেহরাদুনে
৭০। ভারতের এক মাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কী? 
উত্তর: ব্যারেন দ্বীপ
৭১। বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার কে আবিষ্কার করেন?
উত্তর: ই তোরিচেল্লি 
৭২। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী? 
উত্তর: ভলগা নদী
৭৩। ফুল’স গোল্ড হিসেবে পরিচিত কোন খনিজ? 
উত্তর: পাইরাইট
৭৪। শীতকালীন অলিম্পিক্সের কার্লিং খেলায় ব্যবহৃত বলটি কোন ধাতু দিয়ে তৈরি? 
উত্তর: গ্রানাইট।
৭৫। প্রাচীন মিশরীয়রা গহনা তৈরির সময় গাঢ় নীল রঙের কোন পাথর ব্যবহার করত? 
উত্তর: লাপিস লাজুলি
৭৬। রাজস্থানের ‘সোনার কেল্লা’ আসলে কী দিয়ে তৈরি? 
উত্তর: বেলেপাথর 
৭৭। রেড ইন্ডিয়ানদের ভাষায় কোন বায়ুর নামের অর্থ হল ‘তুষার ভক্ষক’? 
উত্তর: চিনুক 
৭৮। জাহাজের বেগ মাপা হয় কোন এককে? 
উত্তর: নট
৭৯। প্রতীপ ঘূর্ণাবর্ত বা অ্যান্টি সাইক্লোন-এর প্রথম ধারণা দেন কে? 
উত্তর: স্যর ফ্রান্সিস গ্যালটন
৮০। মধ্য আফ্রিকার বিখ্যাত খর্বকায় জনগোষ্ঠীটি কী নামে পরিচিত? 
উত্তর: পিগমি জনগোষ্ঠী
৮১। চেরনোবিল দুর্ঘটনা আসলে কোন ধরনের দুর্ঘটনা? 
উত্তর: পারমাণবিক
৮২। রামসার সম্মেলন কোন বিষয় সংরক্ষণ নিয়ে হয়েছিল? 
উত্তর: জলাভূমি সংরক্ষণ
৮৩। কিয়োটো প্রোটোকল কিসের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়? 
উত্তর: গ্রিন হাউস গ্যাসের নিয়ন্ত্রণ
৮৪। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর সদর দফতর কোথায় অবস্থিত? 
উত্তর: জেনিভা
৮৫। অস্ট্রেলিয়ার কোন শহর থেকে আর্থ আওয়ার শুরু হয়েছিল? 
উত্তর: সিডনি
৮৬। প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন জায়গাকে? 
উত্তর: নারায়ণগঞ্জ
৮৭। ব্রিটিশ উপনিবেশের সময় ইয়াংগন নামে পরিচিত ছিল কোন দেশ? 
উত্তর: মায়ানমার
৮৮। মহাবলী গঙ্গা কোন দেশের প্রধান নদী? 
উত্তর: শ্রীলঙ্কা
৮৯। আফ্রিকার কোন দেশের নামের অর্থ পাথরের বাড়ি? 
উত্তর: জ়িম্বাবোয়ের
৯০। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? 
উত্তর: গোয়া
৯১। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? 
উত্তর: সুন্দরবন
৯২। ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কী?
উত্তর: অপ্সরা
৯৩। পৃথিবীর এক মাত্র ভাসমান উদ্যানের নাম কী?
উত্তর: কেইবুল লামজাও জাতীয় উদ্যান
৯৪। মেলবোর্ন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? 
উত্তর: ইয়ারা নদী
৯৫। ভূমধ্যসাগরের লাইটহাউস বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
উত্তর: স্ট্রমবলি
৯৬। ভারতের বৃহত্তম কয়লাখনি কোনটি?
উত্তর: ঝরিয়া
৯৭। বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? 
উত্তর: নবদ্বীপ
৯৮। দক্ষিণ আমেরিকার প্যারিস বলা হয় কোন শহরকে? 
উত্তর: বুয়েনস আইরেস
৯৯। মৎস্যজীবীদের দেশ বলা হয় কোন দেশকে? 
উত্তর: নরওয়ে
১০০। কোন দেশের মুদ্রার নাম কোলন? 
উত্তর: কোস্টা রিকা

বিজ্ঞান ও প্রযুক্তি


১। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উত্তর: বুধ
২। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি?
উত্তর: শুক্র
৩। সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উত্তর: মঙ্গল
৪। সৌরজগতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আকার-আয়তনের গ্রহ কোনটি? 
উত্তর: বুধ
৫। টাইটান নামের চাঁদ কোন গ্রহের?
শনি।
৬। নেপচুন শনির চেয়ে বড়– ঠিক না ভুল?
উত্তর: ভুল
৭। গ্যালিলিয়ান উপগ্রহ আছে কোন গ্রহের?
উত্তর: বৃহস্পতি
৮। শুক্র গ্রহে বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর চেয়ে বেশি– ঠিক না ভুল?
উত্তর: ঠিক
৯। কোন গ্রহের বৃহত্তম উপগ্রহ ট্রাইটন?
উত্তর: নেপচুন
১০। রাতের আকাশের উজ্জলতম গ্রহ কোনটি?
উত্তর: শুক্র
১১। ফোবোস আর ডেইমোস কোন গ্রহের উপগ্রহ?
উত্তর: মঙ্গল
১২। পৃথিবী কোন ছায়াপথে আছে?
উত্তর: আকাশগঙ্গা (মিল্কি ওয়ে)
১৩। মহাকাশে মানুষের পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?
উত্তর: স্পুটনিক-১
১৪। গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ?
উত্তর: বৃহস্পতি
১৫। কোন গ্রহে আছে সুবৃহৎ আগ্নেয় পাহাড়, অলিম্পাস মন্‌স?
উত্তর: মঙ্গল
১৬। নেপচুন কি পৃথিবীর চেয়েও বড় চেহারার?
উত্তর: হ্যাঁ
১৭। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কী?
উত্তর: প্রশান্ত মহাসাগর
১৮। পৃথিবীর কেন্দ্রে কোন দু’টি ধাতু সবচেয়ে বেশি আছে?
উত্তর: লোহা এবং নিকেল
১৯। ভূকেন্দ্র না সূর্যপৃষ্ঠ– কার তাপমাত্রা বেশি?
উত্তর: ভূকেন্দ্র
২০। আন্টার্কটিকার কথা বাদ দিলে, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তর: আফ্রিকায় সাহারা
২১। চুনি পাথরের রং সাধারণত কী হয়?
