Hazrat Ali Jayanti: হযরত আলী কে ছিলেন এবং তার জীবন কাহিনী

 Hazrat Ali Jayanti: হযরত আলী কে ছিলেন এবং তার জীবন কাহিনী


চতুর্থ খলীফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বহুমুখী সৌরভ ও অতুলনীয় সব গুণের অধিকারী:

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজ হাতে গড়া শ্রেষ্ঠ মানব ও মুসলিম জাহানের চতুর্থ খলীফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বহুমুখী সৌরভ ও অতুলনীয় সব গুণের অধিকারী এবং তিনি বারেবারে ইসলামকে দিয়েছেন নব জীবন এবং টিকিয়ে রেখেছেন ইসলামের প্রকৃত প্রাণ ও চেতনা এবার জেনে নেওয়া যাক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী উনার নাম আলী পিতার নাম মাতার নাম ফাতিমা বিনতে আসাদ 600 খ্রিস্টাব্দে তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর চাচাতো ভাই তার ডাকনাম আবুতোরাব আবুল হাসান রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর লোগোতে শুরুতেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন 

জীবনের মায়া ত্যাগ করে তিনি নবীজির বিছানায় শুয়ে ছিলেন:

তখন আলী রাদিয়াল্লাহুশানুর বয়স ছিল মাত্র 10 বছর বালকদের মধ্যে তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তিনি আর্থিকভাবে অসচ্ছল থাকলেও  তারা ইসলামের খেদমত করেছেন তিনিও মহানবীর সাথেই কুরাইশদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন তিনিই সেই সৌভাগ্যবান সাহাবী আল্লাহর নবীর হিজরত করার সময় যাকে মক্কায় তারা মানত আদায়ের জন্য রেখে যান জীবনের মায়া ত্যাগ করে তিনি নবীজির বিছানায় শুয়ে ছিলেন আর সবাই তার এই নবীপ্রেম দেখে আশ্চর্য হল পরবর্তীতে তিনি মদীনা হিজরত করেন তার আগে তিনি নবীজির কাছে সবার গচ্ছিত আমানত ও পাওনা মিটিয়ে দেন মুসলিম জাহানের চতুর্থ খলীফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও তাঁর রাসূলের এক নিষ্ঠুর প্রেমিক ছিলেন দৃঢ়বিশ্বাসী রণক্ষেত্রে সাহসী ব্যক্তিগত আচরণের নম্র আলোচনা ও বিচারকার্যে ছিলেন সুবিজ্ঞ নিজের ভিতর সলামিক গুণাবলীর মহান আদর্শ স্থাপন করেছিলেন নিজের ভেতর.

তুমি নবীর প্রায় প্রতিটি যুদ্ধে তার বিশ্বস্ত সঙ্গী পূর্ববর্তী খলিফাদের হিদয় পরামর্শদাতা মোটকথা তিনি ছিলেন নবীর আদর্শ ও চরিত্রের রঙ্গের পুরো রঙ্গিন ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে নিজের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে বিবাহ দেন তাদের পরবর্তী দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুমধুর হযরত ফাতিমা হাসান ও হোসাইন মহসিন নামের তিনজন ছেলে এবং জয়নগর কুলসুম নামের দুইজন কন্যাসন্তান জন্মগ্রহণ করেন মহসিন ছোটকালেই ইন্তেকাল করেন পরবর্তীতে হাসান হোসাইন এর দ্বারাই তাদের বংশ বিস্তৃত হয় আর তারাই ইতিহাসে সৈয়দ নামে পরিচিত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অসাধারণ আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী স্মৃতিশক্তিও জ্ঞান-গরিমায় ভরপুর ছিলেন 

রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর জীবনী প্রায় সব যুদ্ধে অংশগ্রহণ করেন :

এই নবী জামাতা কুরআন-হাদিস কাব্যশাস্ত্রী ছিল তার সার্বিক বিচরণ ন্যায় শাস্ত্রের প্রবক্তা ঐ মুহুর্তে যাচ্ছিলেন তাফসীরকারক ধোয়ার কাজ করতেন নবীর জমানায় ওহী লেখক ছিলেন এই খলিফা লিখে শেষ করা যাবে না তার জ্ঞান কীর্তি কারণ নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিজেই বলেছেন আমি জ্ঞানের নগরী হারালি হচ্ছে তার দরজা ইসলামের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অবদান ছিল গুরুত্বপূর্ণ তিনি তাঁর অসীম শক্তি ও বীরত্বকে ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর জীবনী প্রায় সব যুদ্ধে অংশগ্রহণ করেন এবং প্রতিটি যুদ্ধে তিনি তার শৌর্যবীর্যের পরিচয় দেন বদরের যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম এর পতাকা বহন করেন এই যুদ্ধে তিনি কুরাইশদের বিখ্যাত তীর আমর ইবনে আবু তো যাকে পরাজিত ও নিহত করে এসময় বীরত্বের জন্য তিনি মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম এর কাছে হতে জুলফিকার তরবারি লাভ করেছিলেন.

মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাকে আসাদুল্লাহ আল্লাহর উপাধিতে ভূষিত করেন:

তুমি বহুত খন্ডক সাইবার যুদ্ধে শত্রুকে পরাজিত করে বিখ্যাত কামুস দুর্গ জয় করে অসাধারণ শৌর্যবীর্য প্রদর্শন করেন তার বিরুদ্ধে সন্তুষ্ট হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাকে আসাদুল্লাহ আল্লাহর উপাধিতে ভূষিত করেন বিদ্রোহী খারিজীগণ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের শান্তি শৃঙ্খলা বিনাশের কারণ বলে দাবি করে তাই তারা এই তিনজনকে হত্যা করার ষড়যন্ত্র করে নিজ নিজ মসজিদ হতে বের হওয়ার পথে তাদেরকে শেষ করে দেওয়ার ইচ্ছা করে আততায়ীরা সৌভাগ্যক্রমে আমর ইবনুল আস সেদিন অনুপস্থিত ছিলেন মহাবিয়া রাদিয়াল্লাহু আনহু আততায়ীর হাতে আহত হলেও প্রাণে বেঁচে যায় কিন্তু আল্লাহর কিচ্ছা আব্দুর ইবনে মুয়াজ নামের অখরের আঘাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গুরুতর আহত হন সেই আঘাতের 661 খ্রিস্টাব্দের 27 শে জানুয়ারি.

শাহাদাত লাভ করেন আর এই মহান খলিফার মৃত্যুর সাথে সাথেই সীরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত খোলাফায়ে রাশেদীনের পবিত্র খিলাফতের পরিসমাপ্তি ঘটে.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url