Pathaan: দেশের বাইরে ‘পাঠান’ মুক্তি পেয়েছে ১০০-টি দেশে
দেশের বাইরে ‘পাঠান’ মুক্তি পেয়েছে ১০০-টি দেশে
‘পাঠান’-এর কামাল!
সময়ের সঙ্গে একটার পর একটা রেকর্ড ভেঙে চলেছে কিং খানের এই ছবি
চারবছর পর বড় পরদায় ফিরে শাহরুখ খান বুঝিয়ে দিলেন, কেন তাঁকে ‘কিং’ বলা হয়। সমস্ত সমালোচনা এবং কট্টরপন্থীদের ‘বয়কট’ মুভমেন্টকে ধুয়ে-মুছে দিয়ে জেট প্লেনের গতিতে এগিয়ে চলেছে ‘পাঠান’। আপাতত খবর, ২৫০ কোটি টাকা বাজেটের এই ছবি মাত্র পাঁচদিনের মাথাতেই বিশ্বজুড়ে ব্যবসা করেছে প্রায় ৫০০ কোটির উপরে! এর মধ্যে শুধুমাত্র ভারতবর্ষে এই ছবির এখন অবধি বক্স অফিস কালেকশন ২৮২ কোটি! দেশের বাইরে ‘পাঠান’ মুক্তি পেয়েছে ১০০-টি দেশে।
শুধুমাত্র আমেরিকাতেই প্রায় ৬৯৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। ভারতীয় ছবির ক্ষেত্রে রেকর্ড গড়েছে শাহরুখে এই ছবি। বিদেশে ব্যবসার ক্ষেত্রেও ‘পাঠন’ সমস্ত ভারতীয় ছবিকে ছাপিয়ে গিয়েছে। সামনে রয়েছে শুধু তিনটে ইংরেজি ছবি। ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’, ‘পুস ইন দ্য বুটস: দ্য লাস্ট উইশ’ এবং ‘এ ম্যান কলড ওটো’। যে হারে এই ছবির ব্যবসার অঙ্ক বৃদ্ধি পাচ্ছে, খুব তাড়াতাড়ি এই তিনটি ছবিকেও হয়তো পিছনে ফেলে দেবে শাহরুখে এই অ্যাকশন ব্লকবাস্টার।
পাঠান ২০০কোটি পার:
এক লাফে ২০০কোটি! মাত্র চারদিনেই ২০০কোটি ছুঁয়ে ফেলল শাহরুখ খানের পাঠান। প্রজাতন্ত্র দিবসের একদিন আগে রিলিজ় করেছিল ছবিটি। প্রথম দিনেই ৫৭কোটি টাকার বিজ়নেস করে রেকর্ড সৃষ্টি করেছিল ছবিটি। সেই বিজয়রথ অব্যাহত ছিল আগামী দিনগুলোতেও। ফলে চারদিনের মাথাতেই পাঠান ২১২ কোটি আয় করে ফেলেছে। সামনে পড়ে আছে লম্বা রাস্তা। দেখা যাক কী হয়!
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url