স্বর্গদূত বলতে কাকে বোঝায়?
স্বর্গদূত বলতে কাকে বোঝায়?
হিন্দু ধর্ম অনুসারে স্বর্গরাজ্য বলতে কাকে বোঝায়?
হিন্দু ধর্ম অনুসারে আমরা স্বর্গ রাজ্য বলতে বুঝি মৃত্যুর পর যেসব মানুষ কোন পাপ করেনি সেইসব মানুষেরা মৃত্যুর পরে স্বর্গে রাজ্যের স্থান পায় ।
এই পৃথিবীতে সমস্ত মানুষ যখন শেষ অবস্থায় পৌঁছায় তখন তার একটা ইচ্ছা থাকে তাহল স্বর্গযাত্রা । কিন্তু আপনি কি জানেন স্বর্গ কেমন প্রতিটি দিন এখানে কেমন করে কাটে স্বর্গে যাওয়ার পর মানুষের কেমন অনুভূতি হয় । আমি স্বর্গ সম্পর্কে এই ধরনের কিছু তথ্য আপনাদের জানাব একজন পাপী ব্যক্তি যখন প্রাণ ত্যাগ করেন তখন যমরাজের দূত নিতে আসেন আর তাকে পৌঁছে দেন নরকে নরকে পৌঁছানোর পর শুরু হয় তার বিচার যত পাপ করেছে তার শতগুণ শাস্তি তাকে ভোগ করতে হয় নরকে কিন্তু একজন পূর্ণ আত্মার কি হয় জানেন মৃত্যুর পর পূর্ণ আত্মাকে নিয়ে যাওয়া হয় ধর্মরাজের ঘরে ধর্মরাজ সেই পূর্ণ আত্মাকে যথাযথ সম্মান করেন এবং ধর্মরাজ স্বয়ং সেই আত্মাকে স্বর্ণরথে করে স্বর্গে পৌঁছানোর ব্যবস্থা করে সেই আত্মা স্বর্গে পৌঁছায় তখন নানান বাদ্য যন্ত্র দ্বারা তাকে স্বাগত জানানো হয় সর্বত্র এবং সুন্দর জায়গা যেখানে সমস্ত রকমের সুখ বর্তমান এই স্বর্গে শুধুমাত্র আমাদের সঠিক এবং পবিত্র কাজের দ্বারাই প্রাপ্ত হয়ে থাকে যে ব্যক্তি ভালো কোন কাজ করেন সেই ব্যক্তি স্বর্গ রাজ্যে যায় । আর দুষ্টু লোক সর্বদা ঈশ্বর এর কাছ থেকে শাস্তি পেয়ে থাকেন কোনদিনও হাজার চেষ্টায় তার স্বর্গের প্রদেশ হয় না শুধুমাত্র ধার্মিক পবিত্র মনের ব্যক্তিরাই স্বর্গের প্রবেশ করার মতো ক্ষমতা রাখে । এই স্বর্গলোক থেকে 33 যোজন দূরে একটি শোনার পথ বর্তমান রয়েছে আর সেখানেই রয়েছে দেবতাদের ভ্রমণের জন্য একটি স্বর্গে পৌঁছানোর পরিপূর্ণ আত্মার স্থান।
যেসব মানুষেরা কোনদিন কোন পাপ করেনি, সব সময় মানুষকে সাহায্য করেছে মানুষের বিপদে দাঁড়িয়েছে এবং মানুষকে দান করেছে কোনদিন পশু হত্যা করেননি হিংসা রাগ যে সমস্ত মেয়ে তাদের স্থান স্বর্গ রাজ্যে হবে । স্বর্গে কোন কাজ থাকে না, কোনো মিথ্যা থাকে না, কোন অন্যায় থাকে না, কোনো পাপ থাকেনা, স্বর্গে শুধুমাত্র পবিত্র শরীরে অবস্থান । স্বর্গ লোকে কেউ কারো সাথে হিংসা করে না শুধু থাকে প্রেম তাই এই স্বর্গলোকের সবাই যেতে পারে না।
বাইবেল অনুসারে স্বর্গরাজ্য বলতে কী বোঝায়?
খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলে স্বর্গ রাজ্যের কথা বলা হয়েছে বাইবেল অনুযায়ী এই স্বর্গরাজ্যে যে কোন লোক প্রবেশ করতে পারবে যদি কোন লোক অনেক পাপ করে থাকে তার সেই পাপকে মাপ করে দেয়া হবে এবং সে স্বর্গরাজ্যে যেতে পারবে। কিন্তু তার জন্য তাকে বহু যিশু ঈশ্বরের পথে চলতে হবে অবুঝ শিশু যা বলে গেছেন সেগুলোকে মানতে হবে এবং তার নিজের পাপকে মাথা নত করে মেনে নিতে হবে তবে সে স্বর্গ রাজ্যে স্থান পাবে। বাইবেল অনুসারে যদি কেউ পাপ করে থাকে সেই পাপ যদি সেই মানতে না চায় বা কেউ যদি সহ ঈশ্বরের পথে না চলে এবং সারা জীবন সে পাপ করে থাকে তাহলে তাকে নরকে ফেলে দেয়া হবে।
বাইবেল অনুসারে স্বর্গ রাজ্যে আছেন স্বর্গস্থ পিতা এবং প্রভু যীশু এবং অনেক পবিত্র আত্মারা এরাই পৃথিবীর সমস্ত মানুষের বিচার করবে এবং তাদেরকে স্বর্গ রাজ্যে নিয়ে যাবে এই সর্ব রাজ্যে মানুষ খুবই আরামদায়ক জীবন পাবে।
স্বর্গদূত কারা বাইবেলে বলে ওই সর্বত্র একই পরিচর্যাকারী আতমা নয় আর যারা পরিত্রান লাভ করেছে তাদের পরিচর্যা করার জন্যই কি এদের পাঠানো হয়নি কত স্বর্গদূত আছে প্রকাশিত বাক্য পাঠ অধ্যায় 11 পদে লেখা আছে
পরে আমি তাকালাম সেই সিংহাসন জীবন্ত প্রাণী ও প্রাচীন দের চারিদিকে অনেক স্বর্গদূত কণ্ঠস্বর শুনতে পেলাম তারা সংখ্যায় লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষের আকারে হাজির হতে পারে ইব্রীয় 13225 বলে অতিথিসেবা করতে ভুলোনা কতটি সেবা করতে গিয়ে কেউ কেউ না জেনে সর্বদলের আত্ম করেছেন স্বর্গদূত রায় সুরক্ষা প্রদান করেন গীত সংগীত 91 অধ্যায় 10 থেকে 11 পদে বলে
10,000 শত্রু সৈন্যকে পরাজিত করবে স্পর্শ পর্যন্ত করতে পারবেনা ঈশ্বর তার স্বর্গদূত আগা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে মানুষের বিপদ থেকে উদ্ধার করে রয়েছে প্রভুর কাছে প্রার্থনা করো এবং তিনি তোমার কথা শুনবেন এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন ।
বাইবেল বলে লোকটা আপনার কাছে গুরুত্বপূর্ণ কেন আপনি তাদেরকে অনুসরণ করেন কেন লোকরা আপনার কাছে এতো গুরুত্বপূর্ণ আপনি তাদের দিকে তাকিয়ে বা দেখেন কেন কিন্তু মানুষ আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি মানুষকে প্রায় দেবতার মত করেই বানিয়েছেন এবং গৌরব ও সম্মান দিয়ে আপনি মানুষকে মহিমান্বিত করেছেন স্বর্গদূত ঈশ্বরের বার্তা বহন করেন।
দুই অধ্যায় 9 থেকে 10 পদে লেখা আছে এমন সময়ে প্রভুর এক স্বর্গদূত তাদের সামনে উপস্থিত হলেন চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল এই দেখে মেষপালক রা খুব ভয় পেয়ে গেল সেই স্বর্গদূত তাদের বললেন ভয় নেই দেখো আমি তোমাদের কাছে এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি এই সংবাদ সকলের জন্য মহা আনন্দের হবে মসীহ দ্বিতীয়বার যখন আসবেন তার সাথে থাকবেন বাইবেলে লেখা আছে খুব জোরে তৈরি ধ্বনির সঙ্গে তিনি তা স্বর্গ দত্তের পাঠাবেন তার আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চারদিক থেকে তাঁর মনোনীত লোকদের করবেন মানবপুত্র যখন তার স্বর্গদূত সঙ্গে নিয়ে তার পিতার মহিমায় আসবেন তখন তিনি প্রত্যেক লোককে তার কাজ অনুসারে প্রতিদান দেবেন.
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url