Digital Rupee India: ডিজিটাল রুপি কি? ভারতে কবে থেকে চালু হবে?

 Digital Rupee India: ডিজিটাল রুপি কি? ভারতে কবে থেকে চালু হবে?



ডিজিটাল রুপি কি? What Is Digital Rupee?

ভারত সরকার বা নরেন্দ্র মোদী কিছুদিন আগে ঘোষণা করেছেন যে ভারতের নতুন টাকা আসতে চলেছে। যে টাকা আপনারা শুধু মোবাইলের মাধ্যমে একে অপরের কাছে পাঠাতে পারবে কিন্তু এই টাকা হাতে কেস হিসাবে পাবেন না এটাকে ডিজিটাল টাকা বলা হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে এই ডিজিটাল টাকা ভারতে চালু হতে চলেছে।

Reserve bank of India is all set to launch the first pilot for the retail digital rupee, or rupee, on December 1. The digital rupee would be in the form of a digital token that represents legal tender. The RBI defines it as digital legal tender. Digital Rupee will be exchangeable at par with existing currencies and will be accepted for payments as well as a safe store of value.

Digital Rupee is a digital form of currency. Notes issued by a central bank. Digital currency, or Erupt, is an electronic form of money that can be used in contactless transactions.

The Erupi would be in the form of a digital token and will be issued in the same denominations as paper currency and coins. This will be distributed through banks. Users will be able to transact with Erupt through a digital wallet offered by the participating banks and stored on mobile phones and devices.

RBI's pilot project will cover selected locations and banks. The pilot will initially cover the four cities of Mumbai, New Delhi, Bangalore, and Juvenitwa, where customers and merchants will be able to use the digital rupee. In the first phase, the pilot will begin with four. Banks, the state bank of India, ICICI Bank, US Bank, and IDFC first banks across only four cities. The digital repeat would offer features of physical cash such as trust, safety, and settlement finality.

এই ডিজিটাল রুপি কবে থেকে ভারতে চালু হবে:


ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ১ই ডিসেম্বর থেকে ভারতে এই ডিজিটাল টাকা চালু হবে দিল্লি, মুম্বাই, ব্যাংগালোর, ভুবনেশ্বর প্রথমে এই চারটি শহরে এই টাকা চালু হবে এবং কিছু ব্যাংকের উপর এই টাকা লেনদেনের ব্যাপারে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে দায়িত্ব দেয়া হয়েছে।

এই ডিজিটাল রুপি অর কিপ্টো কারেন্সি কি একই?


আমাদের অনেকেই অনেক প্রশ্ন আছে ভারত সরকার এই যে নতুন টাকা চালু করতে চলেছে এই টাকা শুধুমাত্র টোকেনের মতো কাজ করবে এই টাকা আপনি যেকোনো সময় যেকোনো কাউকে পাঠাতে পারবে এবং পুরোটাই মোবাইলের অ্যাপের মাধ্যমে এই ডিজিটাল রুপিকে আপনি কেনাবেচা করতে পারবেন আর কিছুদিনের মধ্যে সারা ভারতে এটা চালু হয়ে যাবে। এই ভারতের নতুন ডিজিটাল রুপি এবং Cryptocurrency  কে একই বলা যেতে পারে কারণ কিপ্টো কারেন্সি যেভাবে লেনদেন করা হয় বা ব্যবহার করা হয় ঠিক সেই রকম ভাবে ভারতে চালু হওয়া এই নতুন ডিজিটাল টাকা একইভাবে প্রচলিত হবে।

এই ডিজিটাল রুপি চালু হওয়ার পর মানুষের কি কি সুবিধা হতে পারে:


এই ডিজিটাল রুপি ভারতে চালু হওয়ার পর বাজার এবং মার্কেটের মধ্যে অনেক সুবিধা উপভোগ করতে পারবে যে কোন মানুষ প্রায় বেশিরভাগ মানুষকে প্রতিদিন ২০০০ টাকার নোট বা ক্ষুদ্র টাকার সমস্যায় পড়তে হয় কিন্তু এই  ডিজিটাল রুপি আসার পরে কোন মানুষকে টাকা সমস্যা করতে হবে না এবং সরকারের টাকা বা পয়সা তৈরি করার জন্য যে কোটি কোটি টাকা খরচা হয় সেই খরচ অনেক কমে যাবে এবং পুরো টাকা লেনদেনগুলো ডিজিটাল নিয়ম এ করা হবে।

ভারতের ডিজিটাল রুপি আসার পরে কি কি সমস্যা হতে পারে:


ভারতে দেখা যায় যে অশিক্ষিত বা তারা মোবাইল ব্যবহার করতে পারে না তাদের ক্ষেত্রে অনেক বড় সমস্যা হতে পারে এই ডিজিটাল রুপি ব্যবহার করার ক্ষেত্রে কারণ সব  সিস্টেমটাই ইন্টারনেট এবং  মোবাইলের দ্বারা পরিচালিত হবে তাই অনেক মানুষকে সমস্যা মধ্যে পড়তে হতে পারে। ক্যাসলেট ইন্ডিয়া আপনি ক্যাশ টাকা ব্যবহার না করে ডিজিটাল রুপির দ্বারা আপনার পেমেন্ট করে দিতে পারবেন। এটা ব্যবহার করতে গেলে অনেক মানুষকেই ভালোভাবে শিখে নিতে হবে।

ডিজিটাল রুপি ব্যবহারকারীর মোবাইল অ্যাপের নাম:

কিভাবে এই ডিজিটাল রূপে আমরা ব্যবহার করব সেই বিষয়ে খুব তাড়াতাড়ি ভারত সরকারের তরফ থেকে বলে দেয়া হবে এবং কোন মোবাইল অ্যাপের দ্বারা এই টাকাকে লেনদেন করা যাবে তাও খুব তাড়াতাড়ি বলে দেয়া হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url