12 January জাতীয় যুব দিবস || Swami Vivekananda National Youth Day
12 January জাতীয় যুব দিবস || Swami Vivekananda National Youth Day
আপনাদের সকলকে স্বাগতম 12 ই জানুয়ারি পালিত হয় ভারতবর্ষে জাতীয় যুব দিবস ন্যাশনাল ইয়ুথ ডে যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন কে স্মরণ করে পালন করা হয় স্বামী বিবেকানন্দের আদর্শ কে স্মরণ করে এবং তাকে শ্রদ্ধা জানিয়ে হাজার 984 সালে থেকে ভারত সরকার 12 ই জানুয়ারি এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই অনুসারে প্রথম জাতীয় যুব দিবস পালিত হয়েছে হাজার 985 সালে তারপর থেকে প্রত্যেক বছর যুবকদের শাশ্বত শক্তিকে জাগিয়ে তুলতে এবং স্বামীজীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এবং তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় ।
আজকের পর্বে আমরা জানবো স্বামীজির জন্মদিন কে কেন জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় আসুন জেনে নেয়া যাক স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এর আধ্যাত্মিক শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দ। আমাদের ভারতবর্ষের বিবেকানন্দ স্বামী আধুনিক মানুষের আদর্শ ছিলেন বিশেষ করে তরুণ সমাজের জন্য তিনি আমাদের এমন কিছু দিয়েছেন যা আমরা উত্তরাধিকারসূত্রে এখনো গর্ববোধ করি। স্বামী বিবেকানন্দ দেশের প্রত্যেকটি শিশুর মধ্যে আশার আলো দেখেছিলেন তিনি বিশ্বাস করতেন লোহার পেশী এবং ইস্পাতের নায়ক ভারতীয় শিশুদের মধ্যে রয়েছে তরুণরাই পারে সমাজকে পরিবর্তন করতে সমাজের যত কালিমা দূর করতে নতুন সমাজ গড়তে তাই স্বামীজীর বাণী
আশার আলো দেখায় নতুন সমাজের পথ দেখায় স্বামী বিবেকানন্দ যুব সম্প্রদায়ের কাছে অনুপ্রেরণা তিনি ধর্ম দর্শন ভারতীয় ইতিহাস শিল্প সমাজ বিজ্ঞান সাহিত্য বিষয়ক জ্ঞানী ছিলেন ভারতীয় সঙ্গীত শাস্ত্র তার অগাধ জ্ঞান ছিল জন্মদিনটিকে আরো সুন্দর করে তুলতে এই দিনে নানা ধরনের অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানে তার মূল্যবান চিন্তা এবং অনুপ্রেরণামূলক বাণী সম্প্রদায়ের সামনে উপস্থাপন করেন হয় তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ভারতকে বিশেষ করে ভারতীয় যুবসমাজকে জাগিয়ে তোলার জন্য জাতীয় যুব দিবস আমাদের দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা খেলাধুলো সেমিনার বিভিন্ন ধরনের প্রতিযোগিতার উপস্থাপনা হয়।
যোগাসন ইত্যাদি অনুষ্ঠান হয় এছাড়াও স্বামী বিবেকানন্দের উপর বক্তৃতা রচনা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সাথে সাথে স্কুল-কলেজের পড়ুয়ারাও এই দিনে অংশগ্রহণ করে স্বামী বিবেকানন্দের মূল শিক্ষা হলো তিনি ধর্মীয় সহিষ্ণুতা প্রচার করেছিলেন প্রাচ্য এবং পাশ্চাত্য ভারতীয় আত্মিক সমন্বয়ের মধ্যে তিনি দেখেছিলেন নতুন ভারতের আলো তিনি বিশ্বাস করতেন প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন একে অপরের পরিপূরক যেটি ভারতীয় যুবসমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই কারণেই প্রত্যেক বছর 12 ই জানুয়ারি স্বামী জন্মদিনটিকে ন্যাশনাল ইয়ুথ ডে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়
স্বামী বিবেকানন্দের মূল আদর্শ এবং যুব সমাজকে দেওয়াবার্তা:
স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসী ছিলেন তিনি রামকৃষ্ণ দেবের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি একজন বাঙালি ছিলেন। তিনি ১৮৬৩ খ্রিস্টাব্দ ১২ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তিনি উত্তর কলকাতার সিমলাপল্লীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম বিখ্যাত আইনজীবী বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দের পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং তার ডাক নাম বিলে।
বিবেকানন্দের মূল আদেশ এবং বার্তা:
1) আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযোগী হলে জগতের কোন শক্তি তাকে বঞ্চিত করতে পারেনা।
2) একদিনে বা এক বছরে সফলতার আশা করোনা সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো।
3) জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমোনা।
4) যা পারো নিজে করে যাও কারোর উপর আশা বা ভরসা কোনটাই করোনা।
