Sri Sri Thakur AnukulChandra অনুকুল ঠাকুরের সকালের প্রার্থনা অনুকুল ঠাকুরের মূল বাক্য কথা

 Sri Sri Thakur AnukulChandra অনুকুল ঠাকুরের সকালের প্রার্থনা অনুকুল ঠাকুরের মূল বাক্য কথা


 পরম দয়ালু যুব পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম একটি দিন শুক্রবার আমরা যদি এইভাবে চলতে পারি তাহলে ভগবান পরম দয়ালের কৃপায় সহজেই পাওয়া যাবে এবং আপনার জীবনে একটা আমূল পরিবর্তন দেখতে পাবেন আপনার নিজের উন্নতি দেখি আপনি নিজেই চমকে যাবেন সপ্তাহে একটি দিন প্রত্যেক সঙ্গীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন প্রত্যেক দিনই আমাদেরকে এই ভাবে চলার কথা বলেছেন কিন্তু বর্তমানে কর্মব্যস্ততার দিনে হয়তো প্রত্যেকে ঠাকুরের প্রত্যেকটি বিধান আমরা সঠিকভাবে মেনে চলতে পারি না তাই সপ্তাহের এই একটি দিন অন্তত পুরোপুরি ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে আমাদেরকে শুক্রবার সকালেই ভাবে শুরু করুন এই শুক্রবারে আমাদের কেমন ভাবে চলতে হবে কোন কোন কাজগুলো বেশি গুরুত্ব দিতে হবে কেমন ভাবে চললে আমরা তার দিবা সহজেই পাব.

এ বিষয়ে পূজনীয় বাবাই দার আলোচনা প্রসঙ্গে বিধান দিয়েছেন আলোচনা প্রসঙ্গে পূজনীয় বাবাই বাড়ী বললেন প্রত্যেক শুক্রবারে আমাদেরকে ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে সপ্তাহে একটি দিন অন্তত ভোর চারটের সময় ঘুম থেকে উঠুন এবং এই একটি বাড়ির প্রত্যেক সদস্য সদস্যাদের এটি পালন করতে বলুন প্রচুর দাদা মায়ের আছেন যারা ভোর বেলা উঠেন যারা আমরা ভোরবেলা উঠতে পারি তাদের জন্য তো খুবই ভালো কিন্তু যারা কর্ম ব্যস্ততার জন্য অনেকে হয়তো উঠতে পারেন না বা মানতে পারেন না তারা অন্তত সপ্তাহে একদিন শুক্রবারে এটি মানুষ সর্বপ্রথম যখন আপনি ঘুম থেকে জাগবেন যখনই আপনি ঠাকুরের ফটো দিকে তাকান ঠাকুরের ফটো দিকে তাকিয়ে চোখ খুলুন সঙ্গে সঙ্গে ভগবানকে দুচোখ ভরে দেখুন আর মনে মনে নাম করুন দয়ালের কাছে প্রার্থনা করুন আপনার আশীর্বাদে নতুন দিনের শুরু করেছি.


 তাই যেন আপনার কিপ আলাপ করে সঠিক পথে চলতে পারি পারি পারি আপনার প্রধান কাজ হবে ইষ্টভৃতি করার সময় কিন্তু কোনো স্বার্থ চিন্তা করবেন না এটা সব সময় মাথায় রাখবেন এই স্বার্থচিন্তা যদি সময় করে থাকেন তাহলে কিন্তু পরিস্থিতির ঠাকুর গ্রহণ করবেন না আর তাহলে তার কি পাওয়া যাবে না তাই সব সময় এটি মাথায় রাখবেন যখন আপনি বিশ্বপতি করবেন তখনই স্বার্থ চিন্তা করবেন না কখনই কোন কিছু চাইবেন না দয়ালের কাছে ওই সময় তখন কখনই কোন কিছু চাইবেন না একটা কথা মাথায় রাখবেন আপনার সবকিছুই ভগবানের ভগবান যা কিছু মঙ্গল-অমঙ্গল সবই তিনি দলের উপর ছেড়ে দেন তাহলে দেখবেন আপনাকে আর আপনার কোনো কিছু নিয়ে ভাবতে হবে না ঠাকুরের চক্র ফটকের সামনে নিয়ে নাম দান করুন এবং যতক্ষণ মনোযোগ দিয়ে নাম করতে পারবেন ততই আপনার মঙ্গল.


