Class 10 Madhyamik Model Activity Task Bengali New PDF 2023

 Class 10 Madhyamik Model Activity Task Bengali New PDF




 সবার আগে তোমাদের দেখে নিতে হবে গত বছরগুলোতে কোন কোন গল্প থেকে কিন্তু প্রশ্ন হয়ে গেছে দেখো 2023 সালে কোন পরীক্ষা হয়নি দুই হাজার কুড়ি সালে কিন্তু পরীক্ষা হয়েছিল দুই হাজার কুড়ি সালে বাংলা বিষয়ের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা কিন্তু তোমাদের পথের দাবী এবং এই বহুরূপী গল্প থেকে প্রশ্ন হয়েছিল এখন দেখাবে যে কোন জায়গা থেকে তিনবার কে এবং কোন জায়গা থেকে পাঁচ মার্কের প্রশ্ন হয়েছিল সেই জায়গাগুলো ছেড়ে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে দেখো আমি যে তিনটে গল্প বললাম জ্ঞানচক্ষু বহুরূপী. 


 পথের দাবী এই তিনটে গল্পের ভিতরে মোস্ট ইম্পরট্যান্ট গল্প সেটা হল কি বলতো তোমাদের জ্ঞানচক্ষু থেকে শর্ট কোশ্চেন হবে 30 মার্কের প্রশ্ন হবে পাঁচ মার্কের প্রশ্ন হবে কারণ দুই হাজার কুড়ি সালে এই জ্ঞানচক্ষু গল্প থেকে তিনবার কে বা পাঁচ মার্কের কোন প্রশ্ন হয়নি তাহলে বহুরূপী গল্প থেকে কিন্তু তোমাদের 3 মার্কের প্রশ্ন করেছিল এবং পথের দাবী গল্পে থেকে পাঁচ মার্কের প্রশ্ন হয়েছিল তাহলে যেটা পাঁচ মার্কের প্রশ্ন হয়ে গেছে সেটা আমরা পাঁচ মার্কের জন্য পড়বো না সেখান থেকে তিনবার কে পর্ব 43 মার্কের প্রশ্ন হয়ে গেছে সেখান থেকে আমরা তিন ভাগে পড়বে পাঁচ মার্কের পর্ব তবে তোমাদের বলিনি গতবছর অর্থ দুই হাজার কুড়ি সালে যখন ফাইনাল পরীক্ষা হয়েছিল তখন কিন্তু তোমাদের বহুরূপী গল্প থেকে 30 মার্কের প্রশ্ন হয়ে গেছে তাহলে প্রথমে আমরা যদি তিন ব্যাংকের প্রশ্ন আমাদের পড়তে হয় তাহলে কিন্তু আমরা কি করব জ্ঞানচক্ষু এবং পথের দাবী গল্পে থেকে 3 মার্ক এর ফাইনাল পরীক্ষার টেস্ট পরীক্ষার জন্য কিন্তু পর্ব বহুরূপী গল্প থেকে 30 মার্কের প্রশ্ন কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য পড়বেনা 3 মার্কেট জন্য.


 ঠিক আছে এবার আমরা বেশি পাঁচ মার্কের দুই হাজার কুড়ি সালে কিন্তু পথের দাবী গল্পে থেকে পাঁচ মার্কের প্রশ্ন হয়ে গেছে তাহলে আমরা কি করব এবছর জ্ঞানচক্ষু থেকে এবং বহুরূপী গল্প থেকে আমরা পাঁচ মার্কের প্রশ্ন করব ঠিক আছে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ এখন আবার দেখতে হবে যে এই তিনটি গল্প থেকে শর্ট কোশ্চেন কিন্তু সব জায়গা থেকে পড়তে হবে তো শর্ট কোশ্চেন তোমরা যে কোন শতাব্দীতে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন গুলো আছে সেগুলো তোমরা পড়ে নিও শর্ট কোশ্চেন সাজেশন কিন্তু দেয়া সম্ভব নয় পাঁচ মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্ন গুলো সাজেশন কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলকে অলরেডি কিন্তু ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান সাবজেক্ট সাজেশন প্রত্যেকটা সাজেশন প্রত্যেকটা বিশ্বাস করি সাইন্টিফিক লিখিত প্রশ্ন গুলো তোমাদের দিয়ে যাতে প্রতি বছর যেভাবে কখন 5 এ বছর কিন্তু তোমরা কি দুধ পাবে পাবে এটা কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলতে পারব তো বন্ধুরা আমরা কি করব আজকে জ্ঞানচক্ষু.



প্রশ্নপত্র PDF ডাউনলোড করার পদ্ধতি:

 ধাপ-1: নিচে 200 সেকেন্ডের টাইমার চলছে এই টাইমার শেষ হলে ডাউনলোড লিঙ্ক চলে আসবে :

 ধাপ-২:টাইম এর দিকে লক্ষ্য রাখুন তবেই পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন

 ধাপ-৩: টাইম শেষ হয়ে গেলে নিচে আকাশী কালারের ডাউনলোড বাটান এ ক্লিক করলে পিডিএফ ফাইল ডাউনলোড হবে




You have to wait 200 seconds.

