রামকৃষ্ণ মিশন আশ্রমেও শনিবার জিশুখ্রিষ্টের পুজো করা হল নিয়ম করে
রামকৃষ্ণ মিশন আশ্রমেও শনিবার জিশুখ্রিষ্টের পুজো করা হল নিয়ম করে
রামকৃষ্ণ মিশনের অন্যান্য আশ্রমের মতো মুর্শিদাবাদের বেলডাঙার সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমেও শনিবার জিশুখ্রিষ্টের পুজো করা হল নিয়ম করে। ঠাকুর রামকৃষ্ণের সন্ধ্যারতির পর চলল জিশুখ্রিষ্টের আরাধনা।
শনিবার আশ্রমে উপস্থিত ছিলেন সাধু, ব্রহ্মচারী, আশ্রমবালক ও ভক্তেরা। সন্ধ্যায় শুরু হয় পুজো। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রামকৃষ্ণের মন্দিরে রামকৃষ্ণের ছবির পাশে জিশু ও মেরির ছবি রেখে সেখানে নানা প্রকার ভোগ সাজিয়ে পুজো করা হয়। ভোগের উপাচার হিসাবে দেওয়া হয় কেক, বিস্কুট, ফলের রস, চকোলেট ও নানাবিধ ফল।
পুজো ও আরতির পর মোমবাতি জ্বালিয়ে, ক্যারোল গানের মধ্য দিয়ে ভগবান জিশুর আরাধনা চলে দীর্ঘ ক্ষণ।আরাধনা শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।রামকৃষ্ণ মিশনের স্বামীজীরা জানান, ১৮৮৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বরের ২৪ তারিখে ক্রিসমাস ইভের রাতে হুগলির আঁটপুরে স্বামী বিবেকানন্দ গুরুভাইদের সঙ্গে ধুনি জ্বালিয়ে সমবেত ভাবে সন্ন্যাস গ্রহণের সংকল্প করেন। এই ঘটনাকে স্মরণ করেই রামকৃষ্ণ মিশনে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url