নতুন করে আবাস যোজনায় ঘর পেতে গেলে কি কি নিয়ম মানতে হবে?

নতুন করে আবাস যোজনায় ঘর পেতে গেলে কি কি নিয়ম মানতে হবে?



কেন্দ্রীয় সরকারের তরফ দিয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে আবাস যোজনার ঘর নিয়ে প্রত্যেকটা রাজ্যে এবং গ্রামে গ্রামে যেসব গরিব মানুষরা বা মধ্যবিত্ত পরিবার ঘর পাওয়ার যোগ্য তাদের হাতে সঠিক ঘরের টাকা তুলে দেয়ার জন্য কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম চালু করা হয়েছে, এই নিয়মে বিভিন্ন নতুন নতুন আইন কানুন মিলে ভেরিফিকেশন চলবে। এবার থেকে প্রত্যেকটা আবাস যোজনার ঘরের ভেরিফিকেশনের জন্য লোকাল থানার উচ্চপদস্থ কর্মচারী এবং বিডিও অফিসার আসবে প্রত্যেকটা বাড়ি বাড়িতে। এছাড়া আরো বিভিন্ন নতুন নিয়ম মেনে চললে তবেই আপনি আবাস যোজনায় বাড়ি পাবেন যাদের পাকা ছাদ আটা বাড়ি আছে তারা একদমই আবাস যোজনায় ঘর পাবেন না।

কেন্দ্রীয় সরকারের এই নিয়মের জন্য অনেক দুর্নীতির দমন হবে এবং সঠিক মানুষ সঠিক গরিব খেটে খাওয়া মানুষ আবাস যোজনায় ঘর পাবে। চলুন দেখা যাক নতুন কি কি নিয়ম দেওয়া হয়েছে


PM AWAS Yojana NEW RULES/ আবাস যোজনার নতুন নিয়ম:-

1》 আপনার পাকা ছাদ আটা বাড়ি থাকলে আবাস যোজনা ঘর পাবেন না শুধুমাত্র টালির চাল বা মাটির ঘর থাকলে তবে আপনি আবাস যোজনায় বাড়ি পাবেন।

2》 ওই পরিবারের মাসে ইনকাম দশ হাজার টাকার নিচে হতে হবে।

3》 আপনার পরিবারে যদি কেউ সরকারি চাকরি করে তাহলে আবাস যোজনায় আবেদন করতে পারবেন না।

4》 আপনার পরিবারে কারো যদি চার চাকা গাড়ি বা বাইক থাকে তাহলে আবাস যোজনা তে আবেদন করতে পারবেন না ।

5》 নতুন নিয়মে একটি পরিবার একবারই আবাস যোজনায় ঘর পাবে এক পরিবার তিনবার চারবার বাড়ি পাবেনা।

6》নতুন আবাস যোজনার নিয়ম অনুযায়ী শুধুমাত্র গরিব এবং খেটে খাওয়া মানুষ রায় আবাস যোজনা ঘর পাবে

7》নতুন করে আবার চোদনা নিয়ম অনুযায়ী বিডিও অফিসার এবং লোকাল থানা উচ্চপদস্থ কর্মচারী আইসিডিএস বা অঙ্গনারী কর্মচারীরা এবার থেকে ঘরের ভেরিফিকেশন করার জন্য আসবে ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url