সিনিওর মেয়ে বিয়ে করলে কি কি সুবিধা ও অসুবিধা গুলি পাওয়া যায়

 


সিনিওর মেয়ে বিয়ে করলে কি কি সুবিধা ও অসুবিধা গুলি পাওয়া যায়

আমরা অনেকেই বেশিরভাগ কম বয়সী মেয়েদেরকে বিয়ে করে থাকে কিন্তু আপনারা জানেন কি বেশি বয়সী মেয়েদের বিয়ে করলে সংসারে শান্তি এবং সারা জীবন আরাম উপভোগ করা যায় কারণ তারা অনেক বুঝে শুনে চলে কোন উল্টোপাল্টা কাজ করে না। এবং সব সময় সংসারে উন্নতি চেষ্টা করে থাকে।

একটু পড়ে দেখার অনুরোধ রইল, দেখুনঃ উঠতি বয়সের মেক্সিমাম ছেলে সমবয়সী থেকে সিনিয়র আপুদের প্রেমে পরে। এর কারন তার থেকে জুনিওর মেয়েদের চে সহপাঠী বা সিনিয়র মেয়েদের বডি স্ট্রাকচার আকর্ষণীয় থাকে যা এ বয়সে ছেলেদের মাথা নষ্ট করে দেয়।

সিনিওর মেয়ে বিয়ে করলে বেস কিছু সুবিধা ও অসুবিধা পাওয়া যায়।

সুবিধাঃ

১। সংসারের সকল দায়িত্ব নিয়ে আপনাকে টেনসান করতে হবেনা।

২। ডিসিশন পাওয়া খুব ইজি।

৩। কম ঝগরা হয়।

৪। এছাড়া আরো অনেক ফেসিলিটি আছে।

অসুবিধাঃ

১। সে আপনাকে কমান্ড করবে

২। আপনার আগে আপনার স্ত্রী যৌন ক্ষমতা হারাবে।

৩।বৃদ্ধ বয়সে অসুস্থ হলে স্ত্রি আপনাকে সাহায্য করবে। কিন্তু স্ত্রির বয়স বেসি হওয়ায় কাজ টা উলটা ঘটিবে।

৪। এছড়াও আরো অনেক অসুবিধা আছে।

পরিশেষে বলা যায়। এস ইউ ইউস। আমি নিজেই ৩ বসর সিনিওর মেয়ে কে বিয়ে করেছি। কারন মন কে মানাতে পারিনি। কথা আছে "প্রেমে পেত্নি ভাল" সেখানে আমরা তো পেত্নি না সিনিওর এক পরি বিয়ে করতে যাচ্ছি।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url