সরকারি অ্যালটমেন্ট পত্রিকা: নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে শ্রাবন্তী

 

(Photo By Social media)

নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে শ্রাবন্তী

বাণিজ্যিক এবং সমান্তরাল সিনেমায় দাপিয়ে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কাটাছেঁড়া হয়। শোনা যাচ্ছে, ফের প্রেমে পড়েছেন তিনি। এর আগে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী, জিম ট্রেনারের পর টালিগঞ্জের নামজাদা এক পরিচালকের প্রেমে মজেছেন প্রথম সারির এই অভিনেত্রী। অভিযাত্রিক ছবির পরিচালক শুভজিৎ মিত্রের সঙ্গে দেখা গেল তাঁকে। সোশাল মিডিয়ায় ভাইরাল দুই সেলেবের ছবি।

সিভিল ভলেন্টিয়ার তোলাবাজি নামে গ্রেফতার

আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারকে দেওয়া যাবে না। সার্কুলার দিয়ে স্পষ্ট জানিয়েছে রাজ্য পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে জারি করা হয়েছে সার্কুলার। এই নির্দেশিকার মধ্যেই ২ তোলাবাজ সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হল। মেমারিতে বালির ট্রাক আটকে তোলা চেয়ে হুমকি, না দেওয়ায় টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগে রাজকুমার মান্না ও আশিকুল রহমানকে গ্রেফতার করা হয়েছে।

‘ভগবৎগীতা’-র ৫টি সহজ উপদেশ

১. জীবনে একাধিক ভূমিকা আপনাকে পালন করতে হবে, কিন্তু একসঙ্গে একের বেশি ভূমিকা পালন করার চেষ্টা করবেন না। ২. অবশ্যই সাফল্যলাভ আপনার যে কোনও কাজের প্রধান লক্ষ্য। ৩. কাজ শুরু করার আগে সেই বিষয়ে যথেষ্ট ভেবে নিন। ৪. কর্মক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীন। ৫. যেখানে দুর্নীতি দেখবেন সেখানে লড়ুন দুর্নীতির বিরুদ্ধে।

সেহরি ও ইফতারের সময়

আসসালামুয়ালাইকুম রোজাদার। আগামীকাল, ২৬ মার্চ রবিবার (তৃতীয় রোজা), সেহরি ৪:২০ (ভোর) মিনিটে। এবং ইফতার ৫:৫০ (বিকেল) মিনিটে। (সময়- কলকাতার জন্য।) রমজান মুবারক। আল্লাহ আপনাদের সব দোয়া কবুল করুন। আমিন।

VOTE: হেরে শূন্য হয়ে গেল TMC, BJP, বিপুল জয় বাম-কংগ্রেসের

সাগরদিঘি, কোলাঘাটের পর এবার হলদিয়া। তৃণমূলকে ফের বড় ধাক্কা দিল বাম কংগ্রেস জোটে। বাম-কংগ্রেস জোটের কাছে হলদিয়া ডক ইনস্টিটিউট ভোটে ধরাশায়ী তৃণমূল। আজ, শনিবার অনুষ্ঠিত হওয়া ভোটে ১৯টি আসনের মধ্যে ১৯টিতেই জয়ী বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী। এই হলদিয়া ডক ইনস্টিটিউট ভোটে খাতাই খুলতে পারল না তৃণমূল, বিজেপি। এই ফল চিন্তা বাড়িয়েছে শাসক শিবিরের।

ভারতের সেরা 10 টি টু হুইলার যেগুলি এক লাখ টাকার নিচে দাম

১) হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক মোটরসাইকেলের দাম ৭৬,৩৪৬ টাকা (এক্স-শোরুম)।

২) ইয়ামাহা ফ্যাসিনো ১২৫ স্কুটারের দাম ৮৮,২৩০ টাকা (এক্স-শোরুম)।

৩) সুজুকি অ্যাক্সেস ১২৫ বিক্রি হয় ৮৫,৫০০ টাকায় (এক্স-শোরুম)।

৪) সুজুকি অ্যাভনিস রেস এডিশন ১২৫ স্কুটারের দাম ৯২,৩০০ টাকা (এক্স-শোরুম)।

৫) টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনের বাজারমূল্য ৯২,৮৯১ টাকা (এক্স-শোরুম)।

৩ এপ্রিল ছুটি

৪ এপ্রিল, মঙ্গলবার মহাবীর জয়ন্তী। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ওই দিনই ছুটি দেওয়া হয়েছিল আগে রাজ্যে। কিন্তু আচমকা সেই ছুটির দিন বদল করা হল। রাজ্য সরকারি কর্মচারীরা মহাবীর জয়ন্তীর ছুটি পাবেন ৩ এপ্রিল, সোমবার। কিন্তু কেন এই পরিবর্তন? ওয়াকিবহাল মহল মনে করছে, ৩ এপ্রিল ছুটি দেওয়ার অর্থ টানা তিনদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। শনি ও রবিবার এমনিতেই ছুটি, এবার তাতে যোগ হল সোমবারও।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url