উত্তর: লাল
২২। সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নেয় পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তর?
উত্তর: ওজ়োন
২৩। পৃথিবী নামের গ্রহের সবচেয়ে বেশি আছে কোন দু’টি মৌল?
উত্তর: লোহা আর অক্সিজেন
২৪। যে বাতাসে আমরা শ্বাস নিই, তাতে দ্বিতীয় সবচেয়ে বেশি আছে কোন গ্যাস?
উত্তর: অক্সিজেন
২৫। সোনা ভাল তড়িৎ পরিবাহক নয়– কথাটা ঠিক না ভুল?
উত্তর: ভুল
২৬। মানুষের মতো দেখতে রোবট আসিমো-র স্রষ্টা কোম্পানি কী বানিয়ে জগদ্বিখ্যাত?
উত্তর: গাড়ি
২৭। পরমাণু বোমার মূলে আছে নিউক্লীয় বিভাজন নাকি সংযোজন?
উত্তর: বিভাজন
২৮। বিখ্যাত কম্পিউটার কোম্পানি আইবিএম-এর পুরো নাম কী?
উত্তর: ইন্টারন্যাশনাল বিজ়নেস মেশিন্‌স
২৯। কার সঙ্গে যৌথ ভাবে ‘মাইক্রোসফট’ কোম্পানি চালু করেছিলেন বিল গেটস?
উত্তর: পল অ্যালেন
৩০। রোবোটিক্সের তিনটি সূত্র লিখেছিলেন কোন কল্পবিজ্ঞান লেখক?
উত্তর: আইজ়াক আসিমভ
৩১। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের ফলে আলোর গতিপথ পাল্টানোকে কী বলে?
উত্তর: প্রতিসরণ (রিফ্র্যাকশন)
৩২। আতশকাচে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?
উত্তর: উত্তল (কনভেক্স)
৩৩। ব্রহ্মাণ্ডের জন্মরহস্য উদ্‌ঘাটনের সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব কোনটি?
উত্তর: বিগ ব্যাং থিয়োরি
৩৪। সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ এলে কোন গ্রহণ দেখতে পাই?
উত্তর: সূর্য গ্রহণ
৩৫। যে বাতাসে আমরা শ্বাস নিই, তাতে সবচেয়ে বেশি পরিমাণে আছে কোন গ্যাস?
উত্তর: নাইট্রোজেন
৩৬। স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এক মাত্র কোন ধাতু?
উত্তর: পারদ
৩৭। যে বাতাসে শ্বাস নিই, তাতে নাইট্রোজেন আর অক্সিজেনের পরেই সবচেয়ে বেশি আছে কোন গ্যাস?
উত্তর: আর্গন
৩৮। ব্রহ্মাণ্ডে চতুর্থ স্থানে সবচেয়ে বেশি পরিমাণে আছে কোন মৌল?
উত্তর: কার্বন
৩৯। মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশের নাম কী?
উত্তর: গুরুমস্তিষ্ক (সেরেব্রাম)
৪০। চোখের মণি দিয়ে কতটা আলো ভিতরে ঢুকবে, তা নিয়ন্ত্রণ করে চোখের কোন অংশ?
উত্তর: আইরিস
৪১। ত্বক ও চুলের রঙের জন্য দায়ী পদার্থের নাম কী?
উত্তর: মেলানিন
৪২। মানুষের দেহের সবচেয়ে বড় অঙ্গ (অরগ্যান) কোনটি?
উত্তর: ত্বক
৪৩। জিভে থাকা কোন জিনিসগুলোর জন্য আমরা খাদ্যবস্তুর স্বাদ বুঝতে পারি?
উত্তর: স্বাদকোরক
৪৪। দেহের ভারসাম্য রক্ষার জন্য কান জরুরি– ঠিক না ভুল?
উত্তর: ঠিক
৪৫। সাধারণ সর্দি-কাশির জন্য দায়ী ভাইরাস– ঠিক না ভুল? 
উত্তর: ঠিক
৪৫। ব্যাক্টেরিয়া সংক্রমণ সারাতে পারে যে ওষুধগুলো, তাদের কী বলা হয়?
উত্তর: অ্যান্টিবায়োটিক
৪৬। সূর্যালোক থেকে গাছ খাবার তৈরি করে কোন পদ্ধতিতে?
উত্তর: সালোকসংশ্লেষ (ফোটোসিন্থেসিস)
৪৭। কোনও প্রজাতির সমস্ত সদস্যের মৃত্যুর ঘটনাকে কী নাম দেওয়া হয়?
উত্তর: বিলুপ্তি (এক্সটিংশন)
৪৮। শব্দ কোথায় বেশি দ্রুত চলাচল করে– বাতাস না জলে?
উত্তর: জলে
৪৯। জলের কঠিন দশার নাম কী?
উত্তর: বরফ
৫০। জল ছাড়া সাধারণ, স্বাভাবিক মানুষ কয়েক দিন বাঁচতে পারে, নাকি কয়েক সপ্তাহ?
উত্তর: কয়েক দিন
৫১। নিম্বাস, কিউমুলাস ও স্ট্রেটাস– এরা কিসের প্রকারভেদ?
উত্তর: মেঘ
৫২। পৃথিবীর মহাসমুদ্রগুলোর মধ্যে গভীরতম অঞ্চলটির নাম কী?
উত্তর: মারিয়ানা খাত
৫৩। বরফ জলে ডুবে যায়– ঠিক না ভুল?
উত্তর: ভুল
৫৪। ব্যাটারি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে– ঠিক না ভুল?
উত্তর: ঠিক
৫৫। বৈদ্যুতিক বাল্‌বের ভিতরের তারকে কী বলা হয়?
উত্তর: ফিলামেন্ট
৫৬। ব্যাটারিকে কম তাপমাত্রায় রাখলে তার আয়ু বাড়তে পারে– ঠিক না ভুল?
উত্তর: ঠিক
৫৭। কঠিনতম প্রাকৃতিক পদার্থ কোনটি?
উত্তর: হিরে
৫৮। মানুষ ও শিম্পাঞ্জির ডিএনএ-র মিল প্রায় কতটা?
উত্তর: ৯৮ শতাংশ
৫৯। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে?
উত্তর: ৮ মিনিট
৬০। সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল এক দেখায় কোন তাপমাত্রায়?
উত্তর: মাইনাস ৪০ ডিগ্রি
৬১। প্রাচীন গ্রিক দার্শনিকের নামে যে শপথ ডাক্তারদের আজও নিতে হয়, তার নাম কী?
