CV Ananda Bose: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল অবসরপ্রাপ্ত IAS অফিসার
CV Ananda Bose: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল অবসরপ্রাপ্ত IAS অফিসার
আজ থেকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য পালের নাম ঘোষণা হয়ে গেল তাই রাজ্যপাল হলেন প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দা বোস আজকেই ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের নাম।
এর আগে পশ্চিমবঙ্গে একজন অস্থায়ী রাজ্যপাল ছিল এবারে সম্পূর্ণ স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করে দিলেন কিছুদিনের মধ্যেই রাজ্যপাল আমাদের বাংলাতে রাজভবনে চলে আসবে। আমাদের এই নতুন রাজ্যপাল তিনি রাজ্যের বিভিন্ন পদে তার দায়িত্ব সামলেছেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদেও তিনি দায়িত্ব সামলেছেন এরপর বাংলাতে আবার রাজ্যপাল হিসেবে স্থান পেয়েছে।
পুরানো রাজ্যপাল অবসর নেয়ার পর কিছু মাস পরে আজ ঘোষণা হল আমাদের বাংলার নতুন রাজ্যপালের নাম।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url