India vs Sri Lanka 2nd ODI Highlights: হাফসেঞ্চুরি ৯৩ বলে ৫০ রান রাহুলের

 India vs Sri Lanka 2nd ODI Highlights: হাফসেঞ্চুরি ৯৩ বলে ৫০ রান রাহুলের



শুরুর ধাক্কা সামলে কে এল রাহুলের নিখুঁত অর্ধ শতরানের সৌজন্যে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে একদিনের সিরিজ়‌ ২-০ জিতে নিল ভারত। বিপক্ষের মাত্র ২১৫ তাড়া করতে নেমে বৃহস্পতিবার ইডেনে ভারতের স্কোর ছিল একসময় পাঁচ উইকেটে ১৬১। রোহিত শর্মা (১৭), শুভমন গিল (২১), বিরাট কোহলি (৪), শ্রেয়স আয়ার (২৮) ফিরে যাওয়ার পরে পরিস্থিতি সামলাচ্ছিলেন রাহুল আর হার্দিক পাণ্ড্য। শেষে ৫৩ বলে ৩৬ করে হার্দিক ও ২১ বলে ২১ করে অক্ষর পটেল ফিরে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাহুল, মাথা অসম্ভব ঠান্ডা রেখে। পাঁচ নম্বরে নেমে তিনি ১০৩ বলে ৬৪ তুলে অপরাজিত থাকেন। মারেন ছ’টি বাউন্ডারি। তাঁর সঙ্গে অপরাজিত ছিলেন কুলদীপ যাদব (১০)।  

এমনিতে দুপুরে ইডেনের পিচ দেখে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রোশন মহানামা বলছিলেন, এই উইকেটে প্রচুর রান উঠবে। স্পিনারদের সমস্যা হবে। বাস্তবে দেখা গেল উল্টো ঘটনা ঘটল। বৃহস্পতিবার ইডেন দ্বিতীয় একদিনের ম্যাচে কুলদীপের ঘূর্ণির সামনে একটা সময় পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এর পরে উমরান মালিক এবং মহম্মদ সিরাজ বাকি কাজটা করে দেওয়ায় শ্রীলঙ্কা ৩৯.৪ ওভারে ২১৫ রানে শেষ হয়ে যায়। কুলদীপ এবং সিরাজ তিনটি করে উইকেট নেন। উমরান তুলে নেন দু’উইকেট। টস জিতে ব্যাট নেওয়ার সময় শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনকা বলেন, ‘‘ইডেনের পরিসংখ্যান বলছে, প্রথমে ব্যাট করলে জেতার সম্ভাবনা বেশি। 

আমরা সে জন্য টস জিতে ব্যাটিং নিলাম।’’ যদিও তাঁর অনুমান ভুল প্রমাণ হল। এ দিন যুজ়বেন্দ্র চহাল চোট পাওয়ায় তাঁর জায়গায় খেলেন চায়নাম্যান স্পিনার কুলদীপ। নিজের প্রথম পাঁচ ওভারেই তিন উইকেট তুলে নেন এই স্পিনার। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে নুয়ানিন্দু ফার্নান্দো ৫০ রান করে যান। চোট পাওয়া পাথুম নিসঙ্কর বদলে খেলেন তিনি। একমাত্র তাঁকেই ছন্দে দেখিয়েছে। শ্রীলঙ্কার সবচেয়ে ছন্দে থাকা ব্যাটসম্যান শনকাকে মাত্র দু’রানে বোল্ড করে দেন কুলদীপ। তাঁর আর দুই শিকার কুশল মেন্ডিস এবং চরিত আসালঙ্কা।


চার মেরে শেষ করেন কুলদীপ। চার উইকেটে জিতে সিরিজ় ভারতের। 

৪৩ ওভার: রাজিথার ওভারে তিনটি চার মারেন রাহুল। ওভারে এল ১২ রান। সিরিজ় জিততে বাকি আর এক রান।
৪২ ওভার: ছ’রান এল কুমারের ওভারে। শেষ বলে স্কোয়ার কাটে চার মারেন কুলদীপ। ভারত ২০৩-৬। ৪৮ বলে বাকি ১৩ রান। 
৪১ ওভার: ছ’রান এল রাজিথার ওভারে। ভারত ১৯৭-৬। ৫৪ বলে বাকি আর ১৯ রান। 
হাফসেঞ্চুরি: ৯৩ বলে ৫০ রান রাহুলের। 
৪০ ওভার: ধনঞ্জয়ের ওভারে উইকেট ও দু’রান। ভারত ১৯১-৬।