উত্তর: হিপোক্রেটিক ওথ
৬২। কোন অ্যাপোলো মিশনে প্রথম বার একটি চন্দ্রযান পাঠানো হয়েছিল?
উত্তর: অ্যাপোলো ১৫
৬৩। অক্টোপাসের কতগুলো মস্তিষ্ক আর কতগুলো হৃৎপিণ্ড?
উত্তর: ৯ আর ৩
৬৪। পর্যায় সারণি (পিরিয়ডিক টেবিল)-তে ইংরেজির এক মাত্র কোন অক্ষরটি নেই?
উত্তর: জে (J)
৬৫। স্থলে দ্রুততম প্রাণীর নাম কী?
উত্তর: চিতা
৬৬। বজ্রপাতের তাপমাত্রা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার চেয়ে বেশি– ঠিক না ভুল?
উত্তর: ঠিক
৬৭। মানুষের শরীরের ক্ষুদ্রতম হাড় কোথায় থাকে?
উত্তর: কানে
৬৮। হাঙরের দেহে হাড় কতগুলো?
উত্তর: শূন্য
৬৯। ইউএসবি-র পুরো নাম কী?
উত্তর: ইউনিভার্সাল সিরিয়াল বাস (Universal Serial Bus)
৭০। মানুষের শরীরের সবচেয়ে ভারী অঙ্গ (অর্গ্যান) কোনটি?
উত্তর: যকৃৎ (লিভার)
৭১। মানুষের ক্ষেত্রে বিরলতম রক্তের গ্রুপ কোনটি?
উত্তর: এবি নেগেটিভ
৭২। কোন ধাতু সবচেয়ে ভাল তড়িৎ পরিবহন করে?
উত্তর: রুপো
৭৩। কোন ছোঁয়াচে রোগের মোকাবিলায় মানুষ প্রথম টিকা বানিয়েছিল?
উত্তর: গুটিবসন্ত (স্মলপক্স)
৭৪। আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়?
উত্তর: আতোয়াঁ ল্যাভয়সিয়ের
৭৫। পৃথিবীকে ঘিরে থাকা বিভিন্ন গ্যাসের স্তরকে একত্রে কী বলে?
উত্তর: বায়ুমণ্ডল
৭৬। উদ্ভিদ, প্রাণী, ব্যাক্টেরিয়া না ছত্রাক– পাউরুটির উপকরণ ইস্ট আসলে কী?
উত্তর: ছত্রাক
৭৭। ডায়াবিটিসের জন্য দায়ী দেহের কোন যন্ত্র?
উত্তর: অগ্ন্যাশয় (প্যাংক্রিয়াস)
৭৮। কাণ্ড না মূল– আলু আসলে গাছের কী?
উত্তর: কাণ্ড
৭৯। ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি আছে কোন রাসায়নিক মৌল?
উত্তর: হাইড্রোজেন
৮০। ব্যাঙের ছাতা সম্পর্কে লেখাপড়াকে কী বলে?
উত্তর: মাইকোলজি
৮১। বেশি তাড়াতাড়ি বরফে পরিণত হয় কোনটি– গরম জল না ঠান্ডা জল?
উত্তর: গরম জল
৮২। কোন একটি মাত্র গ্রহ ঘড়ির কাঁটার দিকে নিজের অক্ষের চার দিকে ঘোরে?
উত্তর: শুক্র
৮৩। পিতলের রং খারাপ হয়ে যায় বাতাসে উপস্থিত কোন গ্যাসের জন্য?
উত্তর: হাইড্রোজেন সালফাইড
৮৪। বৈদ্যুতিক বাল‌্‌বের ভিতর সাধারণত কোন গ্যাস ভরা হয়?
উত্তর: নাইট্রোজেন
৮৫। প্রত্যেক অ্যাসিডে কোন মৌলটি থাকবেই?
উত্তর: হাইড্রোজেন
৮৬। নন স্টিক বাসনের গায়ে কিসের আবরণ দেওয়া থাকে?
উত্তর: টেফ্লন
৮৭। বাতাসে রাখলে আগুন না ধরে যায়, এই ভয়ে সোডিয়ামকে কিসে ডুবিয়ে রাখা হয়?
উত্তর: কেরোসিন
৮৮। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কী?
উত্তর: নাইট্রাস অক্সাইড
৮৯। আতশবাজির সবুজ রং কোন মৌলের উপস্থিতির কারণে হয়?
উত্তর: বেরিয়াম
৯০। সাদা, কালো না সাতরঙা রামধনু– সব রং মেশালে কোন রংটা পাব?
উত্তর: সাদা
৯১। আইফেল টাওয়ারের উচ্চতা শীতকালের চেয়ে গরমকালে বেশি– ঠিক না ভুল?
উত্তর: ঠিক
৯২। চাঁদে গিয়ে একই উচ্চতা থেকে পাখির একটা পালক আর একটা ক্রিকেট বল ফেললে কে আগে চাঁদের মাটি ছোঁবে?
উত্তর: দু’জনেই একই সময় চাঁদের মাটিতে পড়বে
৯৩। লাল আর সবুজ আলো মেশালে কোন রঙের আলো পাব?
উত্তর: হলুদ
৯৪। কোনও বস্তুর উপর বল প্রয়োগ করতে গেলে তাকে স্পর্শ করতেই হয়– ঠিক না ভুল?
উত্তর: ভুল। (চুম্বকের কথাই ভেবে দেখো না কেন!)
৯৫। উদ্ভাবক টমাস আলভা এডিসনের নামে কতগুলো পেটেন্ট আছে?
উত্তর: ১০৯৩
৯৬। শরীরে রক্তসঞ্চালনের আবিষ্কারক কে?
উত্তর: উইলিয়াম হার্ভে
৯৭। চাঁদ কোন ধরনের তারা?
উত্তর: হলুদ বামন (ইয়েলো ডোয়ার্ফ)
৯৮। সালোকসংশ্লেষে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: রাসায়নিক শক্তি
৯৯। অবিকল পচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের?
উত্তর: হাইড্রোজেন সালফাইড
১০০। কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ছয়

খেলাধুলো


১। কোন শহরে সবচেয়ে বেশি গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আসর বসেছে? 
উত্তর: লন্ডন
২। ফ্রান্স, ব্রিটেন, সুইৎজ়ারল্যান্ড–গ্রীষ্মকালীন অলিম্পিক্সে এদের কী রেকর্ড রয়েছে? 
