Small Business Idea: কোন পদ্ধতিতে মাছ চাষ করে মাসে লাখ টাকা ইনকাম করা যায়

 Small Business Idea: কোন পদ্ধতিতে মাছ চাষ করে মাসে লাখ টাকা ইনকাম করা যায়



আপনারা যদি মাছ চাষ করার কথা ভাবছে এবং মাছ চাষ করার ফলে মাসে লাখ টাকার উপরে ইনকাম করতে চাইছেন তাহলে আমাদের এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে মাছ চাষ করলে আপনি লাভবান হবেন এবং কোন চাকরি ছাড়া আপনি বাড়িতে বসে লাখ টাকা ইনকাম করতে পারবেন.

পুকুরে মাছ চাষ করার জন্য জলাশয় এর বৈশিষ্ট্য এবং অবস্থা:

■  সবার আগে খেয়াল রাখতে হবে আপনি যে জলাশয় মাছ চাষ করবেন সেই জলাশয়ের আয়তন অনেকটা বড় হতে হবে এবং সেটা যদি পুরানো পুকুর হয় সেই পুকুরের চারিপাশের যে পার থাকে সেটা উঁচু করে বেঁধে নিতে হবে। এবং দেখতে হবে আশেপাশের দূষিত জল যেন পুকুরে না আসতে পারে এবং আশেপাশের ব্যাঙ, সাপ ,কাঁকড়া ইত্যাদি প্রাণী গুলো পুকুরে যেন না ঢুকতে পারে এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে বর্ষার জলে আপনার পুকুর যেন ভেসে না যায় সেই ভাবে জলাশয় টি তৈরি করতে হবে.

পুকুরে অবস্থিত জল এবং কাদাকে দূষণমুক্ত করা:

■ আপনি যে পুকুরে মাছ চাষ করবেন সেই পুকুরের জল যদি কালো কালারের হয় বা পুকুরে অনেক নোংরা হয় তাহলে সেগুলো আপনাকে পরিষ্কার করতে হবে এবং পুকুরের জলে সাদা চুন মেশাতে হবে মিশিয়ে জলকে ফিল্টার করতে হবে। এবং পুকুরে যদি কালো সাদা কালারের কাদা থাকে, পুকুরের নিচে তাহলে পুকুরের জলে কার্বন-ডাই-অক্সাইড হাইড্রোজেন সালফেট এবং বিষাক্ত গ্যাস জন্মায় এর জন্য আপনার মাছের বৃদ্ধিতে প্রভাব ফেলে এবং এই গ্যাস জলের গুণগত মান কে নষ্ট করে দেয় এইরকম দূষণ এবং গ্যাস যুক্ত পুকুর আপনি মাছ চাষের জন্য ব্যবহার করবেন না আপনাকে অন্য পুকুর ব্যবহার করতে হবে বা আপনি বিভিন্ন ছাড় এবং সাদা চুন সার ইত্যাদি প্রয়োগ করে পুকুরের জলের গুণগতমান ঠিক করতে পারেন.


জলাশয়ের মাছকে বিভিন্ন পাখির হাত থেকে রক্ষা করা:

 ■ আপনি পুকুরে উপযুক্ত জল এবং পুকুরের চারিপাশের পাড় ভালো করে বাধার পর আপনাকে আরেকটি প্রধান কাজ করতে হবে। সেটা হলো আপনার কুকুরকে চারিপাশ এবং পুকুরের উপরটা সবুজ নেটের মাধ্যমে ঘিরে দিতে হবে এইটা করলে আপনি বিভিন্ন সাদা বক্স বিভিন্ন ধরনের পাখি এবং মাছ চুরির হাত থেকে মাছকে রক্ষা করা যাবে আরো একটা দিকে খেয়াল রাখতে হবে আপনার পুকুরের তলায় কোন আগাছা জন্মাতে দেবেন না পুরো পুকুরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে সব সময়.

জলাশয়ের আশেপাশের অবস্থান সম্পর্কে ধারণা:

■  জলাশয় চারিদিকে কোন গাছ রাখা যাবে না তার কারণ হলো কোন গাছের পাতা জলাশয় পরলে জল দূষিত হবে তারপরে জলের গুণগত মান নষ্ট হবে। এরপর দেখতে হবে আপনার মাছ চাষের জন্য যে জলাশয় টি ঠিক করেছেন তাতে যেন সূর্যের আলো সরাসরি পড়তে পারে এর ফলে জলের গুণগতমান বৃদ্ধি পায়।


আপনি প্রথমে কি মাছ চাষ করলে বেশি লাভবান হতে পারবেন:

■  আপনি যদি মাছ চাষ করে বেশি লাভবান হতে চান তাহলে আপনাকে যে মাছগুলো চাষ করতে হবে তার নাম হলো চিংড়ি মাছ, পোনা মাছ, কাতলা মাছ, রুই মাছ এই মাছগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে চাষ করতে পারেন আপনার পুকুরে তাহলে আপনি মাসে মোটা টাকা ইনকাম করতে পারবেন তবে আমরা যেভাবে বললাম এইভাবে প্রথমে আপনার জলাশয় টিকে মাছ চাষের উপযোগী করে ফেলতে হবে, প্রথমে আপনি 10 থেকে 15 কেজি মাছ নিয়ে মাছ চাষ করা শুরু করুন এরপর আস্তে আস্তে মাছের পরিমাণ বাড়িয়ে দেবে.