5) যে ধর্ম প্রীতি মাতৃহীন মানুষের মুখে এক মুঠ অন্য তুলে দিতে পারেনা সে ধর্ম আমি বিশ্বাস করিনা।
জাতীয় যুব দিবসের বক্তব্য National Youth Day Speech in Bengali:
উপস্থিত সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয়
অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং
আমার প্রিয় সহপাঠীবৃন্দ সবাইকে স্বাগতম।
আপনাদের সকলকে জাতীয় যুব
দিবস উপলক্ষে জানাই আন্তরিক
শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকের এই দিন ভারতের যুব সমাজের কাছে বড় প্রেরণার দিন, নতুন সংকল্প গ্রহণের দিন। প্রতি বছর ১২ জানুয়ারি তারিখে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে ভারতে জাতীয় যুব দিবস পালিত হয়। তাঁর আবির্ভাব যুব সমাজ তথা আপামর ভারতবাসীর জীবনে দিয়েছিল এক নতুন অনুপ্রেরণা। তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও আমাদের চিন্তা চেতনায়, ভাব ভাবনায়, স্মরণে মননে উজ্জ্বল হয়ে আছেন।
১৯৮৪ সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে ১৯৮৫ সাল থেকে প্রতিবছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে
জাতীয় যুব দিবস পালন করা হবে। ভারতীয় যুবসমাজকে স্বামীজীর দর্শন ও শিক্ষা গভীরভাবে অনুপ্রাণিত করে আসছে। তাঁর জ্ঞানমার্গে ভারতীয় যুবক যুবতীদের অগ্রসর করতে এই দিবসের পত্তন করা হয়েছিল।
স্বামী বিবেকানন্দ ভারতের যুব সম্প্রদায়কে নিজেদের গৌরবময় অতীত আর বৈভবশালী ভবিষ্যতের মধ্যে একটি
শক্তিশালী সেতুরূপে দেখতেন। তিনি বলতেন, “সমস্ত শক্তি তোমাদের মধ্যেই রয়েছে, সেই শক্তিকে প্রকট করো, বিশ্বাস করতে শুরু করো যে তুমি সবকিছু করতে পারো”। নিজের উপর এই বিশ্বাস, অসম্ভব মনে হওয়া সবকিছুকে সম্ভব করে তোলার এই বার্তা আজও দেশের যুবসম্প্রদায়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
স্বদেশ বাসীকে তিনি গভীর মমতার সঙ্গে ভালোবেসেছিলেন। দারিদ্র্য, কুসংস্কার, পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত ভারতবর্ষকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে তিনি যুব শক্তির উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন “শুধু মানুষ
চাই, শুধু শক্তিমান মানুষ”। যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন “দেশপ্রেমিক হও, জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো”। যুবকদের প্রতি তাঁর নির্দেশ ছিল “হে যুবক বৃন্দ দরিদ্র্য ও নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো”।
যুবসমাজ আমাদের দেশের বিশেষ গুরুত্বপূর্ণ স্তম্ভ। যুবসম্প্রদায়ের সাফল্য শক্তিশালী ভারত, সক্ষম ভারত, সমৃদ্ধ ভারতের স্বপ্ন বাস্তবায়িত করবে। যুবক যুবতীদের উজ্জীবনের উদ্দেশ্যেই জাতীয় যুব দিবসে (বিবেকানন্দ জয়ন্তীতে) বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই দিন সমগ্র ভারত জুড়ে যুব বয়সীরা তাদের আত্মিক মূল্যবোধের উম্মেষ ঘটানোর লক্ষ্যে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি
সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে। শিশুদের মধ্যে বিভিন্ন খেলধূলা অনুষ্ঠিত হয়। সভা সমিতিতে বিবেকানন্দের দর্শন ও শিক্ষা দ্বারা যুবশক্তিকে জাগ্রত করার চেষ্টা করা হয়। রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়, যাতে স্বেচ্ছাসেবকরা অংশ নেয়।
FAQ:
Q. জাতীয় যুব দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়?
Ans: স্বামী বিবেকানন্দ
Q. স্বামী বিবেকানন্দের জন্মদিন কবে পালন করা হয়?
Ans: 12 January
Q. জাতীয় যুব দিবস কবে পালন করা হয়?
Ans: 12 January
Q. Swami Vivekananda National Youth Day কবে পালন করা হয়?
Ans: 12 January
Q. প্রথম জাতীয় যুব দিবস কত সালে পালিত হয়?
Ans: ১৯৮৫ সালে
Q. স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন?
Ans: রামকৃষ্ণ দেবের শিষ্য ছিলেন।
Q. What is 12 January Swami Vivekananda National Youth Day?
Ans: National Youth Day is celebrated on 12 January being the birthday of Swami Vivekananda. In 1984 the Government of India declared this day as National Youth Day and since 1985, the event is celebrated in India every year.
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url