উত্তর: এই দেশগুলি প্রতিটি অলিম্পিক্সে অংশগ্রহণ করেছে
৩। এক মাত্র কোন দেশ প্রতি গ্রীষ্মকালীন অলিম্পিক্সে কমপক্ষে একটি করে স্বর্ণ পদক জিতেছে? 
উত্তর: ব্রিটেন
৪। মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট ছেলেদের থেকেও আগে শুরু হয়। কত সালে? 
উত্তর: ১৯৭৩ সালে
৫। ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়। ওই বছরই আরও একটি প্রতিযোগিতা শুরু হয়। তার নাম কী? 
উত্তর: কমনওয়েলথ গেমস
৬। মহিলা এবং পুরুষ দুই বিভাগে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে একমাত্র কোন দেশ? 
উত্তর: জার্মানি 
৭। সবচেয়ে বেশি কোন দেশ মহিলাদের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে? 
উত্তর: আমেরিকা
৮। এ বছর অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? 
উত্তর: স্পেন 
৯। এশিয়ার একমাত্র কোন দেশ মহিলাদের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে? 
উত্তর: জাপান
১০। একমাত্র কোন মহিলা খেলোয়াড় ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ খেলেছে? 
উত্তর: এলিস পেরি 
১১। মহিলাদের বিশ্বকাপ ফুটবল ফাইনালে হ্যাটট্রিক করার এক মাত্র কৃতিত্ব কার? 
উত্তর: কার্লি লয়েড
১২। প্রথম কোন মহিলা রেফারি পুরুষদের বিশ্বকাপ ফুটবল ম্যাচ পরিচালনা করেছেন? 
উত্তর: স্তেফানি ফ্রাপা
১৩। ফুটবল খেলায় ব্যবহৃত ভিএআর প্রযুক্তি-র পুরো নাম কি? 
উত্তর: ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি
১৪। এক মাত্র কোন রেফারি দুটো বিশ্বকাপ ফুটবল ফাইনাল পরিচালনা করেছেন? 
উত্তর: নেস্তোর পিতানা
১৫। কোন বিশ্বকাপ ফুটবল ফাইনালে সবচেয়ে বেশি গোল হয়েছে? 
উত্তর: ১৯৫৮, ব্রাজিল ও সুইডেনের খেলায়। 
১৬। অস্কার পুরস্কার কোন খেলায় প্রদান করা হয়? 
উত্তর: দাবা 
১৭। মহিলাদের দাবা খেলায় একসময়ের এক নম্বর খেলোয়াড় জুডিথ পোলগার কোন দেশের? 
উত্তর: হাঙ্গেরি
১৮। কোন মহিলা অলিম্পিক্সে সবচেয়ে বেশি পদকের অধিকারী? 
উত্তর: ল্যারিসা লাটিনিনা
১৯। সবচেয়ে কমবয়সি মহিলা গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর নাম কী? 
উত্তর: মার্টিনা হিঙ্গিস
২০। মার্গারেট কোর্ট কোন দেশের টেনিস খেলোয়াড়? 
উত্তর: অস্ট্রেলিয়া
২১। ফ্লাশিং মেডোজ়ে খেলা হয় কোন বিখ্যাত টেনিস টুর্নামেন্ট? 
উত্তর: ইউ এস ওপেন
২২। টেনিস খেলায় কেরিয়ার স্ল্যাম বলতে কী বোঝায়? 
উত্তর: প্রধান চারটি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী হলে 
২৩। এক বছরে চারটি প্রধান গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিক্সে স্বর্ণ পদক জিতেছে কোন টেনিস খেলোয়াড়? 
উত্তর: স্টেফি গ্রাফ 
২৪। একটি টেনিস ম্যাচ সবচেয়ে বেশি প্রায় ১২ ঘণ্টা ধরে চলেছিল কাদের মধ্যে? 
উত্তর: নিকোলাস মাহুট ও জন ইজ়নার
২৫। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতেছেন কোন টেনিস খেলোয়াড়? 
উত্তর: রাফায়েল নাদাল ও মার্গারেট কোর্ট
২৬। সবচেয়ে বেশি টেনিস ম্যাচ জিতেছেন কোন খেলোয়াড়? 
উত্তর: জিমি কনর্স
২৭। মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট বেশি বার জিতেছে কোন দেশ? 
উত্তর: অস্ট্রেলিয়া
২৮। বিশ্বকাপ ফুটবল খেলায় তিনটি ভিন্ন দেশের হয়ে খেলেছেন এক মাত্র খেলোয়াড় কে? 
উত্তর: দেয়ান স্তানকোভিচ
২৯। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে এক মাত্র কোন খেলোয়াড় দু’বার সেরা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেছে? 
উত্তর: বিরাট কোহলি
৩০। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি কার দখলে? 
উত্তর: রজার মিল্লা (ক্যামেরুন)
৩১। জয়পুর পিঙ্ক প্যান্থার, বেঙ্গালুরু বুলস, ইউ মুম্বা, বেঙ্গল ওয়ারিয়ার্স, পুনেরি পল্টন, এইসব দল কোন খেলায় যুক্ত? 
উত্তর: প্রো কবাডি
৩২। ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব কোন বোলারের? 
উত্তর: ওয়াকার ইউনুস
৩৩। এই প্রথম কোনও মহিলা ক্রীড়াবিদ ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন। কে তিনি? 
উত্তর: পি টি ঊষা
৩৪। মহিলা বিশ্বকাপ ক্রিকেটে একটি ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান কার দখলে? 
উত্তর: বেলিন্ডা ক্লার্ক
৩৫। মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট লাভ করেছে কোন খেলোয়াড়? 
উত্তর: ঝুলন গোস্বামী
৩৬। সিমোন বাইলস কোন দেশের জিমন্যাস্ট? 
উত্তর: আমেরিকা
৩৭। ২০২০ টোকিয়ো অলিম্পিক্সে ১০০ মিটার দৌড়ে কে স্বর্ণ পদক জয় করেছে? 
উত্তর: মার্সেল জেকব 
৩৮। বর্তমানে পুরুষদের পোল ভল্ট বিশ্বরেকর্ড কার দখলে? 
উত্তর: আর্মান্দ দুপ্লান্তিস
৩৯। এ বছর ভারতের হয়ে অলিম্পিক্সে কোন মহিলা গল্ফার চতুর্থ স্থান দখল করেছে? 
উত্তর: অদিতি অশোক
৪০। ভারতের হয়ে প্রথম কোন প্যারালিম্পিক্স খেলোয়াড় স্বর্ণ পদক জয় করেছে? 