গরমকাল বাস শীতকালে পুকুরের জল কমে গেলে কি করবেন:

■  গরমকাল বার শীতকালে আপনার পুকুরে যদি অতিরিক্ত জল কমে যায় এবং আপনার পুকুরে যদি অনেক মাস থাকে তাহলে আপনাকে জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে, মানে পাম্পের দ্বারা অন্য পুকুর থেকে জল নিয়ে আপনার পুকুরে দিতে হবে পুকুরে যদি অতিরিক্ত জল কমে যায় তাহলে মাছের অনেক ক্ষতি হবে এবং মাছ মারা যেতে পারে এই বিষয়গুলো আপনাকে আগে থেকে লক্ষ্য রাখতে হবে।

মাছের বৃদ্ধি সম্পর্কিত ধারণা:

■  আপনি পুকুরে মাছ ছাড়লেন তা ঠিক ছয় মাস থেকে বারো মাসের টাইম লাগে এর পরে আপনার মাসটি বিক্রির জন্য উপযুক্ত হয়ে যাবে আপনি মা যতো কেজিতে বাড়াতে পারবেন যত ওজনে বাড়বে ততই আপনি লাভবান হবেন ফলে মাছ কেজিতে যত বাড়বে তারপরে আপনি বাজারে বিক্রি করতে নিয়ে যাবেন মাছ বাড়তে সময় লাগে ৬ মাস থেকে বারো মাসের মত.

পুকুরের মাঝে বিক্রি এবং নতুন মাছ ছাড়ার নিয়ম:

■  আপনি মা ছাড়ার বারো মাস পরে আপনার মাস টা বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে যাবে। কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে আপনার মাসটি আপনি বারো মাসের মাথায় বিক্রি করবেন কিন্তু ছ মাসের মাথায় আপনাকে কিছু পরিমাণ ছোট চার আমার ছাড়তে হবে। আপনি ১২ মাসের মাথায় বড় মাছ গুলো সব বিক্রি করে দেবেন এবং ছোট মাছগুলো আবার অনেকটাই বিক্রির জন্য উপযুক্ত হয়ে উঠবে এইভাবে রোলিং সিস্টেমে আপনাকে মাছ পুকুরে ছাড়তে হবে।

আপনার পুকুরের মাছকে কিভাবে প্রত্যেক দিন পুষ্টিকর খাবার দেবেন:

■  মাছের বৃদ্ধির জন্য প্রধান বিষয় হল মাছের খাবার মাছকে তাড়াতাড়ি বড় করার জন্য দোকানে বিভিন্ন মাছের খাবার পাওয়া যায় বা বাজারে গেলে দেখবেন মাছের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এই খাবার কিনে এনে আপনাকে পরিমাণ মতো মাছকে খেতে দিতে হবে বা আপনার বাড়িতে যদি অবশিষ্ট কোন খাবার বেঁচে থাকে সেই খাবারও আপনি পুকুরে দিতে পারবেন কোন অসুবিধা নেই এছাড়াও আপনি কম দামে কোন ভাতের চাল কিনে নেই সেটাকে বাড়িতে ফুটিয়ে পুকুরে মাছেদের খাবার জন্য দিতে পারেন এতে কোন অসুবিধা নেই তবে বাজারে যেসব মাছের উপযুক্ত খাবার থাকে সেই খাবারগুলো দিলে মাছের বৃত্তি বেশি দেখা যায়.


মাছ চাষ করে মাসে কিরকম টাকা ইনকাম হতে পারে:

আপনি প্রথমে যদি কুড়ি হাজার টাকার মাছ পুকুরে ছাড়েন এরপর আপনি তাদের খাবারের পিছনে খরচা করছেন এরপর পুকুরের মেন্টেনেন্স করার জন্য খরচা করছেন সমস্ত খরচা মিলিয়ে আপনার হতে পারে ১০ হাজার টাকা হলে আমরা ধরছি প্রথমে আপনাকে ৩০ হাজার টাকা মাছ চাষের জন্য ইনভেস্ট করতে হচ্ছে এরপর এক বছর বা দেড় বছর পরে আপনি ওই মাছ থেকে 1 লাখ থেকে দু লাখ টাকা একবারে ইনকাম করে নিতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url