থাইরয়েড কমানোর উপায় থাইরয়েড রোগের ঘরোয়া চিকিৎসা
থাইরয়েড কমানোর উপায় থাইরয়েড রোগের ঘরোয়া চিকিৎসা
সূচিপত্র:
থাইরয়েড বলতে কাকে বোঝানো হয়?
থাইরয়েড হলো শরীরের একটি অংশ যেটা গলায় অবস্থিত এটা শরীরের বৃদ্ধিতে সাহায্য করে এখান থেকে একটি হরমোন বের হয় এটা শরীরকে ডেভেলপ করতে সাহায্য করে এছাড়াও শরীরে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এই থাইরয়েড।
থাইরয়েড রোগটি কয় প্রকার ও কি কি?
থাইরয়েড রোগটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে হাইপো থাইরয়েড এবং হাইপার থাইরয়েড এই দুটি রোগ দেখা যায় গলায় থাইরয়েডে।
ভাইপোথাইরয়েড বলতে বোঝায় আপনার থাইরয়েড গ্রন্থি টি শরীরে কম কাজ করছে এবং কম হরমোন উৎপাদন করছে এটাকে হাইপোথাইরয়েড রোগ বলা হয়। হাইপার থাইরয়েড বলতে বুঝায় আপনার থাইরয়েড গ্রন্থি টি শরীরে বেশি কাজ করছে এবং থাইরয়েড হরমোন বেশি পরিমাণে রক্তে মিশে যাচ্ছে।
থাইরয়েড রোগ হওয়ার লক্ষণ গুলো কি কি?
এই থাইরয়েড রোগের লক্ষণ গুলি হল অতিরিক্ত ক্লান্ত লাগা, কোন কারণ ছাড়া গায়ে ব্যথা করা, পা ফুলে যাওয়া, অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, আপনার গলা অনেকটা ফুলে নিচের দিকে ঝুলে যাওয়া এগুলো হলো থাইরয়েড হরমোন কমে যাওয়া বা বেড়ে যাওয়ার ফলে এই রোগটি দেখা যায়।
থাইরয়েড হলে আপনি কি ওষুধ খেতে পারেন?
ডাক্তারদের পরামর্শ অনুযায়ী থাইরয়েড রোগ হলে আপনাদেরকে থাইরক্সিন নামে এক ধরনের ওষুধ খাওয়ার জন্য বলা হয় ডাক্তারদের তরফ থেকে। এই থাইরক্সিন ওষুধ আপনি ডাক্তারদের নিয়ম অনুযায়ী প্রতিদিন খাবেন এই ওষুধ আপনাকে লাইফ টাইম খেতে হতে পারে, একটা ওষুধ আপনি মিস করবেন না নিয়মিত ওষুধ খেতে হবে। নিয়মিত আপনাদেরকে ওষুধ খেতে হবে এবং তিন মাস বা ছয় মাস পর রক্তে থাইরয়েড এর পরিমাণ ঠিক আছে কিনা সেটা টেস্ট করাতে হবে। গর্ভবতী মহিলার যদি হাইপোথাইরয়েড রোগটি হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে এবং বিভিন্ন রক্তের টেস্ট করাতে হবে।
থাইরয়েডের কোন রোগী যদি হঠাৎ করে ওষুধ খাওয়া বন্ধ করে দেয় তাহলে তার ক্ষেত্রে ইমার্জেন্সি পরিস্থিতি ঘটতে পারে।
থাইরয়েড রোগ হলে কোন কোন খাবারগুলি খাবেন না?
থাইরয়েড হলো গলায় অবস্থিত একটি অংশ এই থাইরয়েড আপনারা প্রতিদিন যে খাবার খান সেখান থেকে আয়োডিন সংগ্রহ করে হরমোন উৎপাদন করে। ফলে কিছু খাদ্য আছে যেগুলো খেলে আপনার থাইরয়েডের রোগটি আরো বেড়ে যেতে পারে। আপনাদের থাইরয়েড রোগ হলে বাঁধাকপি, ফুলকপি এবং কপি জাতীয় খাবার খাওয়া চলবে না। আপনার থাইরয়েড রোগ থাকলে সয়াবিন এবং ময়দা জাতীয় খাবার খাওয়া যাবেনা কারণে এগুলো আপনাদের থাইরয়েড রোগটিকে আরো বাড়িয়ে দিতে পারে এছাড়াও চিনি এবং নুন খাওয়া চলবে না থাইরয়েড রোগ হলে কম পরিমাণে এগুলো খেতে হবে।
থাইরয়েড রোগ হলে কোন খাবার গুলো খেলে আপনার উপকার হবে?
এবার আমরা বলব থাইরয়েড রোগ হলে আপনারা কোন কোন খাবারগুলো খেলে শরীরের খুব উপকারী হবে এবং থাইরয়েড রোগ কমাতে সাহায্য করবে।
1) ব্রাউনড রাইস বা বাদামি ভাত খেতে পারবেন।
2) নারকেল এবং নারকেলের দুধ খেতে পারবে।
3) খাঁটি দুধের দই খেতে পারবেন এটা থাইরয়েড কমাতে সাহায্য করে। থাইরয়েড রোগীরা প্রত্যেক দিন ৫০ গ্রাম করে টক দই খেতে পারেন।
4) থাইরয়েড রোগ হলে প্রতিদিন একটি করে ডিম সিদ্ধ খেতে হবে।
5) থাইরয়েড রোগ হলে যেকোনো ধরনের মাছ খেতে পারবেন কিন্তু ছোট মাছ খেলে উপকারিতা বেশি পাবেন।
6) এছাড়া খেতে হবে সবুজ শাকসবজি, কাজুবাদাম, মেথি শাক, ক্যাপসিকাম এগুলি খেতে হবে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url