উত্তর: মুরলীকান্ত পেটকর
৪১। ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ বলা হয় কোন কিংবদন্তি বক্সারকে? 
উত্তর: মহম্মদ আলি 
৪২। প্রতি বছর অস্ট্রেলিয়ায় বড়দিনের পর দিন যে টেস্ট ম্যাচ হয়, সেটি কী নামে পরিচিত? 
উত্তর: বক্সিং ডে টেস্ট
৪৩। কোন ক্রিকেটার ভারত ও ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেছে? 
উত্তর: ইফতিখার আলি খান পটৌডি
৪৪। ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন কোন ব্যাটসম্যান? 
উত্তর: ওয়াসিম জাফর
৪৫। রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারের নাম কী? 
উত্তর: রাজিন্দর গোয়েল
৪৬। রঞ্জি ট্রফির ইতিহাসে একটি ইনিংসে সেরা বোলিং রেকর্ড কার দখলে? 
উত্তর: প্রেমাংশু চট্টোপাধ্যায়
৪৬। প্রথম ভারতীয় যিনি ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি করেছেন? 
উত্তর: কপিল দেব
৪৭। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান কোন খেলোয়াড়ের? 
উত্তর: ব্রায়ান লারা
৪৮। জিম লেকার, অনিল কুম্বলে, আজাজ পটেল– টেস্ট ক্রিকেটে এঁদের মধ্যে কী মিল আছে? 
উত্তর: এঁরা সকলে এক ইনিংসে দশটি করে উইকেট নিয়েছেন
৪৯। সবচেয়ে বেশি বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে কোন দল? 
উত্তর: রিয়াল মাদ্রিদ
৫০। সবচেয়ে কম বলে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন কে? 
উত্তর: নাথান অ্যাসল
৫১। বেসবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? 
উত্তর: ৯ জন 
৫২। ক্যালকাটা কাপ কোন খেলায় দেওয়া হয়? 
উত্তর: রাগবি 
৫৩। ‘দ্য জেন্টলম্যান সিঙ্গল হ্যান্ডেড চ্যাম্পিয়নশিপ অফ দ্য ওয়ার্ল্ড’ কোন ট্রফির কথা বোঝায়? 
উত্তর: উইম্বলডন টেনিস
৫৪। সিসিলিয়ান ডিফেন্স কোন খেলার সঙ্গে যুক্ত? 
উত্তর: দাবা 
৫৫। কোন ফুটবলার যিনি প্রথম অর্জুন পুরস্কার লাভ করেন? 
উত্তর: প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়
৫৬। একমাত্র কোন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে ৫০০০ রান ও ৪০০ উইকেট পাওয়ার বিরল কৃতিত্বের অধিকারী? 
উত্তর: কপিল দেব
৫৭। একমাত্র কোন টেনিস খেলোয়াড় দু’বার একই বছরে সব ক’টি গ্র্যান্ড স্ল্যাম জয় করার কৃতিত্ব অর্জন করেন? 
উত্তর: রড লেভার
৫৮। আইপিএল ক্রিকেট খেলায় সবচেয়ে বেশি বার ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর পুরস্কার লাভ করেন কে? 
উত্তর: এ বি ডিভিলিয়ার্স
৫৯। টেস্ট ক্রিকেটে একদিনে সবচেয়ে বেশি রান করেছে কোন দল? 
উত্তর: ইংল্যান্ড 
৬০। ভারত কেশরী ট্রফি কোন খেলায় দেওয়া হয়? 
উত্তর: কুস্তি
৬১। খৈতান ট্রফি কোন খেলায় দেওয়া হয়? 
উত্তর: দাবা
৬২। আগা খান কাপ কোন খেলায় দেওয়া হয়? 
উত্তর: হকি
৬৩। এজ়রা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? 
উত্তর: পোলো
৬৪। মালয়েশিয়ান ওপেন কোন খেলার সঙ্গে যুক্ত? 
উত্তর: ব্যাডমিন্টন
৬৫। রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? 
উত্তর: ফুটবল
৬৬। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? 
উত্তর: টেনিস
৬৭। কানাডা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? 
উত্তর: আইস হকি
৬৮। টেবিল টেনিস খেলার মোৎজ়ার্ট বলা হয় কোন খেলোয়াড়কে? 
উত্তর: ইয়্যান-ওভ ওয়াল্দনার
৬৯। এ বছর কমনওয়েলথ গেমসে কোন বাঙালি ভারোত্তোলক ৭৩ কেজি বিভাগে সোনার পদক জয় করল? 
উত্তর: অচিন্ত্য শিউলি
৭০। প্রথম কোন ভারতীয় বক্সার কমনওয়েলথ গেমসে সোনার পদক জয় করেছেন? 
উত্তর: মহম্মদ আলি কামার
৭১। প্রকাশ পাদুকোন কোন খেলার সঙ্গে যুক্ত? 
উত্তর: ব্যাডমিন্টন
৭২। ব্যাডমিন্টন খেলায় সুপার ডান নামে পরিচিত কোন খেলোয়াড়? 
উত্তর: লিন ডান (চিন) 
৭৩। সবচেয়ে কম সময়ে সমাপ্ত ব্যাডমিন্টন ম্যাচের রেকর্ডটি কাদের দখলে? 
উত্তর: রা কিউং-মিন, জুলিয়া মান 
৭৪। উবর কাপ কী?
উত্তর: মেয়েদের একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 
৭৫। প্রথম শীতকালীন অলিম্পিক্স গেমস কবে কোথায় শুরু হয়েছিল? 
উত্তর: ফ্রান্স (১৯২৪) 
৭৬। শীতকালীন অলিম্পিক্সে সবচেয়ে বেশি পদক জিতেছে কোন দেশ? 
উত্তর: নরওয়ে
৭৭। কোন ভারতীয় খেলোয়াড় আইপিএল ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন? 
উত্তর: মনীশ পান্ডে
৭৮। সব ক’টি গ্রীষ্মকালীন অলিম্পিক্সে অংশগ্রহণ করেছে কোন কোন দেশ? 
উত্তর: অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইৎজ়ারল্যান্ড, গ্রেট ব্রিটেন, গ্রিস
৭৯। কোন শহরে একমাত্র দুই ধরনের অলিম্পিক গেম আয়োজিত হয়েছে? 
উত্তর: বেজিং
৮০। সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, যারা এখনও অলিম্পিক্সে পদক জয় করতে পারেনি, কোন দেশ? 
