কোন পদ্ধতি অবলম্বন করলে সরকারি চাকরি পাওয়া সম্ভব?

 কোন পদ্ধতি অবলম্বন করলে সরকারি চাকরি পাওয়া সম্ভব?


সবথেকে বেশি সংখ্যক সরকারি কর্মচারী কাজ করেন:

ভারতবর্ষের সবথেকে বড় সরকারি সংস্থা যেখানে সবথেকে বেশি সংখ্যক সরকারি কর্মচারী কাজ করেন সেটা হলো ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে 2021 সালে 35,000 ভ্যাকেন্সি ঘোষণা করে ।এনটিপিসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করার পর মোট এক কোটি 25 লক্ষ অ্যাপ্লিকেশন জমা করে অর্থাৎ এই পরীক্ষাতে প্রতিটা আবেদনকারীর সফল হওয়ার সম্ভাবনা ছিল মাত্র 0.28 পার্সেন্ট মানে প্রতি 280 জন এর মধ্যে থেকে মাত্র একজন করে সফলতা পাবে যখন সফলতা পাওয়ার সম্ভাবনা কম থাকে তখন প্রস্তুতি নেওয়া শুরু করার আগেই বেশ কয়েকটা বাস্তব সত্যি জেনে নেওয়া ভালো এবং তার সাথে প্রস্তুতির জন্য একটা ফুলপ্রুফ প্ল্যান তৈরি করা সবার আগে দরকার ।

আপনার কি আদৌ সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করা উচিত:

সবার আগে এই প্রশ্নের উত্তরটা জেনে নেওয়া যাক যে আপনার কি আদৌ সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করা উচিত তার জন্য আপনাকে বেশি কিছু নয় শুধুমাত্র আপনি যে সরকারি চাকরির পরীক্ষাতে পাস করার জন্য প্রস্তুতি নেয়ার কথা ভাবছেন তা শেষ তিন বারের মধ্যে যেকোন একবার এর কোশ্চেন পেপার এবং আনসার পেপার জোগাড় করুন এবং কোন কিছু সাহায্য না নিয়ে সম্পূর্ণ নিজে যতক্ষন খুশী সময় নিয়ে হোক সেই কোশ্চেন পেপার সলভ করার চেষ্টা করুন এরপর সাথে মিলিয়ে দেখুন আপনি কত শতাংশ স্কোর করতে পারলেন যদি দেখেন যে আপনি সারাদিন সময় নিয়েও 50 শতাংশেরও কম স্কোর করতে পারছেন তাহলে আমার মতে আপনার প্রস্তুতি শুরু না করাই ভালো তার কারণ হলো আপনার কারেন্ট পজিশন যদি এরকম হয় তাহলে যেহেতু সফলতা পাওয়ার সম্ভাবনা হার এত কম কিন্তু আপনাকে মারাত্মক অভাবনীয় পরিশ্রম করতে হবে সফলতা পাওয়ার জন্য ।

সরকারি চাকরির থেকেও বেশি টাকা রোজগার করতে পারবেন:

যে পরিশ্রম আপনি আপনার পছন্দের অন্য কোনো ক্ষেত্রে করেন তাহলে এর থেকে অনেক ভাল ফল পেয়ে যাবেন মনে রাখবেন সরকারি চাকরি একমাত্র পথ না টাকা উপার্জন করার এরকম আরো হাজারো উপায় রয়েছে যেখানে আপনি সরকারি চাকরির থেকেও বেশি টাকা রোজগার করতে পারবেন আপনাকে শুধু নিজের মাইন্ড টাকে ওপেন রাখতে হবে আর যদি আপনার Score ফিফটি পার্সেন্ট এর উপরে হয় তাহলে  যেহেতু আপনি ফিফটি পার্সেন্ট এর উপরে স্কোর করতে পেরেছেন অর্থাৎ আপনি বিসিক জিনিস গুলো জানেন এবার আপনাকে শুধু অ্যাডভান্স জিনিস গুলো জানতে হবে আর  কম সময়ের মধ্যে সঠিক উত্তরটা দিতে পারার কৌশলটা শিখতে হবে এবার সেটা করার জন্য আপনি যদি কোনো অফলাইন টিউশন এর অপশন এড করেন যেসব ছাত্র-ছাত্রী ৫০ নম্বরের নিচে নাম্বার পাবেন তারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কোন লাভ হবে না তাদের ছেড়ে দেয়াই ভালো।


