অষ্টম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর পিডিএফ -SarkariAlertment.Com

 অষ্টম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড -SarkariAlertment.Com



 2023 সালে যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যও বাংলা ব্যাকরণ এর সাজেশন তার আগে তাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের চ্যালেঞ্জটা নিতে প্রথম পৃষ্ঠা প্রযোজক কর্তা কাকে বলে উত্তর হলো কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে. 


করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে চলে আসবো দুই নাম্বার প্রশ্নের যুক্তি কাকে বলে কারক বিভক্তি কে শূন্য বিভক্তি কাকে বলে উত্তর বিভক্তি শব্দের পরিবর্তে তাদের নাম পদে পরিণত করে এবং অপ্রকাশিত থাকে তাকে বলা হয় শূন্য বিভক্তি আমার প্রশ্ন হল নিত্য সমাস কাকে বলে উত্তর হল যে সমাসে সমস্যমান পদ গুলি নিত্য বা সর্বদাই সমাসবদ্ধ থাকে কোন ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পথে প্রয়োজন হয় তাকে বলা হয় নিত্য সমাস পাঁচ নাম্বার প্রশ্নের প্রশ্ন হল নির্দেশক বাক্যের একটি উদাহরণ হল বর্ষাকালে বৃষ্টি হয় তোমাদের সুবিধার্থে বলি আমি কিন্তু অলরেডি বাংলা ব্যাকরণ ক্লাস করে দিয়েছি তোমাদের বাক্য কারক সমাস সম্পূর্ণটাই এবং প্রচুর উদাহরণ সহযোগে বুঝিয়ে দিয়ে.


 তোমরা যারা যারা ডিটেইলস ক্লাস করতে চাও ডিসক্রিপশন লিংক থাকবে তার সাথে তোমরা আমাদের চ্যালেনে প্লেলিস্টে গিয়েও কিন্তু ব্যাকরণ এর সমস্ত পেয়ে যাবে পুরো ডিটেলস ক্লাস এছাড়া   ব্যাকরণ বইটির গ্রামার বলে সার্চ করো বাংলা গ্রামার তাতেও তোমরা কিন্তু পেয়ে যাবে পরের প্রশ্নঃ একটি উদাহরণ হল কিরে দারাদিয়া প্রভৃতি নিমিত্ত কারকের অর্থ কি উত্তর হচ্ছে বহু শস্য বিশিষ্ট অথবা বিশিষ্টজনদের ব্যাকরণ গত অর্থ কি হলো সংক্ষিপ্ত প্রশ্ন পরপদ প্রাধান্য পায় কোন সমাসে উত্তর হল বহুব্রীহি সমাসে 11 নাম্বার প্রশ্ন রাজা রাজায় যুদ্ধ হয় এই বাক্যটির তাহলে অবশ্যই করাটা হচ্ছে ব্যতিহার কর্তা. 


প্রশ্নপত্র PDF ডাউনলোড করার পদ্ধতি:

 ধাপ-1: নিচে 200 সেকেন্ডের টাইমার চলছে এই টাইমার শেষ হলে ডাউনলোড লিঙ্ক চলে আসবে :

 ধাপ-২:টাইম এর দিকে লক্ষ্য রাখুন তবেই পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন

 ধাপ-৩: টাইম শেষ হয়ে গেলে নিচে আকাশী কালারের ডাউনলোড বাটান এ ক্লিক করলে পিডিএফ ফাইল ডাউনলোড হবে



You have to wait 200 seconds.

Generating অষ্টম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড Link...


পেলে অবশ্যই ডিটেলস ক্লাস করিয়েছে অবশ্যই তোমরা বুঝে নিতে পারো চলে এসো 12 নাম্বার প্রশ্নের নাম্বার প্রশ্ন হল প্রার্থনাসূচক বাক্যের উদাহরণ দাও উত্তর হচ্ছে তুমি দীর্ঘজীবী হও যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও পড়তে লাগল 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে একটি উদ্দেশ্য বিধেয় 15 নাম্বার প্রশ্ন বিভিন্ন প্রসারণ এর একটি উদাহরণ দাও ভূতের গল্প ভালোবাসে 16 নাম্বার প্রশ্নের বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি উত্তর হল যোগ্যতার সংখ্যা এবং আসক্তি 17 নাম্বার প্রশ্ন অনুজ্ঞাসূচক এর উদাহরণ দাও তোমার এমন ধোসা খেয়ে করলে এই বাক্যটা হচ্ছে একটি বিস্ময়সূচক বাক্য চরিত্রের অধিকারী রোগা দেখাইলো. এটি কি ধরনের বাক্য যৌগিক বাক্য সরল বাক্যের 21 নাম্বার প্রশ্ন বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে কিভাবে তারা ওই কালো জলে হরিতকী খুঁজতো বাক্যটি কোন শ্রেণীর পারস্পারিক প্রতিযোগিতা বিভাগে বোঝালে ব্যতিহার কর্তা বলতে পারি চলে আসব 24 নম্বর প্রশ্ন পুরুষ বলতে কী বোঝো যে সমাসে পূর্বপদ এর না বাচক অব্যয় পদের সঙ্গে পরপদ বিশেষ্য বিশেষণ এর সমাস হয় তাকে নং তৎপুরুষ সমাস বলে 25 নাম্বার প্রশ্ন রূপক কর্মধারয়.


 কাকে বলে উত্তর হচ্ছে যে কর্মধারয় সমাসে উপমেয় বাচক পদের সঙ্গে উপমান বাচক পদের অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকরণ এর 2023 সালে আসার মত প্রচেষ্টা প্রশ্ন যারা যারা ভাবছো যে কারণে 8 নাম্বার কিভাবে পাবে তাদেরকে বলব এই প্রচেষ্টা প্রশ্ন খুব সুন্দরভাবে মুখস্ত করে আশা করছি তোমরা এর মধ্যে থেকেই ব্যাকরন .

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url