Guru Nanak Jayanti 2022: গুরু নানক কে ছিলেন এবং কেন সারা ভারতের গুরু নানকের জন্মদিন পালন করা হয়।
Guru Nanak Jayanti 2022: গুরু নানক কে ছিলেন এবং কেন সারা ভারতের গুরু নানকের জন্মদিন পালন করা হয়।
আজকের পর্বের নিবেদন গুরু নানকের জীবনী চলুন জেনে নেয়া যাক:
চৌদ্দ হাজার 970 সালের কুড়ি অক্টোবর গুরু নানাক দেভ জন্মগ্রহণ করেন তিনি ছিলেন শিখ ধর্মের প্রবক্তা এবং শিখ ধর্মের প্রথম দশজন গুরুর মধ্যে তিনি ছিলেন প্রধান এবং প্রথম গুরু তিনি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত নানাসাহেব নামে একটি স্থানে জন্মগ্রহণ করেছিলেন 1539 সালের 7 মে বর্তমান ভারতের পাঞ্জাব প্রদেশের কার্তারপুর নামক একটি স্থানে তিনি পরলোকগমন করেন আসলে তার স্বাভাবিক মৃত্যু হয়নি তিনি একসময় সবার অলক্ষ্যে চলে যান-শিখ ধর্মের প্রবক্তা ছাড়াও তিনি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে মর্যাদা পেয়েছেন .
গুরু নানকের জন্মস্থান:
তার মতে সমাজের প্রতিটি মানুষের প্রধান কর্তব্য হল কার্যবিধিতে বিশেষ তৎপরতা এবং চিন্তার ক্ষেত্রে একাগ্রতা 1469 সালের কুড়ি অক্টোবর দেবীর নাম ও গোত্রের এক হিন্দু পরিবারে তাঁর জন্ম হয় তার জন্মস্থান পাকিস্তানের লাহোর এর কাছে অবস্থিত বনগ্রামের বর্তমানে এই গ্রামের নাম গুরু নানকের নাম অনুসারে নানকানা সাহিব রাখা হয় তার জন্মস্থানে বর্তমানে সিকদের একটি বিশাল উপাসনালয় রয়েছে যার নাম গুরুদুয়ারা জন্মস্থান.
এই মহান গুরুর পিতার নাম ছিল বাহলুল লাল দাশ বিদিত লাল দাশ বিদিত তাকাল নামেও পরিচিত ছিলেন তিনি ছিলেন একজন পাটোয়ারী অর্থাৎ সরকারের ভূমি রাজস্ব বিভাগে কাজ করতেন তিনি গ্রামের মুসলিম জমিদার রায়পুর এর অধীনে চাকরি করতেন গুরু নানকের মা ছিলেন এবং তার এক বড় বোন ছিলো যার নাম ছিল না নাকি জনম সাক্ষীর মাধ্যমে জন্মের সময় কালে সকল তথ্য জানা যায় এই সূত্র মতে জানা যায় যে জ্যোতিষী তার জন্মের করতে এসেছিলেন তিনি শিশুটিকে দেখে
জোড়হাত করে তার কাছে প্রার্থনা করেন এবং তিনি এই বলে দুঃখ প্রকাশ করেন যে এই শিশু যখন হিন্দু এবং মুসলিম সবার কাছে বিশেষ প্রভাবশালী এবং উপাসনার লক্ষ্য হয়ে উঠবে তখন তিনি আর দেখতে পারবেন না তিনি মারা যাবেন গুরু নানকের জন্মদিন কে শিকরা গুরু নানক জয়ন্তী হিসেবে উদযাপন করেন এই উৎসব সারা বিশ্বজুড়ে বিশেষ আমার সাথে এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হয় তিনি ছিলেন শিখ ধর্মের প্রথম করে নিষিদ্ধ প্রতিষ্ঠা করেছিলেন গুরু নানক জয়ন্তী পালনের দিনটি প্রতিবছর পরিবর্তিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাস অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অক্টোবর-নভেম্বর মাসে তিন দিনব্যাপী উৎসব.
গুরু নানকের জন্মদিনের করণীয় কর্তব্য ও গান:
পবিত্র গ্রন্থ গুরুগ্রন্থ সাহেব পাঠের মাধ্যমে সূচনা হয় এই গ্রন্থ সাহেব কোন রকম বিরাম না দিয়ে পাঠ করা হয় এক টানা 48 ঘণ্টা একে অখন্ড পাট বলে গুরু নানক জয়ন্তী আগের দিনে এই পাঠ সমাপ্ত করা হয় তারপর সকালে মিছিলের আয়োজন করা হয় যাকে প্রভাতফেরী প্রভাতফেরী গুরুদুয়ারা থেকে শুরু করে আর বিভিন্ন লোকালয় দিকে এগিয়ে যায় মিছিলের আগে আগে 5 জন সশস্ত্র রক্ষী পতাকা নিয়ে এগিয়ে যায় মিছিলের সাথে পবিত্র গুরুগ্রন্থ সাহেব কে ফুল দিয়ে সুসজ্জিত করে একটি পালকিতে নিয়ে যা হয় মিছিলে অংশগ্রহণকারীরা ধর্মীয় গান গাইতে গাইতে এগিয়ে চলেন ভোর চারটা থেকে.
আশা দিনভর গান গেয়ে গুরু নানক জয়ন্তী শুরু হয় এবং এই অনুষ্ঠান দুপুর পর্যন্ত চলে দুপুরে গুরুদুয়ারায় উপস্থিত লোকজনের লঙ্গরখানায় বিশেষ খাবার পরিবেশন করা হয় প্রচুর শীত ধর্মাবলম্বীরা সেবা এবং শক্তি প্রদর্শনের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে থাকেন .

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url