তাদের প্রার্থনা নির্দিষ্ট সময়ে বাড়ির প্রত্যেক সদস্য সদস্য মিলে এক জায়গায় ঠাকুরের সামনে বসে বিনীতভাবে প্রার্থনা করুন প্রার্থনার সময় উপাসনা গ্রন্থ বা বক্সে প্রার্থনা চালিয়ে শুনে শুনে সবাই একসাথে প্রার্থনা করুন মন খুলে দেন গলা ছেড়ে প্রার্থনা করুন প্রার্থনা শেষে নাম জপ করুন ও সত্যানুসরণ নারীনেত্রী প্রভৃতি ঠাকুরের অমৃত গ্রন্থ পাঠ করুন যদি সত্যানুসরণ গ্রন্থ প্রত্যেকদিন একবার করে হলেও পড়ার বিধান দিয়েছেন দয়াল ঠাকুর গ্রন্থ পাঠের পর ঠাকুরকে প্রণাম নিবেদন করে প্রতিপক্ষের গুরুজনদের প্রণাম করুন বাচ্চাদেরকে শেখাবেন কিভাবে প্রণাম করতে হয় বাচ্চাদের কি শেখাতে গেলে আগে নিজে করতে হবে নিজে করি সেখানে প্রতিদিন পালন করা অবশ্যকর্তব্য এইভাবে শুক্রবার এর পুরনো দিনের শুরুটা করুন দেখবেন আপনার জীবনে অশান্তি বলে থাকবে না সংসারের. 


দুটি মানুষের মধ্যে শত্রুতা ভালোবাসা বাড়বে আর তখনই সংসার সুখের হবে পূজনীয় বাবাই বাবু আরো বললো এই শুক্রবারে নিরামিষ খেতে হবে আমাদেরকে নিহাও কেমন অপরকে ভালোবেসে দিন যদি আমরা কনসিডার করতে না পারি একটি দিন যদি আমরা লোভের মুখটাকে ট্যাগ না করতে পারি একটু দিনে যদি আমরা লোভের কাছে পরাজয় স্বীকার করি তাহলে কিন্তু আর ঠাকুরকে ডাকা হল না আর তাহলে আমাদের কিসের ভালবাসা তাই এই শুক্রবারে সত্তার একটি দিন অন্তত মনস্থির করে নিতেই হবে আপনাকে নিরামিষ খেতে হবে প্রচুর মানুষ আছেন যারা শেষে ঠাকুরের সব দীক্ষা গ্রহণ করে প্রত্যেক দিনই লাবেলস খান কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা এবং অনেক দাদা ও মায়েরা আছেন যারা শুক্রবার একটু দিন পালন করেন আবার কিছু কিছু মানুষ আছে যারা দীক্ষা নিয়েছেন কিন্তু ঠাকুরের কোন কাজ করেন না নাইস তুমি তো ঠিকঠাক পালন করেন না শুক্রবার করে নিরামিষ খান অনেকটা এমন আছেন.


 দেখবেন হয়তো শুক্রবারে কোন অনুষ্ঠান বাড়ি পড়েছে তো সেখানে গিয়ে আমিষ খাবার গ্রহণ করে থাকেন এইগুলো কে বর্জন করতে হবে আমাদেরকে তবে তোতা কৃপা লাভ করতে পারব আমরা শুধু দীক্ষা নিলাম কিছু করবো না তখন তার ঠাকুরের কৃপা লাভ করা সম্ভব নয় আগে করতে হবে তবে তো আমরা পেতে পারি যেমন কর্ম তেমন ফল তাই তাদের উদ্দেশ্যে পূজনীয় বাবাই দার স্ট্রাইক্টলি বললেন যে সব পারে একটি দিন শুক্রবার এনি হাও আমাদেরকে নিরামিষ খেতে হবে না হলে কিন্তু দীক্ষা নেওয়ার কোন সার্থকতা নেই সেই শুক্রবারই যতটা বেশি পারবেন ঠাকুরের নাম করুন বেশি বেশি ঠাকুরের কথা শুনুন ঠাকুরের কথা বলুন এই ভাবে যদি আপনি চলতে পারেন দেখবেন আপনার পরিবার আপনার গ্রামের মধ্যে সেরা হয়ে উঠেছে আপনার মত সুখী আর কেউ হবে না আপনার সংসারে অশান্তি বলে কিছু থাকবে না আপনার সংসারে প্রতিটি সদস্য সদস্যের মধ্যে দেখবেন একটা আলাদা রকম ভাব বিনিময় একটা আলাদা রকম ভালোবাসা তৈরি হয়ে যায় কারণ মধ্যে দেখবে. 


ছোটরা বড়দের মুখোমুখি আর কথা বলবে না এইগুলো যদিও শিক্ষা দেয়ার খুবই প্রয়োজন প্রত্যেকটি বাবা-মাকে এইগুলি শিক্ষাগুলো কিন্তু সন্তানকে দিতে হবে এবং শ্রীশ্রীঠাকুরের বিধানে আছে তাই সপ্তাহে একটি দিন অন্তত এইভাবে চলার চেষ্টা করুন ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন তবেই আপনার জীবনের সার্থকতা তবেই দীক্ষা সার্থকতা আপনি যেমন ভাবে আপনি চলবেন তেমন হলে আপনি পাবেন হবে জয় গুরু.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Aditya Roy
    Aditya Roy ২৬ এপ্রিল, ২০২২ এ ৯:৩৭ AM

    জয়গুরু অনুকুল ঠাকুরের জয়

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url