আউট: ধনঞ্জয়ের বল কভারের উপর দিয়ে মারতে গিয়ে লং-অফে ক্যাচ দিয়ে ফিরে যান অক্ষর। করেন ২১ রান। 
৩৯ ওভার: করুণারত্নে দিলেন তিন রান। ভারত ১৮৯-৫। ৬৬ বলে বাকি ২৭ রান। 


৩৮ ওভার: ধনঞ্জয় দিলেন তিন রান। ভারত ১৮৬-৫। 
৩৭ ওভার: অক্ষর নামতেই ম্যাচের রং পাল্টে গেল। শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে বার করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি। করুণারত্নের ওভারে এল ১৪ রান। একটি ছয় ও একটি কভার ড্রাইভে চার এল অক্ষরের ব্যাটে। একটি নো-বলও করেন করুণা। ভারত ১৮৩-৫। 
৩৬ ওভার: হাসরঙ্গ দিলেন তিন রান। ভারত ১৬৮-৫। ৮৪ বলে বাকি ৪৯ রান। 
৩৫ ওভার: করুণারত্নের ওভারে উইকেট ও চার রান। ভারত ১৬৫-৫।

আউট: করুণারত্নের বলে খোঁচা মেরে ফিরে গেলেন হার্দিক। করলেন ৫৩ বলে ৩৬ রান।

৩৪ ওভার: তিন রান দেন হাসরঙ্গ। ভারত ১৬১-৪।
৩৩ ওভার: আট রান এল করুণারত্নের ওভারে। ফ্লিক করে চার মারেন হার্দিক। ভারত ১৫৮-৪। 
৩২ ওভার: তিন রান দিলেন হাসরঙ্গ। ভারত ১৫০-৪। ১০৮ বলে বাকি ৬৬ রান। 
৩১ ওভার: দু’রান এল কুমারের ওভারে। ভারত ১৪৭-৪। 
৩০ ওভার: ধনঞ্জয়ের ওভারে এল চার রান। কভার ড্রাইভে চার মারেন হার্দিক। ভারত ১৪৫-৪।
২৯ ওভার: ছ’রান দিলেন কুমার। চার মারলেন রাহুল। ভারত ১৪১-৪। 

২৮ ওভার: পাঁচ রান দিলেন হাসরঙ্গ। কভার দিয়ে চার মারেন ১৩৫-৪।
২৭ ওভার: চার রান কুমারের ওভারে। ভারত ১৩০-৪। 
২৬ ওভার: দু’রান দিলেন হাসরঙ্গ। ভারত ১২৬-৪।
২৫ ওভার: শনকার ওভারে এক রান। ভারত ১২৪-৪।
২৪ ওভার: দু’রান এল হাসরঙ্গের ওভারে। ভারত ১২৩-৪।
২৩ ওভার: পাঁচ রান দিলেন শনকা। ভারত ১২১-৪।
২২ ওভার: ওয়েল্লালাগের ওভারে এল ছ’রান। ছ’টি রানই এল রানিং বিটউইন দ্য উইকেটস থেকে। ভারত ১১৬-৪। 
২১ ওভার: ৯ রান এল রাজিথার ওভারে। হার্দিকের প্রতিআক্রমণ। দু’টি চারই এল তাঁর ব্যাটে। প্রথমটি মারলেন স্ট্রেট ড্রাইভ। দ্বিতীয়টি ফ্লিক। ভারত ১১০-৪।

২০ ওভার: ছ’রান দিলেন ওয়েল্লালাগে। হার্দিক ও রাহুল ম্য়াচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছেন। ভারত ১০১-৪। 
১৯ ওভার: দু’রান এল রাজিথার ওভারে। ভারত ৯৫-৪। শ্রীলঙ্কা এখনও চাপ বজায় রেখেছে ভারতের উপরে। 
১৮ ওভার: হাসরঙ্গের ওভারে এল দু’রান। রানের গতি নিয়ন্ত্রণে রেখেছে বিপক্ষ। ভারত ৯৩-৪। 
১৭ ওভার: দু’রান এল রাজিথার ওভারে। ভারত সমীহ করছে বিপক্ষ বোলিং বিভাগকে। ভারত ৯১-৪। 
১৬ ওভার: দুই রান দিলেন হাসরঙ্গ। ভারত ৮৯-৪।
১৫ ওভার: রাজিথার ওভারে উইকেট ও এক রান। ভারত ৮৭-৪।

