West Bengal Top 10 Scholarships List: পশ্চিমবঙ্গের সব কলারশিপ এর লিস্ট
West Bengal Top 10 Scholarships List: পশ্চিমবঙ্গের সব কলারশিপ এর লিস্ট
আজকে আমরা বলবো পশ্চিমবঙ্গে কতগুলো স্কলারশিপ আছে স্টুডেন্টদের জন্য এবং কোন কোন স্কলারশিপে আবেদন করলে নিশ্চিত টাকা পাওয়া যায়, তার সমস্ত লিস্ট এবং অফিশিয়াল ওয়েবসাইট সবকিছু আজকে আমরা বলবো.
পেজ সূচিপত্র:
Ishwar Chandra Vidyasagar Scholarship 2023 কিভাবে আবেদন করব কোথায় ফর্ম পাব:
এই স্কলারশিপ এ ক্লাস এইট থেকে ক্লাস ১২ পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন পদ্ধতি খুবই সহজ এর অফিশিয়াল ওয়েবসাইটে একটি আবেদন ফরম বের হয় সেই আবেদন ফরমটি আপনি জেরক্স করে বার করে নিয়ে যার যার ডকুমেন্টস প্রয়োজন সেগুলো তার সাথে লাগিয়ে ফিলাপ করে সেটাকে পোস্ট অফিসের মাধ্যমে এদের অফিসিয়াল এড্রেসে পাঠিয়ে দিতে হবে। এই ভাবেই এখানে আবেদন করতে হয় এবং এখানে সবাই টাকা পেয়ে যাবে।
Official Website: futurecare.org .in
Class 8 – Rs 1200
Class 9 – Rs 2400
Class 10 – Rs 3600
Class 11 – Rs 4800
Class 12 – Rs 6000
Class 9 – Rs 2400
Class 10 – Rs 3600
Class 11 – Rs 4800
Class 12 – Rs 6000
Swami Vivekananda Scholarship 2022-23 স্কলারশিপে কিভাবে আবেদন করতে হয়:
ই স্কলারশিপ একদমই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত হয় এই স্কলারশিপে আবেদন করলে আপনি নিশ্চিত ভাবে টাকা পেয়ে যাবেন এই স্কলারশিপে মাধ্যমিক উচ্চমাধ্যমিক ইঞ্জিনিয়ারিং নার্সিং ডিপ্লোমা সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে এবং সবার জাতিগত সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনারা খুব সহজে আবেদন করে নিতে পারবেন ২০২২৩ এর আবেদন শুরু হয়ে গেছে যারা এখনো আবেদন করো নি তারা তাড়াতাড়ি আবেদন করে নাও স্কলারশিপে তোমরা ৬০০০ থেকে ১২ ০০০ টাকা পর্যন্ত এককালীন পেয়ে যেতে পারো.
Official Website: svmcm.wbhed.gov. in
1> Higher secondary = Scholarship Amount: Rs. 1000 per month.
2> High Madrasah = Rs. 1000 per month.
3> UG in Arts, Commerce, Science & OthersProfessional CoursesPG in Arts Commerce, Science & Other professional courses like NON-NET M.Phil/Ph.D. = Rs. 1000 per month Rs. 1000 per month Rs. 1500 per month Rs. 1500 per month Rs. 2000 per month Rs. 2000 per month Rs. 2500 per month Rs. 2500 per month Rs. 5000 – Rs.8000 per month.
4> Undergraduate or postgraduates in Engineering or other professional courses = Rs. 5000 per month.
5> Undergraduate: Rs. 1500 per month.
6> Undergraduate in Medical stream/ Diploma courses = Rs. 5000 or Rs. 1500 per month respectively.
Aikyashree স্কলারশিপে কিভাবে আবেদন করবেন:
স্কলারশিপ টা পুরোপুরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা পরিচালিত এই স্কলারশিপ এ শুধুমাত্র মেয়েদেরকে অন্তর্ভুক্ত করা হয় এখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। প্লিজ স্কলারশিপে তোমরা অনলাইনে এবং অফলাইন দুটি ভাগে আবেদন করতে পারবে এবং তোমরা যে যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলে স্কলারশিপ এর সম্পর্কে খোঁজ নিতে পারো, কারণ সেখান থেকে এগুলো কুড়িয়ে দেয়া হয়।
Official Website: wbmdfcscholarship. org
OASIS ইস স্কলারশিপে কিভাবে আবেদন করব:
স্কলারশিপে শুধুমাত্র যে সব ছাত্রছাত্রী sc st এবং obc জাতির অন্ত এবং এইসব কাস্ট সার্টিফিকেট আছে তারাই এখানে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে পঞ্চম শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সরকারি তরফ থেকে খুব ভালো একটা পরিমাণ টাকা দেয়া হয়। এই স্কলারশিপে সবাই নিশ্চিত ভাবে টাকা পায় এটা একটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে স্কলারশিপ এর নাম আমরা সবাই শুনেছি এখানে আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে.
Official Website: oasis. gov. in
AICTE Pragati Scholarship For Girl স্কলারশিপে কিভাবে আবেদন করব:
এই স্কলারশিপ টা শুধুমাত্র মেয়েদের জন্য এখানে কোন ছেলে আবেদন করতে পারবে না এই স্কলারশিপে আপনারা নিশ্চিত ভাবে টাকা পেয়ে যেতে পারেন প্লিজ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট নিচে দেয়া হল আপনারা সেখানে গিয়ে আরো বেশি জেনে নিতে পারবেন এটাও খুব ভালো একটা স্কলারশিপ যেটা ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী.
Official Website: scholarships.gov. in
KC Mahindra Scholarship স্কলারশিপ এ কিভাবে আবেদন করবেন:
ইস্কলারশিপ টা প্রাইভেট স্কলারশিপ এটা কোন সরকারি স্কলারশিপ না এখানেও আপনারা আবেদন করতে পারেন অনলাইন এবং অফলাইনে মাধ্যমে এখানে অফিশিয়াল ওয়েবসাইট দেয়া হলো সেখানে গিয়ে কিভাবে আবেদন করতে হবে আপনারা জেনে নিতে পারবেন কলারশিপে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবেন.
Official Website: www.kcmet. org
আজকে যে স্কলারশিপের কথাগুলো বললাম এগুলো হলো পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে ভালো স্কলারশিপ এখানে আপনারা আবেদন করে নিশ্চিত ভাবে টাকা পেয়ে যেতে পারেন তবে একটা কথা বলে রাখছি একজন ছাত্র বা ছাত্রী যেকোনো একটা স্কলারশিপে আবেদন করতে পারবে একজন স্টুডেন্টস সবকটা স্কলারশিপে আবেদন করতে পারবেনা যদি করে সে কোন টাকাই পাবে না তাই একজন স্টুডেন্ট তার পছন্দমত যেকোন একটা স্কলারশিপে আবেদন করতে পারবে.
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url