Income Tax Rules: বছরে আয় ৭ লক্ষ টাকা পর্যন্ত হলে আয়কর দিতেই হবে না
আয়করে নতুন বিকল্প:
বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা, বছরে আয় ৭ লক্ষ টাকা পর্যন্ত হলে এর আওতায় কর দিতেই হবে না।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, ‘অমৃত কালের’ প্রথম বাজেটে আয়কর হিসাবের দ্বিতীয় বিকল্পকে যে নতুন ও ‘আকর্ষণীয়’ মোড়কে পেশ করা হল, তার হাত ধরলে আদতে লাভবান হবেন মধ্যবিত্ত। আগের তুলনায় কম কর গুনতে হবে আমজনতাকে। সরকারও এটাকেই কর হিসাবের প্রাথমিক ব্যবস্থা হিসাবে ধরছে।
অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, বছরে আয় ৭ লক্ষ টাকা পর্যন্ত হলে, নতুন বিকল্পে কর দিতে হবে না এক নয়াও। অন্য বিকল্পে যে সুবিধা মেলে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে। শুধু তা-ই নয়, নতুন আয়কর-কাঠামোয় ৩ লক্ষ টাকা পর্যন্ত রোজগার পুরোপুরি করমুক্ত। বিভিন্ন আয়ে করের হার ৫, ১০, ১৫, ২০ এবং ৩০ শতাংশ (বিস্তারিত সঙ্গের সারণিতে)।
এই ঘোষণা শুনে বুধবার কার্যত শোরগোল পড়ে যায় দেশে। বিশেষজ্ঞেরাও হিসাব কষতে নেমে পড়েন। প্রশ্ন ওঠে সত্যিই কোনটা সাধারণ মানুষকে একটু সুরাহা দেবে? তবে বিশেষজ্ঞের একাংশের হিসাব প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে কেন্দ্রের দাবিতে। কারণ, সেই হিসাব বলছে, নতুন বিকল্প ‘লোভনীয়’ তখনই, যদি পিএফ, জীবনবিমার মতো বিভিন্ন করসঞ্চয়ী প্রকল্পে (৮০সি ধারা) লগ্নি না থাকে বা একেবারে কম হয়। না থাকে স্বাস্থ্যবিমার প্রিমিয়াম (৮০ডি ধারা)। কিংবা গৃহঋণের সুদের (২৪বি ধারা) বোঝা যদি চেপে না থাকে কাঁধে। অর্থাৎ, যাঁরা নিজেদের রোজগার থেকে সে ভাবে এখনও টাকা জমান না বা জমাতে পারেন না, গৃহঋণের বন্ধন থেকে মুক্ত, মূলত তাঁদের জন্যই নতুন বিকল্প আকর্ষণীয়!
কী রকম?
এক বিশেষজ্ঞ হিসাব কষে দেখাচ্ছেন, যদি কারও বছরে আয় ৯ লক্ষ টাকা হয়, তা হলে ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, ২ লক্ষ টাকা গৃহঋণের সুদ, ৮০সি ধারায় ১.৫ লক্ষ টাকা সঞ্চয় এবং ২৫ হাজার টাকা স্বাস্থ্যবিমার প্রিমিয়াম বাদ দিয়ে তাঁর যা করযোগ্য আয়, তাতে তাঁকে এক টাকাও কর দিতে হবে না পুরনো বিকল্পে। সেখানে নতুন বিকল্পে ৪% সেস-সহ দেয় কর ৪১,৬০০ টাকা।
দেখা যাচ্ছে, সব ছাড়ের সুযোগ নিলে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না পুরনো বিকল্পে। আয় ১৫ লক্ষ টাকা হলেও সঞ্চয়ীদের বেশি কর গুনতে হবে নতুন ধাঁচায়। আয় ২০ লক্ষে পৌঁছলে, প্রায় সমান।
কিন্তু গৃহঋণ যে সকলের থাকবে, তেমন তো না-ও হতে পারে?
