2023 durga Puja Date: 2023 দুর্গাপুজো কবে? দুর্গাপুজোর সময় এবং তিথি?

 


2023 দুর্গাপুজো কবে? (2023 durga puja date)

২০২৩ দুর্গাপূজা শুরু হবে উনিশে অক্টোবর বৃহস্পতিবার থেকে এবং শেষ হবে ২৮ শে অক্টোবর মঙ্গলবার। দুর্গাপুজো আমাদের জীবনে বছরে একবার আসে তাই আমরা সবাই এই উৎসবটিকে পালন করে থাকি।

2023 দুর্গাপুজোর সময় এবং তিথি? (2023 durga puja schedule)

মহালয়া- ১৪ অক্টোবর, শনিবার।

পঞ্চমী- ১৯ অক্টোবর ,বৃহস্পতিবার। 

ষষ্ঠী- ২০ অক্টোবর, শুক্রবার। 

সপ্তমী- ২১ অক্টোবর, শনিবার।

অষ্টমী- ২২ অক্টোবর, রবিবার। 

নবমী- ২৩ অক্টোবর, সোমবার

দশমী ২৪ অক্টোবর মঙ্গলবার।


■ লক্ষ্মী পুজো ২০২৩ (Lakshmi Puja 2023)

আগামী বছরের লক্ষ্মী পুজো পড়েছে ২৮ অক্টোবর, শনিবার 

■ কালী পুজো ২০২৩ (Kali Puja 2023)

 ১২ নভেম্বর, রবিবার কালী পুজো 

■ ভাইফোঁটা ২০২৩ (Bhaiphota 2023)

১৪ নভেম্বর, মঙ্গলবার ভাইফোঁটা



পুজো পুজো গন্ধ দুর্গাপুজো সম্পর্কে কিছু কথা:

ছোটবেলার পুজো আমার কাছে আজও অনেক, অনেক বেশি স্মরণীয় হয়ে রয়েছে অন্য একটি ঘটনার জন্য। ‘অতিথি’-র তারাপদর মতো হঠাৎই সবার নজর এড়িয়ে বাঁধন কেটে ছিটকে বেরনোর আনন্দে, এক আজাদ, আশ্চর্য পুজো ভ্রমণে!

‘লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ।’ গেয়ে উঠেছিল ‘হ য ব র ল’-র ন্যাড়া। আমরা কিন্তু কেউ গাইনি, আমাদের নাকে এসে লাগত গন্ধটা। একটু অন্য রকম। পুজো পুজো গন্ধ। আমরা মানে যারা সে সময় নার্সারি থেকে শুরু করে ক্লাস সিক্স-সেভেন আর কী!

আমার নাকে গন্ধটা প্রথম এসে ঝাপটা মারত আপার সার্কুলার রোডে আমাদের বাড়ির গা-লাগোয়া রামমোহন রায় রোডে ডেকরেটরের ঠেলাগাড়ি থেকে রাস্তায় ‘ধড়াম’ করে বাঁশ ফেলার শব্দে। পরমুহূর্তেই তিরবেগে গন্ধটা ছড়িয়ে পড়ত আশপাশে সুকিয়া স্ট্রিট, বৃন্দাবন পাল লেন, বিদ্যাসাগর স্ট্রিট, কালু ঘোষ লেন, গলি গড়পার, বলদেপাড়া, যুগিপাড়া, ফেডারেশন স্ট্রিট, হরিনাথ দে রোড, চালতাবাগান, ওয়ার্ড ইনস্টিটিউশন স্ট্রিট, পীতাম্বর ভট্টাচার্য লেন, সর্বত্র। গোটা এলাকার গায়ে আষ্টেপৃষ্ঠে সেঁটে থাকত সেই দশমীর সন্ধে অবধি, ডালা খোলা লরিটায় চড়ে ঢাক, চুড়চুড়ি, তাসাপার্টি, মুহুর্মুহু তীব্র সিটি, পরিধানে ড্রেনপাইপ প্যান্ট, পয়েন্টেড শু মানিকদা, আলোদাদের শাম্মি কাপুর টাইপের টুইস্ট নৃত্য সহকারে দুগ্গা ঠাকরুন বিডন স্ট্রিটের বাঁকটায় মিলিয়ে না যাওয়া পর্যন্ত।

তবে ওই গন্ধটার চেয়েও ছোটবেলার পুজো আমার কাছে আজও অনেক, অনেক বেশি স্মরণীয় হয়ে রয়েছে অন্য একটি ঘটনার জন্য। ‘অতিথি’-র তারাপদর মতো হঠাৎই সবার নজর এড়িয়ে বাঁধন কেটে ছিটকে বেরনোর আনন্দে, এক আজাদ, আশ্চর্য পুজো ভ্রমণে!