উত্তর: বাংলাদেশ
৮১। ১৯৮০ সালে মুম্বইতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় দিনের টেস্ট ম্যাচ কোন প্রাকৃতিক কারণে বন্ধ ছিল? 
উত্তর: পূর্ণগ্রাস সূর্য গ্রহণের জন্য
৮২। একমাত্র কোন ভারতীয় টেনিস খেলোয়াড় অলিম্পিক্সে সিঙ্গল ইভেন্টে পদক জয় করতে পেরেছেন? 
উত্তর: লিয়েন্ডার পেজ 
৮৩। অলিম্পিক্সে ‘আর ও টি’ দলে অংশগ্রহণ করে কোন খেলোয়াড়রা? 
উত্তর: রিফিউজি অলিম্পিক টিম (উদ্বাস্তুদের নিয়ে গঠিত)
৮৪। কোন ফুটবলার বিশ্বকাপ চলাকালীন রিজ়ার্ভ বেঞ্চে বসে লাল কার্ড দেখেছিলেন? 
উত্তর: ক্লদিও ক্যানিজিয়া
৮৫। ভারতের হয়ে শততম ব্যাটসম্যান হিসেবে কোন খেলোয়াড় সেঞ্চুরি করেছেন? 
উত্তর: দীপক হুডা 
৮৬। কোন অস্ট্রেলীয় সাঁতারুকে ‘থর্পেডো’ নামে ডাকা হয়? 
উত্তর: ইয়ান থর্প 
৮৭। শেলি-অ্যান-ফ্রেজ়ার-প্রাইস কোন দেশের বিখ্যাত অ্যাথলিট? 
উত্তর: জামাইকা
৮৮। ওডিআই ক্রিকেটে একটি ম্যাচে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড কার দখলে? 
উত্তর: ইয়ন মর্গান
৮৯। ম্যাচ পিছু গোল হিসেবে সবচেয়ে বেশি গোল হয়েছে কোন ফুটবল বিশ্বকাপে? 
উত্তর: ১৯৫৪ সালের বিশ্বকাপ
৯০। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড কার দখলে? 
উত্তর: যুবরাজ সিংহ
৯১। কোন ভারতীয় পুরুষ টেনিস খেলোয়াড় প্রথম উইম্বলডন খেলায় সেমিফাইনালে উঠেছিলেন? 
উত্তর: রমানাথন কৃষ্ণন
৯২। কুইন্স বেরি রুলস কোন খেলার নিয়মকানুন? 
উত্তর: বক্সিং
৯৩। এশিয়ার প্রথম কোন শহরে অলিম্পিক্সের আসর বসেছিল? 
উত্তর: টোকিয়ো
৯৪। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিক্সে কেরল থেকে অনেক নারকেল গিয়েছিল কী কারণে? 
উত্তর: নারকেলের মালা দিয়ে গেমস ভিলেজে আইসক্রিম দেওয়া হত
৯৫। ‘অ্যাট দ্য ডাবল’– কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? 
উত্তর: রিচার্ড হ্যাডলি
৯৬। প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু যিনি গ্র্যান্ড মাস্টার নর্ম পেয়েছিলেন? 
উত্তর: সুব্বারামন বিজয়লক্ষ্মী
৯৭। প্রথম ভারতীয় যিনি উইম্বলডন খেলেছেন? 
উত্তর: বি কে নেহরু
৯৮। সান্দর ককসিস, জুস্ত ফঁতেঁ, গার্ড মুলার, গাব্রিয়েল বাতিস্তুতা– এঁদের মধ্যে বিশ্বকাপ ফুটবলে কী মিল আছে? 
উত্তর: এঁরা সকলে দু’টি করে হ্যাটট্রিক করেছেন
৯৯। গ্রেকো রোমান স্টাইল কোন খেলার একটি নিয়ম? 
উত্তর: কুস্তি
১০০। অলিম্পিক ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে বেশি তিন বার করে চ্যাম্পিয়ন হয়েছে কোন দু’টি দেশ? 
উত্তর: হাঙ্গেরি ও ব্রিটেন

পাঁচমিশালি


১। ২০২১ সালের আইপিএল ম্যাচের ফাইনাল কোন শহরে হয়েছিল?
উত্তর: দুবাই
২। কোন গল্পে ফেলুদাকে প্রথম ভিজ়িটিং কার্ড ব্যবহার করতে দেখা যায়?
উত্তর: কৈলাস চৌধুরীর পাথর
৩। ভারতের কোন রাজ্য স্বাধীনতার আগে রাজপুতানা নামে পরিচিত ছিল?
উত্তর: রাজস্থান
৪। হাওয়ামহল কোন শহরে অবস্থিত?
উত্তর: জয়পুর
৫। জরাসন্ধ কার ছদ্মনাম?
উত্তর: চারুচন্দ্র চক্রবর্তী
৬। অশোকচক্রের অর বা স্পোকের সংখ্যা কত?
উত্তর: চব্বিশ
৭। রাজা হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন?
 উত্তর: বাণভট্ট
৮। কোন বিখ্যাত মনীষীর জন্মদিনে জাতীয় যুব দিবস পালিত হয়?
উত্তর: স্বামী বিবেকানন্দ
৯। কোন প্রাক্তন ভারতীয় অ্যাথলিট পায়োলি এক্সপ্রেস নামে পরিচিত?
উত্তর: পি টি ঊষা
১০। ‘নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া’ নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: সরোজিনী নাইডু
১১। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
উত্তর: ২৮ ফেব্রুয়ারি
১২। FAO-এর পুরো কথা কী?
উত্তর: ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজ়েশন
১৩। ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কবে প্রথম শুরু হয়?
উত্তর: ১৮৮৮ সালে
১৪। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তর: ১৭৬০ সালে
১৫। কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: মধ্যপ্রদেশ
১৬। লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উত্তর: ৫৪৩ জন
১৭। কোন গাছের পাতা থেকে তৈরি হয় শঙ্কুর মিরাকিউরল বড়ি?
উত্তর: স্বর্ণপর্ণী গাছ
১৮। কলকাতার কোন বিখ্যাত মার্কেটের পুরনো নাম ছিল হগ মার্কেট?
উত্তর: নিউ মার্কেট
১৯। মহাকাব্য অনুযায়ী নকুলের মায়ের নাম কী ছিল?
উত্তর: মাদ্রী
২০। ২০০০ সালের সিডনি অলিম্পিক্সে প্রথম কোন ভারতীয় মহিলা মেডেল পেয়েছিলেন?