সে ক্ষেত্রেও আর এক বিশেষজ্ঞের হিসাব দেখাচ্ছে, কারও বার্ষিক আয় ৯ লক্ষ টাকা হলে, তিনি যদি ৮০সি ধারায় ১.৫ লক্ষ টাকা জমান, ৫০ হাজার রাখেন এনপিএসে, পরিবারের স্বাস্থ্যবিমার মোট প্রিমিয়াম হয় আরও ৫০ হাজার টাকা ইত্যাদি, তা হলে পুরনো বিকল্পে তাঁর দেয় কর ৩০,৫০০ টাকা। সেখানে নতুন বিকল্পে তা ৪০ হাজার।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর অবশ্য দাবি, রোজগার ৯ লক্ষ টাকা হলে পুরনো ধাঁচায় যত টাকা কর গুনতে হত, তার থেকে দিতে হবে ২৫% কম। আয় ১৫ লক্ষ টাকা হলেও সাশ্রয় ২০%। অর্থমন্ত্রী এবং তাঁর মন্ত্রকের কর্তাব্যক্তিরা বার বার বলেছেন, নতুন নিয়মে বাড়তি কর বাঁচানোর সুযোগ পাবেন সকলেই। তা ছাড়া, নতুন নিয়ম এ বার থেকে ‘ডিফল্ট’ হলেও, সেটি মেনেই কর গুনতে বাধ্য করা হবে না কাউকে।
বিশেষজ্ঞদের হিসাব, পুরনো ধাঁচায় ৯ লক্ষ টাকা আয়ের কেউ যদি কোনও করসঞ্চয়ী প্রকল্পে টাকা না রাখেন, না থাকে গৃহঋণ, সে ক্ষেত্রে তাঁকে কর গুনতে হত ৮৫,৮০০ টাকা। সেখানে নতুন ধাঁচায় তা ৪১,৬০০। বাকি আয়েও তা-ই। তবে শুধু এই যুক্তিতেই মন্ত্রক নতুন ধাঁচাকে আকর্ষণীয় বলছে কি না, তা সমস্ত খুঁটিনাটি সামনে এলে তবেই স্পষ্ট হবে বলে তাঁদের দাবি।
কর বিশেষজ্ঞ অমিতাভ গুহ সরকারের কথায়, ‘‘নতুন কর কাঠামো আপাত দৃষ্টিতে সরল ও আকর্ষণীয়। তবে এই বিকল্পে কর সাশ্রয়ের লক্ষ্যে টাকা জমানোয় ভাটা পড়তে পারে। কমতে পারে সঞ্চয়ের অভ্যাস। পিপিএফ, এনএসসি, এনপিএস, জীবন বিমার মতো প্রকল্পগুলির আকর্ষণও কিছুটা কমার সম্ভাবনা।’’ প্রশ্ন, তবে কি সঞ্চয়ের আরও বেশি অংশ শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডমুখী হবে?
আর এক বিশেষজ্ঞ তথা অ্যাকুই ল-এর এগ্জ়িকিউটিভ ডিরেক্টর রাজর্ষি দাশগুপ্তের বক্তব্য, ‘‘নতুন ধাঁচা আকর্ষণীয় তাঁদের জন্যই, যাঁরা নতুন চাকরিতে ঢুকেছেন, বেতন কম, টাকা তেমন জমাতে পারেন না কিংবা না জমিয়ে বেশি টাকা হাতে চান। নইলে পুরনো ধাঁচেই সুবিধা বেশি।’’ বিনিয়োগ বিশেষজ্ঞ শৈবাল বিশ্বাসের প্রশ্ন, ‘‘যে বিকল্প ঘোষণা হল, তাতে আদতে আকৃষ্ট হবেন কত জন?’’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা বেঙ্গল চেম্বারের আর্থিক বিষয়ক কমিটির চেয়ারপার্সন অজিতাভ রায় চৌধুরির মতে, অর্থমন্ত্রী মধ্যবিত্তদের হাতে বাড়তি অর্থ জুগিয়ে উন্নত দুনিয়ার পথে হেঁটে নতুন কর ব্যবস্থায় জোর দিতে চেয়েছেন। ছাড় না মিললেও বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে সুবিধা বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তাতে বাড়তি অর্থ আসতে পারে করদাতার।
সব থেকে চড়া হারে কর গোনা ধনীদের জন্যও করের হার কমানোর দাবি করেছেন নির্মলা। জানিয়েছেন, দেশে সর্বোচ্চ করের হার ৪২.৭৪%। নতুন ধাঁচায় সারচার্জ কমায় তা নেমে আসবে ৩৯ শতাংশে। সুরাহার কথা বলা হয়েছে ছুটি বিক্রিতে দেয় কর এবং আয়কর রিটার্ন জমার ক্ষেত্রেও।
2023 All Indian Income Tax New Rules:
নতুন বিকল্পে:
• করে রিবেট ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে।
• আয় ৫ কোটি টাকার বেশি হলে সারচার্জ ৩৭% থেকে কমে হচ্ছে ২৫%।
• দেয় করে ৪% সেস বহাল।
• পরের বছর থেকে নতুন বিকল্পেও আসছে স্ট্যান্ডার্ড ডিডাকশনে ছাড়।
• সকলের ক্ষেত্রেই একই করের স্তর।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url