Generating Class 10 Madhyamik Model Activity Task Bengali New PDF 2023 Link...


বহুরূপী গল্প থেকে পাঁচ মার্কের জন্য প্রশ্ন দেখব এবং জ্ঞানচক্ষু পথের দাবী থেকে 30 মার্কের জন্য আমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রশ্ন দেখে নেব প্রথমে আমরা জ্ঞানচক্ষু গল্প থেকে পাঁচ মার্কের প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়বে সেই দুটো প্রশ্ন কোনটি এক নম্বর প্রশ্ন হল তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে তবে এমন মনে হওয়ার কারণ কি প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ পড়তে হবে 2 নম্বরের প্রশ্ন উত্তর সহ পাঁচ মার্কের জন্য পড়বে জ্ঞানচক্ষু গল্প থাকে সেটা হল জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গেল তপনের ঠিক আছে আর একটা প্রশ্ন তোমারে দেখেছি এত বড় জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র ভীষণ গুরুত্বপূর্ণ এবার আমরা দেখি এই জ্ঞানচক্ষু গল্প থেকে তিনবার যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক নম্বর. 


 রক্তের মূল্য জহুরির কাছে এই উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো কে কখন এ কথা ভেবেছে ভীষণ গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রশ্নটা 2 নম্বর প্রশ্ন আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কার কাছে কিভাবে দিনটি সবচেয়ে দুঃখের দিন হয়ে উঠেছিল এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করব বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটা কিভাবে বিকেলের চায়ের টেবিলে উঠেছিল এটা পড়বে আর চার নম্বর প্রশ্ন এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোরা যে দেখতে পারবা গতবছর প্রশ্নগুলো যদি ঘাটে তাহলে দেখতে পারবে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাটিকে অলৌকিক ঘটনা বলা হয়েছে কেন তাকে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করা হয়েছে 5 নম্বর প্রশ্ন পড়বে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ঠিক আছে নেক্সট তোমরা 6 নম্বর প্রশ্ন করবে তিন মাসের জন্য শুধু. 


 উড়তে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করে এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পরট্যান্ট এটা ওকালতির মার্কের জন্য আমি জ্ঞানচক্ষু গল্প থেকে ছোট প্রশ্ন দিলাম এবং পাঁচ মার্কের জন্য দুটো প্রশ্ন দিলাম এগুলো ঝটপট সুন্দর করে তোমরা তৈরি করে ফেলো ঠিক আছে এবার আমরা দেখে নেবো বহুরূপী গল্প থেকে কিন্তু তোমাদের তিনজনকে পড়া লাগবে এখান থেকে তোমরা পাঁচ মার্কের পড়বে পাঁচ মার্কের আমি দুটো প্রশ্ন দেবো বহুরূপী গল্প থেকে এক নম্বর হলো হরিদ্বার জীবনের নাটকীয় বৈচিত্র আছে হরিদ্বার জীবনের নাটকীয় বৈচিত্রের পরিচয় দাও এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভীষণ গুরুত্বসহকারে তোমাদের কিন্তু পাঁচ মার্কের জন্য পড়ে যেতে হবে নেক্সট 2 নম্বর বহুরূপী গল্প থেকে পাঁচ মার্কের কোনটা পড়বে বহুরূপী গল্প অবলম্বনে হরিদ্দার চরিত্রটি বিশ্লেষণ করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে তোমরা কিন্তু 2023 সালে ফাইনাল পরীক্ষার জন্য দেখে যাবে নেক্সট টাইম টা দেখে নেব পথের দাবী করে পথের দাবী গল্পে থেকে কিন্তু পাঁচ মার্কের প্রশ্ন চলে এসেছে এবছর পথের দাবী গল্পে থেকে কিন্তু তোমাদের 3 মার্কের প্রশ্ন.



পড়তে হবে এক নম্বর কেবল আশ্চর্য সেইরোগের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে চোখদুটো এর বর্ণনা দাও অস্তিত্বের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কুমার আমাকে কোন বাজে না বক্তা কে কারা কিভাবে তাকে অপমান করেছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও 14 নেক্সট প্রশ্ন হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু ষোলআনা বজায় আছে বাবুটিকে তার শখ যে বসে আছে তার পরিস্ফুট করো ভীষণ ভীষণ গুরুত্বসহকারে কিন্তু তোমরা পড়বে নেক্সট 4 নম্বর প্রশ্ন তবে এ বস্তুটি পকেটে কেন কোন বস্তুর কথা বলা হয়েছে তার পকেটে রাখার জন্য কি যুক্তি দেয়া হয়েছিল এই যে পথের দাবী থেকে 43 মার্কের প্রশ্ন করলাম আশা করছি এর ভিতরে যাবে তাহলে জ্ঞানচক্ষু থেকে পাশ মার্ক এবং তিনবার পড়তে হবে বহুরূপী থেকে পাঁচ মার্কের বলেছি আর পথের দাবী থেকে তোমাদের বলেছি দিনমান প্রশ্ন প্রশ্ন গুলো পড়ে যাও তাহলে গদ্য থেকে আশা করছি আমি হানডেট পারসেন তোমাদের কোন সমস্যা  থাকবে না .

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url