উত্তর: কার্নম মালেশ্বরী
২১। লেখক ও হেনরি-র আসল নাম কী?
উত্তর: উইলিয়াম সিডনি পোর্টার
২২। মানব দেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ কোনটি?
উত্তর: যকৃৎ
২৩। ভাকরা-নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তর: শতদ্রু
২৪। কোন বিখ্যাত দার্শনিক ছিলেন আলেকজ়ান্ডার দ্য গ্রেট-এর শিক্ষক?
উত্তর: অ্যারিস্টটল
২৫। ভারতের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল কোনটি?
উত্তর: হাতি
২৬। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উত্তর: এঞ্জেল জলপ্রপাত
২৭। নাটো (NATO)-র পুরো কথা কী?
উত্তর: নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন
২৮। ভেনেজ়ুয়েলার মুদ্রার নাম কী?
উত্তর: বলিভার
২৯। ৬ অগস্ট ১৯৪৫ সালে হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার নাম কী?
উত্তর: লিটল বয়
৩০।ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজ়েশন (WHO) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৮ সালে
৩১। অস্টিয়োলজি কোন বিষয় নিয়ে লেখাপড়াকে বলা হয়?
উত্তর: হাড়
৩২। ১৯২১ সালে মুখার্জি কমিটি কিসের জন্য গঠন করা হয়?
উত্তর: হাওড়া ব্রিজ বানানোর জন্য
৩৩। উত্তরপ্রদেশ দিবস পালিত হয় কবে?
উত্তর: ২৪ জানুয়ারি
৩১। ভারতের মেট্রোম্যান কাকে বলা হয়?
উত্তর: ই শ্রীধরণ
৩২। হুগলির খানাকুলে কোন বিখ্যাত বাঙালি জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর: রামমোহন রায়
৩৩। মানবদেহের এক মাত্র কোন অঙ্গ জলে ভাসে?
উত্তর: ফুসফুস
৩৪। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
উত্তর: জাতীয় সড়ক ৪৪
৩৫। ভারতের ‘ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’ কার নামে নামাঙ্কিত?
উত্তর: তেনজিং নোরগে
৩৬। নরেন্দ্রনাথ দত্ত সন্ন্যাস গ্রহণের পর কী নাম গ্রহণ করেন?
উত্তর: স্বামী বিবিদিষানন্দ
৩৭। পোটালা প্রাসাদ কোন ধর্মগুরুর বিশ্রামস্থল?
উত্তর: দলাই লামা
৩৮। সন্তোষ ট্রফি এবং রঞ্জি ট্রফি দুটোতেই বাংলার অধিনায়কত্ব করেছেন কোন বিখ্যাত খেলোয়াড়?
উত্তর: চুনী গোস্বামী
৩৯। মানব দেহের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি?
উত্তর: ত্বক
৪০। ‘গ্রানাইট সিটি’ কোথায় অবস্থিত?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের ইলিনয়
৪১। ন্যাশনাল বায়োডাইভারসিটি অথরিটির হেড কোয়ার্টারস কোথায় অবস্থিত?
উত্তর: চেন্নাই
৪২। আধুনিক ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?
উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ
৪৩। মধ্যপ্রদেশের গঙ্গা বলা হয় কোন নদীকে?
উত্তর: বেতোয়া নদীকে
৪৪। ভারতের কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রধান প্রবেশ দ্বারের নাম বুলন্দ দরওয়াজা?
উত্তর: ফতেপুর সিক্রি
৪৫। ১৯৯৯ সালে টাইম ম্যাগাজ়িন কোন বিখ্যাত ব্যক্তিত্বকে ‘পার্সন অফ দ্য সেঞ্চুরি’ ঘোষণা করে?
উত্তর: আলবার্ট আইনস্টাইন
৪৬। নটিংহ্যামের বিখ্যাত শেরউড জঙ্গলের সঙ্গে কোন কাল্পনিক চরিত্রের নাম জড়িয়ে আছে?
উত্তর: রবিন হুড
৪৭। প্রথম অভারতীয় নাগরিক হিসেবে ভারতরত্ন কে পেয়েছিলেন?
উত্তর: খান আব্দুল গফফর খান
৪৮। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?
উত্তর: জি ভি মাভলঙ্কার
৪৯। সবচেয়ে বেশি অনূদিত হওয়া বই কোনটি?
উত্তর: বাইবেল
৫০। এক মাত্র সংস্থা হিসেবে তিন বার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে কোন সংস্থা?
উত্তর: আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা
৫১। আমেরিকার দক্ষিণ ডাকোটা প্রদেশে অবস্থিত কোন পর্বতে চার জন প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্টের মুখ খোদাই করা আছে?
উত্তর: মাউন্ট রাশমোর
৫২। কবি কুসুমকুমারী দাশের বিখ্যাত পুত্রের নাম কী?
উত্তর: জীবনানন্দ দাশ
৫৩। পৃথিবীতে কোন লেখকের বই সবচেয়ে বেশি অনূদিত হয়েছে?
উত্তর: আগাথা ক্রিস্টি
৫৪। কোন প্রাচীন চাইনিজ় প্রথার আক্ষরিক অর্থ বায়ু এবং জল?
উত্তর: ফেং শুই
৫৫। গ্রিসের কোন সুপ্রাচীন স্থাপত্যে রক্ষিত পূতাগ্নির সাহায্যে অলিম্পিক টর্চ প্রজ্বলিত করা হয়?
উত্তর: অলিম্পিয়ায় দেবী হেরার মন্দিরের
৫৬। কোন কাল্পনিক চরিত্রের ঠিকানায় প্রেরিত চিঠি পাঠাতে পোস্ট কোড হিসেবে কানাডার পোস্ট অফিসগুলি ‘H0H0H0’ ব্যবহার করে?
উত্তর: সান্তা ক্লজ়
৫৭। ভারতে আগমনকারী প্রথম আমেরিকার প্রেসিডেন্ট কে?
উত্তর: ডোয়াইট আইজেনহাওয়ার
৫৮। কোন বিখ্যাত পদার্থবিদ প্রথম কলিঙ্গ পুরস্কারে ভূষিত হন?
উত্তর: লুইস ডি ব্রগলি
৫৯। গড’স ওন কান্ট্রি কাকে বলা হয়?
উত্তর: কেরল
৬০। ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৬১। পার্সিদের ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: জেন্দ আবেস্তা
৬২। বুদ্ধচরিতের রচয়িতা কে?
উত্তর: অশ্বঘোষ
৬৩। মৌমাছি কার ছদ্মনাম?
