সরকারি অ্যালটমেন্ট পত্রিকা 27/03/23 পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর জেলায় মমতা
সরকারি অ্যালটমেন্ট পত্রিকা
আজকে সরকারি এল্যাটমেন্ট পত্রিকার তরফ থেকে সবথেকে সেরা খবরগুলো আপনাদের জন্য তুলে এনেছি এবং প্রত্যেকদিন আমাদের এই পত্রিকা তোর থেকে নতুন নতুন খবর আপনাদের জন্য আনা হয়।
ফিরহাদ আর তৃণমূল মুখপাত্র নন:
আর দলের মুখ নন। তৃণমূলের জাতীয় ও রাজ্য স্তরের মুখপাত্রদের নতুন তালিকা থেকে বাদ পড়লেন ফিরহাদ হাকিম। 'বহিষ্কৃত' তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সেন্সর করেছে দল। তারপরও জ্যোতিপ্রিয় মল্লিক থেকে উদয়ন গুহ- প্রকাশ্যে রাজ্যের একের পর এক মন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে মুখ খুলছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তারপরই কী তাঁকে ছেঁটে ফেললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?
ডিভোর্স হতে পারে বিরাট কোহলি এবং অনুষ্কার মধ্যে:
সেজেগুজে অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছিলেন অনুষ্কা শর্মা। হাসিমুখেই ক্যামেরার সামনে দিচ্ছিলেন পোজ। আচমকা শোনা গেল ‘মিসেস কোহলি’ ডাক। তাতেই হঠাৎ মুড পালটে গেল বলিউড অভিনেত্রীর। আচমকাই তাঁকে ‘মিসেস কোহলি’ বলে ডাকা হয়। তখনই অভিনেত্রী বলে ওঠেন, 'কান ঝালাপালা করছে।' তারপরই মুখ ফিরিয়ে চলে যান। এরপরেই পাপারাৎজিদের প্রশ্ন, তাহলে কি কিং কোহলির সংসারে সব ঠিক নেই? দেখা দিয়েছে বিচ্ছেদের রং?
পোস্ট অফিসে ১৩ হাজার চাকরি:
১৩ হাজারের বেশি নতুন পদ তৈরি করা হচ্ছে পোস্ট অফিসে। ৫ হাজার ৭৪৬টি গ্রামীণ ডাক সেবক (ব্রাঞ্চ পোস্ট মাস্টার) পদ তৈরি করা হবে। বছরে তাঁদের ২ লক্ষ ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। ৭ হাজার ৮২টি সহকারী গ্রামীণ ডাক সেবক (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার) পদে বার্ষিক ১ লক্ষ ৬১ হাজার ১০০ টাকা ভাতা দেওয়া হবে। এছাড়া ২৭৫টি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ১২০টি মেইল ওভারসিয়ার ও ৬০টি ইনসপেক্টর পদ তৈরি করা হবে।
রাতে কী কী খাবেন?
রাতের খাবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাতে এমন খাবার খান যা সহজে হজম হয়। ভাত, রুটি, নুডলসের মধ্যে যেকোনও একটি বেছে নিন। মাছ বা মাংসের ঝোল রান্না করে খেতে পারেন। রাতের খাদ্য তালিকায় সবজি থাকুক প্রতিদিন। তবে সেটা অল্প তেলে রান্না হলেই ভালো। তেল এড়িয়ে খেতে চাইলে সবজির ভর্তা বা সেদ্ধ করে খেতে পারেন। ডাল ও সালাড অবশ্যই খাওয়ার তালিকায় রাখুন।
তৃণমূলের মুখপাত্রদের নতুন তালিকা প্রকাশ:
শনিবার জাতীয় এবং রাজ্য স্তরে দলের মুখপাত্রদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। যেখানে নাম নেই ফিরহাদ হাকিমের। তৃণমূলের জাতীয় স্তরের মুখপাত্রদের তালিকায় ২০ জনের নাম রয়েছে। আর রাজ্য স্তরের তালিকায় নাম রয়েছে ৪০ জনের। জাতীয় স্তরে ভিন রাজ্যের নেতা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, ললিতেশ ত্রিপাঠী, মুকুল সাংমা, রিপুন বোরা, সুস্মিতা দেবের নাম রয়েছে। রাজ্য স্তরে এই প্রথম বার জায়গা পেয়েছেন নেত্রী দোলা সেন।
পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর জেলায় মমতা। কার্যত পঞ্চায়েত ভোটের প্রচার উপলক্ষ্যে জেলা সফরে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ৩ এপ্রিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর সফরে যাওয়ার কথা জানিয়েছেন। ওইদিন কপ্টারে কলকাতা থেকে দিঘায় পৌঁছবেন মমতা। ৪ এপ্রিল দিঘায় বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দেওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর। ৫ এপ্রিলও রয়েছে তাঁর জনসংযোগ কর্মসূচি। আগামী ৬ এপ্রিল কলকাতায় ফিরবেন মমতা।
বকেয়া DA: ২ মাসের এরিয়ারও ঢুকবে অ্যাকাউন্টে:
৪ শতাংশ করে ডিএ এবং ডিয়ারনেস রিলিফের সঙ্গে সরকার কেন্দ্রীয় কর্মচারীদের দু'মাসের এরিয়ারও দেবে। কারণ ডিএ এবং ডিয়ারনেস অ্যালাউন্স এর বৃদ্ধি এক জানুয়ারি থেকে লাগু করা হয়েছে। এই কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বর্ধিত এরিয়ারও সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন। অর্থাৎ কর্মচারীদের মার্চের স্যালারি বৃদ্ধি হয়ে আসবে। এই বৃদ্ধির পরে সরকার প্রত্যেক বছর ১২৮১৫ কোটি টাকা অতিরিক্ত ভার নিতে হবে সরকারকে।
মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি, APPLY NOW
কেন্দ্রীয় সরকারের স্টিল অথোরিটি অফ ইন্ডিয়াতে মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। মোট শূন্য পদ রয়েছে ২১৫ টি। ৪০,০০০ টাকা পর্যন্ত বেতন রয়েছে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল। বিস্তারিত জানতে ক্লিক করুন।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url