26/04/23 সরকারি অ্যালটমেন্ট পত্রিকা | আজকের সারাদিনের গুরুত্বপূর্ণ খবর

 


26/04/23 সরকারি অ্যালটমেন্ট পত্রিকা | আজকের সারাদিনের গুরুত্বপূর্ণ খবর


চলতি শিক্ষাবর্ষ থেকেই অনলাইনে ভর্তি:

চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে কেন্দ্রীয় স্তরে অনলাইন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির ব্যবস্থা। মঙ্গলবার জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এ-ও জানিয়েছেন, 'ভর্তির ক্ষেত্রে কারচুপি রুখতেই লিংডো কমিশনের সুপারিশ করা এই পদক্ষেপ করা হচ্ছে। পুরুলিয়া থেকে বসে একটি ছেলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের কোথায় কত আসন, বিষয় অনুযায়ী দেখতে পারবেন। পোর্টালেই তিনি টাকা জমা করে ভর্তি হবেন।'

মাদক মামলায় ফাঁসানোর ঘটনায় দোষী পুলিশকর্মীর জরিমানা:

ব্যারাকপুরে মাদক মামলায় ফাঁসানোর ঘটনায় দোষী পুলিশকর্মীর জরিমানা করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার জানান- যে পুলিশকর্মী ভুয়ো মাদক মামলায় ফাঁসিয়েছিলেন, তাঁকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট চিহ্নিত করে দোষী পুলিশকর্মীকে ২ লাখ টাকা ব্যক্তিগত ভাবে জরিমানা দিতে হবে। মামলাকারীর আইনজীবী কৌস্তভ বাগচী জানান, ২০২২ সালের ১০ মার্চ বিশাল শুক্লকে মাদক মামলায় গ্রেফতার করে পুলিশ।

উচ্চ মাধ্যমিকে এবার নতুন ২ বিষয়:

একাদশ, দ্বাদশ শ্রেণিতে উচ্চ মাধ্যমিক বোর্ডের স্কুলগুলিতে এবার আরও দুটি বিষয় পড়ানো হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। চলতি শিক্ষাবর্ষ থেকেই ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বিষয় দুটি পড়তে পারবে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। যে সব স্কুল এই বিষয় দু’টি পড়াতে চায়, তাদের ২ মে থেকে ৩০ জুনের মধ্যে পর্ষদের কাছে আবেদন জানাতে হবে।

পরীক্ষার্থীর নয়া রেকর্ড গড়ল NEET UG:

নিট ইউজির পরীক্ষার্থীরা এবার নতুন একটি রেকর্ড গড়ল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় চলতি বছরে প্রায় ২১ লক্ষ পড়ুয়া রেজিস্ট্রেশন করেছে৷ যার মধ্যে ১১.৮ লক্ষ মহিলা পরীক্ষার্থী। এবার পুরুষদের তুলনায় ২.৮ লক্ষ বেশি মহিলা পরীক্ষার্থী নিট ইউজিতে আবেদন জানিয়েছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ২০ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

SBI: এই স্কিমে পাবেন ৭% বেশি সুদ (১):

এসবিআই অমৃত কলস ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমে ১২ এপ্রিল ২০২৩ তারিখ থেকে ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এই বিশেষ ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমের মেয়াদ ৪০০ দিন। এই ফিক্সড ডিপোজিট (এফডি) প্রকল্পে এনআরআই, নতুন এবং রিনিউয়াল ডিপোজিট, ফিক্সড ডিপোজিট হিসাবে টাকা জমা করা যাবে।

কাঁচা ডিম ফ্রিজে রাখবেন না কেন?

অনেকেই ফ্রিজের মধ্যে কাঁচা ডিম রাখেন। কিন্তু ফ্রিজে কাঁচা ডিম রাখলে নানা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। যেমন-

> ডিমের 'খাদ্যগুণ' নষ্ট হয়ে যায়।

> ডিমের মধ্যে থাকা খনিজ পদার্থ নিষ্ক্রিয় হয়ে যায়।

> ডিমের 'অ্যাকটিভ এনজাইম' নষ্ট হয়ে যায়।

> ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার প্রবণতা বাড়ে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url