Raksha Bandhan 2023 রাখি বন্ধন উৎসবের সময়সূচী এবং তিথি
Raksha Bandhan 2023 রাখি বন্ধন উৎসবের সময়সূচী এবং তিথি
বাঙ্গালীদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা মানে হলো ভাইদের হাতে রাখি বাঁধা এ ছাড়া সারা ভারতেই রাখি বন্ধন উৎসব পালন করা হয় এমনকি বাংলাদেশেও রাখি বন্ধন উৎসব পালন করা হয়ে থাকে এই রাখি বন্ধন উৎসব শুধুমাত্র ভাইকে না যে কারোর বন্ধুকে এবং হিন্দু মুসলিম যে কেউ এই উৎসবে মেতে উঠতে পারে।
২০২৩ রাখি বন্ধন উৎসবের সময়সূচী? ২০২৩ রাখি বন্ধন উৎসবের সময় এবং তারিখ:
1) Raksha Bandhan 2023 Date In Kolkata,West Bengal:- Wednesday, 30 August 2023
2) Raksha Bandhan 2023 Date In CG, DD, GJ, HR, MP, RJ, UK & UP:- 31 August 2023
3) Raksha Bandhan 2023 Date In Bangladesh:- Wednesday, 30 August 2023
রাখি পূর্ণিমা তিরিশে আগস্ট 2023, 11:28 AM থেকে শুরু হবে এবং এই রাখি পূর্ণিমা শেষ হবে 07:35 AM 2023 আগস্ট 31.
প্রথম কে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন?
১৯০৫ খ্রিস্টাব্দে ভারতে বঙ্গভঙ্গ আন্দোলনের ডাক দেয়া হয়েছিল সেই সময় বাংলাকে দুটি ভাবে বিভক্ত করে দেয়ার চেষ্টা চলছিল এই বঙ্গভঙ্গ কে কেন্দ্র করে তুমুল আন্দোলন শুরু হয় ভারতে। ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ ই আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এ বঙ্গভঙ্গ করার বিরুদ্ধে বিরোধিতা করেন এবং সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একে অপরের হাতে রাখি পুড়িয়ে সবার মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন তাই সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন।
রাখি বন্ধন উৎসব কেন চালু করা হয়েছিল?
ভারতে লর্ড কার্জনের নেতৃত্বে ১৯০৫ খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নেয়া হয় সেই সময় সমস্ত ভারতের মানুষ তার বিরোধিতা করেছিল। এই সময় হিন্দু ও মুসলিমের মধ্যে সুসম্পর্ক স্থাপন করার লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনের উৎসব প্রচলন করেছিলেন। এর একটাই কারণ হলো মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক স্থাপন করা এবং একে অপরকে ভাইয়ের মতো সম্বোধন করা।
এই রাখি বন্ধন উৎসব নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা:
বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল—
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান ॥
বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ—
পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান ॥
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা—
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান ॥
বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন—
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান ॥
২০২৩ রাখি বন্ধন উৎসবের কিছু ফটো:
২০২৩ রাখি বন্ধন উৎসব কে নিয়ে কিছু কবিতা ও এসএমএস:
1) তুমি আমার ভালো দিদি রাখি আমায় পড়াও দিদি ।
2) রাখি বন্ধন উৎসবে জানাই সবাইকে শুভেচ্ছা এবং ২০২৩ সবার ভালো কাটুক।
3) রাখির বন্ধন ভাই বোনের সম্পর্কের অটুট বন্ধনের অঙ্গীকার।
4) এলো উৎসব রাখি কত খুশির বাহার বোনেরা বাঁধলো ভাইয়ের হাতে ভালোবাসার উপহার।
5) দাদার হাতে বাঁধবে রাখি মিষ্টি সোনা বোন এলো আবার ফিরে সেদিন শুভ রাখি বন্ধন।
6) বছর ঘুরে আবার এলো রাখি বাঁধার দিন তোর বাধা ওই ছোট্ট সুতো করলো জীবন রঙিন।
7) কেউ ভাইকে বলবে খারাপ বোন সেটা সয়না ভাই বোনের ভালোবাসা কম কখনো হয়না।
8) বোন তুই চির সুখি থাকিস এই ভুবনে প্রাণ খুলে দীর্ঘ আয়ু কামনা আজকের দিনে
9) রাখির এই পবিত্র দিনে সুখে থাকুক সবাই এসো মনের দরজা খুলে আজকের দিনটা কাটাই।
10) রাখির বন্ধন হল চাওয়া-পাওয়ার আবদার, রাখির বন্ধন হল দিদি ভাইয়ের ভালোবাসার।
11) চাঁদ না থাকলে আকাশ যেমন ফাঁকা লাগে তেমনি বোন না থাকলে হাত না জীবনটাই ফাঁকা লাগে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url