উত্তর: বিমল ঘোষ
৬৪। রবীন্দ্রনাথ ইন্দিরা গান্ধীর কী নামকরণ করেছিলেন?
উত্তর: প্রিয়দর্শিনী
৬৫। রানা প্রতাপসিংহের ঘোড়ার নাম কী ছিল?
উত্তর: চেতক
৬৬। সুগ্রীব কোথাকার রাজা ছিল?
উত্তর: কিষ্কিন্ধ্যা
৬৭। হনুমানের মায়ের নাম কী?
উত্তর: অঞ্জনা
৬৮। মিয়ানমারের রাজধানীর নাম কী?
উত্তর: নেপিডো
৬৯। ১৮৩০ সালে কলকাতায় প্রতিষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলি’স ইনস্টিটিউশনের বর্তমান নাম কী?
উত্তর: স্কটিশ চার্চ কলেজ
৭০। এফআইআর-এর পুরো কথা কী?
উত্তর: ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট
৭১। দ্রৌপদীর আর-এক নাম যাজ্ঞসেনী কেন?
উত্তর: যজ্ঞের আগুন থেকে উদ্ভূতা বলে
৭২। উচ্চৈঃশ্রবা কার নাম?
উত্তর: ইন্দ্রের ঘোড়া
৭৩। রবীন্দ্রনাথের স্নেহধন্য এই মানুষটি বাংলা সাহিত্যে প্রথম দিকের কল্পবিজ্ঞান কাহিনি লেখেন। কে ইনি?
উত্তর: জগদানন্দ রায়
৭৪। কোন বিখ্যাত বিজ্ঞানীর লেখা কল্পবিজ্ঞান কাহিনি কুন্তলীন পুরস্কার পেয়েছিল?
উত্তর: জগদীশচন্দ্র বসু
৭৫। লুইস ক্যারলের বিখ্যাত বই অনুসরণে হেমেন্দ্রকুমার রায় কোন বইটি রচনা করেন?
উত্তর: আজব দেশে অমলা
৭৬। একমাত্র কোন মার্কিন প্রেসিডেন্ট পুলিৎজ়ার পুরস্কার পেয়েছেন?
উত্তর: জন এফ কেনেডি
৭৭। গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কিসের প্রথম অধিবেশন হয়েছিল?
উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেসের
৭৮। ১৯৫২ সালে ওয়াইজ়ম্যানের মৃত্যুর পর কোন বিখ্যাত বিজ্ঞানীকে ইজ়রায়েলের প্রেসিডেন্টের পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়?
উত্তর: আলবার্ট আইনস্টাইন
৭৯। এডওয়ার্ড লিয়রের লেখা পাঁচ লাইনের মজার কবিতাগুলোকে কী বলে?
উত্তর: লিমেরিক
৮০। কিংবদন্তি অনুসারে শ্রীলঙ্কার ‘টেম্পল অফ টুথ’-এ কোন বিখ্যাত ব্যক্তির দাঁত আছে?
উত্তর: গৌতম বুদ্ধ
৮১। পিঙ্গালি ভেঙ্কাইয়ার ডিজ়াইন করা এই বস্তুটির বর্তমান রূপ ২২ জুলাই, ১৯৪৭ সালে ভারতের গণপরিষদ দ্বারা গৃহীত হয়। কী সেই বস্তু?
উত্তর: ভারতের জাতীয় পতাকা
৮২। জেকব এবং ভিলহেলম যখন প্রথম এটি প্রকাশ করেন তখন এর নাম ছিল ‘Children’s and Household Tales’। বর্তমানে এটি কী নামে পরিচিত?
উত্তর: গ্রিমভাইদের রূপকথা (Grimms’ Fairy Tales)
৮৩। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর সমাধিস্থলের নাম ‘শক্তি স্থল’?
উত্তর: ইন্দিরা গান্ধী
৮৪। কোন বিখ্যাত লেখকের আসল নাম চার্লস লাটউইজ ডজসন?
উত্তর: লুইস ক্যারল
৮৫। কোন ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর নামের মানে ইনকাদের কথ্য ভাষাতে ‘প্রাচীন পাহাড়’?
উত্তর: মাচু পিকচু
৮৬। প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে চার বছর একলা কাটিয়েছিলেন আলেকজ়ান্ডার সেলকার্ক। এই ঘটনার ওপর ভিত্তি করে কোন বিখ্যাত বই লেখেন ড্যানিয়েল ডিফো?
উত্তর: রবিনসন ক্রুসো
৮৭। অতি জনপ্রিয় নাম্বার পাজ়ল সুদোকু-র স্রষ্টা কে?
উত্তর: মাকি কাজি
৮৮। প্রথম কোন বাঙালি সাহিত্যিক সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন, যদিও সেটি ছিল মরণোত্তর?
উত্তর: জীবনানন্দ দাশ
৮৯। ডগলাস এঙ্গেলবার্ট কী আবিষ্কার করে বিখ্যাত হয়েছিলেন?
উত্তর: কম্পিউটার মাউস
৯০। কোন বিখ্যাত নোবেল জয়ী নোবেলের অর্থে প্রতীচী ট্রাস্ট খুলেছিলেন?
উত্তর: অমর্ত্য সেন
৯১। প্রথম অস্কার জয়ী ভারতীয় কে?
উত্তর: ভানু আথাইয়া
৯২। ২০১৬ সালে দ্বিতীয় ব্যক্তি হিসেবে অস্কার এবং নোবেল দু’টি পুরস্কার পেয়েছেন বব ডিলান। প্রথম কে?
উত্তর: জর্জ বার্নার্ড শ
৯৩। সপ্তপদী কার লেখা?
উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৯৪। ভারতের প্রথম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: সেনেট অফ শ্রীরামপুর কলেজ (ইউনিভার্সিটি)
৯৫। মুদ্রারাক্ষস কার রচনা?
উত্তর: বিশাখদত্ত
৯৬। কলকাতার অন্যতম বিখ্যাত রাস্তা বিধান সরণির পূর্ব নাম কী ছিল?
উত্তর: কর্নওয়ালিস স্ট্রিট
৯৭। ১৯২২ সালের ৪ নভেম্বর প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার ভ্যালি অফ কিংসে কোন বিখ্যাত জিনিস আবিষ্কার করেন?
উত্তর: তুতেনখামেনের মমি
৯৮। তাসের দেশ নৃত্যনাট্যটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন?
উত্তর: সুভাষচন্দ্র বসু
৯৯। ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে?
উত্তর: সি কে নাইডু

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url