২০২৩এ নিজের বাড়িতে সরস্বতী পূজা করবেন তার সময়, তারিখ এবং নিয়ম
২০২৩এ নিজের বাড়িতে সরস্বতী পূজা করবেন তার সময়, তারিখ এবং নিয়ম
সরস্বতী পূজা সম্পর্কে কিছু অজানা কথা এবং ধারণা:
নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম বসন্ত পঞ্চমী পঞ্চমী সরস্বতী পুজো মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী শ্বেতবসনা তিনি শতাংশের ওপরে উপবিষ্টা দেবী সরস্বতীর বাহন হল সাদা হাঁস মা সরস্বতী পুজো করলে একজন ব্যক্তি জীবনে বিদ্যা বুদ্ধি জ্ঞান বৃদ্ধি পায় এই কারণে সকলেই বাগদেবীর আরাধনা করে দেবী সরস্বতী পুজোতে আমাদের কিছু উপকরণের প্রয়োজন হয় পূজোর সামগ্রী করি আমরা দশকর্মার দোকান থেকে সংগ্রহ করি .
2023 Saraswati Puja Time and Date West Bengal Kolkata:
২৫ জানুয়ারি রাত ৬/২০/১১ থেকে ২৬ জানুয়ারি বিকেল ৪/৩৮/৫৩ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।
2023 Saraswati Puja Time and Date in English Calendar:
Thursday, 26 January Basant Panchami 2023.
2023 Saraswati Puja Time and Date in Bengali Calendar:
২৫ জানুয়ারি রাত ৬/২০/১১ থেকে ২৬ জানুয়ারি বিকেল ৪/৩৮/৫৩ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।
২০২৩ সরস্বতী পূজার সময় এবং তারিখ:
২০২৩এ সরস্বতী পূজার সময় এবং তারিখ নিচে দেয়া হলো আপনারা দেখে নিন প্রায় দু'বছর ধরে সরস্বতী পূজাতে ভাড়া পশ্চিমবঙ্গের মানুষ আনন্দ করতে পারেন। তাই এ বছর সবাই একসঙ্গে সরস্বতী পূজাতে আনন্দ করতে পারবে এবং বন্ধুদের সঙ্গে স্কুলের স্কুলে ঘুরতে পারবে।
২০২৩ সরস্বতী পূজা কি প্রত্যেকটা স্কুলে পালিত হবে?
এ বছর সকল ছাত্র-ছাত্রী এবং সকল মানুষের পক্ষে খুবই খুশির খবর প্রত্যেকটা স্কুলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা করা হবে এর জন্য কোন বিধি নিষেধ নেই এবং সবাই আনন্দ করে বন্ধুদের সাথে স্কুল কলেজে ঘুরতে পারবে। ঠাকুর দেখতে পারবে এবং প্রত্যেকটা স্কুলে সরস্বতী পূজা উপলক্ষে খাওয়ার আয়োজন করা হবে। অর্থাৎ ২০২৩ সরস্বতী পূজাতে সবাই আগের মতো আনন্দ করতে পারবে।
সরস্বতী পূজার দিন সকালে পুষ্পাঞ্জলি মন্ত্র আগে থেকে দেখে নিন:
সরস্বতী মহাভাগে বিদ্যেকমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুকতাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে। নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
সরস্বতী পূজা করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হয়?
আসুন বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নিই সরস্বতী পূজার ফর্দ সরস্বতী পুজোতে কি কি উপকরণ লাগে দশকর্মা উপকরণগুলি আপনার যাতে ছাড়া না পড়ে তাই জন্য আপনারা এটি স্ক্রীনশট নিয়ে রাখতে পারেন দেখে নিন সরস্বতী পূজার উপকরণ:
সরস্বতী পূজার দিন কোন কোন নিয়ম গুলি ছাত্রছাত্রীদের পালন করতে হবে?
1) প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা পুষ্পাঞ্জলি দেবে সরস্বতী পূজার দিন না খেয়ে থাকতে হবে।
2) পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার আগে সকালে স্নান করে নিতে হবে।
3) সরস্বতী পূজার আগে কুল জাতীয় কোন খাবার খাওয়া চলবে না।
4) অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সরস্বতী পূজার দিন পুষ্পাঞ্জলি দিতে হবে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url