পশ্চিমবঙ্গের কিছু জরুরি পরিষেবা Help Line Number যেকোনো সময় কাজে লাগতে পারে

 


পশ্চিমবঙ্গের কিছু জরুরি পরিষেবা Help Line Number যেকোনো সময় কাজে লাগতে পারে

দক্ষিণ কলকাতার ফায়ার স্টেশনগুলির ফোন নম্বর (২)

১) আলিফনগর ফায়ার স্টেশন- ২৪০৯৩০৮২/ ২৭১০০০৯০
২) গার্ডেনরিচ ফায়ার স্টেশন- ২৪০৯৩০৮৩
৩) কোল বার্থ ফায়ার স্টেশন- ৮৪২০০৯৭৩৪৪
৪) ফায়ার স্টেশন হেডকোয়ার্টার- ২২৫২১১৬৫/৬১৬৪/৩১৭০/২২২৭৬৬৬৬

জরুরী প্রয়োজনে কাছে রাখুন হাসপাতালের নম্বর:

অনেক সময় জরুরী ভিত্তিতে প্রয়োজনে আসে হাসপাতালের যোগাযোগ নম্বর। তাই আমরা নিয়ে এলাম তালিকা-
এনআরএস হাসপাতাল-
০৩৩ ২২৮৬ ০০৩৩
০৩৩ ২৬৫ ৩২১৪
ক্যালকাটা মেডিকেল কলেজ-
০৩৩ ২২৫৫ ১৬২১
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউট
০৩৩ ২৪৭৬ ৫১০১
০৩৩ ২৩২৪ ৫০১১
নিজের পরিবার-বন্ধু ও অন্যের সাহাযার্থ্যে এই তথ্য শেয়ার করুন।

পশ্চিমবঙ্গের কিছু জরুরি পরিষেবার ফোন নম্বর:

‣ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম)- ১০০

‣ লালবাজার নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম)- ২২৩৫০২৩০, ২২১৫৫০০০, ০১

‣ পশ্চিমবঙ্গ পুলিশ- ২২২১৫৪১৫, ২২২১৫৪৮৬

‣ ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড (বিদ্যুৎ ভবন)- ২৩৫৯ ১৯১৫, ২৩৩৭ ১১৫০

‣ সিইএসসি গ্রাহক পরিষেবা

ফোন নং- ২৪৭৮ ৪৩০২/৪৮৮৮/৪৮৮৯

‣ ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন – ২৪১১৬৩৮২, ২৪১১৬৩৮৮


All West Bengal emergency helpline number

Emergency Number (WB) Number
Himachal se helpline number West Bengal 112
Government ambulance helpline West Bengal 108/102
Private ambulance helpline number West Bengal 9343180000/080-67335555
Police helpline number West Bengal 100
Fire helpline number West Bengal 101
Blood bank West Bengal 1910
Private Blood Bank helpline West Bengal 03324720333/03323232244
Women helpline number West Bengal 181/1091
Child helpline number West Bengal 1098
Railway helpline number West Bengal 1512
Electricity helpline number West Bengal 1912
Kisan helpline number West Bengal 18001801551/1551
AIDS helpline number West Bengal 1097
Air ambulance helpline number West Bengal 9343180000
City municipality helpline number West Bengal +913322661000


উত্তর ২৪ পরগনার কিছু গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্স নম্বর-

১) গোবিন্দ অ্যাম্বুলেন্স সার্ভিস (ব্যারাকপুর)- ০৭৯৪৭৪০০৭৭৩

২) জীবনদ্বীপ অ্যাম্বুলেন্স সার্ভিস (অশোকনগর)- ০৮০৪৫৭৮০৮১৩

৩) মা ভগবতী আশ্রম অ্যাম্বুলেন্স সার্ভিস (কাঁচরাপাড়া)- ০৯৩৩০৮২০৮৯০

৪) রাজিবুল অ্যাম্বুলেন্স সার্ভিস (চিনার পার্ক)- ০৭৯০৮৫৯৫৮৫১

৫) সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিস (খড়দা)- ০৯৮৩১৮৭৪৩৩৬


পশ্চিমবঙ্গে দমকল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলি:

১) ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার্স (এসপ্ল্যানেড)- ০৩৩২২৫২১১৬৫

২) গড়িয়াহাট ফায়ার স্টেশন (গোলপার্ক)- ০৩৩২৪৬৪২৮৪১

৩) ফায়ার ব্রিগেড সেক্টর ৫ (বিধাননগর)- ০৩৩২৩৫৭৫২৯৩

৪) আসানসোল ফায়ার ব্রিগেড (মুন্সী বাজার)- ০৩৪১২৩০৪৫০৬

৫) বালি ফায়ার স্টেশন (হাওড়া)- ০৩৩২৬৬৩৬১৫৭

৬) বারাসত ফায়ার স্টেশন (উত্তর ২৪ পরগনা)- ০৩৩২৫৪২৩৪৪৪


ব্লাড ব্যাঙ্কের ফোন নম্বর, বাঁচতে পারে কিছু প্রাণ

★ সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক- ৯৮৩১১৮৪৯৮৩, 

★ এসএসকেএম- ৯৩৩৯২০৭৮৪২, 

★ কলকাতা মেডিক্যাল কলেজ- ৯৪৩৩৭৩৭২৩৪, 

★ আরজি কর মেডিক্যাল কলেজ- ৯৮৩০০৭১৯৪৮, 

★ কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ- ৯৪৩৩২০৪৮২৩,

 ★ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ব্লাড ব্যাঙ্ক- ৯২৩১৮৫৬৬১৩, 

★ এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক- ৯৪৩৩১৩৫৫২৯, 

★ ইএসআই হাসপাতাল, মানিকতলা ব্লাড ব্যাঙ্ক- ০৩৩ ২৩৫৫ ৭২১৮।


পশ্চিমবঙ্গে দমকল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলি:

১) ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার্স (এসপ্ল্যানেড)- ০৩৩২২৫২১১৬৫

২) গড়িয়াহাট ফায়ার স্টেশন (গোলপার্ক)- ০৩৩২৪৬৪২৮৪১

৩) ফায়ার ব্রিগেড সেক্টর ৫ (বিধাননগর)- ০৩৩২৩৫৭৫২৯৩

৪) আসানসোল ফায়ার ব্রিগেড (মুন্সী বাজার)- ০৩৪১২৩০৪৫০৬

৫) বালি ফায়ার স্টেশন (হাওড়া)- ০৩৩২৬৬৩৬১৫৭

৬) বারাসত ফায়ার স্টেশন (উত্তর ২৪ পরগনা)- ০৩৩২৫৪২৩৪৪৪


পশ্চিমবঙ্গের যেসব মানুষগুলো বাস করেন তাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ এই লেখাটি কোন না কোন দিন আপনাদের ইমার্জেন্সি কিছু প্রয়োজন হতে থাকবে সেই সময় আপনারা গুরুত্বপূর্ণ হেল্পলাইন নাম্বার গুলো আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন উপরে সমস্ত পশ্চিমবঙ্গের ইমারজেন্সি হেল্পলাইন নাম্বার গুলো দেওয়া আছে আপনাদের যেটা যখন প্রয়োজন হবে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন।

 সম্পূর্ণ ফিতে এর মধ্যে সরকারি এবং বেসরকারি দুই সংস্থার নাম্বার দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারেন এবং এই নাম্বার গুলো আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও অনেক ইমারজেন্সি পরিস্থিতিতে সুবিধা গুলো ভোগ করতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url