আউট: রাজিথার ইনসুইং প্যাডে আছড়ে পড়ে শ্রেয়সের। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে আউট হন তিনি।

১৪ ওভার: হাসরঙ্গ দিলেন পাঁচ রান। পাঁচটিই খুচরো রান। ভারত ৮৬-৩।
১৩ ওভার: রাজিথার ওভারে এল এক রান। ভারত ৮১-৩।
১২ ওভার: করুণারত্নের ওভারে এল এক রান। ভারত ৮০-৩। 
১১ ওভার: করুণারত্নের ওভারে এল ১২ রান। পুল করে দু’টি চার মারেন শ্রেয়স। ভারত ৭৯-৩। 
১০ ওভার: কুমারের ওভারে উইকেট ও ১১ রান। ওভারে দু’টি চার আসে। একটি মারেন কোহলি। একটি কভার ড্রাইভ রাহুলের। ভারত ৬৭-৩। 


আউট: কুমারের ইনসুইংয়ে বোল্ড বিরাট। উড়ে গেল অফস্টাম্প। বিরাটের ব্যাটের কোণে লেগে বল লাগে স্টাম্পে। করলেন চার রান। 

৯ ওভার: চার রান এল করুণারত্নের ওভারে। শ্রেয়স কাট করে চার মারেন থার্ডম্যান অঞ্চল দিয়ে। ভারত ৫৬-২। 
৮ ওভার: পাঁচ রান এল কুমারের ওভারে। চার শ্রেয়সের ব্যাটে। তাঁর ব্যাটের টপ এজে লেগে এল চার রান। ভারত ৫২-২। 
৭ ওভার: দু’রান এল করুণারত্নের ওভারে। বিরাট এখনও খাতা খোলেননি। ভারত ৪৭-২।
৬ ওভার: কুমারের ওভারে উইকেট ও ১২ রান। দু’টি চার এসেছিলেন শুভমনের ব্যাটে। একটি কভার ড্রাইভে চার মারেন শ্রেয়স। ভারত ৪৫-২। 


আউট: কুমারে বলে ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরলেন শুভমন। তাঁর দাপট শেষ ইডেনে। করলেন ১২ বলে ২১ রান।
৫ ওভার: করুণারত্নের ওভারে উইকেট ও তিন রান। ভারত ৩৩-১।


আউট: করুণারত্নের আউটসুইংয়ে খোঁচা মেরে আউট রোহিত। করলেন ২১ বলে ১৭ রান। 

৫ ওভার: করুণারত্নের ওভারে উইকেট ও তিন রান। ভারত ৩৩-১।
আউট: করুণারত্নের আউটসুইংয়ে খোঁচা মেরে আউট রোহিত। করলেন ২১ বলে ১৭ রান। 
৪ ওভার: কুমারের ওভারে প্রিয় হুক শটে ইডেনের গ্যালারিতে বল ফেলনে রোহিত। ওভারে এল ছ’রান। ভারত ৩০-০। 
৩ ওভার: শুভমন ও রোহিত শুরু থেকেই আক্রমণ করছেন বিপক্ষ পেসারদের। রাজিথার ওভারে এল দু’টি চার। স্কোয়ার কাট করলেন রোহিত। ব্যাক ফুট ড্রাইভ মারলেন শুভমন। 
২ ওভার: দু’টি কভার ড্রাইভ মেরে ইডেনকে মাতিয়ে তোলেন শুভমন। অসাধারণ শুরু তাঁর ইনিংসের। লাহিরু কুমারের বলে সুইং দেখা গেল না। ভারত ১৩-০। 
১ ওভার: রাজিথা শুরু করলেন নতুন বলে। ইনিংসের দ্বিতীয় বলেই স্টেপ আউট করে চার মারেন রোহিত। ওভারে এল পাঁচ রান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url