বাইবেল অনুজাই হালেলুইয়া ও আমেন কথার অর্থ কি ?
বাইবেল অনুজাই হালেলুইয়া ও আমেন কথার অর্থ কি ?
খ্রিস্টীয় জীবনে দুটি শব্দের সাথে খুবই পরিচিত :
আমাদের খ্রিস্টীয় জীবনে দুটি শব্দের সাথে খুবই পরিচিত প্রথমটি হলো আমিন এবং দ্বিতীয়টি হলো হালেলুইয়া আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি আমাদের মধ্যে অনেকেই হয়তো এই দুটি শব্দের অর্থ জানি অনেকে হয়তো জানি না ।
আমি আপনাদের বলব আমিন হালেলুইয়া এই কথাটির অর্থ কি প্রথম শব্দটি হল আমিন আমিন কথার অর্থ হলো ইহাই হোক বা তাই হোক বা সম্পূর্ণ হইলো আমরা জানি যে আমরা সাধারণত কোন প্রার্থনা শেষে আমিন কথাটি ব্যবহার করে থাকি ।
আমরা প্রা্র্থণা যা বললাম সদাপ্রভু ঈশ্বর যেন আমাদের জন্যেই ঠিক তাই করেন :
আমিন কথাটির অর্থ জানতে পারলাম এবার আমরা বুঝলাম যে প্রার্থনা শেষে আমরা যদি আমিন কথাটি না বলি তাহলে আমাদের প্রার্থণাটি কিন্তু অসম্পূর্ণ থেকে যায় কারণ প্রার্থনা শেষে আমিন বলার মাধ্যমে এটাই আমরা প্রকাশ করতে চাই যে আমরা প্রা্র্থণা যা বললাম সদাপ্রভু ঈশ্বর যেন আমাদের জন্যেই ঠিক তাই করেন এবার আমরা জেনে নিই হালেলুইয়া কথার অর্থ কি হালেলুইয়া কথার অর্থ হল ঈশ্বরের প্রশংসা করো বা ঈশ্বরের প্রশংসা হোক ঈশ্বরের গৌরব অর্থাৎ আমরা যখন হালেলুইয়া কথাটি বলি আমরা তখনই ঈশ্বরের গৌরব করি ।
আমিন কথার অর্থ হলো : ইহাই হোক, তাই হোক , সম্পূর্ণ হইলো, কবুল করা ।
হালেলুইয়া কথার অর্থ হালে : ঈশ্বরের প্রশংসা হোক , ঈশ্বরের গৌরব হোক ।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url