তখন ক্লাস ফাইভ, নাকি সিক্স? পঞ্চমীর বিকেলে প্ল্যানটা এনেছিল একেবারে শিশুবেলার বন্ধু সমীর। ঠিকানা আমার ঠিক দুটো বাড়ি পরে। এ বার আর বাড়ির সঙ্গে নয়। একাই বেরনো হবে ঠাকুর দেখতে। অষ্টমীর দিন তিন জন মিলে। সমীর নিজে আর সঙ্গী আমরা দুই বাপি। আমার বাড়ির দরজার সামনে গোটা এলাকা ফেমাস সেই লাল সুড়কির রোয়াক, সে কারণে পাড়ায় পরিচিতি লাল রকের বাপি নামে। আর-এক বাপির তো প্রায় জন্ম থেকেই বেড়ে ওঠা ওর পিসির বাড়িতে। পিসি ডাকের বদলে আমাদের সকলের পিসা তিনি। প্রবল ব্যক্তিত্বময়ী, প্রৌঢ়ত্বের সীমানা পেরিয়েও একমাথা ঠাস ঘন কালো, কোমর ছাপানো চুল, সাদা থানের বিধবা পিসা রোজ দুপুরবেলা নাকের ডগায় প্যাঁশনে চশমা লাগিয়ে বসুমতী পড়তেন। তাঁর সংগ্রহে ছিল পঞ্চম জর্জের আমলের মুদ্রা, হাতিবাগানে জাপানি বোমা পড়া-সহ অসংখ্য পুরনো গল্প আর জর্দার কৌটোয় সিঁদুর মাখানো সতীর চুল।

যাক গে, সে সব অন্য কথা। ভ্রমণ প্রসঙ্গে ফিরি। অষ্টমীর সকালে পাড়ায় সবার অলক্ষ্যে ডুব মেরে আপার সার্কুলার রোড ধরে যাত্রা শুরু থ্রি মাস্কেটিয়ার্সের। সবার পকেট মিলিয়ে রেস্ত সাকুল্যে টাকা পাঁচেক। সত্যিই সে এক ভয় শিরশির, গা ছমছম, বুক দুরদুর আর তার চেয়েও অনেক বেশি আনন্দের অলৌকিক ভ্রমণ! শুধু কি ঠাকুর দেখা, আরও কত কিছু যে চোখে পড়ে যাওয়া সে অ্যাডভেঞ্চার যাত্রায়! অক্সিজেন সিলিন্ডারের মতো মেশিনে সোডা মেশানো সুগন্ধী শরবতের ঠেলাগাড়ি, নীলরতন হাসপাতালের গায়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা ওয়াগন, রাস্তা ভুল করে আরও দু’গলি টপকে ঢুকে পড়া ক্রিক রো-এ, একটু এগিয়েই পাড়ার রোয়াকে সপার্ষদ বসা ভানু বোস। 

কলকাতার বেতাজ বাদশা, আল কাপোন, লাকি লুসিয়ানো! পাশে এক হাত জিভ বের করে হ্যা হ্যা নিশ্বাস ছাড়তে ছাড়তে রাজকীয় ভঙ্গিমায় উপবিষ্ট ব্যাঘ্রসদৃশ অ্যালসেশিয়ান লাকি (অনেক পরে জেনেছিলাম নামটা), পরম আদরে প্রিয় পোষ্যের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ভানুবাবু… এ সব দেখতে দেখতে এবং আধা ডিম-ঘুগনির কম্বো, কাঠি দুধ আইসক্রিম (অন্য দিন বরফ), লাল ঝাল আলুর দম, গোলাপি ঝাঁজরি দানাদার, লাল-সবুজ ঘষা বরফ, চানা বাদাম মশলা, জুসলা লেমনেড ইত্যাদি সাঁটাতে সাঁটাতে একে একে নেবুতলা পার্ক, ফায়ার ব্রিগেড, কলেজ স্কোয়ারে রমেশ পালের দুর্গা ঠাকুর দর্শন সেরে পাড়ায় যখন ফেরা হল, ততক্ষণে থানায় ডায়েরি-টায়েরি সারা, যৌথবাহিনীটুকু নামানো বাকি কেবল। আর তিন অ্যাডভেঞ্চারিস্টের অবস্থা? অনেকটা সেই সুকুমার রায়ের পাগলা দাশু বইয়ের লাইনটার মতো— ‘তারপর কি হইল জানে শ্যামলাল!’

তবে এত সবের মধ্যে একটাই সান্ত্বনা। মা অঞ্জলি দেবী ঠাকুরানির প্রবল ধমক-ধামক, কানমলা, চড়চাপাটির মধ্যেও মুচকি হেসেছিলেন পিতৃদেব শ্রী অমিত চৌধুরী— “টনি (ওই নামেই ডাকতেন এই অধমকে) তো বড় হয়ে গেল!”

2023 দুর্গাপুজো কবে?

২০২৩ দুর্গাপূজা শুরু হবে উনিশে অক্টোবর বৃহস্পতিবার থেকে এবং শেষ হবে ২৮ শে অক্টোবর মঙ্গলবার

লক্ষ্মী পুজো ২০২৩ কবে?

আগামী বছরের লক্ষ্মী পুজো পড়েছে ২৮ অক্টোবর, শনিবার

কালী পুজো ২০২৩ (Kali Puja 2023) কবে?

১২ নভেম্বর, রবিবার কালী পুজ

ভাইফোঁটা ২০২৩ (Bhaiphota 2023) কবে?

১৪ নভেম্বর, মঙ্গলবার ভাইফোঁটা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url