 বেশিরভাগ সরকারি চাকরির পরীক্ষায় কম্পিউটার ডিস্ক হয়ে গেছে কাজেই সেটার জন্য আপনার প্র্যাকটিসটা computer-based হওয়াই উচিত এখন এরকম প্রচুর ভালো অনলাইন প্লাটফর্ম তৈরি হয়ে গেছে যেখানে আপনি মাত্র এক মাসে আপনার অফ্লাইন টিউশনি পিছনে যত টাকা খরচ হবে তার থেকেও কম টাকায় এক বছরের জন্য সেই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিয়ে পড়তে পারবেন অর্থাৎ কোন অনলাইন প্লাটফর্মে সাবস্ক্রিপশন নিলে আপনি অফলাইনে তুলনায় অনেক কম খরচে কিন্তু অনেক বেশি অ্যাডভান্স ভাবে প্রস্তুতি নিতে পারবেন এরপর আপনার কাজ হচ্ছে নিজের আর্থিক অবস্থা অনুযায়ী নিজের জন্য এরকম এক বা একাধিক সুইটেবল platform বেছে নেওয়া।

 নিজেকে তৈরী করার একমাত্র উপায় হল:

যাদের যদি সারা দিন সময় দিয়ে দেওয়া হয় তাহলে তারা 100 পার্সেন্ট স্কোর করতে পারবে কিন্তু পরীক্ষাতে সময়সীমা নির্দিষ্ট বাঁধা থাকে ফলে কম্পিটিশন তাই এসে দাঁড়ায় শুধু সঠিক উত্তর জানান নির্দিষ্ট সময়ের মধ্যে এবং প্রেসার এর মধ্যে সঠিক উত্তরটা দিতে হবে । তার জন্য নিজেকে তৈরী করার একমাত্র উপায় হল প্রতিদিন অন্তত একটা করে মকটেস্ট অ্যাপয়েন্ট করা এবং তারপর সে তার ফলাফল এভালুয়েট করে দেখা কোন কোন বিষয়ের কোন কোন টপিক গুলো তে আপনার সঠিক রয়েছে কোন গুলোতে মার্কসের বেশি রয়েছে সেই অনুযায়ী স্টাডি প্ল্যান তৈরি করা ও ফলো করা হয় ।

 কোশ্চেন মক টেস্ট কোশ্চেন পেপার টা তার একটারও আপনি সঠিক উত্তর করতে পারেননি তাহলে আপনাকে সেই চ্যাপ্টা এর একটা শিডিউল প্ল্যান তৈরি করতে হবে ।যদি এই ধরনের অ্যাডভান্স অনলাইন প্ল্যাটফর্মগুলোতে রোজ একটা করে অন্তত প্র্যাকটিস করে এবং তারপর নিজের পারফরম্যান্স অ্যানালিসিস দেখে  স্টাডি প্ল্যান তৈরি করে সেটাকে ডেডিকেশন এর সাথে ফলো করে তাহলে তাকে সরকারি চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবেনা। কিন্তু এই কাজটা করার জন্য তাকে প্রতিদিন অন্তত মিনিমাম চার ঘণ্টা করে তো সময় বার করতেই হবে এবং রেগুলারিটি মেইনটেইন রাখতে হবে ।প্রত্যেকদিন নিয়মিত পড়তে হবে এবং অনলাইন কোচিং সেন্টার গুলিতে পরীক্ষার মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে কি পরিমান আপনি নাম্বার পাচ্ছেন তার উপর ভিত্তি করে আপনাকে আরো বেশি ভালো করতে হবে কোন কোন সাবজেক্টে কম নাম্বার পাচ্ছে সেইগুলো আরো ভালো করে পড়তে হবে তাহলে আপনি সরকারি চাকরি পাওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবেন।





 





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url