পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টির রহস্যময় কাহিনী

 পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টির রহস্যময় কাহিনী



ঈশ্বর আকাশ ও পৃথিবীর সৃষ্টির পর নতুন কোন গাছ পালা ছিল না মাঠে তখন কিছুই জন্মাতো না  তখনও পৃথিবীতে বৃষ্টি পাঠাননি এবং খেতে চাষ বাস করার জন্য তখন কেউ ছিলনা পৃথিবী থেকে জল উঠে চারপাশে জমিতে ছড়িয়ে পড়ল তখন প্রভু ঈশ্বর মাটি  তুলে নিয়ে একটি মানুষ তৈরি করলেন এবং সেই মানুষের নাক দিয়ে প্রাণবায়ু প্রবেশ করিয়ে মানুষটিকে জীবন্ত করে তুললেন। তখন প্রভু ঈশ্বর পূর্বদিকে একটি বাগান বানালেন আর সেই বাগানটি নাম দিলেন এবং প্রভু ঈশ্বর তাঁর সৃষ্টি করা মানুষটিকে সেই বাগানে রাখলেন।

এবং সেই বাগানে প্রফেশ্বর সব রকমের সুন্দর বিক্ষো ও খাদ্যোপযোগী ফল দেয় এমন প্রতিটি বৃক্ষ রোপন করলে বাগানের মাঝখানটিতে প্রভু স্মরণ করলেন জীবন বৃক্ষ এবং এই বাগানের পাশ দিয়ে একটি নদী প্রবাহিত করালেন তারপর সেই নদী বিভক্ত হয়ে চারটি ছোট ছোট ধারায় পরিণত হল। ঈশ্বর প্রথম যে মানুষটিকে সৃষ্টি করলেন তাকে ঈশ্বরের বানানো ওই বাগানটির দেখাশোনার জন্য দায়িত্ব দিলেন এবং ওই বাগানে কৃষিকার্যের জন্য ওই মানুষটিকে রাখলেন।

তখন ঈশ্বর এসে ওই মানুষটিকে বললেন যে তুমি এই বাগানের সমস্ত ফল খেতে পারবে কিন্তু ভালো আর মন্দ জ্ঞানদাতা গাছের ফল তুমি কোনদিনও খাবেনা তাহলে তোমার বিপদ নেমে আসবে।

তারপর প্রভু ঈশ্বর বলে মানুষের নিঃসঙ্গ থাকা ভালো নয় আমি ওকে সাহায্য করার জন্য ওর মতো আরো একটি মানুষ তৈরি করব তবু ঈশ্বর পৃথিবীর ওপরের সমস্ত পশু আর আকাশের সমস্ত পাখি তৈরি করার জন্য মৃত্তিকার ধূলি ব্যবহার করেছিলেন 24 অর ঐ সমস্ত পশু-পাখিকে মানুষটির কাছে নিয়ে এলেন এবং মানুষটির তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম দিল মানুষটির সমস্ত গৃহপালিত পশু আকাশের সমস্ত পাখির এবং অরন্যের সমস্ত বন্যপ্রাণীর নামকরণ করল মানুষটি অসংখ্য পশুপাখি দেখল কিন্তু সে তার যোগ্য সহকারি কাউকে দেখতে পেল না।

তখন প্রভু ঈশ্বর সেই মানুষটিকে গভীর ঘুমে আচ্ছন্ন করলেন মানুষটি যখন ঘুম আসছিল তখন প্রভু ঈশ্বর তার পাঁজরের একটি হাড় বের করে নিলেন তারপর মানুষটির পাঁজরের হাড় দিয়ে তৈরি করলেন একজন স্ত্রী তখন সেই স্ত্রীকে ঈশ্বর মানুষটির সামনে নিয়ে এলেন ।

প্রভু যীশু প্রথমে যে মানুষটিকে সৃষ্টি করেছিলেন এরপর একটি মহিলা বা মেয়ে সৃষ্টি করে যাতে তারা দুজনে একসঙ্গে থাকতে পারে এবং এবং তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে পারে এভাবে পৃথিবীর প্রথম মানুষ এবং একটি প্রভু যীশু সৃষ্টি করেছিলেন আমাদের পৃথিবীতে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url