What Is Ledger Goods Technology: লেদার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু ধারনা (LGT)
What Is Ledger Goods Technology: লেদার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু ধারনা (LGT)
লেদার ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝায়:
লেদার ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি ইঞ্জিনিয়ারিং কোর্স আমরা বাজারে যেসব লেদারের প্রোডাক্ট গুলো দেখি সেই সব প্রোডাক্ট গুলো কিভাবে তৈরি হয় এবং প্রোডাক্ট এর ডিজাইন বানানো এই সম্পর্কিত বিষয় ইঞ্জিনিয়ারিং পড়াশোনা কে বলা হয় লেদার গুডস টেকনোলজি। সোজা কথায় বলা যায় যে লেদারকে ভিত্তি করে যেসব প্রডাক্টগুলো বাজারে তৈরি হয় সেগুলোর উপর ডিজাইন করা এবং মডেল বানানো সব বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং করা.
লেদার ইঞ্জিনিয়ার হতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন হয়:
আপনি যদি লেদার ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে আপনাকে মিনিমাম টেন ক্লাস পাস করতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে এবং মাধ্যমিকে আপনার মিনিমাম ৫০ পার্সেন্ট এর উপরে নাম্বার থাকতে হবে এরপর আপনি পলিটেকনিক বা জেক্সপো পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষাগুলো দিয়ে পাস করার পর আপনি এই কোর্সের জন্য এপ্লাই করতে পারবেন যে কোন সরকারি কলেজে প্রথমে আপনাকে লেদার নিয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হবে দু বছরের জন্য এরপর কমপ্লিট হয়ে গেলে আপনি বিটেক করতে পারেন। এরপর আরো যদি পড়াশোনা করতে চান লেদার নিয়ে করতে পারেন।
আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় লেদার ইঞ্জিনিয়ারিং এর সরকারি কলেজ আছে:
আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই লেদার ইঞ্জিনিয়ারিং কলেজ একটাই আছে যেটা সরকারি এই কলেজটি খুবই ভালো এবং ছেলেদের ব্যবহার খুবই ভালো এখানে পড়লে আপনি চাকরি পাওয়ার চান্স অনেকটা বেশি থাকে এই কলেজের নাম আমরা নিচে দিয়ে দিচ্ছি ছবিসম্যান দেখে নিন যারা লেদার নিয়ে পড়তে চাইছো তারা এই কলেজে যোগাযোগ করতে পারো।
College Name: Central Footwear Training Centre
Address: Budge Budge Trunk Rd, Pujali, Budge Budge, Pujali, West Bengal 700138
এই লেদার ইঞ্জিনিয়ারিং পড়লে ১০০% কি চাকরি পাওয়া যায়?
লেদার ইন্ডাস্ট্রি এমন একটি বাজার এটা নিয়ে পড়াশোনা করলে আপনি নিশ্চিত ভাবে চাকরি পেতে পারেন লেদার বাজারের পরিমাণ খুবই সীমিত কিন্তু খুব কম ছেলে এই ইঞ্জিনিয়ারিং পড়ে আমাদের ভারতের বিভিন্ন বড় বড় লেদার কোম্পানি আছে যেখানে আপনি যদি এই ইঞ্জিনিয়ারিং পড়েন আপনি একটি ভাল পোস্টে চাকরি পেয়ে যেতে পারবেন লেদারের প্রোডাক্ট এর বেশিরভাগ টাকা ইনকাম হয় বিদেশ থেকে। উপরে দেওয়া ওই সরকারি কলেজে ভর্তি হয়ে আপনি দু বছর ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পর আপনাকে বিভিন্ন কোম্পানিতে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেয়া হবে। ট্রেনিং চলাকালীন আপনি কোম্পানির তরফ থেকে থাকা খাওয়া সমস্ত খরচা এবং ১২০০০ থেকে ১৩০০০ টাকা স্যালারি ও প্রত্যেক মাসে পেয়ে যেতে পারেন। ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আপনি পছন্দ মত একটি কোম্পানিতে চাকরি করতে পারেন বা এই কলেজে পড়ার পর আপনাকে কলেজ থেকেই ভালো একটি কোম্পানিতে চাকরি সুযোগ করে দেবে।
লেদার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে কি কি সাবজেক্ট পড়ানো হবে:
এই লেদার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে আপনার সাবজেক্টের মধ্যে থাকবে গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি এবং লেদারের প্রোডাক্ট এর উপর প্র্যাকটিকাল ক্লাস এই সাবজেক্ট গুলো নিয়ে আপনাকে প্রথম থেকে পড়াশোনা শুরু করতে হবে। এই কলেজে যদি পড়েন দুবছর ডিপ্লোমা কমপ্লিট করার পর আপনাকে বিভিন্ন কোম্পানিতে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেয়া হবে।
এই লেদার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আরও কিছু যদি জানতে চান নিচে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদেরকে সমস্ত সাহায্য করে দেব।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url