Save Money Girl Child Easy: মেয়ে সন্তানের জন্য খুব সহজে ছোট থেকে অর্থ সঞ্চয় করার পদ্ধতি

 


Save Money Girl Child Easy: মেয়ে সন্তানের জন্য খুব সহজে ছোট থেকে অর্থ সঞ্চয় করার পদ্ধতি


আর্থিক লেনদেনে আগের থেকে সচেতনতা বাড়লেও, সঞ্চয়ের জগতে মহিলাদের অংশীদারি এখনও খুব একটা বেশি নয়। ফলে তহবিল গড়ার দিক থেকে পিছিয়ে থাকেন অনেকেই। কিন্তু একটু ভেবেচিন্তে অল্প অল্প করে লগ্নি করলে বড় তহবিল গড়ে তোলা সম্ভব। বিশেষত, শুধু মহিলাদের জন্যই যেখানে রয়েছে বেশ কিছু প্রকল্প। এমনকি কন্যা সন্তানের জন্যও। চলুন চোখ রাখি সে দিকে।


মহিলাদের নতুন প্রকল্প:

এ বার বাজেটে মহিলাদের সঞ্চয়ের জন্য নতুন প্রকল্প আনার কথা ঘোষণা করা হয়েছে। যার নাম ‘মহিলা সম্মান বচত পত্র’। এটি—

• একটি এককালীন স্বল্প সঞ্চয় প্রকল্প।

• এর মেয়াদ দু’বছর।

• বার্ষিক সুদের হার ৭.৫%।

• লগ্নি করা যাবে সর্বোচ্চ ২ লক্ষ টাকা।

• মেয়াদ শেষের আগে আমানত আংশিক তুলে নেওয়ার সুবিধা থাকবে।

• ২০২৫ সালের মার্চ পর্যন্ত খোলা থাকবে প্রকল্পটি।

• এতে লগ্নি করতে হবে ওই সময়ের মধ্যে।

আগামী দিনে প্রকল্পের আরও খুঁটিনাটি জানানো হবে।


সুকন্যা সমৃদ্ধি:

কন্যা সন্তানের জন্য সঞ্চয়ের লক্ষ্যে সুকন্যা সমৃদ্ধি প্রকল্প চালু হয়েছে আগেই। এতে—

• মেয়ের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন অভিভাবক।

• ব্যাঙ্ক বা ডাকঘরে তা খোলা যায়।

• সর্বোচ্চ দু’জন বাচ্চার নামে খোলা যায়। তবে যমজ বা তিনটি মেয়ে একসঙ্গে হলে দু’য়ের বেশি অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হতে পারে।

• এ জন্য তাদের বয়স হতে হবে ১০ বছরের মধ্যে।

• ন্যূনতম ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়।

• বছরে কমপক্ষে জমা দিতে হয় ২৫০ টাকা। সর্বাধিক ১.৫ লক্ষ টাকা দেওয়া যায় (৫০ টাকার গুণিতকে)।

• বর্তমানে সুদের হার বছরে ৭.৬%। প্রতি ত্রৈমাসিকে তা ঘোষণা করা হয়।

• অ্যাকাউন্ট খোলার ১৫ বছর পর্যন্ত টাকা জমা দেওয়া যায়।

• তবে কোনও একটি অর্থবর্ষে ২৫০ টাকাও না-দিলে অ্যাকাউন্টটি কাজ করে না বলে ধরে নেওয়া হয়। সে ক্ষেত্রে জরিমানা দিয়ে ফের তা চালু করা যায়।

• শর্তসাপেক্ষে সন্তানের বয়স ১৮ বছর হলে বা দশম শ্রেণি পাশ করলে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।

• প্রতি বছরে এক বার টাকা তোলা যায় (সর্বাধিক পাঁচ বছর টাকা তোলা যাবে)।

• কন্যা সন্তান বা অভিভাবকের মৃত্যু-সহ বেশ কিছু শর্তসাপেক্ষে ৫ বছর প্রকল্প চালানোর পরে অ্যাকাউন্ট বন্ধ করার সুযোগ রয়েছে।

• অ্যাকাউন্ট খোলার দিন থেকে ২১ বছর পরে প্রকল্পের মেয়াদ শেষ বলে ধরা হবে।

• ১৮ বছরের পরে মেয়ের বিয়ের ক্ষেত্রেও অ্যাকাউন্টের মেয়াদ হবে বলে ধরা হয়।



এ ছাড়া আরও:

এই দু’য়ের বাইরেও বাইরেও ঋণ-সহ কিছু ক্ষেত্রে মহিলাদের জন্য আলাদা প্রকল্প রয়েছে। যার সুবিধা নেওয়া যায় চাইলে। আবার কিছু প্রকল্পে পুরুষ-মহিলা সকলেই টাকা রাখতে পারেন। যেমন—

• সোনায় সঞ্চয়। গয়না বা পাকা সোনা বাদেও সোনা বন্ড, গোল্ড ইটিএফ, গোল্ড ফান্ড, গোল্ড মনিটাইজ়েশন স্কিমের মতো প্রকল্পে লগ্নি করা যায়।

• এসআইপি পদ্ধতিতে লগ্নি করা যায় মিউচুয়াল ফান্ডে।

• ব্যাঙ্ক-ডাকঘরে টাকা রাখা যায় সেভিংসে বা স্থায়ী আমানতে। মনে রাখতে হবে সেভিংস অ্যাকাউন্ট না-থাকলে কিন্তু অন্যান্য প্রকল্পে লগ্নি করা যাবে না।

• এখন বহু কর্মরত মহিলাই পরিবারের দায়িত্ব নেন। ফলে নিজেদের স্বাস্থ্য বিমা এবং জীবন বিমাতেও টাকা দিয়ে রাখতে হবে তাঁদের। যা কি না পরিবারের রক্ষার জন্য জরুরি।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url